বাংলার ইতিহাস। অনার্স চতুর্থ বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।

বাংলার ইতিহাস 

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স ৪র্থ বর্ষ। আজকের আলোচনা বাংলার ইতিহাস ক' বিভাগ সাজেশন। বিষয়: বাংলার  ইতিহাস। বিষয় কোড: ২৪১৫০৩।

বাংলার ইতিহাস। অনার্স চতুর্থ বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। বঙ্গভঙ্গের পরে বাংলা ও আসাম প্রদেশের রাজধানী কোথায় ছিল? 
উত্তর: বঙ্গভঙ্গের পরে বাংলা ও আসাম প্রদেশের রাজধানী ছিল ঢাকায়। 

২। মর্লি-মিন্টো সংস্কার আইন কত সালে পাশ হয়? 
উত্তর: ১৯০৯ সালে মর্লি মিন্টো সংস্কার আইন পাস হয়। 

৩। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে? 
উত্তর: লর্ড হার্ডিঞ্জ।

৪। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? 
উত্তর: আগা খান।  

৫। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে? 
উত্তর: এ.কে. ফজলুল হক।

৬। মহাত্মা গান্ধীর পূর্ণ নাম লেখ? 
উত্তর: মোহনদাস করমচাঁদ গান্ধী।  

৭। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? 
উত্তর: কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন এ.কে. ফজলুল হক।

৮। বাংলা শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? 
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।  

৯। বাংলার ইতিহাসে ১৯৪৩ সাল বিখ্যাত কেন? 
উত্তর: ১৯৪৩ সালে বাংলায় ভয়ংকর দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় ৫০ লক্ষ লোক দুর্ভিক্ষের শিকার হয়। এজন্য ১৯৪৩ সাল বিখ্যাত। 

১০। কোন কমিশন জমিদারির প্রথা বিলুপ্তি করার সুপারিশ করেন? 
উত্তর: ক্লাউড কমিশন জমিদারি প্রথা বিলুপ্তির সুপারিশ করেছিল।

১১। ১৯৩৭ থেকে ১৯৪৭ পর্যন্ত বাংলায় কয়টি মন্ত্রিসভা ছিল? 
উত্তর: চারটি। 

১২। ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় কখন? 
উত্তর: ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় ১৯৪৭ সালের।  

১৩। ১৯০৫ সাল বাংলার ইতিহাসে কেন বিখ্যাত? 
উত্তর: বঙ্গভঙ্গের জন্য । 

১৪। নবাব সলিমুল্লাহ কে ছিলেন? 
উত্তর: নবাব সলিমুল্লাহ ছিলেন ঢাকার চতুর্থ নবাব ও একজন মুসলিম রাজনৈতিক নেতা ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। 

১৫। স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: চিত্তরঞ্জন দাস। 

১৬। বেঙ্গল প্যাক্ট কত সালে হয়? 
উত্তর: ১৯২৩ সালের ১৬ই ডিসেম্বর।

১৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য কে ছিলেন? 
উত্তর: স্যার এ.এফ. রহমান।  

১৮। খিলাফত আন্দোলন কে শুরু করেন? 
উত্তর: খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ। 

১৯। খাজা নাজিম উদ্দিন কে ছিলেন? 
উত্তর: মুসলিম লীগ সংসদীয় দলের নেতা। 

২০। কত সালে স্বদেশী আন্দোলন শুরু হয়? 
উত্তর: ১৯০৫ সালের ৭ আগস্ট। 

২১। দ্বি-জাতি তত্ত্ব কে উত্থাপন করেন?
উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ।  

২২। অখন্ড বাংলার পরিকল্পনার মূল প্রবক্তার নাম উল্লেখ কর? 
উত্তর: অখণ্ড বাংলা পরিকল্পনার মূল প্রবক্তাদের নাম সুভাষচন্দ্র বসু ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 

২৩। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। 

২৪। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? 
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।

২৫। লর্ড কার্জন কে ছিলেন? 
উত্তর: লর্ড কার্জন ছিলেন ব্রিটিশ ভারতের ভাইসরয় ও বঙ্গভঙ্গের মূল পরিকল্পনাকারী।  

২৬। কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? 
উত্তর: ১৯১১ সালে। 

২৬। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? 
উত্তর: লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ.কে. ফজলুল হক। 

২৭। ভারতছাড় আন্দোলনের নেতা কে ছিলেন? 
উত্তর: ভারতছাড় আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী। 

২৮। ১৯৪৩ সালে দুর্ভিক্ষের সময় বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 
উত্তর: খাজা নাজিম উদ্দিন। 

২৯। মুসলিম লীগ কোথায় গঠিত হয়? 
উত্তর: ঢাকায়। 

৩০। ১৯৩৭ সালের নির্বাচনের পর বাংলার মুখ্যমন্ত্রী কে হন? 
উত্তর: শেরে বাংলা এ.কে. ফজলুল হক। 

৩১। সোহরাওয়ার্দী মন্ত্রিসভায় মুসলিম লীগের সদস্য কতজন ছিল? 
উত্তর: ৭ জন। 

৩২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন।?
উত্তর: স্যার ফিলিপ জোসেফ হার্টজ।

৩৩। গান্ধীকে 'মহাত্মা' উপাধিতে ভূষিত করেন কে? 
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর। 

৩৪। কখন ভারত ছাড় আন্দোলন শুরু হয়? 
উত্তর: ৮ আগস্ট ১৯৪২ সালে। 

৩৫। ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' উত্থাপিত হয় কত সালে।
উত্তর: ১৯৪০ সালের ২৩ মার্চ। 

৩৬। ক্ষুদিরাম কে ছিলেন? 
উত্তর: ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সর্বকনিষ্ঠ একজন বিপ্লবী ছিলেন। 

৩৭। অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করে? 
উত্তর: মহাত্মা গান্ধী।

৩৮। বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? 
উত্তর: ১৯১১ সালের ১২ ডিসেম্বর ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করেন।

৩৯। বঙ্গভঙ্গ করার ক্ষেত্রে বাংলার কোন নেতার নাম সংশ্লিষ্ট রয়েছে? 
উত্তর: নবাব স্যার সলিমুল্লাহ।

৪০। খিলাফত আন্দোলনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? 
উত্তর: লয়েড জর্জ। 

৪১। চিত্তরঞ্জন দাসের উপাধি কি ছিল? 
উত্তর: দেশবন্ধু। 

৪২। কৃষক প্রজা পার্টি কত সালে গঠিত হয়? 
উত্তর: ১৯৩৬ সালে। 

৪৩। ১৯০৬ সাল কেন বিখ্যাত? 
উত্তর: মুসলিম লীগ প্রতিষ্ঠার জন্য। 

৪৪। খিলাফত আন্দোলনের মুসলিম নেতা কে ছিলেন? 
উত্তর: খিলাফত আন্দোলনের মুসলিম নেতা ছিলেন মাওলানা মোহাম্মদ আলী। 

৪৫। বেঙ্গল প্যাক্টের প্রধান নেতা কে?
উত্তর: চিত্তরঞ্জন দাস। 

৪৬। খিলাফত আন্দোলনের সময় মুসলিম খিলাফতের রাজধানী কোথায় ছিল? 
উত্তর: খিলাফত আন্দোলনের সময় মুসলিম খেলাফতের রাজধানী ছিল তুরস্ক।  

৪৭। বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 
উত্তর: প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। 

৪৮। শহীদ সোহরাওয়ার্দী কখন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন? 
উত্তর: অবিভক্ত বাংলার।

৪৯। ১৯৪৭ সালে বাংলায় মুসলিম লীগের নেতা কে ছিলেন?
উত্তর: সোহরাওয়ার্দী। 

৫০। এম. এন. রায় কে ছিলেন?  
উত্তর: মানবেন্দ্র নাথ রায়।

৫১। নবগঠিত পূরবঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটান্যান্ট গভর্নর কে ছিলেন?
উত্তর: নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার।

৫২। নাথান কমিশন গঠন করা হয় কখন? 
উত্তর: ২৭ মে ১৯১২ সালে।    

৫৩। খিলাফত আন্দোলন কখন শুরু হয়? 
উত্তর: ১৯১৯ সালে। 

৫৪। অসহযোগ আন্দোলন কে সূচনা করেন? 
উত্তর: মহাত্মা গান্ধী। 

৫৫। বেঙ্গল প্যাক্টের মূল উদ্যোক্তা কে ছিলেন? 
উত্তর: দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 

৫৬। শহীদ সোহরাওয়ার্দী কবে বাংলার মুখ্যমন্ত্রী হন? 
উত্তর: ১৯৪৬ সালে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন