বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি। অনার্স প্রথম বর্ষ।

বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি। ক' বিভাগ সাজেশন। বিষয়: বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি। বিষয় কোড: ।

বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি। অনার্স প্রথম বর্ষ, ক'বিভাগ।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। মাৎস্যন্যায় কী?
উত্তর: মাৎস্যন্যায় হলো অরাজকতাপূর্ণ অবস্থা। বড় মাছ যেমন ছোট মাছকে গ্রাস করে তেমনি সবলেরা দুর্বলদের শোষণ করে।

২। 'অর্থশাস্ত্র' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: 'অর্থশাস্ত্র' গ্রন্থের রচয়িতা কৌটিল্য। 

৩। ফা-হিয়েন কে ছিলেন?
উত্তর: ফা-হিয়েন চীনা পরিব্রাজক ছিলেন।

৪। 'আয়ুধ' কী? 
উত্তর: 'আয়ুধ' শব্দের শাব্দিক অর্থ অস্ত্রাদি। প্রাগৈতিহাসিক যুগে মানুষ জীবন-জীবিকার প্রয়োজনে পশু শিকারের জন্য যে অস্ত্রের ব্যবহার করত তাকে আয়ুধ বলা হয়।

৫। আর্যদের আদি অবস্থান কোথায় ছিল?
উত্তর: আর্যদের আদি অবস্থান দক্ষিণ-পূর্ব ইউরোপে ছিল।

৬। কোন কোন অঞ্চল নিয়ে 'বঙ্গ' অঞ্চল গঠিত হয়েছিল?
উত্তর: ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর অঞ্চল নিয়ে বঙ্গ অঞ্চল গঠিত হয়েছিল।

৭। আর্য শব্দের অর্থ কী?
উত্তর: আর্য শব্দের অর্থ সৎ বংশজাত ব্যক্তি। 

৮। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে?
উত্তর: সম্রাট অশোকের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে।

৯। ইবনে বতুতা কোন শাসকের আমলে বাংলায় আগমন করে? × ২০২২
উত্তর: ফখরুদ্দিন মোবারক শাহের আমলে।  

১০। কখন ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল? 
উত্তর: বাংলা ১১৭৬ সালে। 

১১। 'সীতাদাহ' প্রথা বিলোপ কে করেন? 
উত্তর: 'সীতাদাহ' প্রথা বিলোপ করেন রাজা রামমোহন রায়। 

১২। কোন গ্রন্থে সর্বপ্রথম 'বঙ্গ' দেশের নাম পাওয়া যায়?
উত্তর: ঋগ্বেদের 'ঐতরেয় অরণ্যক' গ্রন্থে সর্বপ্রথম 'বঙ্গ' দেশের নাম পাওয়া যায়।

১৩। কোন অঞ্চলের নাম হরিকেল ছিল? 
উত্তর: বাকেরগঞ্জ অঞ্চল সংলগ্ন এলাকা অর্থাৎ বরিশাল, খুলনা ও বাগেরহাট ছিল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। 

১৪। ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল কোন পত্রিকা? 
উত্তর: 'সপ্তাহিক সৈনিক' পত্রিকা। 

১৫। কালিদাস কোন যুগের কবি ছিলেন? 
উত্তর: কালিদাস গুপ্তযুগের কবি ছিলেন। 

১৬। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে কোথায় উত্তোলন করা হয়? × ২০২২
উত্তর: ২ মার্চ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায়। 

১৭। 'বঙ্গভঙ্গ' রদ করা হয় কত সালে?
উত্তর: 'বঙ্গভঙ্গ' রদ করা হয় ১৯১১ সালে।

১৮। দিল্লির সিংহাসনে আহরণকারী প্রথম মুসলিম নারী কে? 
উত্তর: দিল্লির সিংহাসনে আহরানকারী প্রথম মুসলিম নারী হলেন সুলতান রাজিয়া। 

১৯। কুতুব মিনার কে প্রতিষ্ঠা করেন? 
উত্তর: কুতুব মিনার কুতুবউদ্দিন আইবেক প্রতিষ্ঠা করেন। 

২০। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 
উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১ সালে। 

২১। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? × ২০২২
উত্তর: সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল।

২২। নবান্ন কী?
উত্তর: হেমন্তকালীন কৃষকের ধান কাটা শেষে অনুষ্ঠিত উৎসবের নাম নবান্ন। 

২৩। পুড়ামাটির তৈরি শিল্পকর্ম কে কি বলা হয়?
উত্তর: টেরাকোটা বলে। 

২৪। "আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।"–উক্তিটি কার?
উত্তর: "আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।"–উক্তিটি ডক্টর মুহাম্মদ শহিদুল্লাহ-এর।

২৫। শেখা গোষ্ঠীর স্লোগান কী ছিল? 
উত্তর: জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

২৬। টোটেম অনুষ্ঠান কী?
উত্তর: পশু শিকারের পর যে অনুষ্ঠান করা হতো তাকে টোটেম অনুষ্ঠান বলা হতো।

২৭। জৈন ধর্মের প্রবর্তক কে?
উত্তর: জৈন ধর্মের প্রবর্তক মহাবীর।

২৮। সুফিবাদ কী?
উত্তর: মারফতে বিশ্বাসী মুসলমান নিজেকে আকশ ও আল্লাহকে মাশুক জ্ঞানে ভক্তি রসে সিঞ্চিত হয়ে মাশুকে মিলিত হয়ে আপন সত্তা লীন করার ধর্মাতাত্ত্বিক অভিমত সুফিবাদ। 

২৯। ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল কোন পত্রিকা? 
উত্তর: 'সাপ্তাহিক সৈনিক' পত্রিকা।

৩০। কৌলিন্য প্রথা কোন সেন রাজার সময় চালু হয়? 
উত্তর: কৌলিন্য প্রথা বিজয় সেনের পুত্র বল্লাল সেন চালু করেছিলেন।

৩১। 'পুণ্যিপুকুর ব্রত' মূলত কি ধরনের অনুষ্ঠান? 
উত্তর: হিন্দু কুমারীদের মনের কামনা পূরণের ব্রত।

৩২। আইন-ই-আকবরী গ্রন্থের রচিয়তা কে?
উত্তর: আবুল ফজল। 

৩৩। শশাঙ্কের সময়ে গৌড়ের রাজধানী কোথায় ছিল? 
উত্তর: শশাঙ্কের সময়ে গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ ছিল।

৩৪। বাংলা প্রাচীন জনপদসমূহ কী কী?
উত্তর: বাংলার প্রাচীন জনপদসমূহ বঙ্গ, পুন্ড্র, গৌড়, রাঢ়, সমতট, হরিকেল ও বরেন্দ্র।

৩৫। তিতুমীর কোথায় 'বাঁশের কেল্লা নির্মাণ' করেছিলেন?
উত্তর: নারিকেল বাড়িয়ায় তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন।
 
৩৬। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। 

৩৭। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? 
উত্তর: শেরে বাংলা একে ফজলুল হক। 

৩৮। চরমপত্র কোথা থেকে প্রচারিত হয়?
উত্তর: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে। 

৩৯। ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তর: ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।

৪০। ফকির-সন্ন্যাসী বিদ্রোহ কখন সংঘটিত হয়? 
উত্তর: ১৭৬৩ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ৩৭ বছর ধরে উত্তর ও পশ্চিমবঙ্গ এবং বিহারে ঐতিহাসিক ফকির-সন্ন্যাসী বিদ্রোহ সংঘটিত হয়। 

৪১। সম্রাট আকবর কবে বাংলা বিজয় করেন? 
উত্তর: ১৫৭৬ সালে। 

৪২। ছয়দফা কর্মসূচি কত খ্রিস্টাব্দে উত্থাপিত হয়? 
উত্তর: ১৯৬৬ খ্রিস্টাব্দে। 

৪৩। 'Terra cotta' কী?
উত্তর: পোড়ামাটি মূর্তি গড়ার জন্য কাদামাটি ও বালির মিশ্রণ। 

৪৪। বাংলার ভাস্কর্য শিল্পের বড় উপাদান কি? 
উত্তর: পোড়ামাটি। 

৪৫। দ্রাবিড় জাতি কখন এদেশে আসে?
উত্তর: দ্রাবিড় জাতি প্রায় ৫ হাজার বছর পূর্বে এদেশে আসে।

৪৬। গম্ভীরা কোন অঞ্চলের গান? 
উত্তর: রাজশাহী অঞ্চলের গান। 

৪৬। বাঙালি জাতি কিভাবে গড়ে উঠেছে? 
উত্তর: বাঙালি জাতি অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে গড়ে উঠেছে।

৪৭। 'বাংলা' শব্দের উৎপত্তি কিভাবে? 
উত্তর: বঙ+আল=বঙ্গাল থেকে।

৪৮। বাঙালি আদি নৃ-গোষ্ঠীর নাম কি?
উত্তর: অস্ট্রিক।

৪৯। ব্রাহ্ম ধর্মের প্রবর্তক কে?
উত্তর: রাজা রামমোহন রায়। 

৫০। আর্য কারা? 
উত্তর: দক্ষিণ-পূর্ব ইউরোপ থেকে আগত জনগোষ্ঠীকে আর্য বলা হয়। 

৫১। বড় সোনা মসজিদের নির্মাতা কে? 
উত্তর: আলাউদ্দিন হুসেন শাহ। 

৫২। সোনারগাঁর প্রাচীন নাম কি?
উত্তর: সোনারগাঁর প্রাচীন নাম সুবর্ণনগর।

৫৩। পরিবিবির আসল নাম কি? 
উত্তর: পরিবিবির আসল নাম ইরান দুখত।

৫৪। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: লোকশিল্প জাদুকর সোনারগাঁয়ে অবস্থিত।

৫৫। ষাটগম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: ষাটগম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত।

৫৬। বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? 
উত্তর: বৈরাগীর ভিটা বগুড়ার মহাস্থানগরে অবস্থিত। 

৫৭। পাঁচালী কাকে বলে? 
উত্তর: পাঁচালী এক ধরনের পালা গান। 

৫৮। পাল আমলে বাংলার কোন সাহিত্যকর্ম রচিত হয়েছিল? 
উত্তর: চর্যাপদ।

৫৯। ভারত শব্দের নামকরণ হয় কিভাবে?
উত্তর: ভারত শব্দের নামকরণ হয় রাজা দশরথের পুত্র ভরতের নামানুসারে।

৬০। 'ভুসুকু' কে ছিলেন?
উত্তর: চর্যাপদের বাঙালি কবি। 

৬১। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? 
উত্তর: সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেন।

৬২। বাংলার আদিম অধিবাসী কারা? 
উত্তর: কোল, ভেল, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি আদিবাসী। 

৬৩। মৌর্যদের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মৌর্যদের রাজধানী ছিল পাটালিপুত্র।

৬৪। দ্বৈতশাসন কী?
উত্তর: দ্বৈতশাসন হচ্ছে কোম্পানির হাতে দেওয়ানি আর নবাবের হাতে শাসনভার।

৬৫। বাংলাদেশের কোন অঞ্চল প্রাচীনকালে 'সমতট' নামে পরিচিত ছিল?
উত্তর: পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চল।

৬৭। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? 
উত্তর: এ. কে ফজলুল হক। 

৬৮। সর্বপ্রথম 'বাংলা' শব্দের ব্যবহার হয় কোথায়?
উত্তর: সর্বপ্রথম 'বাংলা' শব্দের ব্যবহার হয় আবুল ফজলের 'আইন-ই-আকবরী' গ্রন্থে।

৬৯। মুজিবনগরে পূর্ব নাম কি ছিল? 
উত্তর: বৈদ্যনাথতলার ভবেরপাড়া।

৭০। সোমপুর বিহার কোথায় অবস্থিত? 
উত্তর: সোমপুর বিহার নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। 

৭১। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? 
উত্তর: উত্তরবঙ্গের চাঁপাই নবাবগঞ্জের গান।

৭২। পালযুগের দু'জন শ্রেষ্ঠ ভাস্করের নাম লেখ?
উত্তর: বীতপাল ও ধীমান। 

৭৩। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? 
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 

৭৪। ইতিহাসের জনক কে? 
উত্তর: ইতিহাসের জনক হেরোডোটাস। 

৭৫। বস্তুগত সংস্কৃতি কী?
উত্তর: বস্তুগত সংস্কৃতি হলো ঘরবাড়ি, বাসন-কোসন, কাপড়চোপড় ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন