ইতিহাস পরিচিতি। অনার্স প্রথম বর্ষ, ক' বিভাগ।

ইতিহাস পরিচিতি

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা ইতিহাস পরিচিতি ক' বিভাগ সাজেশন। বিষয়: ইতিহাস পরিচিতি। বিষয় কোড:। 

ইতিহাস পরিচিতি। অনার্স প্রথম বর্ষ, ক' বিভাগ।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।

ক' বিভাগ

১। ইতিহাসের জনক কাকে বলা হয়? × ২০২২
উত্তর: ইতিহাসের জনক হেরোডোটাস। 

২। "Histria" শব্দের অর্থ কি? × ২০২২
উত্তর: "Histria" শব্দের অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। 

৩। উৎস বা উৎপাদনের মাপকাঠিতে ইতিহাসের কাল বিভাজনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর: উৎস বা উৎপাদনের মাপকাঠিতে ইতিহাসের কাল বিভাজনকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে।

৪। ইতিহাসের বিষয়বস্তু কী?
উত্তর: ইতিহাসের বিষয়বস্তু হলো মানুষ। 

৫। 'Res Gestac' শব্দের অর্থ কি?
উত্তর: 'Res Gestac' শব্দের অর্থ মানুষের অতীত কর্মকাণ্ড। 

৬। B.C এর অর্থ কি? × ২০২২
উত্তর: B.C এর অর্থ 'Before Christ' বা খ্রিস্টপূর্ব। 

৭। "Palaeolithic age' অর্থ কি?
উত্তর: "Palaeolithic age' অর্থ প্রাচীন প্রস্তর যুগ। 

৮। নব্য প্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন কে?
উত্তর: নব্য প্রস্তর যুগে নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন প্রত্নতত্ত্ববিদ ভি. গর্ডন চাইল্ড। 

৯। মানব সভ্যতা ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর কোন যুগ? 
উত্তর: প্রাগৈতিহাসিক যুগ হচ্ছে মানব সভ্যতার ক্রমিকাশের সর্বোচ্চ স্তর।

১০। মুকাদ্দিমা কার লেখা?
উত্তর: মুকাদ্দিমা ইবনে খালদুনের লেখা।

১১। প্রাচীনকালে অর্থনীতির মূল উৎস কি ছিল?
উত্তর: প্রাচীনকালে অর্থনীতির মূল উৎস ছিল কৃষি। 

১২। তারিখ-ই-ফিরোজশাহী কে রচনা করেন? × ২০২২
উত্তর: জিয়াউদ্দিন বারানী রচনা করেন।

১৩। হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল?
উত্তর: হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি প্রথম আবিষ্কৃত হয়েছিল মিশরীয় সভ্যতায়। 

১৪। গবেষণা অর্থ কী?
উত্তর: গবেষণার ইংরেজি প্রতিশব্দ 'Research' যার অর্থ হচ্ছে পুনঃঅনুসন্ধান।

১৫। অলিখিত উপাদান কী কী?
উত্তর: জীবাশ্ম, হাড়গোড়, যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, আসবাবপত্র, সৌধমালা, মুদ্রা, শিলালিপি ইত্যাদি অলিখিত উপাদান।

১৬। যে কোন তিনজন ঐতিহাসিকের নাম লিখ? 
উত্তর: তিনজন ঐতিহাসিকের নাম হল:- ১.আবুল ফজল  ২.ইবনে খালদুন  ৩.আরনল্ড জোসেফ টয়েনবি।

১৭। 'আকবরনামা' ও 'আইন-ই-আকবরী' গ্রন্থোদ্বয় এর রচয়িতা কে?
উত্তর: 'আকবরনামা' ও 'আইন-ই-আকবরী' গ্রন্থোদ্বয় রচনা করেন আবুল ফজল। 

১৮। কোন দেশ নীলনদের দান?
উত্তর: মিশর নীলনদের দান।

১৯। কে বঙ্গাব্দ প্রচলন করেন? 
উত্তর: সম্রাট আকবর বঙ্গাব্দ প্রচলন করেন। 

২০। কলহনের গ্রন্থের নাম কি? × ২০২২
উত্তর: কলহন রচিত বিখ্যাত গ্রন্থের নাম 'রাজতরঙ্গিনী'।

২১। "A Study of History" গ্রন্থটির লেখক কে?
উত্তর: "A Study of History" গ্রন্থটির লেখক হলেন আরনল্ড জোসেফ টয়েনবি।

২২। "Das Kapital" কার রচনা? × ২০২২
উত্তর: "Das Kapital" রচনা করেছেন কার্ল মার্কস।

২৩। 'হুমকি এবং মোকাবিলা তত্ত্বের' প্রবক্তা কে?
উত্তর: 'হুমকি এবং মোকাবিলা তত্ত্বের' প্রবক্তা হলেন আরনল্ড জোসেফ টয়েনবি।

২৪। "The History of Disline  and Fall of the Roman Empier" গ্রন্থের রচয়িতা কে? 
উত্তর: "The History of Disline  and Fall of the Roman Empier" গ্রন্থের রচয়িতা এডওয়ার্ড গিবন।

২৫। বাংলায় ইতিহাস শব্দটি কোন শব্দ থেকে এসেছে? 
উত্তর: বাংলায় 'ইতিহাস' শব্দটি সংস্কৃত শব্দ 'ইতিহ' থেকে এসেছে।

২৬। Historia মূলত কোন শব্দ? 
উত্তর: Historia মূলত গ্রিক শব্দ। 

২৭। Historiography এর বাংলা অর্থ কি?
উত্তর: Historiography এর বাংলা অর্থ হলো ইতিহাস তত্ত্ব বা ইতিহাস চর্চা। 

২৮। পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি? 
উত্তর: পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থের নাম হেরোডোটাস রচিত "The Histories".

২৯। প্রস্তর যুগ কয় ভাগে বিভক্ত? 
উত্তর: প্রস্তর যুগ সাধারণত তিন ভাগে বিভক্ত। যথা: ১.পুরোপলীয় যুগ,  ২.মধ্যপলীয় যুগ ও  ৩.নবোপলীয় যুগ। 

৩০। Mesolithic Age এর অর্থ কি?
উত্তর: Mesolithic Age এর অর্থ মধ্যপ্রস্তর যুগ। 

৩১। কোন যুগে "Neilithi" বলা হয়?
উত্তর: নব্যপ্রস্তর যুগকে "Neilithi" বলা হয়।

৩২। A.D অর্থ কি?
উত্তর: A.D অর্থ হলো Anno Domini.

৩৩। বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়? 
উত্তর: বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে।

৩৪। বর্তমান বিশ্বে কোন ধরনের কালপঞ্জি ব্যবহৃত হয়?
উত্তর: বর্তমান বিশ্বে ক্যালডীও কালপঞ্জি ব্যবহৃত হয়।

৩৫। ইতিহাসের উৎস কত প্রকার? 
উত্তর: ইতিহাসের উৎস দুই প্রকার। 

৩৬। সেন্ট-অগাস্টিনের বিখ্যাত গ্রন্থের নাম কি? 
উত্তর: দি সিটি অব গড।

৩৭। আসাবিয়াহ কি?
উত্তর: কোন গোত্র, দল, উপজাতি ও জাতির মধ্যকার পারস্পরিক একাত্মবোধকে আসাবিয়াহ বলে।

৩৮। ইবনে খালদুনের পুরো নাম কি?
উত্তর: ইবনে খালেদুনের প্রকৃত নাম ওয়ালিউদ্দিন আবুজায়েদ আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে খালদুন।

৩৯। নিমিত্তবাদ এর ইংরেজি শব্দ কি? 
উত্তর: নিমিত্তবাদ এর ইংরেজি শব্দ হলো Determinism.

৪০। সর্বপ্রথম কারা ইতিহাস চর্চা শুরু করেছিল? 
উত্তর: গ্রিকরা সর্বপ্রথম ইতিহাস চর্চা শুরু করেছিল।

৪১। ভারতীয় সাহিত্যে প্রথম ইতিহাসের মর্যাদা পাওয়া গ্রন্থ কি? 
উত্তর: ভারতীয় সাহিত্যে প্রথম ইতিহাসের মর্যাদা পাওয়া গ্রন্থ হলো কলহন রচিত রাজতরঙ্গিনী।

৪২। আকবরনামার রচিয়তার নাম লিখ?
উত্তর: বিখ্যাত ইতিহাস গ্রন্থ 'আকবর নামা' গ্রন্থের রচয়িতা আবুল ফজল।

৪৩। তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: জিয়াউদ্দিন বারানি। 

৪৪। লিওপোল্ড ভন র‍্যাংকে কত সালে ইতিহাস সেমিনার কেন্দ্র প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৮৩৩ সালে।

৪৫। কার্ল মার্কস কোন দেশের নাগরিক?
উত্তর: কার্ল মার্কস জার্মান নাগরিক ছিলেন। 

৪৬। সেন্ট অগাস্টিনের পুরো নাম কি? 
উত্তর: সেন্ট অগাস্টিনের পুরো নাম অরেলিয়াস অগাস্টিন। 

৪৭। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? 
উত্তর: বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় কার্ল মার্কসকে।

৪৮। অপ্রত্যাশিত বা দৈব ঘটনার পারিভাষিক নাম কি?
উত্তর: অপ্রত্যাশিত বা দৈব ঘটনার পারিভাষিক নাম হলো Unimaginablism.

৪৯। ইংরেজি 'History' শব্দটি কোন শব্দ থকে এসেছে?
উত্তর: ইংরেজি 'History' শব্দটি গ্রিক শব্দ 'Historia থেকে এসেছে?

৫০। 'What is History' গ্রন্থটির রচয়িতা কে? 
উত্তর: 'What is History' গ্রন্থটির রচয়িতা হলেন E. H. Carr.

৫১। "Eolithic Age" এর অর্থ কি? 
উত্তর: পুরোপলীয় যুগের পরবর্তী যুগকে 'Eolithic Age' বলা হয়।

৫২। সুদা কী?
উত্তর: ইতিহাসের জনক হেরোডোটাস সম্পর্কে জানার জন্য একটি অন্যতম প্রাথমিক উৎস সুদা (suda) নামক অভিধান।

৫৩। "ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয়, বেশিও নয়।" –উক্তিটি কার?
উত্তর: উক্তিটি জে. বি. বারি এর।

৫৪। 'Universal History' অর্থ কি?
উত্তর: সার্বকনীন ইতিহাস। 

৫৫। 'Outline of History' গ্রন্থটির রচয়িতা কে? 
উত্তর: 'Outline of History' গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক ও ইতিহাসবিদ কোঁর্দোস।

৫৬। ইতিহাস হচ্ছে অতীতের রাজনীতি, আর রাজনীতি হচ্ছে বর্তমানে ইতিহাস'- উক্তিটি কার?
উত্তর: লর্ড এ্যাকটন।

৫৭। 'Historical Chronology' অর্থ কি? 
উত্তর: কালানুক্রমিক ইতিহাস।

৫৮। 'The Confession' কে রচনা করেন? 
উত্তর: 'The Confession' সেন্ট অগাস্টিন রচনা করেন।

৫৯। 'City of God' কার লেখা? × ২০২২
উত্তর: 'City of God' সেন্ট অগাস্টিনের লেখা।

৬০। কাকে আকবরের হেরোডোটাস বরে অভিহিত করা হয়? × ২০২২
উত্তর: আবুল ফজলকে আকবরের হেরোডোটাস বরে অভিহিত করা হয়।

৬১। Communist Manifesto কি?
উত্তর: Communist Manifesto হলো কার্ল মার্কসের রচিত একটি গ্রন্থ। 

৬২। 'History' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? 
উত্তর: ইতিহাস বা 'History' শব্দটি সর্বপ্রথম হেরোডোটাস ব্যবহার করেন।

৬৩। নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার কি?
উত্তর: নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার হলো ধাতুর ব্যবহার। 

৬৪। 'The Spirit of Laws' গ্রন্থের লেখক কে?
উত্তর: 'The Spirit of Laws' গ্রন্থের লেখক মন্টেস্কু।

৬৫। কোন দেশে সর্ব প্রথম ইতিহাসের উৎপত্তি হয়েছে?
উত্তর: গ্রিসে সর্ব প্রথম ইতিহাসের উৎপত্তি হয়েছে?

৬৬। ইতিহাসের কাল বিভাজনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর: ইতিহাসের কাল বিভাজনকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে।

৬৭। বৈজ্ঞানিক ইতিহাসতত্বের জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক ইতিহাসতত্বের জনক থুকিডাইডিস।

৬৮। ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি? 
উত্তর: রাজতঙ্গিনী।

৬৯। মধ্যযুগের দুইজন ভারতীয় ঐতিহাসিকের নাম লিখ?
উত্তর: জিয়াউদ্দিন বারানী এবং ইবনে খালদুন।

৭০। 'ইতিবৃত্ত' গ্রন্থটি কে রচনা করে?
উত্তর: হেরোডোটাস।

৭১। ইতিহাসের তথ্য বলতে কি বুঝায়?
উত্তর: ইতিহাসের তথ্য হলো ইতিহাস রচনার পদ্ধতি নিয়মকানুন, দিক নির্দেশনা ও কলাকৌশল।

৭২। 'হায়ারোগ্লিফিক' কি?
উত্তর: মিশরীয় লিপি।

৭৩। কলহন কোন দেশের ঐতিহাসিক? 
উত্তর: ভারতের।

৭৪। 'Kitab-ul-Ibra' গ্রন্থের রচয়িতা কে? 
উত্তর: 'Kitab-ul-Ibra' গ্রন্থের রচয়িতা ইবনে খালদুন। 

৭৫। হেরোডোটাস তাঁর ইতিবৃত্ত কোন যুদ্ধের বিবরণ দিয়েছেন?
উত্তর: গ্রিক ও পারস্যের মধ্যকার যুদ্ধের বিবরণ/ পারসিক যুদ্ধের।

৭৬। আবুল ফজল কোন দেশের ঐতিহাসিক?
উত্তর: ভারতের।

৭৭। হেরোডোটাস কোন দেশে জন্মগ্রহণ করেন? 
উত্তর: হেরোডোটাস গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন।

৭৮। জিয়াউদ্দিন বারানি ইতিহাসকে কি বলে অভিহিত করেছেন? 
উত্তর: জিয়াউদ্দিন বারানি ইতিহাসকে বিজ্ঞানের রানি বলে অভিহিত করেছেন।

৭৯। কার্ল মার্কস বিখ্যাত কেন? 
উত্তর: বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জন্য। 

৮০। তথ্য বলতে কী বোঝায়? × ২০২২
উত্তর: তথ্য বলতে বাস্ত কোন ঘটনা পর্যবেক্ষণ করে প্রাপ্ত কোনো বিবরণকে বোঝায়।

৮১। ঐতিহাসিক কারা? × ২০২২
উত্তর: যিনি ইতিহাস রচনা করেন।

৮২। ঐতিহাসিক লিওপোন্ড ভন র‍্যাঙ্কের জন্মস্থান কোন দেশে? × ২০২২
উত্তর: জার্মানিতে।

৮৩। 'ঐতিহাসিক বস্তুবাদ 'মতবাদটি কার? × ২০২২
উত্তর: কার্ল মার্কসের।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন