ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসরতান্ত্রিক ইতিহাস। অনার্স চতুর্থ বর্ষ।

ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসরতান্ত্রিক ইতিহাস

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স চতুর্থ বর্ষ। আজকের আলোচনা ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসরতান্ত্রিক ইতিহাস ক' বিভাগ সাজেশন। বিষয়: ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসরতান্ত্রিক ইতিহাস। বিষয় কোড: ২৪১৫১_।

ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসরতান্ত্রিক ইতিহাস। অনার্স চতুর্থ বর্ষ।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। কত সালে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আগমন করে?
উত্তর: ১৬০১ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আগমন করে।

২। পিটের ভারত শাসন আইন কখন পাস হয়?
উত্তর: ১৭৮৪ সালে।

৩। প্রথম ভারত সচিব কে ছিলেন?
উত্তর: ১৮৫৮ সালে ২ আগস্ট লর্ড স্ট্যানলে প্রথম ভারত-প্রতিম নিযুক্ত হন।

৪। প্রথম ভারতীয় কাউন্সিলাইন কোন সালে প্রবর্তিত হয়?
উত্তর: ১৮৬১ সালে।

৫। কর্ণওয়ালিশ কোড কী?
উত্তর: কর্ণওয়ালিশ প্রবর্তিত একটি বিধি।

৬। অ্যানাল অক্টোভিয়ান হিউম কে ছিলেন?
উত্তর: অ্যানাল অক্টোভিয়ান হিউম ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তা ও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্ত।

৭। Laissez-Faire কথার অর্থ কী?
উত্তর: মুক্তবাজার অর্থনীতি।

৮। মর্লি-মিন্টো কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের ভাইসরয়।

৯। লক্ষৌ স্বাক্ষরিত হয় কোন সালে?
উত্তর: ১৯১৬ সালে।

১০। কাইজার-ই-হিন্দ কার উপাধি ছিল?
উত্তর: কাইজার-ই-হিন্দ মহাত্মা গান্ধীর উপাধি ছিল।

১১। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।

১২। লর্ড মাউন্টব্যাটেন কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন।

১৩। ভারত স্বাধীনতা আইন কখন পাস হয়?
উত্তর: ১৯৪৭ সালের ১৮ জুলাই।

১৪। রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাশ হয়?
উত্তর: ১৭৭৩ সালে।

১৫। স্যার ইলিজা ইম্পে কে ছিলেন?
উত্তর: কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন।

১৬। বোর্ড অফ কন্ট্রোল কী?
উত্তর: ব্রিটিশ কোম্পানি শাসনের উচ্চস্তরের নীতি নির্ধারণকারি সংস্থা।

১৭। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: লর্ড ওয়েলেসলি।

১৮। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড ক্যানিং।

১৯। সদত আইন কী?
উত্তর: ভারতের ব্রিটিশ ব্যবসায়ীদের সুবিধার্থে ব্রিটিশ সরকার ১৭৯৩ সাল থেকে ১৮৫৩ সাল পর্যন্ত যে চারটি আইন পাস করে তাই সনদ আইন।

২০। লর্ড কার্জন কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন।

২১। মর্লি-মিন্টো সংস্কার আইন কত সালে পাশ হয়?
উত্তর: ১৯০৯ সালে।

২২। বেঙ্গল প্যাক্টের প্রধান দুই নেতা কে ছিলেন?
উত্তর: চিত্তরঞ্জন দাস ও এ. কে. ফজলুল হক।

২৩। ১৯১৯ সালের আইনকে কী নামে ডাকা হয়?
উত্তর: মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন।

২৪। মন্ত্রীমিশনে  কতজন সদস্য ছিলেন?
উত্তর: ৩ জন।

২৫। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে প্রথম লিখিত আইন কোনটি?
উত্তর: রেগুলেটিং অ্যাক্ট ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে প্রথম লিখিত আইন।

২৬। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়্যারিং হেস্টিংস।

২৭। কোন আইনে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: রেগুলেটিং আইন অনুযায়ী কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়।

২৮। কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্যিক অধিকার বিলপ করা হয়?
উত্তর: ১৮৫৮ সালের ভারত শাসন আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্যিক অধিকার বিলোপ করা হয়।

২৯। 'প্রজাস্বত্ব আইন' কত সালে প্রবর্তিত হয়?
উত্তর: 'প্রজাস্বত্ব আইন' ১৯৫০ সালে প্রবর্তিত হয়।

৩০। শেষ সনদ আইন কবে পাশ হয়।
উত্তর: ১৮৫৩ সালে শেষ সনদ আইন পাশ হয়।

৩১। ভারতে কোম্পানির শাসন অবসান হয় কবে?
উত্তর: ১৮৫৮ সালে।

৩২। কোন আইনে ভারতীয় মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়?
উত্তর: ১৯০৯ সালের আইনে ভারতীয় মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়।

৩৩। কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়?
উত্তর: ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতের ব্রিটিশ শাসনের অবসান হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন