ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসরতান্ত্রিক ইতিহাস
জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স চতুর্থ বর্ষ। আজকের আলোচনা ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসরতান্ত্রিক ইতিহাস ক' বিভাগ সাজেশন। বিষয়: ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসরতান্ত্রিক ইতিহাস। বিষয় কোড: ২৪১৫১_।
ক' বিভাগ
১। কত সালে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আগমন করে?
উত্তর: ১৬০১ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আগমন করে।
২। পিটের ভারত শাসন আইন কখন পাস হয়?
উত্তর: ১৭৮৪ সালে।
৩। প্রথম ভারত সচিব কে ছিলেন?
উত্তর: ১৮৫৮ সালে ২ আগস্ট লর্ড স্ট্যানলে প্রথম ভারত-প্রতিম নিযুক্ত হন।
৪। প্রথম ভারতীয় কাউন্সিলাইন কোন সালে প্রবর্তিত হয়?
উত্তর: ১৮৬১ সালে।
৫। কর্ণওয়ালিশ কোড কী?
উত্তর: কর্ণওয়ালিশ প্রবর্তিত একটি বিধি।
৬। অ্যানাল অক্টোভিয়ান হিউম কে ছিলেন?
উত্তর: অ্যানাল অক্টোভিয়ান হিউম ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তা ও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্ত।
৭। Laissez-Faire কথার অর্থ কী?
উত্তর: মুক্তবাজার অর্থনীতি।
৮। মর্লি-মিন্টো কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের ভাইসরয়।
৯। লক্ষৌ স্বাক্ষরিত হয় কোন সালে?
উত্তর: ১৯১৬ সালে।
১০। কাইজার-ই-হিন্দ কার উপাধি ছিল?
উত্তর: কাইজার-ই-হিন্দ মহাত্মা গান্ধীর উপাধি ছিল।
১১। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
১২। লর্ড মাউন্টব্যাটেন কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন।
১৩। ভারত স্বাধীনতা আইন কখন পাস হয়?
উত্তর: ১৯৪৭ সালের ১৮ জুলাই।
১৪। রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাশ হয়?
উত্তর: ১৭৭৩ সালে।
১৫। স্যার ইলিজা ইম্পে কে ছিলেন?
উত্তর: কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন।
১৬। বোর্ড অফ কন্ট্রোল কী?
উত্তর: ব্রিটিশ কোম্পানি শাসনের উচ্চস্তরের নীতি নির্ধারণকারি সংস্থা।
১৭। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: লর্ড ওয়েলেসলি।
১৮। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড ক্যানিং।
১৯। সদত আইন কী?
উত্তর: ভারতের ব্রিটিশ ব্যবসায়ীদের সুবিধার্থে ব্রিটিশ সরকার ১৭৯৩ সাল থেকে ১৮৫৩ সাল পর্যন্ত যে চারটি আইন পাস করে তাই সনদ আইন।
২০। লর্ড কার্জন কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন।
২১। মর্লি-মিন্টো সংস্কার আইন কত সালে পাশ হয়?
উত্তর: ১৯০৯ সালে।
২২। বেঙ্গল প্যাক্টের প্রধান দুই নেতা কে ছিলেন?
উত্তর: চিত্তরঞ্জন দাস ও এ. কে. ফজলুল হক।
২৩। ১৯১৯ সালের আইনকে কী নামে ডাকা হয়?
উত্তর: মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন।
২৪। মন্ত্রীমিশনে কতজন সদস্য ছিলেন?
উত্তর: ৩ জন।
২৫। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে প্রথম লিখিত আইন কোনটি?
উত্তর: রেগুলেটিং অ্যাক্ট ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে প্রথম লিখিত আইন।
২৬। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়্যারিং হেস্টিংস।
২৭। কোন আইনে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: রেগুলেটিং আইন অনুযায়ী কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়।
২৮। কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্যিক অধিকার বিলপ করা হয়?
উত্তর: ১৮৫৮ সালের ভারত শাসন আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্যিক অধিকার বিলোপ করা হয়।
২৯। 'প্রজাস্বত্ব আইন' কত সালে প্রবর্তিত হয়?
উত্তর: 'প্রজাস্বত্ব আইন' ১৯৫০ সালে প্রবর্তিত হয়।
৩০। শেষ সনদ আইন কবে পাশ হয়।
উত্তর: ১৮৫৩ সালে শেষ সনদ আইন পাশ হয়।
৩১। ভারতে কোম্পানির শাসন অবসান হয় কবে?
উত্তর: ১৮৫৮ সালে।
৩২। কোন আইনে ভারতীয় মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়?
উত্তর: ১৯০৯ সালের আইনে ভারতীয় মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়।
৩৩। কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়?
উত্তর: ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতের ব্রিটিশ শাসনের অবসান হয়।