পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা
জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা ক' বিভাগ সাজেশন। বিষয়: পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা। বিষয় কোড:।
ক' বিভাগ
১। প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন?
উত্তর: প্লেটো সম্পত্তি ও পারিবারিক ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন।
২। জন লকের মতে, 'প্রকৃতিক রাজ্যে' জনগণের মধ্যে কয়টি চুক্তি হয়েছিল?
উত্তর: জন লকের মতে, 'প্রকৃতিক রাজ্যে' জনগণের মধ্যে দুইটি চুক্তি হয়েছিল।
৩। রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তর: 'The Social Contract'
৪। 'The Laws' গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর: 'The Laws' গ্রন্থটির রচিয়তা প্লেটো।
৫। প্রেটোর 'একাডেমি' প্রতিষ্ঠা করেন কত সালে?
উত্তর: প্রেটো খ্রিস্টপূর্ব ৩৮৭ অব্দে একাডেমি প্রতিষ্ঠা করেন।
৬। সেন্ট অগাস্টিন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: সেন্ট অগাস্টিন ৩৫৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
৭। 'Man is born free but everywhere he is in chains'– উক্তটি কার?
উত্তর: উক্তিটি রুশোর।
৮। ম্যাকিয়াভেলির কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ম্যাকিয়াভেলির ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন।
৯। লক সম্মতিকে কয়ভাগে ভাগ করেছেন?
উত্তর: লক সম্মতিকে দুই ভাগে ভাগ করেছেন। যথা: প্রকাশ্য সম্মতি ও অপ্রকাশ্য সম্মতি।
১০। রুশো মহান বর্বর বলে অভিহিত করেছেন কাকে?
উত্তর: প্রকৃতির রাজ্যের মানুষকে রুশো মহান বর্বর বলে অভিহিত করেছেন।
১১। 'রিপাবলিক' গ্রন্থের বিকল্প শিরোনাম কি?
উত্তর: 'রিপাবলিক' গ্রন্থের বিকল্প শিরোনাম হলো 'Concerning Justice' বা ন্যায় ধর্ম।
১২। লেভিয়াথান গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর: টমাস হবস।
১৩। ম্যাকিয়াভেলির কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন?
উত্তর: পঞ্চদশ শতাব্দীতে।
১৪। ম্যাকিয়াভেলিবাদ কি?
উত্তর: ম্যাকিয়াভেলি সম্রাট বা রাজাকে রাষ্টীয় ক্ষমতা অর্জন, সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য যেসব বাস্তব ও অভিজ্ঞতাভিত্তিক উপদেশ দান করেছেন সেটাই রাজনৈতিক চিন্তাজগতে ম্যাকিয়াভেলিবাদ বলে অভিহিত।
১৫। কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
উত্তর: ১৭৮৯ সালে।
১৬। 'শাসক যখন ন্যায়বান, আইন তখন নিষ্প্রয়োজন, আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ, অইন তখন নিরর্থক।'–উক্তিটি কার?
উত্তর: প্লেটোর।
১৭। প্লেটোর শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লিখ।
উত্তর: প্লেটোর শিক্ষাপ্রতিষ্ঠানের নাম একাডেমি।
১৮। রাষ্ট্রচিন্তায় রোমের সবচেয়ে বড় অবদান কী?
উত্তর: । রাষ্ট্রচিন্তায় রোমের সবচেয়ে বড় অবদান ধর্ম নিরপেক্ষীকৃত আইন ব্যবস্থা।
১৯। 'পলিটিক্স' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: 'The politics' গ্রন্থের রচয়িতা এরিস্টল।
২০। 'Summa Theologggia' গ্রন্থের রচিয়তা কে?
উত্তর: সেন্ট টমাস একুইনাস।
২১। চুক্তিবাদী দার্শনিক কারা?
উত্তর: হবস, লক ও রুশো।
২২। "The constitution is the way of life the state has choosen for itself" –উক্তিটি কার?
উত্তর: এরিস্টটলের।
২৩। রাজনীতিতে নৈতিকতার দ্বৈত মানের কথা কে বলেছেন?
উত্তর: ম্যাকিয়াভেলি।
২৪। "জীবন নিসঃঙ্গ, অসহায়, নোংরা, পাশবিক ও ক্ষণস্থায়ী –উক্তিটি কার?
উত্তর: টমাস হবস।
২৫। 'The Spirit of Laws' কার গ্রন্থ?
উত্তর: 'The Spirit of Laws' মন্টেস্কুর লেখা।
২৬। তিনজন সামাজিক চুক্তি মতবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: টসাস হবস, জন লক ও জ্যাঁ জ্যাক রুশো।
২৭। এরিস্টটল তার আলোচনায় কোন পদ্ধতি অনুসরণ করেছেন?
উত্তর: এরিস্টটল তার আলোচনায় আরোহ পদ্ধতি অনুসরণ করেছেন।
২৮। বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন?
উত্তর: বিধাতার রাষ্ট্র ধারণাটি দিয়েছেন সেন্ট অগাস্টিন।
২৯। আধিনিক রাষ্ট্রচিন্তার জনক কে?
উত্তর: ম্যাকিয়াভেলি।
৩০। দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: দুই তরবারি তত্ত্বের প্রবক্তা সেন্ট অগাস্টিন।
৩১। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর: মন্টেস্কু।
৩২। সেন্ট টমাস একুইনাসের মতে আইন কত প্রকার?
উত্তর: ৪ প্রকার।
৩৪। কখন 'গৌররবময় বিপ্লব' হয়েছিল?
উত্তর: ১৬৮৮ সালে।
৩৫। "সদগুণই জ্ঞান।" – উক্তিটি কার?
উত্তর: সক্রেটিসের।
৩৬। প্লেটোর আদর্শ রাষ্ট্র শাসক হবে কারা?
উত্তর: দার্শনিক রাজা।
৩৭। কাকে প্রচীনকালের সর্বাত্নকবাদী দার্শনিক বলা হয়?
উত্তর: প্লেটোকে প্রচীনকালের সর্বাত্নকবাদী দার্শনিক বলা হয়।
৩৮। পলিটি কী?
উত্তর: পলিটি হলো মধ্যম শ্রেণি দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থা। বহুজনের হাতে রাষ্ট্রের শাসনব্যবস্থা ন্যাস্ত থাকলে এবং এর মাধ্যমে জনসাধারণের সামগ্রিক মঙ্গল হলে সেই সরকারকে পলিটি বা মধ্য তন্ত্র বলে।
৩৯। "The Republic' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: প্লেটো।
৪০। ইউরোপের মধ্যযুগের দুজন দার্শনিকের নাম লেখ?
উত্তর: সেন্ট অগাস্টিন ও সেন্ট টমাস একুইনাস।
৪১। 'The Art of War' গ্রন্থের রচিয়তা কে?
উত্তর: ম্যাকিয়াভেলি।
৪২। রেনেসাঁ শব্দের অর্থ কী?
উত্তর: নবজাগরণ।
৪৩। 'The Prince' গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: ম্যাকিয়াভেলি।
৪৪। আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর: জন লক।
৪৫। সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: জ্যাঁ জ্যাঁক রুশো।
৪৬। 'The Communist Manifesto' এর রচিয়তা কে?
উত্তর: কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস।
৪৭। 'The Republic is possible the finest treatise on education that was ever written' –উক্তিটি কার?
উত্তর: উক্তিটি জ্যাঁ জ্যাঁক রুশোর।
৪৮। রাষ্ট্রবিজ্ঞানকে 'Master of Science' হিসেবে অভিহিত করেছেন কে?
উত্তর: অ্যারিস্টটল।
৪৯। অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি?
উত্তর: অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকার হলো –পলিটি।
৫০। রাষ্ট্রচিন্তার 'মাতৃভূমি' বলা হয় কোন দেশকে?
উত্তর: রাষ্ট্রচিন্তার 'মাতৃভূমি' বলা হয় গ্রিসকে।
৫১। 'The History of Rome' –গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর: 'The History of Rome' –গ্রন্থটির রচিয়তা পলিবিয়াস।
৫২। কাকে মধ্যযুগের এরিস্টটল বলা হয়?
উত্তর: সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয়।
৫৩। "Man is by nature a political being'—উক্তিটি কার?
উত্তর: উক্তিটি অ্যারিস্টটলের।
৫৪। সংসদীয় গণতন্ত্রে জনক কে?
উত্তর: সংসদীয় গণতন্ত্রে জনক জন লক।
৫৫। উদারনীতিবাদের প্রবক্তা কে?
উত্তর: উদারনীতিবাদের প্রবক্তা জন লক।
৫৬। 'নিয়ন্ত্রণ ও ভারসাম্য' নীতি প্রথম ব্যাখ্যা করেন কে?
উত্তর: 'নিয়ন্ত্রণ ও ভারসাম্য' নীতি প্রথম ব্যাখ্যা করেন মন্টেস্কু।