ইউরোপের ইতিহাস। অনার্স চতুর্থ বর্ষ ক' বিভাগ।

ইউরোপের ইতিহাস

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স চতুর্থ বর্ষ। আজকের আলোচনা ইউরোপের ইতিহাস ক' বিভাগ সাজেশন। বিষয়: ইউরোপের ইতিহাস। বিষয় কোড: ২৪১৫১৩।

ইউরোপের ইতিহাস। অনার্স চতুর্থ বর্ষ ক' বিভাগ।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। ভিয়েনা সম্মেলনে ইউরোপের কতগুলো রাষ্ট্র যোগদান করেছিল?
উত্তর: ভিয়েনা সম্মেলনে ইউরোপের ষাটটি  রাষ্ট্র যোগদান করেছিল।

২। ডিউক অব ওয়েলিংটন কে? 
উত্তর: ডিউক অফ ওয়েলিংটন ছিলেন ওয়েলিংটনের প্রথম ডিউক এবং অ্যাংলো মিত্রবাহিনীর কমান্ডার।

৩। 'পবিত্র চুক্তি' কে ঘোষণা করেন?
উত্তর: পবিত্র চুক্তি ঘোষণা করেন রাশিয়া জার প্রথম আলেকজান্ডার।

৪। কার্লসবাড ডিক্রি কে জারি করেছিলেন?
উত্তর: জার্মান প্রিন্স মেটারনিক।

৫। 'ইয়াং ইতালি' কী?
উত্তর: ইতালির রাজনৈতিক আন্দোলন। যারা নেতৃত্বে ছিলেন গসেপমাজ্জিন। এ আন্দোলনের লক্ষ্য ছিল ইতালিকে একটি প্রজাতন্ত্রে পরিণত করা।

৬। যোসেফ গ্যারিবল্ডি কে ছিলেন?
উত্তর: যোসেফ গ্যারিবল্ডি ছিলেন আধুনিক ইতালির জনক।

৭। কোন দেশকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়?
উত্তর: তুরস্ককে।

৮। প্যারিস শান্তি সম্মেলনে 'Big Four' কাদের বলা হতো?
উত্তর: যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্র প্রধানদের।

৯। 'Communist Menifesto' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: 'Communist Menifesto' গ্রন্থের রচয়িতা হলেন কার্ল মার্কস।

১০। স্পেনের গৃহযুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১৯৩৬ সালে স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়।

১১। পার্ল হারবার কোথায় অবস্থিত?
উত্তর: পার্ল হারবার হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত।

১২। 'League of Nations' এর প্রস্তাবক কে?
উত্তর: যুক্তরাষ্টের প্রেসিডেন্ট উড্রো উইলসন।

১৩। ওয়াটারলুর  যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর: ওয়াটারলুর  যুদ্ধ ১৮১৫ সালে সংঘটিত হয়।

১৪। মেটারনিক কে ছিলেন?
উত্তর: মেটারনিক অস্ট্রিয়ার চ্যান্সেলর ছিলেন।

১৫। ন্যায্য অধিকার নীতির প্রবক্তা কে ছিলেন?
উত্তর: ন্যায্য অধিকার নীতির প্রবক্তা ছিলেন মেটারনিক।

১৬। জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর: জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস।

১৭। ফ্রান্সের কোন রাজাকে 'নাগরিক রাজা' বলা হয়?
উত্তর: ফ্রান্সের লুই ফিলিপ রাজাকে  'নাগরিক রাজা' বলা হয়।

১৮। কার্বনারী কী?
উত্তর: ইতালির ঐক্য সাধনের জন্য গঠিত বিপ্লবী গুপ্ত সমিতি।

১৯। কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়?
উত্তর: প্যারিস সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়।

২০। কনফেডারেশন অফ দি রাইন কে প্রতিষ্ঠা করেন।
উত্তর: কনফেডারেশন অফ দি রাইন নেপোলিয়ন প্রতিষ্ঠা করেন।

২১। 'Das Capital' গ্রন্থ কে রচনা করেন?
উত্তর: কার্ল মার্কস। 

২২। নিহিলিজম কী?
উত্তর: শুন্যবাদ বা নৈরাজ্যবাদ।

২৩। চেম্বারলেন কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

২৪। ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর: অস্ট্রিয়া চ্যান্সেলর প্রিন্স মেটারনিক ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন। 

২৫। রাশিয়ার মুক্তিদাতা জার কাকে বলা হয়?
উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডারকে।

২৬। 'ফ্যাসিস্ট' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: 'ফ্যাসিস্ট' শব্দটি রোমান শব্দ 'ফ্যাসিও' থেকে এসেছে,।

২৭। কত সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়?
উত্তর: ১৮৪৮ সালে।

২৮। 'Mein Kampf' গ্রন্থটির লেখক কে?
উত্তর: হিটলার।

২৯। ফ্যাসিবাদের প্রবক্তা কে?
উত্তর: বেনিটো মুসোলিনী।

৩০। হিটলার কখন পোল্যান্ড আক্রমণ করেন?
উত্তর: হিটলার ১৯৩৯ সালে ১ সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন