রাজনৈতিক তত্ত্ব পরিচিতি (অনুষঙ্গী কোর্স)।
জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা রাজনৈতিক তত্ত্ব পরিচিতি (অনুষঙ্গী কোর্স) ক' বিভাগ সাজেশন। বিষয়: রাজনৈতিক তত্ত্ব পরিচিতি (অনুষঙ্গী কোর্স) । বিষয় কোড:।
ক' বিভাগ
১। 'Polis' শব্দের অর্থ কী?
উত্তর: 'Polis' শব্দের অর্থ হলো 'City State' বা নগররাষ্ট্র।
২। "রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান" –উক্তিটি কার?
উত্তর: দার্শনিক অ্যারিস্টটল।
৩। অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?
উত্তর: অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হলো আইন।
৪। 'Natio' শব্দের অর্থ কী?
উত্তর: 'Natio' শব্দের অর্থ জন্ম বা বংশ।
৫। আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: ম্যাক্স ওয়েবার।
৬। প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: একাডেমি।
৭। অ্যারিস্টটলের মতে উত্তম সরকার কোনটি?
উত্তর: পলিটি বা মধ্যতন্ত্র।
৮। "সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন" –উক্তিটি কার?
উত্তর: ফরাসি চিন্তাবিদ রুশোর।
৯। "The City of God" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: সেন্ট অগাস্টিন।
১০। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলি।
১১। সার্বভৌমত্বের একত্বাবাদী ধারণার প্রবক্তা কে?
উত্তর: জন অস্টিন।
১২। "মধ্যযুগ অরাজনৈতিক" –উক্তিটি কার?
উত্তর: অধ্যাপক ডানিং এর।
১৩। রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উত্তর: রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
১৪। সংসদীয় সরকার ব্যবস্থার প্রধান কে?
উত্তর: সংসদীয় সরকার ব্যবস্থার প্রধান হলো প্রধানমন্ত্রী।
১৫। 'The Political System' গ্রন্থের লেখক কে?
উত্তর: 'The Political System' গ্রন্থের লেখক David Easton.
১৬। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর: রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব।
১৭। জাতীয়তাবাদের জনক কে?
উত্তর: জাতীয়তাবাদের জনক হলেন নিকোলো ম্যাকিয়াভেলি।
১৮। 'এলিট আবর্তন' তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: 'এলিট আবর্তন' তত্ত্বের প্রবক্তা হলেন ভিলফ্রেডো প্যারেটো।
১৯। 'রাষ্ট্র' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: 'রাষ্ট্র' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন নিকোলো ম্যাকিয়াভেলি।
২০। প্লেটোর শিক্ষাব্যবস্থায় কয়টি স্তর ছিল?
উত্তর: প্লেটোর শিক্ষাব্যবস্থায় দুইটি স্তর ছিল।
২১। এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম কী?
উত্তর: এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম লাইসিয়াম।
২২। মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে?
উত্তর: সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয়।
২৩। কখন 'গৌরবময় বিপ্লব' হয়েছিল?
উত্তর: ১৬৮৮ সালে 'গৌরবময় বিপ্লব' হয়েছিল।
২৪। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্কু।
২৫। "Political Science begins and ends with the state" কে বলেছেন?
উত্তর: অধ্যাপক গার্নার।
২৬। সরকারের অঙ্গ কয়টি?
উত্তর: সরকারের অঙ্গ তিনটি। যথা: ১.আইন বিভাগ, ২.শাসন বিভাগ ও ৩.বিচার বিভাগ।
২৭। সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখ?
উত্তর: সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম–বাংলাদেশ ও ভারত।
২৮। সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে?
উত্তর: H. J. Laski.
২৯। "The Spirit of Laws" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: মন্টেস্কু।
৩০। "বিধাতার রাষ্ট্র" ধারণাটি কে দিয়েছেন?
উত্তর: "বিধাতার রাষ্ট্র" ধারণাটি দিয়েছেন সেন্ট অগাস্টিন।
৩১। "Eternal vigilance is the price of liberty" কে বলেছেন?
উত্তর: "Eternal vigilance is the price of liberty" –অধ্যাপক লাস্কি বলেছেন।
৩২। 'Every state is known by the rights that is maintains' কথাটি কে বলেছেন?
উত্তর: 'Every state is known by the rights that is maintains' কথাটি বলেছেন অধ্যাপক হ্যারল্ড জে. লাস্কি।
৩৩। হবস, লক, রুশো কোন যুগের দার্শনিক?
উত্তর: আধুনিক যুগের।
৩৪। জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?
উত্তর: 'Lectures on Juniesprudence' নামক গ্রন্থে।
৩৫। 'Constitution is the way of life the state has chosen for itself'– কে বলেছেন?
উত্তর: অ্যারিস্টটল।
৩৬। আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর: জন লক।
৩৭। 'The social contract' গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: 'The social contract' গ্রন্থটি লিখেছেন জ্যাঁ জ্যাক রুশো।
৩৮। প্লেটো 'একাডেমি' প্রতিষ্ঠা করেন কত সালে?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৩৮৭ অব্দে।
৩৯। 'Virtue is knowledge' কে বলেছেন?
উত্তর: সক্রেটিস।
৪০। অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর: অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম 'The Politics'.
৪১। 'Political Parties' গ্রন্থের লেখক কে?
উত্তর: 'Political Parties' গ্রন্থের লেখক রবার্ট মিশেলস।
৪২। রাষ্ট্রের কোন ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়?
উত্তর: রাষ্ট্রের সর্বভৌম ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়।
৪৩। জন লকের মতে সম্মতি কয় প্রকার?
উত্তর: জন লকের মতে সম্মতি দুই প্রকার। যথা: ১.প্রকাশ্য সম্মতি ও ২.অপ্রকাশ্য বা মৌন সম্মতি।
৪৪। "Man is born free but everywhere he is in chain" উক্তিটি কার?
উত্তর: "Man is born free but everywhere he is in chain" উক্তিটি হলো জ্যাঁ জ্যাক রুশোর।
৪৫। "আদর্শ আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: "আদর্শ আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।
৪৬। রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তর: রাষ্ট্রের উপাদান ৪টি।
৪৭। "The Republic" গ্রন্থের লেখক কে?
উত্তর: "The Republic" গ্রন্থের লেখক প্লেটো।
৪৮। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল।
৪৯। "The Leviathan" গ্রন্থটির লেখক কে?
উত্তর: "The Leviathan" গ্রন্থটির লেখক টমাস হবস।
৫০। "Two Treatises on Civil Government" –গ্রন্থটির লেখক কে?
উত্তর: "Two Treatises on Civil Government" –গ্রন্থটির লেখক জন লক।