ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। অনার্স প্রথম বর্ষ ক' বিভাগ প্রশ্ন।

ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস।

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ক' বিভাগ সাজেশন। বিষয়: সমাজবিজ্ঞান পরিচিতি (অনুষঙ্গী কোর্স)। বিষয় কোড:।

ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। অনার্স প্রথম বর্ষ ক' বিভাগ প্রশ্ন।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। ‘জাজিরাতুল আরব’-এর অর্থ কী?
উত্তর: আরব উপদ্বীপ।

২। ইসলাম-পূর্ব যুগে কাবাগৃহে কয়টি মূর্তি ছিল?
উত্তর: ইসলাম-পূর্ব যুগে কাবাগৃহে মোট ৩৬০টি মূর্তি ছিল।

৩। প্রাক্-ইসলামি আরবের দুজন প্রসিদ্ধ কবির নাম লিখ?
উত্তর: ইমরুল কায়েস ও আমর ইবনে কুলসুম।

৪। আরবের বৃহত্তম মরুভূমির নাম উল্লেখ কর।
উত্তর: আরবের বৃহত্তম মরুভূমির নাম আলনুফুদ।

৫। আরব দেশে কোন ফলের গাছ সবচেয়ে বেশি?
উত্তর: আরব দেশে খেজুর গাছ সবচেয়ে বেশি।

৬। মরুভূমির জাহাজ কি?
অথবা, কাকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর: উট।

৭। ‘ওকাজের মেলা' কোন তারিখে অনুষ্ঠিত হতো?
উত্তর: খ্রিস্টীয় ৪৫০ হতে ৬২২ এর মধ্যবর্তী সময়ে প্রতি বছর।

৮। আরবের কোন প্রদেশ খেজুরের জন্য বিখ্যাত?
উত্তর: আরবের হিজাজ প্রদেশ খেজুরের জন্য বিখ্যাত।

৯। 'আল-মালা' কি?
উত্তর: কুরাইশদের মন্ত্রণা পরিষদ।

১০। বেদুইন কাদেরকে বলা হয়?”
উত্তর: মরুবাসী আরবদেরকে।

১১। 'আরব' কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: আরবী আরবাতুন শব্দ থেকে এসেছে।

১২। গোত্রকে আরবীতে কি বলা হতো?
উত্তর: গোত্রকে আরবীতে কাবিলা বলা হয়।

১৩। কোন কবিকে আরবের সেক্সপিয়ার বলা হয়?
উত্তর: ইমরুল কায়েসকে আরবের সেক্সপিয়ার বলা হয়।

১৪। 'আইয়ামে জাহেলিয়া' অর্থ কী?
উত্তর: অজ্ঞতার যুগ।

১৫। মদিনার পূর্ব নাম কী?
উত্তর: মদিনার পূর্ব নাম ইয়াসরিব।

১৬। মদিনা সনদ কখন লিখিত হয়?
উত্তর: ৬২৪ খ্রিস্টাব্দে।

১৭। মদিনা সনদে কতটি শর্ত ছিল?
উত্তর: মদিনা সনদে মোট ৪৭ টি শর্ত ছিল।

১৮। মুহাম্মদ শব্দের অর্থ কী?
উত্তর: মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত।

১৯। মদীনা সনদ কত সালে প্রণীত হয়?
উত্তর: ৬২৪ সালে।

২০। হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ৬২৮ খ্রিস্টাব্দে হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়।

২১। বিবি খাদিজা কে ছিলেন?
উত্তর: হযরত মুহাম্মদ (স:) এর স্ত্রী।

২২। মুসলমানদের প্রথম কেবলা কোনটি?
উত্তর: জেরুজালেম।

২৩। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি?
উত্তর: মদিনা সনদ।

২৪। আরবের দুটি বেদুইন গোত্রের নাম লিখ।
উত্তর: আরবের দুটি বেদুইন গোত্রের নাম হলো : ১. বানু বকর, ২. বানু তাঘলিব

২৫। বদর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ৬২৪ খ্রিস্টাব্দে।

২৬। মে'রাজ শব্দের অর্থ কি?
উত্তর: মে'রাজ শব্দের অর্থ ঊর্ধ্ব গমন।

২৭। উহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?
উত্তর: উহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্যসংখ্যা ছিল ৭০০ জন।

২৮। ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম কি?
উত্তর: মসজিদে কুবা।

২৯। হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে কি বলে উল্লেখ করা হয়েছে?
উত্তর: হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে ফাতহুম মুবিন বলে উল্লেখ করা হয়েছে

৩০। বিদায় হজ্জ্ব কখন হয়?
উত্তর: বিদায় হজ্জ্ব ৬৩২ খ্রিস্টাব্দে হয়।

৩১। 'হিলফুল ফুজুল' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: হযরত মুহাম্মদ (সা.)।

৩২। হযরত মুহাম্মদ (স) এর প্রথম স্ত্রী কে ছিলেন?
উত্তর: হযরত মুহাম্মদ (স) এর প্রথম স্ত্রী খাদিজা (রা) ছিলেন।

৩৩। হযরত মুহাম্মদ (স) কত সালে এবং কোথায় হিজরত করেন?
উত্তর: হযরত মুহাম্মদ (স) ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন।

৩৪। আল-আকাবায় কয়টি শপথ অনুষ্ঠিত হয়?
উত্তর: আল-আকাবায় তিনটি শপথ অনুষ্ঠিত হয়।

৩৫৷ মহানবী (স) কত খ্রিস্টাব্দে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ গঠন করেন?
উত্তর: মহানবী (স) ৫৯৫ খ্রিস্টাব্দে হিলফুল ফুজুল বা শান্তির সংঘ সংঘটিত করেন।

৩৬। ইসলামি সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উত্তর: আবু জার আল গিফারী।

৩৭। 'খলিফা' ও 'খিলাফত' শব্দের অর্থ কী?
উত্তর: ‘খলিফা' শব্দের অর্থ প্রতিনিধি আর ‘খিলাফত' শব্দের অর্থ প্রতনিধিত্ব।

৩৮। খোলাফায়ে রাশেদীনের প্রথম খলিফা কে ছিলেন?
উত্তর: খোলাফায়ে রাশেদীনের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর (রা)।

৩৯। মুসায়লামা কে ছিলেন?
উত্তর: ভন্ড নবী।

৪০। আবু জার-আল-গিফারীকে কোথায় নির্বাসনে পাঠানো হয়?
উত্তর: আবু জর-আল-গিফারীকে রাবাযা নামক স্থানে নির্বাসনে পাঠানো হয়।

৪১। 'দিওয়ান' কি?
উত্তর: হযরত ওমরের রাজার ব্যবস্থার ভাতাভোগী তালিক ।

৪২। ‘জুন্নুরাইন' কার উপাধি?
উত্তর: ‘জুনুরাইন' হযরত ওসমান (রা) এর উপাধি ।

৪৩। হিজরি সন কে প্রবর্তন করেন?
উত্তর: হযরত ওমর (রা:)।

৪৪। কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন?
উত্তর: খলিফা আব্দুল মালিক।

৪৫। ‘সিদ্দিক' শব্দের অর্থ কি?
উত্তর: ‘সিদ্দিক' শব্দের অর্থ বিশ্বাসী।

৪৬। 'খোলাফায়ে রাশেদীন' অর্থ কী?
উত্তর: খোলাফায়ে রাশেদীন-এর অর্থ সত্য বা ন্যায় পথগামী।

৪৭। 'জিজিয়া কি?
উত্তর: অমুসলিম সম্প্রদায়ের জানমাল রক্ষার্থে তাদের উপর ধার্যকৃত কর।

৪৮। “বায়তুল হিকমা” কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: আবু জাফর আল মনসুর।

৪৯। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেন কে?
উত্তর: মহিলাদের মধ্যে সর্বপ্রথম বিবি খাদিজা (রা) ইসলাম কবুল করেন।

৫০। রিদ্দা অর্থ কী?
উত্তর: রিদ্দা অর্থ স্বধর্ম ত্যাগী।

৫১। হযরত ওমর (রা) কখন মিশর বিজয় করেন?
উত্তর: হযরত ওমর (রা) ৬৪১ খ্রিস্টাব্দে মিশর বিজয় করেন।

৫২। বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: বায়তুল মাল খলিফা ওমর (রা) প্রতিষ্ঠা করেন।

৫৩। ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা কে ছিলেন?
উত্তর: হযরত ওমর (রা:)।

৫৪। খারাজ কি?
উত্তর: ভূমিকর।

৫৫। আসাদুল্লাহ শব্দের অর্থ কি?
উত্তর: আল্লাহর সিংহ।

৫৬। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: উমাইয়া বংশের প্রতিষ্ঠাতার নাম মুয়াবিয়া

৫৭। কাজে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?
উত্তর: ওমর বিন আঃ আজীজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়।

৫৮। মজলিম-উশ-শুরা বাতিল করেন কে?
উত্তর: মুয়াবিয়া মজলিম-উশ-শুরা বাতিল করেন।

৫৯। স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন আব্দুর রহমান আদ্ দাখিল।

৬০। ‘খারিজি শব্দের অর্থ কি?
উত্তর: দলত্যাগ।

৬১। আরব নৌবহর গঠন করেন কে?
উত্তর: মুয়াবিয়া।

৬২। মুয়াবিয়া কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: মুয়াবিয়া ৬০৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

৬৩। সিফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ৬৫.৭ খ্রিঃ।

৬৪। ‘বাব উজ জাহাব' অর্থ কী?
উত্তর: ‘বাব উজ জাহাব' অর্থ স্বর্ণদ্বার।

৬৫। ইবনে বতুতা কত খ্রিস্টাব্দে বাগদাদ নগরী পরিদর্শন করেন?
উত্তর: ইবনে বতুতা ১৩২৭ খ্রিস্টাব্দে বাগদাদ নগরী পরিদর্শন করেন।

৬৬। কত সালে বাগদাদের পতন হয়?
উত্তর: ১২৫৮ সালে ।

৬৭। উমাইয়া খিলাফত কতজন খলিফার দ্বারা শাসিত হয়েছিল?
উত্তর: উমাইয়া খিলাফত মোট ১৪ জন খলিফার দ্বারা শাসিত হয়েছিল।

৬৮। সর্ব প্রথম মুসলিম নৌবাহিনীর নির্মাতা কে ছিলেন?
উত্তর: সর্ব প্রথম মুসলিম নৌবাহিনীর নির্মাতা ছিলেন মুয়াবিয়া।

৬৯। দিওয়ান-উল-খাতেম কী?
উত্তর: জালিয়াতি বন্ধের জন্য মুয়াবিয়া দিওয়ান-উল-খাতেম (রেজিস্ট্রি বিভাগ) বিভাগটি স্থাপন করেন।

৭০। উমাইয়া বংশের শেষ খলিফা কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় মারওয়ান।

৭১। খলিফা ওয়ালিদের শাসনকাল লিখ।
উত্তর: খলিফা ওয়ালিদের শাসনকাল ৭০৫-৭১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত

৭২। নসর বিন সাইয়্যার কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন?
উত্তর: নসর বিন সাইয়্যার।

৭৩৷ টুরস এর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ৭৩২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে টুরস্-এর যুদ্ধ সংঘটিত হয়।

৭৪। কোন আন্দোলন উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করে?
উত্তর: আব্বাসীয় আন্দোলন উমাইয়া বংশের পতনকে ত্বরান্বিত করে।

৭৫। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আবুল আব্বাস আস-সাফফাহ।

৭৬। বার্মাকী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বার্মাকী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খালিদ বিন বার্মাকী।

৭৮। আল-মনসুর অর্থ কী?
উত্তর: ‘আল মনসুর' শব্দের অর্থ হলো বিজয়ী।

৭৯। “বাগদাদ” শব্দের অর্থ কী?
উত্তর: “বাগদাদ” শব্দের অর্থ ন্যায় বিচারের উদ্যান।

৮০। হালাকু খান কে ছিলেন?
উত্তর: মোঙ্গল নেতা।

৮১। আরবদের বাজপাখি কাকে বলা হয়?
উত্তর: আরবদের বাজপাখি আব্দুর রহমান আদ্‌দাখিল কে বলা হয়।

৮২। “নাহরে জুবাইদা” কী?
উত্তর: “নাহরে জুবাইদা” আব্বাসীয় শাসনামলের একটি বিখ্যাত খাল।

৮৪। বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুর।

৮৫। হিট্রিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: হিট্টিনের যুদ্ধ ১১৮৭ খ্রিস্টাব্দে শুরু হয়।

৮৬। শেষ আইয়ুবী শাসক কে ?
উত্তর: শেষ আইয়ুবী শাসক তুরান শাহ।

৮৭। আতাবেগ কার উপাধি?
উত্তর: আতাবেগ ইমামুদ্দীন জঙ্গীর উপাধি ছিল।

৮৮। সালাহউদ্দিন আইয়ূবী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: গাজী সালাহউদ্দিন আইয়ূবী ১৩৩৮ খ্রিস্টাব্দে তিকরিতের এক কুর্দী পরিবারে জন্মগ্রহণ করেন।

৮৯। ‘ক্রুসেড' শব্দের অর্থ কি?
উত্তর: ক্রুসেড শব্দের অর্থ হলো ধর্মযুদ্ধ।

৯০। আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: আল-আকসা মসজিদটি জেরুজালেম অবস্থিত।

৯১। ইমামুদ্দিন জঙ্গী কে?
উত্তর: ইমামুদ্দিন জঙ্গী ছিলেন সিরিয়ার জঙ্গী বংশের প্রতিষ্ঠাতা। তিনি ১১২৭-৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খলিফাদের অধীনে আলেপ্পোর প্রাদেশিক শাসনকর্তা ছিলেন। তিনিই প্রথম ক্রুসেডারদের বিরুদ্ধে আঘাত হানেন।

৯২। কখন 'ক্রুসেড' সমাপ্ত হয়?
উত্তর: ১২৯১ খ্রিস্টাব্দে ক্রসেড সমাপ্ত হয়।

৯৩। পোপ আরবান কে ছিলেন?
উত্তর: পোপ আরবান ছিলেন রোমান ক্যাথলিক গির্জার ধর্মগুরু। তাব আহ্বানেই মূলত ক্রুসেড সংঘটিত হয়।

৯৪। আইয়ূবী বংশের শেষ শাসক কে?
উত্তর: আইয়ূবী বংশের শেষ শাসক তুরান শাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন