সমাজবিজ্ঞান পরিচিতি (অনুষঙ্গী কোর্স)।
জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা সমাজবিজ্ঞান পরিচিতি (অনুষঙ্গী কোর্স) ক' বিভাগ সাজেশন। বিষয়: সমাজবিজ্ঞান পরিচিতি (অনুষঙ্গী কোর্স)। বিষয় কোড:।
ক' বিভাগ
১। কাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়?
উত্তর: ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ (Auguste Comte)-কে সমাজবিজ্ঞানের জনক বলা হয়।
২। ‘সামাজিক আচরণ ও দলগত আচরণের নিয়মতান্ত্রিক অধ্যয়ন হচ্ছে সমাজবিজ্ঞান-সংজ্ঞাটি কার?
উত্তর: উক্তিটি করেছেন R T Schaefer.
৩। সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম কোথায় উল্লেখ করা হয়?
উত্তর: সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম ১৮৩৯ সালে অগাস্ট কোঁৎ কর্তৃক প্রকাশিত ‘কোর্স’-ডি ফিলসফি পজিটিভ (Course-de-Philosophy Positive)-এর চতুর্থ খণ্ডে উল্লেখ করা হয়।
৪। “সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান”-উক্তিটি কার?
উত্তর: সমাজবিজ্ঞানী স্যামুয়েল কোনিগ।
৫। 'Socious' কোন ভাষার শব্দ?
উত্তর: 'Socious' ল্যাটিন ভাষার শব্দ।
৬। "Sociology is the science of social institutions."- উক্তিটি কে করেছেন?
উত্তর: 'Sociology is the science of social institutions'-উক্তিটি করেছেন সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম (Emile Durkheim)।
৭। "Sociology is the science of social phenomena." উক্তিটি কার?
উত্তর: "Sociology is the science of social phenomena." উক্তিটি গিডিংস এর।
৮। “সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান”-উক্তিটি কার?
উত্তর: Alex Inkeles (এলেক্স ইংকলেস)।
৯। 'The Principles of Sociology' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: 'The Principles of Sociology' গ্রন্থটির রচয়িতা হলেন - Herbert Spencer.
১০। সমাজবিজ্ঞানকে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞানরূপে আখ্যায়িত করেছেন কে?
উত্তর: Franklin Henry Giddings.
১১। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে?
উত্তর: ড. এ. কে. নাজমুল করিম।
১২। দৃষ্টবাদ প্রত্যয়টি কার?
উত্তর: দৃষ্টবাদ প্রত্যয়টি Auguste Comte-এর।
১৩। “আমরা মানুষ হিসাবে কী, সে হল আমাদের সংস্কৃতি”— উক্তিটি কার?
উত্তর: ম্যাকাইভার।
১৪। সামাজিক বিবর্তন তত্ত্ব কে প্রদান করেন?
উত্তর: সামাজিক বিবর্তন তত্ত্ব প্রদান করেন হার্বার্ট স্পেন্সার।
১৫। 'The Division of Labour in Society'-গ্রন্থটি কার লেখা?
উত্তর: Emile Durkheim.
১৬। 'The Elementary Forms of Religious Life' গ্রন্থের লেখক কে?
উত্তর: The Elementary forms of Religious Life গ্রন্থের লেখক হলেন- Emile Durkheim.
১৭। 'The Suicide' গ্রন্থটি কার লেখা?
উত্তর: এমিল ডুর্খেইম।
১৮। ‘সাংস্কৃতিক ব্যবধান’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ‘সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবক্তা এফ অর্গ্যবান।
১৯। একটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও।
উত্তর: সাহিত্য, ধর্ম, দর্শন, রীতিনীতি, জ্ঞান, শিল্পকলা, সংগীত, মূল্যবোধ, বিশ্বাস, আইন ইত্যাদি অবস্তুগত সংস্কৃতি।
২০। ম্যাকাইভার সংস্কৃতি বলতে কী বুঝিয়েছেন?
উত্তর: ম্যাকাইভার (MacIver) এর মতে, "Culture is what we are." অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি।
২১। ‘সভ্যতা হচ্ছে মানুষের আচরণের বাইরের দিক।' সংজ্ঞাটি কার?
উত্তর: ‘সভ্যতা হচ্ছে মানুষের আচরণের বাইরের দিক।' সংজ্ঞাটি কান্টের।
২২। কার্ল মার্কস (Karl Marx) সংস্কৃতি বলতে কী বুঝিয়েছেন?
উত্তর: কার্ল মার্কসের মতে "Culture is Super Structure." অর্থাৎ সংস্কৃতি হলো উপরি কাঠামো।
২৩। “সংস্কৃতি হলো উপরিকাঠামো”—উক্তিটি কার?
উত্তর: Karl Marx.
২৪। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটি কে প্রদান করেন?
উত্তর: Herbert Spencer.
২৫। আদর্শ কাকে বলে?
উত্তর: সাধারণভাবে মানুষের মূল্যবোধ অর্জনে পরিচালিত কার্যক্রম নিয়ন্ত্রণকারী নিয়ম-নীতিকে আদর্শ বলে।
২৬। বস্তুগত সংস্কৃতি কী?
উত্তর: মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টিই হলো বস্তুগত সংস্কৃতি।
২৭। সংস্কৃতির অসম অগ্রগতির তত্ত্বটি কে প্রদান করেছেন?
উত্তর: William F. Ogburn সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি প্রদান করেছেন।
২৮। পটুয়াখালীতে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর নাম লেখ ।
উত্তর: রাখাইন আদিবাসী।
২৯। কর্তৃত্ব (Hegemoney) কাকে বলে?
উত্তর: যখন কোনো একটি দেশ অন্য কোনো দেশের উপর নিয়ন্ত্রণ আরোপ করে, প্রভাব বিস্তার করে এবং নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয় তখন তাকে কর্তৃত্ব (Hegemoney) বলে।
৩০। বিশ্বায়নের কয়টি ও কী কী রূপ রয়েছে?
উত্তর: বিশ্বায়নের ৪টি রূপ রয়েছে। যথা : ১. বৈশ্বিক সংগঠন ২. বৈশ্বিক পরস্পর নির্ভরশীলতা ৩. বৈশ্বিক যোগাযোগ এবং ৪. বৈশ্বিক সচেতনতা।
৩১। GATT এর পূর্ণরূপ লিখ।
উত্তর: General Agreement on Tarif and Trade.
৩২। একজন ‘আধুনিকায়ন’ তাত্ত্বিকের নাম লিখ।
উত্তর: একজন ‘আধুনিকায়ন' তাত্ত্বিকের নাম হলো Rostow.
৩৩। সামাজিক পরিবর্তনের দুটি কারণ লিখ।
উত্তর: সামাজিক পরিবর্তনের দুটি কারণ নিম্নরূপ : ১. ঔপনিবেশিক কারণ ও ২. শিল্পায়ন।
৩৪। ইন্টারনেট কী?
উত্তর: ইন্টারনেট হচ্ছে কম্পিউটারের মাধ্যমে টেলিফোন সহযোগে তথ্য লেনদেনের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া।
৩৫। 'Urbanism' শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Lewis Writhi.
৩৬। এইডস রোগের ভাইরাসের নাম কী?
উত্তর: এইডস রোগের ভাইরাসের নাম Human Immune Deficiency Virus (HIV)।
৩৭। 'The Suicide' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: 'The Suicide' গ্রন্থের রচয়িতা সমাজবিজ্ঞানী Emile Durkheim.
৩৮। অতি নগরায়ণ কী?
উত্তর: একটি নগরী তার ধারণক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা হলে এবং তা অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত অবস্থার সৃষ্টিকরলে তাকে অতি নগরায়ণ বলে।
৩৯। বস্তি কাকে বলে?
উত্তর: কোন শহরের একাংশে কিংবা বিক্ষিপ্তভাবে অবস্থিত গ্রাম থেকে আসা সহায় সম্বলহীন, দরিদ্র ও দুস্থ লোকেরা যে নোংরা, ঘিঞ্জি এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করে তাকে বস্তি বলে।
৪০। মেগাসিটি কাকে বলে?
উত্তর: সাধারণত বৃহত্তম শহরে ১ কোটি কিংবা তদূর্ধ্ব জনসংখ্যা বাস করলে তখন ঐ শহরটিকে মেগাসিটি বলে।
৪১। জেন্ডার বা লিঙ্গ অসমতা কী?
উত্তর: জেন্ডার বা লিঙ্গ অসমতা হচ্ছে নারী-পুরুষভেদে সমাজসৃষ্ট কতকগুলো বিশ্বাস, ধারণা এবং দৃষ্টিভঙ্গি যা নারী কল্যাণ ও দেশের সামগ্রিক উন্নয়নের পরিপন্থী।
৪২। জেন্ডার বলতে কী বোঝায়?
উত্তর: নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন হচ্ছে জেন্ডার।
৪৩। GAD কী?
উত্তর: এটি একটি তত্ত্ব। উন্নয়নে নারী (WID) এবং নারী উন্নয়ন (WAD) এর সীমিদ্ধতার কারণে আশির দশকে Gender and Development ( GAD) বা জেন্ডার ও উন্নয়ন তত্ত্বের উদ্ভব ঘটে।
৪৪। WID কী?
উত্তর: WID বা Women in Development হচ্ছে একটি তত্ত্ব। রাষ্ট্রীয় কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীদের কিভাবে সম্পৃক্ত করা যায় এবং নারী-পুরুষের মধ্যে বৈষম্য কমিয়ে আনা যায় তা এই তত্ত্বের মূল্য উদ্দেশ্য।
৪৫। WAD কী?
উত্তর: Women and Development (WAD) হচ্ছে নারী ও উন্নয়নের একটি তত্ত্ব।
৪৬। WAD -এর পূর্ণরূপ কী?
উত্তর: Women and Development (WAD) হচ্ছে নারী ও উন্নয়নের একটি তত্ত্ব।
৪৭। বিশ্বের প্রথম নারী সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে।
৪৮। বাংলাদেশে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে ?
উত্তর: বেগম রোকেয়া।
৪৯। আন্তর্জাতিক নারী দিবস কবে?
উত্তর: আন্তর্জাতিক নারী দিবস হলো ৮ মার্চ।
৫০। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা কবে ঘোষণা করা হয়?
উত্তর: জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ঘোষণা করা হয় ১৯৯৭ সালে।
৫১৷ দুর্যোগ কী?
উত্তর: মানুষ চলার পথে কখনো কখনো বাধাবিপত্তির সম্মুখীন হয়। এসব বাধাবিপত্তি মানুষের স্বাভাবিক জীবন ও অগ্রগতির পথকে ক্ষতিগ্রস্ত করে। মানুষ হয়ে পড়ে অসহায়, বিচ্ছিন্ন, ছন্নহীন ও সম্বলহীন। মানুষের জীবন প্রবাহে এরূপ পরিস্থিতির উদ্ভব হওয়াকে দুর্যোগ বলা হয়।
৫২। 'বিশ্ব পরিবেশ দিবস' কবে উদ্যাপন করা হয়?
উত্তর: 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন করা হয় ৫ জুন।
৫৩। জলবায়ু পরিবর্তনের ফলশ্রুতিতে কোন কোন প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব পড়ছে?
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলশ্রুতিতে শুষ্ক এবং প্রায় শুষ্কভূমি, সামুদ্রিক ও উপকূলীয় এলাকা, কৃষি ও বন পরিবেশ, দ্বীপ, পর্বত ও মেরু পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে।
৫৪। দুর্যোগ কত প্রকার?
উত্তর: দুর্যোগ দুই প্রকার। যথা : প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ।
৫৫। দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কয়টি?
উত্তর: ৬টি।
৫৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানবদেহে আর্সেনিকের সহনীয় মাত্রা কত?
উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানবদেহে আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০১ পিপিএম পর্যন্ত।
৫৭। জলবায়ু পরিবর্তন কী?
উত্তর: দীর্ঘমেয়াদি আবহাওয়ার পরিবর্তন।
৫৮। দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি ও কী কী?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি। যথা : ক. দুর্যোগ পূর্বকালীন পর্যায়, খ. দুর্যোগকালীন পর্যায় ও গ. দুর্যোগ পরবর্তী পর্যায়।
৫৯। সামাজিক অসমতার প্রধান কারণ কী?
উত্তর: সামাজিক অসমতার প্রধান কারণ অর্থনৈতিক অবস্থা।
৬০। “সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।”-উক্তিটি কার?
উত্তর: T. B. Bottomore.
৬১৷ সামাজিক অসমতার দু'টি জৈবিক নির্ধারকের নাম লেখ।
উত্তর: লিঙ্গ ও বয়স ।
৬২। সামাজিক স্তরবিন্যাসের চতুর্থ প্রকরণ কোনটি?
উত্তর: সামাজিক স্তরনিব্যাসের চতুর্থ প্রকরণ হলো শ্রেণি ও মর্যাদা গোষ্ঠী।
৬৩। সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি?
উত্তর: সমাজ বিজ্ঞানীরা সাধারণ সামাজিক স্তরবিন্যাসের চারটি প্রধান ধরন নির্ধারণ করেছেন। এগুলো হলো : ১. দাসপ্রথা (Slavery), ২. এস্টেট প্রথা (Estate), ৩. জাত বা জাতিবর্ণ (Caste), ৪. শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী (Class and status Group)|
৬৪। পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণির নাম লিখ।
উত্তর: ১. বুর্জোয়া শ্রেণি ও সর্বহারা শ্রেণি।
৬৫। ক্ষুদ্র জাতিসত্তা বলতে কী বুঝ?
উত্তর: ক্ষুদ্র জাতিসত্তা বলতে অভিন্ন সংস্কৃতি দ্বারা শনাক্তযোগ্য বিশেষ পরিচিতির অধিকারী জনগোষ্ঠীকে বুঝায়।
৬৬। ম্যাকাইভার ও পেজের মতো সামাজিক স্তরবিন্যাস কী?
উত্তর: ম্যাকাইভার ও পেজের মতে, “সামাজিক স্তরবিন্যাস হলো মর্যাদাভিত্তিক গোষ্ঠীসমূহের ঊর্ধ্ব বিন্যাস।
৬৭। যান্ত্রিক সংহতি কার প্রদত্ত প্রত্যয়?
উত্তর: যান্ত্রিক সংহতি প্রত্যয়টি এমিল ডুর্খেইম (Emile Durkheim) প্রদত্ত।
৬৮। কাস্তা (Caste) শব্দটি সর্বপ্রথম কারা ব্যবহার করেন?
উত্তর: সর্বপ্রথম পর্তুগীজরা ভারতবাসীকে বিভিন্ন গোষ্ঠীতে বা বর্ণে বা রঙে দেখতে পেয়ে কাস্তা (Casta) শব্দটি ব্যবহার করেন।
৬৯৷ সংখ্যালঘু গোষ্ঠী কি?
উত্তর: সংখ্যালঘু হলো সামাজিক, রাজনৈতিক অধীনস্থ একটি গোষ্ঠী যারা সাধারণত সংখ্যায় কম থাকে।
৭০। আদিম সমাজ কী?
উত্তর: প্রাক-ঐতিহাসিক যুগে যে সমাজে কোনো অক্ষর জ্ঞানের উদ্ভব হয়নি, যাদের লিখিত কোনো ভাষা নেই কিন্তু যাদের একটি স্বতন্ত্র সংস্কৃতি ও জীবনবোধ গড়ে উঠেছিল সেই সমাজকে আদিম সমাজ বলা হয়।
৭১। এইডস (AIDS) এর পূর্ণ নাম কী?
উত্তর: এইডস (AIDS) একটি ইংরেজি শব্দ। এর পূর্ণনাম হলো Acquired Immune Deficincy Syndrome.
৭২। সামন্ত সমাজের প্রধান দু'টি সামাজিক শ্রেণির নাম লিখ।
উত্তর: কৃষক শ্রেণি, জমিদার শ্রেণি।
৭৩। 'Positive Philosophy'—কার লিখিত গ্রন্থ?
উত্তর: 'Positive Philosophy' গ্রন্থটি অগাস্ট কোঁৎ (Auguste Comte) এর লিখিত।
৭৪। যান্ত্রিক সংহতি কোন সমাজে পরিলক্ষিত হয়?
উত্তর: যান্ত্রিক সংহতি আদিম সমাজে পরিলক্ষিত হয়।
৭৫। লেনস্কি-এর ধারণায় সমাজ পরিবর্তনের সর্বশেষ স্তর কোনটি?
উত্তর: লেনস্কি-এর ধারণায় সমাজ পরিবর্তনের সর্বশেষ স্তর হলো শিল্প সমাজ।
৭৬। মর্গানের ধারণায় সমাজ বিবর্তনের স্তর কয়টি?
উত্তর: তিনটি। যথা : বন্য দশা, বর্বরতা ও সভ্যতা।
৭৭। “জীবন ছিল হয় ভুরিভোজ, নয় উপবাস”- এটি কোন সমাজের বৈশিষ্ট্য?
উত্তর: শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের।
৭৮। পুঁজিবাদী সমাজের দুটি সামাজিক শ্রেণির নাম লিখ৷
উত্তর: ১. বুর্জোয়া শ্রেণি (শাসক শ্রেণি) ও ২. প্রলেতারিয়েত শ্রেণি (শাসিত শ্রেণি)।
৭৯। মার্কসের ধারণায় সমাজ বিবর্তনের স্তর কয়টি?
উত্তর: মার্কসের ধারণায় সমাজ বিবর্তনের স্তর ৩টি।
৮০৷ পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামজিক শ্রেণীর নাম লিখ ।
উত্তর: পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামজিক শ্রেণীর নাম হলো বুর্জোয়া শ্রেণী ও সর্বহারা শ্রেণী।
৮১। খাদ্য উৎপাদনের প্রথম ধাপ কী?
উত্তর: খাদ্য উৎপাদনের প্রথম ধাপ হলো Horticultural বা উদ্যান চাষ ব্যবস্থা।
৮২। উদ্যান কৃষি কাকে বলে?
উত্তর: দা, কুড়াল, কোদাল ইত্যাদি হাতিয়ারের সাহায্যে বাড়ির আশেপাশে মাটি খুঁড়ে বীজ বপন করে যে চাষাবাদ করা হয় তাই মূলত উদ্যান কৃষি।
৮৩। B. Lenski এর ধারণায় সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর কোনটি?
উত্তর: Lenski এর ধারণায় সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর হলো শিল্প সমাজ।
৮৪। WHO (World Health Organization) প্রদত্ত স্বাস্থ্যের সংজ্ঞা দাও।
উত্তর: WHO (World Health Organization) প্রদত্ত সংজ্ঞা অনুসারে, “স্বাস্থ্য হচ্ছে সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা।”
৮৫। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে উদযাপন করা হয়?
উত্তর: বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় ৭ এপ্রিল।
৮৬। HIV কোন রোগের সৃষ্টি করে?
উত্তর: AIDS.
৮৭। হেপাটাইটিস-বি কর্তৃক দেহের কোন অংগ ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর: লিভার।
৮৮। 'HIV'-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: 'HIV' এর পূর্ণরূপ-Human Immuno - Deficiency Virus.
৮৯। হেপাটাইটিস-‘বি' কীভাবে ছড়ায়?
উত্তর: সাধারণত সংক্রমিত রক্তের মাধ্যমে, সংক্রমিত সুচের মাধ্যমে, সংক্রমিত রোগীর ব্যবহার করা টুথব্রাশ রেজর প্রভৃতি ব্যবহারের ফলে হেপাটাইটিস 'বি' ছড়ায়।
৯০। ভেনারিয়েল ডিজিজের পরিবর্তিত নাম কী?
উত্তর: ভেনারিয়েল ডিজিজের পরিবর্তিত নাম যৌন সংক্রামক ব্যাধি (Sexually Transmitted Disease-STD)।
৯১। “সমাজবিজ্ঞান সামাজিক আচরণ ও মানবীয় গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ”-উক্তিটি কে করেছেন?
উত্তর: আর, টি. সেফার (R. T. Schaefer)।