সমাজবিজ্ঞান পরিচিতি (অনুষঙ্গী কোর্স)। অনার্স প্রথম বর্ষ ক' বিভাগ প্রশ্ন।

সমাজবিজ্ঞান পরিচিতি (অনুষঙ্গী কোর্স)।

জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা সমাজবিজ্ঞান পরিচিতি (অনুষঙ্গী কোর্স) ক' বিভাগ সাজেশন। বিষয়: সমাজবিজ্ঞান পরিচিতি (অনুষঙ্গী কোর্স)। বিষয় কোড:।

সমাজবিজ্ঞান পরিচিতি (অনুষঙ্গী কোর্স)। অনার্স প্রথম বর্ষ ক' বিভাগ প্রশ্ন।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। কাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়?
উত্তর: ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ (Auguste Comte)-কে সমাজবিজ্ঞানের জনক বলা হয়।

২। ‘সামাজিক আচরণ ও দলগত আচরণের নিয়মতান্ত্রিক অধ্যয়ন হচ্ছে সমাজবিজ্ঞান-সংজ্ঞাটি কার?
উত্তর: উক্তিটি করেছেন R T Schaefer.

৩। সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম কোথায় উল্লেখ করা হয়?
উত্তর: সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম ১৮৩৯ সালে অগাস্ট কোঁৎ কর্তৃক প্রকাশিত ‘কোর্স’-ডি ফিলসফি পজিটিভ (Course-de-Philosophy Positive)-এর চতুর্থ খণ্ডে উল্লেখ করা হয়।

৪। “সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান”-উক্তিটি কার?
উত্তর: সমাজবিজ্ঞানী স্যামুয়েল কোনিগ।

৫। 'Socious' কোন ভাষার শব্দ?
উত্তর: 'Socious' ল্যাটিন ভাষার শব্দ।

৬। "Sociology is the science of social institutions."- উক্তিটি কে করেছেন?
উত্তর: 'Sociology is the science of social institutions'-উক্তিটি করেছেন সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম (Emile Durkheim)।

৭। "Sociology is the science of social phenomena." উক্তিটি কার?
উত্তর: "Sociology is the science of social phenomena." উক্তিটি গিডিংস এর।

৮। “সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান”-উক্তিটি কার?
উত্তর: Alex Inkeles (এলেক্স ইংকলেস)।

৯। 'The Principles of Sociology' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: 'The Principles of Sociology' গ্রন্থটির রচয়িতা হলেন - Herbert Spencer.

১০। সমাজবিজ্ঞানকে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞানরূপে আখ্যায়িত করেছেন কে?
উত্তর: Franklin Henry Giddings.

১১। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে?
উত্তর: ড. এ. কে. নাজমুল করিম।

১২। দৃষ্টবাদ প্রত্যয়টি কার?
উত্তর: দৃষ্টবাদ প্রত্যয়টি Auguste Comte-এর।

১৩। “আমরা মানুষ হিসাবে কী, সে হল আমাদের সংস্কৃতি”— উক্তিটি কার?
উত্তর: ম্যাকাইভার।

১৪। সামাজিক বিবর্তন তত্ত্ব কে প্রদান করেন?
উত্তর: সামাজিক বিবর্তন তত্ত্ব প্রদান করেন হার্বার্ট স্পেন্সার।

১৫। 'The Division of Labour in Society'-গ্রন্থটি কার লেখা?
উত্তর: Emile Durkheim.

১৬। 'The Elementary Forms of Religious Life' গ্রন্থের লেখক কে?
উত্তর: The Elementary forms of Religious Life গ্রন্থের লেখক হলেন- Emile Durkheim.

১৭। 'The Suicide' গ্রন্থটি কার লেখা?
উত্তর: এমিল ডুর্খেইম।

১৮। ‘সাংস্কৃতিক ব্যবধান’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ‘সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবক্তা এফ অর্গ্যবান।

১৯। একটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও।
উত্তর: সাহিত্য, ধর্ম, দর্শন, রীতিনীতি, জ্ঞান, শিল্পকলা, সংগীত, মূল্যবোধ, বিশ্বাস, আইন ইত্যাদি অবস্তুগত সংস্কৃতি।

২০। ম্যাকাইভার সংস্কৃতি বলতে কী বুঝিয়েছেন?
উত্তর: ম্যাকাইভার (MacIver) এর মতে, "Culture is what we are." অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি।

২১। ‘সভ্যতা হচ্ছে মানুষের আচরণের বাইরের দিক।' সংজ্ঞাটি কার?
উত্তর: ‘সভ্যতা হচ্ছে মানুষের আচরণের বাইরের দিক।' সংজ্ঞাটি কান্টের।

২২। কার্ল মার্কস (Karl Marx) সংস্কৃতি বলতে কী বুঝিয়েছেন?
উত্তর: কার্ল মার্কসের মতে "Culture is Super Structure." অর্থাৎ সংস্কৃতি হলো উপরি কাঠামো।

২৩। “সংস্কৃতি হলো উপরিকাঠামো”—উক্তিটি কার?
উত্তর: Karl Marx.

২৪। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটি কে প্রদান করেন?
উত্তর: Herbert Spencer.

২৫। আদর্শ কাকে বলে?
উত্তর: সাধারণভাবে মানুষের মূল্যবোধ অর্জনে পরিচালিত কার্যক্রম নিয়ন্ত্রণকারী নিয়ম-নীতিকে আদর্শ বলে।

২৬। বস্তুগত সংস্কৃতি কী? 
উত্তর: মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টিই হলো বস্তুগত সংস্কৃতি।

২৭। সংস্কৃতির অসম অগ্রগতির তত্ত্বটি কে প্রদান করেছেন?
উত্তর: William F. Ogburn সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি প্রদান করেছেন।

২৮। পটুয়াখালীতে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর নাম লেখ ।
উত্তর: রাখাইন আদিবাসী।

২৯। কর্তৃত্ব (Hegemoney) কাকে বলে?
উত্তর: যখন কোনো একটি দেশ অন্য কোনো দেশের উপর নিয়ন্ত্রণ আরোপ করে, প্রভাব বিস্তার করে এবং নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয় তখন তাকে কর্তৃত্ব (Hegemoney) বলে।

৩০। বিশ্বায়নের কয়টি ও কী কী রূপ রয়েছে?
উত্তর: বিশ্বায়নের ৪টি রূপ রয়েছে। যথা : ১. বৈশ্বিক সংগঠন ২. বৈশ্বিক পরস্পর নির্ভরশীলতা ৩. বৈশ্বিক যোগাযোগ এবং ৪. বৈশ্বিক সচেতনতা।

৩১। GATT এর পূর্ণরূপ লিখ।
উত্তর: General Agreement on Tarif and Trade.

৩২। একজন ‘আধুনিকায়ন’ তাত্ত্বিকের নাম লিখ।
উত্তর: একজন ‘আধুনিকায়ন' তাত্ত্বিকের নাম হলো Rostow.

৩৩। সামাজিক পরিবর্তনের দুটি কারণ লিখ।
উত্তর: সামাজিক পরিবর্তনের দুটি কারণ নিম্নরূপ : ১. ঔপনিবেশিক কারণ ও ২. শিল্পায়ন।

৩৪। ইন্টারনেট কী?
উত্তর: ইন্টারনেট হচ্ছে কম্পিউটারের মাধ্যমে টেলিফোন সহযোগে তথ্য লেনদেনের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া।

৩৫। 'Urbanism' শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Lewis Writhi.

৩৬। এইডস রোগের ভাইরাসের নাম কী?
উত্তর: এইডস রোগের ভাইরাসের নাম Human Immune Deficiency Virus (HIV)।

৩৭। 'The Suicide' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: 'The Suicide' গ্রন্থের রচয়িতা সমাজবিজ্ঞানী Emile Durkheim.

৩৮। অতি নগরায়ণ কী?
উত্তর: একটি নগরী তার ধারণক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা হলে এবং তা অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত অবস্থার সৃষ্টিকরলে তাকে অতি নগরায়ণ বলে।

৩৯। বস্তি কাকে বলে?
উত্তর: কোন শহরের একাংশে কিংবা বিক্ষিপ্তভাবে অবস্থিত গ্রাম থেকে আসা সহায় সম্বলহীন, দরিদ্র ও দুস্থ লোকেরা যে নোংরা, ঘিঞ্জি এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করে তাকে বস্তি বলে।

৪০। মেগাসিটি কাকে বলে?
উত্তর: সাধারণত বৃহত্তম শহরে ১ কোটি কিংবা তদূর্ধ্ব জনসংখ্যা বাস করলে তখন ঐ শহরটিকে মেগাসিটি বলে।

৪১। জেন্ডার বা লিঙ্গ অসমতা কী?
উত্তর: জেন্ডার বা লিঙ্গ অসমতা হচ্ছে নারী-পুরুষভেদে সমাজসৃষ্ট কতকগুলো বিশ্বাস, ধারণা এবং দৃষ্টিভঙ্গি যা নারী কল্যাণ ও দেশের সামগ্রিক উন্নয়নের পরিপন্থী।

৪২। জেন্ডার বলতে কী বোঝায়?
উত্তর: নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের সামাজিক সংগঠন হচ্ছে জেন্ডার।

৪৩। GAD কী?
উত্তর: এটি একটি তত্ত্ব। উন্নয়নে নারী (WID) এবং নারী উন্নয়ন (WAD) এর সীমিদ্ধতার কারণে আশির দশকে Gender and Development ( GAD) বা জেন্ডার ও উন্নয়ন তত্ত্বের উদ্ভব ঘটে।

৪৪। WID কী?
উত্তর: WID বা Women in Development হচ্ছে একটি তত্ত্ব। রাষ্ট্রীয় কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীদের কিভাবে সম্পৃক্ত করা যায় এবং নারী-পুরুষের মধ্যে বৈষম্য কমিয়ে আনা যায় তা এই তত্ত্বের মূল্য উদ্দেশ্য।

৪৫। WAD কী?
উত্তর: Women and Development (WAD) হচ্ছে নারী ও উন্নয়নের একটি তত্ত্ব।

৪৬। WAD -এর পূর্ণরূপ কী?
উত্তর: Women and Development (WAD) হচ্ছে নারী ও উন্নয়নের একটি তত্ত্ব।

৪৭। বিশ্বের প্রথম নারী সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে।

৪৮। বাংলাদেশে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে ?
উত্তর: বেগম রোকেয়া।

৪৯। আন্তর্জাতিক নারী দিবস কবে?
উত্তর: আন্তর্জাতিক নারী দিবস হলো ৮ মার্চ।

৫০। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা কবে ঘোষণা করা হয়?
উত্তর: জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ঘোষণা করা হয় ১৯৯৭ সালে।

৫১৷ দুর্যোগ কী?
উত্তর: মানুষ চলার পথে কখনো কখনো বাধাবিপত্তির সম্মুখীন হয়। এসব বাধাবিপত্তি মানুষের স্বাভাবিক জীবন ও অগ্রগতির পথকে ক্ষতিগ্রস্ত করে। মানুষ হয়ে পড়ে অসহায়, বিচ্ছিন্ন, ছন্নহীন ও সম্বলহীন। মানুষের জীবন প্রবাহে এরূপ পরিস্থিতির উদ্ভব হওয়াকে দুর্যোগ বলা হয়।

৫২। 'বিশ্ব পরিবেশ দিবস' কবে উদ্‌যাপন করা হয়?
উত্তর: 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন করা হয় ৫ জুন। 

৫৩। জলবায়ু পরিবর্তনের ফলশ্রুতিতে কোন কোন প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব পড়ছে?
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলশ্রুতিতে শুষ্ক এবং প্রায় শুষ্কভূমি, সামুদ্রিক ও উপকূলীয় এলাকা, কৃষি ও বন পরিবেশ, দ্বীপ, পর্বত ও মেরু পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে।

৫৪। দুর্যোগ কত প্রকার?
উত্তর: দুর্যোগ দুই প্রকার। যথা : প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ।

৫৫। দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কয়টি?
উত্তর:  ৬টি।

৫৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানবদেহে আর্সেনিকের সহনীয় মাত্রা কত?
উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানবদেহে আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০১ পিপিএম পর্যন্ত।

৫৭। জলবায়ু পরিবর্তন কী?
উত্তর: দীর্ঘমেয়াদি আবহাওয়ার পরিবর্তন।

৫৮। দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি ও কী কী?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি। যথা : ক. দুর্যোগ পূর্বকালীন পর্যায়, খ. দুর্যোগকালীন পর্যায় ও গ. দুর্যোগ পরবর্তী পর্যায়।

৫৯। সামাজিক অসমতার প্রধান কারণ কী?
উত্তর: সামাজিক অসমতার প্রধান কারণ অর্থনৈতিক অবস্থা।

৬০। “সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।”-উক্তিটি কার?
উত্তর: T. B. Bottomore.

৬১৷ সামাজিক অসমতার দু'টি জৈবিক নির্ধারকের নাম লেখ।
উত্তর: লিঙ্গ ও বয়স ।

৬২। সামাজিক স্তরবিন্যাসের চতুর্থ প্রকরণ কোনটি?
উত্তর: সামাজিক স্তরনিব্যাসের চতুর্থ প্রকরণ হলো শ্রেণি ও মর্যাদা গোষ্ঠী।

৬৩। সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি?
উত্তর: সমাজ বিজ্ঞানীরা সাধারণ সামাজিক স্তরবিন্যাসের চারটি প্রধান ধরন নির্ধারণ করেছেন। এগুলো হলো : ১. দাসপ্রথা (Slavery), ২. এস্টেট প্রথা (Estate), ৩. জাত বা জাতিবর্ণ (Caste), ৪. শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী (Class and status Group)|

৬৪। পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণির নাম লিখ।
উত্তর: ১. বুর্জোয়া শ্রেণি ও সর্বহারা শ্রেণি।

৬৫। ক্ষুদ্র জাতিসত্তা বলতে কী বুঝ?
উত্তর: ক্ষুদ্র জাতিসত্তা বলতে অভিন্ন সংস্কৃতি দ্বারা শনাক্তযোগ্য বিশেষ পরিচিতির অধিকারী জনগোষ্ঠীকে বুঝায়।

৬৬। ম্যাকাইভার ও পেজের মতো সামাজিক স্তরবিন্যাস কী?
উত্তর: ম্যাকাইভার ও পেজের মতে, “সামাজিক স্তরবিন্যাস হলো মর্যাদাভিত্তিক গোষ্ঠীসমূহের ঊর্ধ্ব বিন্যাস।

৬৭। যান্ত্রিক সংহতি কার প্রদত্ত প্রত্যয়?
উত্তর: যান্ত্রিক সংহতি প্রত্যয়টি এমিল ডুর্খেইম (Emile Durkheim) প্রদত্ত।

৬৮। কাস্তা (Caste) শব্দটি সর্বপ্রথম কারা ব্যবহার করেন?
উত্তর: সর্বপ্রথম পর্তুগীজরা ভারতবাসীকে বিভিন্ন গোষ্ঠীতে বা বর্ণে বা রঙে দেখতে পেয়ে কাস্তা (Casta) শব্দটি ব্যবহার করেন।

৬৯৷ সংখ্যালঘু গোষ্ঠী কি?
উত্তর: সংখ্যালঘু হলো সামাজিক, রাজনৈতিক অধীনস্থ একটি গোষ্ঠী যারা সাধারণত সংখ্যায় কম থাকে।

৭০। আদিম সমাজ কী?
উত্তর: প্রাক-ঐতিহাসিক যুগে যে সমাজে কোনো অক্ষর জ্ঞানের উদ্ভব হয়নি, যাদের লিখিত কোনো ভাষা নেই কিন্তু যাদের একটি স্বতন্ত্র সংস্কৃতি ও জীবনবোধ গড়ে উঠেছিল সেই সমাজকে আদিম সমাজ বলা হয়।

৭১। এইডস (AIDS) এর পূর্ণ নাম কী?
উত্তর: এইডস (AIDS) একটি ইংরেজি শব্দ। এর পূর্ণনাম হলো Acquired Immune Deficincy Syndrome.

৭২। সামন্ত সমাজের প্রধান দু'টি সামাজিক শ্রেণির নাম লিখ।
উত্তর: কৃষক শ্রেণি, জমিদার শ্রেণি।

৭৩। 'Positive Philosophy'—কার লিখিত গ্রন্থ?
উত্তর: 'Positive Philosophy' গ্রন্থটি অগাস্ট কোঁৎ (Auguste Comte) এর লিখিত।

৭৪। যান্ত্রিক সংহতি কোন সমাজে পরিলক্ষিত হয়?
উত্তর: যান্ত্রিক সংহতি আদিম সমাজে পরিলক্ষিত হয়।

৭৫। লেনস্কি-এর ধারণায় সমাজ পরিবর্তনের সর্বশেষ স্তর কোনটি?
উত্তর: লেনস্কি-এর ধারণায় সমাজ পরিবর্তনের সর্বশেষ স্তর হলো শিল্প সমাজ।

৭৬। মর্গানের ধারণায় সমাজ বিবর্তনের স্তর কয়টি?
উত্তর: তিনটি। যথা : বন্য দশা, বর্বরতা ও সভ্যতা।

৭৭। “জীবন ছিল হয় ভুরিভোজ, নয় উপবাস”- এটি কোন সমাজের বৈশিষ্ট্য?
উত্তর: শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের।

৭৮। পুঁজিবাদী সমাজের দুটি সামাজিক শ্রেণির নাম লিখ৷
উত্তর: ১. বুর্জোয়া শ্রেণি (শাসক শ্রেণি) ও ২. প্রলেতারিয়েত শ্রেণি (শাসিত শ্রেণি)।

৭৯। মার্কসের ধারণায় সমাজ বিবর্তনের স্তর কয়টি?
উত্তর: মার্কসের ধারণায় সমাজ বিবর্তনের স্তর ৩টি।

৮০৷ পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামজিক শ্রেণীর নাম লিখ ।
উত্তর: পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামজিক শ্রেণীর নাম হলো বুর্জোয়া শ্রেণী ও সর্বহারা শ্রেণী।

৮১। খাদ্য উৎপাদনের প্রথম ধাপ কী?
উত্তর: খাদ্য উৎপাদনের প্রথম ধাপ হলো Horticultural বা উদ্যান চাষ ব্যবস্থা।

৮২। উদ্যান কৃষি কাকে বলে?
উত্তর: দা, কুড়াল, কোদাল ইত্যাদি হাতিয়ারের সাহায্যে বাড়ির আশেপাশে মাটি খুঁড়ে বীজ বপন করে যে চাষাবাদ করা হয় তাই মূলত উদ্যান কৃষি।

৮৩। B. Lenski এর ধারণায় সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর কোনটি?
উত্তর: Lenski এর ধারণায় সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর হলো শিল্প সমাজ।

৮৪। WHO (World Health Organization) প্রদত্ত স্বাস্থ্যের সংজ্ঞা দাও।
উত্তর: WHO (World Health Organization) প্রদত্ত সংজ্ঞা অনুসারে, “স্বাস্থ্য হচ্ছে সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা।”

৮৫। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে উদযাপন করা হয়?
উত্তর: বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় ৭ এপ্রিল।

৮৬। HIV কোন রোগের সৃষ্টি করে?
উত্তর: AIDS.

৮৭। হেপাটাইটিস-বি কর্তৃক দেহের কোন অংগ ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর: লিভার।

৮৮। 'HIV'-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: 'HIV' এর পূর্ণরূপ-Human Immuno - Deficiency Virus.

৮৯। হেপাটাইটিস-‘বি' কীভাবে ছড়ায়?
উত্তর: সাধারণত সংক্রমিত রক্তের মাধ্যমে, সংক্রমিত সুচের মাধ্যমে, সংক্রমিত রোগীর ব্যবহার করা টুথব্রাশ রেজর প্রভৃতি ব্যবহারের ফলে হেপাটাইটিস 'বি' ছড়ায়।

৯০। ভেনারিয়েল ডিজিজের পরিবর্তিত নাম কী?
উত্তর: ভেনারিয়েল ডিজিজের পরিবর্তিত নাম যৌন সংক্রামক ব্যাধি (Sexually Transmitted Disease-STD)।

৯১। “সমাজবিজ্ঞান সামাজিক আচরণ ও মানবীয় গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ”-উক্তিটি কে করেছেন?
উত্তর: আর, টি. সেফার (R. T. Schaefer)।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন