প্রধান প্রধান বৈদেশিক সরকার: যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা প্রধান প্রধান বৈদেশিক সরকার ক' বিভাগ সাজেশন। বিষয়: প্রধান প্রধান বৈদেশিক সরকার। বিষয় কোড:।
ক' বিভাগ
১। 'Parliamentary Government of Britain' গ্রন্থটি রচিয়তা কে?
উত্তর: হ্যারল্ড জে লাস্কি।
২। ম্যাগনাকার্টা কী?
উত্তর: ম্যাগনাকার্টা হলো একটি চুক্তি যা ১২১৫ সালে সম্পাদিত হয়।
৩। কত সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদকে সরকারিভাবে স্বীকার করা হয়?
উত্তর: ১৯৩৭ সালে ব্রিটিশ রাজকীয় মন্ত্রী আইনে প্রধানমন্ত্রীর পদটিকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।
৪। ব্রিটেনের কোন প্রতিষ্ঠানকে 'ন্যায় বিচারের উৎস' হিসেবে অভিহিত করা হয়?
উত্তর: রাজা বা রাণী ব্রিটেনের সকল ন্যায়বিচারের উৎস হিসেবে অভিহিত করা হয়।
৫। লর্ড সভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর: লর্ড সভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর।
৬। ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে?
উত্তর: নিয়মতান্ত্রিক রাজতন্ত্র।
৭। অভিশংসন কী?
উত্তর: পার্লামেন্ট যখন গুরুতর অভিযোগে প্রেসিডেন্ট ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বিচারপতি বা অন্য কর্মকর্তাদের বিচার করে দায়িত্ব থেকে অপসারণ করে তখন একে অভিশংসন বলে।
৮। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস।
৯। প্রথম মার্কিন রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: জর্জ ওয়াশিংটন।
১০। মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি চাকরির ক্ষেত্রে কতটা ভাগ-বাঁটোয়ারা ব্যবস্থা কার্যকরী হতে দেখা যায়?
উত্তর: ১০ শতাংশ।
১১। ফরাসি বিপ্লবের শ্লোগান কী ছিল?
উত্তর: সাম্য, মৈত্রী, স্বাধীনতা।
১২। ফ্রান্সে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান?
উত্তর: ফ্রান্সে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।
১৩। রাজতন্ত্র কী?
উত্তর: যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত না হয়ে পারিবারিক উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে রাজতন্ত্র বলে।
১৪। "The British Constitution is Constitution of never ending evolution" –উক্তিটি কার?
উত্তর: স্যার আইভর জেনিংস-এর।
১৫। প্রিভি কাউন্সিল কী?
উত্তর: প্রিভি কাউন্সিল হলো ব্রিটিশ রাজা/রানির পরামর্শ দাতা সংস্থা।
১৬। কিচেন কেবিনেট কী?
উত্তর: কিচেন কেবিনেট হলো রাষ্ট্র বা সরকার প্রধানের অনানুষ্ঠানিক উপদেষ্টামন্ডলী। মন্ত্রীপরিষদের সদস্য কিংবা সরকারি কোনো আনুষ্ঠানিক পদাধিকারী নন এমন ব্যক্তিরাও কখনো সরকার বা রাষ্ট্রপ্রধানকে সরকারি ও রাষ্ট্রীয় কাজে পরামর্শ দিতে পারেন। এধরনের উপদেশ বা পরামর্শদাতাদের সম্মিলিতভাবে কিচেন কেবিনেটের সদস্য বলে।
১৭। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন হয়?
উত্তর: ১৭৭৬ সালের ৪ জুলাই।
১৮। 'আমরা একটি সংবিধানের অধীন কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান।'–উক্তিটি কার?
উত্তর: বিচারপতি হিউজেস।
১৯। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার সদস্য সংখ্যা কত?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার সদস্য সংখ্যা ৪৩৫ জন।
২০। মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর: মার্কিন সিনেটের সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন।
২১। পার্টি ককাস কী?
উত্তর: পার্টি ককাস হলো রাজনৈতিক নেতাদের রুদ্ধদ্বার, গোপোন বৈঠক। একই দলের বিভিন্ন নেতা দলের নীতি নির্ধারণের জন্য রুদ্ধ বৈঠকে (Caucus) মিলিত হন।
২২। ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়?
উত্তর: ১৭৮৯ সালে।
২৩। ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
উত্তর: সিনেট।
২৪। "অ্যাক্ট অব সেটেলমেন্ট" কত সালে প্রণীত হয়?
উত্তর: "অ্যাক্ট অব সেটেলমেন্ট" ১৭০১ সালে প্রণীত হয়।
২৫। "ইংল্যান্ডের সংবিধান বিচারকের তৈরি সংবিধান।" –উক্তিটি কার?
উত্তর: A. V. Dicey-এর।
২৬। রক্তপাতহীন বিপ্লব বলা হয় কোন বিপ্লবকে?
উত্তর: রক্তপাতহীন বিপ্লব বলা হয় ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবকে।
২৭। ইংরেজি জাতি ন্যায়ের প্রতীক মনে করে কোন প্রতিষ্ঠানকে?
উত্তর: ইংরেজি জাতি ন্যায়ের প্রতীক মনে করে সুপ্রিম কোর্টকে।
২৮। "মে-ফ্লওয়ার" কী?
উত্তর: "মে-ফ্লওয়ার" হলো একটি চুক্তি যা ১৬২০ সালের ২১ নভেম্বর মে-ফ্লেওয়ার নামক জাহাজে সম্পাদিত হয়।
২৯। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধার কোন দেশের?
উত্তর:
৩০। ফ্রান্সের সাংবিধানিক নাম কী?
উত্তর:
৩১। "The Government of the United States" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: "The Government of the United States" গ্রন্থের রচয়িতা W.B. Munro.
৩২। "আমিই রাষ্ট্র" –কে বলেছিলেন?
উত্তর: "আমিই রাষ্ট্র" – বলেছিলেন ফরাসি সম্রাট চতুর্দশ লুই।
৩৩। দ্য৷ গল কে ছিলেন?
উত্তর: দ্য৷ গল ফরাসি প্রেসিডেন্ট ছিলেন।
৩৪। ব্রিটেনের "গৌরবময় বিপ্লব" কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৬৮৮ সালে।
৩৫। ব্রিটিশ কমন্স সভার সদস্য সংখ্যা কত?
উত্তর: ৬৫০ জন।
৩৬। বিল অব রাইটস কত সালে অনুমোদিত হয়?
উত্তর: ১৬৮৯ সালে।
৩৭। ফরাসি রাষ্ট্রপতি কার্যকাল কত বছর?
উত্তর: ফরাসি রাষ্ট্রপতি কার্যকাল ৫ বছর।
৩৮। ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কী?
উত্তর: ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হাউজ অব কমন্স।
৩৯। গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কী?
উত্তর: গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম United Kingdom of Great Britain and Northern Ireland.
৪০। ব্রিটেনের সর্বোচ্চ আদালত কোনটি?
উত্তর: ব্রিটেনের সর্বোচ্চ আদালত হলো লর্ডসভা।
৪১। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল ৪ বছর।
৪২। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ব্যাখ্যাকারী কে?
উত্তর: মার্কিন সুপ্রিম কোর্ট।
৪৩। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা ৫৩৮।
৪৪। ফ্রান্সের সরকার প্রধান কে?
উত্তর: ফ্রান্সের সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী।