লোক প্রশাসন পরিচিতি।
জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা লোক প্রশাসন পরিচিতি ক' বিভাগ সাজেশন। বিষয়: লোক প্রশাসন পরিচিতি। বিষয় কোড:।
ক' বিভাগ
১। প্রশাসন কী?
উত্তর: সরকারি নীতি ও সিন্ধান্তকে কার্যকরী করার প্রক্রিয়া।
২। 'Principle of Public Administration' —বইটির লেখক কে?
উত্তর: F.W Willoghby ।
৩। বেসরকারি প্রশাসনের মূল উদ্দেশ্য কী?
উত্তর: বেসরকারি প্রশাসনের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন।
৪। নিয়ন্ত্রণ পরিধি কী?
উত্তর: একজন প্রশাসক যতজন অধস্তন ব্যক্তি বা যতগুলো কাজের ইউনিটকে ব্যক্তিগতভাবে পরিচালনা করতে পারেন তার সংখ্যাকে নিয়ন্ত্রণ পরিধি বলে।
৫। 'Delegation'—শব্দের অর্থ কী?
উত্তর: কর্তৃত্বার্পণ/প্রতিনিধিত্ব।
৬। কর্তৃত্ব অর্পণ কী?
উত্তর: কর্তৃত্ব অর্পণ বলতে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃত্ব নিম্ন পর্যায়ের কর্তৃপক্ষের নিকট সুনির্দিষ্ট কর্তৃত্ব অর্পণ করাকে বুঝায়।
৭। লাইন এজেন্সি কী?
উত্তর: লাইন এজেন্সি বলতে প্রশাসনিক এজেন্সিকে বুঝায় যারা জনগনের দৈনন্দিন কার্যাবলি সম্পাদনের দায়িত্ব পালন করে থাকে।
৮। 'Bureau' ও 'Kratein' শব্দের অর্থ কী?
উত্তর: 'Bureau' শব্দের অর্থ দফতর এবং 'Kratein' শব্দের অর্থ শাসনব্যবস্থা।
৯। আদর্শ আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক ম্যাক্স ওয়েবার।
১০। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তর: মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব।
১১। 'BPATC'–এর পূর্ণরূপ কী?
উত্তর: 'BPATC'–এর পূর্ণরূপ হলো:- Bangladesh Public Administration Training Center.
১২। ''Power corrupts and absolute power tends to corrupts absolutely.''–উক্তিটি কার?
উত্তর: ''Power corrupts and absolute power tends to corrupts absolutely.''–উক্তিটি করেন Lord Acton.
১৩। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক ফ্রেডরিক ডব্লিউ টেইলর।
১৪। "Introduction to the Study of Public Administration" এর লেখক কে?
উত্তর: "Introduction to the Study of Public Administration" এর লেখক এল.ডি হোয়াইট (L.D White)।
১৫। CPA এর পূর্ণরূপ কী?
উত্তর: CPA এর পূর্ণরূপ হলো Comparative Public Administration.
১৬। বিশেষজ্ঞ কে?
উত্তর: প্রশাসনিক কাজে নিয়োজিত বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশলী, কৃষিবিদ অথবা কোন বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তি হচ্ছে বিশেষজ্ঞ।
১৭। ACR এর পূর্ণরূপ কী?
উত্তর: ACR এর পূর্ণরূপ হলো- Annual Confidential Report.
১৮। আদেশগত ঐক্য কী?
উত্তর: যে কোনো অধস্তন কর্মকর্তা কেবলমাত্র তার নিকটস্থ ঊর্ধ্বতন কর্মকর্তা হতে প্রশাসনিক আদেশ লাভ করাকে আদেশগত ঐক্য বলে।
১৯। "Leadership is an act of influencing others" –উক্তিটি কার?
উত্তর: "Leadership is an act of influencing others" –উক্তিটি Robert Tetenbaum এর।
২০। যোগাযোগ নেটওয়ার্ক কী?
উত্তর: একটি নির্দিষ্ট কাঠামোর অন্তর্গত নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি যখন একটি নির্দিষ্ট নকশা বা পদ্ধতি অনুসারে তথ্য আদানপ্রদান করতে সক্ষম হয় তখন এটিকে যোগাযোগ নেটওয়ার্ক বলে।
২১। বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি?
উত্তর: বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু হলো সচিবালয়।
২২। বাংলাদেশ নীতি প্রণয়নকারী একটি সাংবিধানিক সংস্থার নাম লিখ?
উত্তর: বাংলাদেশ নীতি প্রণয়নকারী একটি সাংবিধানিক সংস্থার নাম হলো পাবলিক সার্ভিস কমিশন।
২৩। 'উন্নয়ন প্রশাসন' শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: 'উন্নয়ন প্রশাসন' শব্দটি ভারতীয় পণ্ডিত গোস্বামী প্রথম ব্যবহার করেন।
২৪। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচলিত 'Spoil' পদ্ধতি কী?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট আসার পর শাসন, আইন ও বিচার বিভাগের যে ব্যাপক রদবদল হয় তাই Spoil পদ্ধতি।
২৫। লোক প্রশাসনের জনক কে?
উত্তর: লোক প্রশাসনের জনক আমেরিকার সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসন।
২৬। ল্যাটিন শব্দ ''Ministiare" এর অর্থ কী?
উত্তর: ল্যাটিন শব্দ ''Ministiare" এর অর্থ ব্যবস্থাপনা।
২৭। "Leaders are born, not made." –উক্তিটি কার?
উত্তর: "Leaders are born, not made." –উক্তিটি Henri Fayol-এর।
২৮। "প্রপার চ্যানেল" এর অর্থ কী?
উত্তর: "প্রপার চ্যানেল" এর অর্থ হলো যথামাধ্যম।
২৯। প্রশাসনের সাধারণজ্ঞ কে?
উত্তর: যে সকল প্রশাসক অন্যান্য প্রশাসকদের তুলনায় বিশেষ যোগ্যতাসম্পন্ন তাদেরকে সাধারণজ্ঞ বলে।
৩০। সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের সার্থক ব্যাখ্যা প্রথম কে দিয়েছেন?
উত্তর: সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের সার্থক ব্যাখ্যা প্রথম হার্বাট সাইমন দিয়েছেন।
৩১। সনাতন সংগঠনের প্রধান স্তম্ভ কয়টি?
উত্তর: সনাতন সংগঠনের প্রধান স্তম্ভ চারটি।
৩২। এল.ডি. হোয়াইট এর বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর: Introduction to the study of public Administration.
৩৩। 'POSDCORB' তত্ত্বের প্রধান প্রবক্তা কে?
উত্তর: লুথার গুলিক।
৩৪। 'The principles of Scientific Management ' গ্রন্থের লেখক কে?
উত্তর: Frederick Winslow Taylor.
৩৫। লোক প্রশাসনে কে ক্লাসিক্যাল মতবাদের প্রবর্তন করেন?
উত্তর: লুথার গুলিক।
৩৬। কর্তৃত্ব কী?
উত্তর: কর্তৃত্ব হলো স্ব-বিবেচনামূলক ক্ষমতার ব্যবহার বা প্রয়োগ, যার মাধ্যমে একটি প্রশাসনিক সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
৩৭। BCS এর পূর্ণরূপ কী?
উত্তর: Bangladesh Civil Service.
৩৮। Legitimacy শব্দের অর্থ কী?
উত্তর: Legitimacy শব্দের অর্থ বৈধতা।
৩৯। দুইজন সম্মোহনী নেতার নাম লেখ?
উত্তর:
৪০। ASPA এর পূর্ণরূপ কী?
উত্তর: American Society for public Administration.
৪১। "অনিয়মিত আমলাতন্ত্র গণতন্ত্রে জন্য হুমকিস্বরুপ" –উক্তিটি কার?
উত্তর: রিচার্ড ক্রসম্যান-এর।
৪২। যোগাযোগ পদ্ধতির আধুনিক প্রবক্তা কে?
উত্তর: ডেভিড কে. বার্লো।
৪৩। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উত্তর: সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হলো সমস্যা নির্ণয় করা?
৪৫। কেন্দ্রীয়করণ কী?
উত্তর: সংগঠনের শীর্ষতম কর্মকর্তার নিকট প্রশাসনিক কর্তৃত্ব কেন্দ্রীয়ভূতকরণের নাম কেন্দ্রীয়করণ।
৪৬। Administration শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: Administration শব্দটি ল্যাটির ভাষা থেকে এসেছে।
৪৭। রাজনৈতিক বিকেন্দ্রীকরণ কী?
উত্তর: রাজনৈতিক ক্ষমতা কেন্দ্র হতে স্থানীয় পর্যায়ে হস্তান্তরের নাম রাজনৈতিক বিকেন্দ্রীকরণ।
৪৮। সংগঠনের যে কোনো দুইটি মূলনীতি উল্লেখ কর?
উত্তর: সংগঠনের দুইটি মূলনীতি হলো শ্রমবিভাগ ও পদসোপান।
৪৯। নেতৃত্বের ধরণগুলো কী কী?
উত্তর: নেতৃত্বের ধরণগুলো হলো- ১.রাজনৈতিক নেতৃত্ব, ২.সম্মোহনী নেতৃত্ব, ৩.বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব ৪.প্রশাসনিক বা ব্যবস্থাপনা নেতৃত্ব।
৫০। বাংলাদেশ নীতি প্রণয়নকারী দুটি সাংবিধানিক সংস্থার নাম লিখ।
উত্তর: ১.বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ২.বাংলাদেশ নির্বাচন কমিশন।