সমাজকর্ম পরিচিতি (অনুষঙ্গী কোর্স)।
জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা সমাজকর্ম পরিচিতি (অনুষঙ্গী কোর্স) ক' বিভাগ সাজেশন। বিষয়: সমাজকর্ম পরিচিতি (অনুষঙ্গী কোর্স)। বিষয় কোড:।
ক' বিভাগ
১। 'Introduction to Social Welfare' গ্রন্থের লেখক কে?
উত্তর: 'Introduction to Social Welfare' গ্রন্থের লেখক W. A. Friedlander and R. Z. Apte .
২। সর্ব প্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে?
উত্তর: সর্বপ্রথম ইংল্যান্ডে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে।
৩। C.O.S-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: C.O.S-এর পূর্ণরূপ হলো : Charity Organization Society.
৪। যুক্তরাজ্যে কখন এলিজাবেথীয় দরিদ্র আইন প্রবর্তন করা হয়?
উত্তর: ১৬০১ সালে ।
৫। সমাজকর্মের দুটি দার্শনিক মূল্যবোধের উল্লেখ কর।
উত্তর: ব্যক্তি মর্যাদার স্বীকৃতি ও সামাজিক ন্যায়বিচার।
৬। বেগম রোকেয়া কেন বিখ্যাত?
উত্তর: বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত, একজন সমাজসংস্কারক।
৭। র্যাপো কী?
উত্তর: র্যাপো হচ্ছে-সমাজকর্মী ও সাহায্যার্থীর মধ্যে পেশাগত সম্পর্ক স্থাপন ।
৮। ঋণ সালিশী বোর্ড কার উদ্যোগে গঠিত হয়েছিল
উত্তর: ঋণ সালিশী বোর্ড এ. কে. ফজলুল হকের উদ্যোগে গঠিত হয়েছিল ।
৯। নারী নির্যাতন অধ্যাদেশ কখন প্রণীত হয়?
উত্তর: নারী নির্যাতন (নির্বতক শাস্তি) অধ্যাদেশ ১৯৮৩ সালে প্রণীত হয় ।
১০। যৌতুক নিরোধ আইন কখন প্রণয়ন করা হয়?
উত্তর: যৌতুক নিরোধ আইন ১৯৮০ সালে প্রণয়ন করা হয়।
১১। ব্যক্তি সমাজকর্মের উপাদান কী কী?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো হলো : ব্যক্তি, সমস্যা, স্থান, পেশাদার প্রতিনিধি ও প্রক্রিয়া ।
১২। RSS-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: RSS-এর পূর্ণরূপ হলো : Rural Social Service.
১৩। সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন?
উত্তর: অ্যানা. এল. ডয়েস।
১৪। ‘সোসাইটি' গ্রন্থের লেখক কে?
উত্তর: ম্যাকাইভার ও পেজ ।
১৫। কোন দেশে প্রথম শিল্পবিপ্লবের সূত্রপাত ঘটে?
উত্তর: প্রথম শিল্পবিপবের সূত্রপাত ঘটে ইংল্যান্ডে।
১৬। 'Problem' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: গ্রিক 'Problema' শব্দ থেকে ইংরেজি 'Problem' শব্দের উৎপত্তি।
১৭। NASW এর পূর্ণরূপ লেখ।
উত্তর: NASW এর পূর্ণরূপ হলো National Association of Social Workers.
১৮। ইংল্যান্ডের দান সংগঠন সমিতি কখন গঠিত হয়?
উত্তর: ইংল্যান্ডে দান সংগঠন সমিতি ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয় ।
১৯। আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা সংঘটিত হয়?
উত্তর: ১৮৭৩ সালে ।
২০। বেগম রোকেয়া কোন সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর, রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে ৷
২১। বিভারিজ কে ছিলেন?
উত্তর: বিভারিজ ছিলেন অর্থনীতিবিদ ও আইনজ্ঞ।
২২। নারী কল্যাণ কী?
উত্তর: নারীদের সার্বিক বিকাশ, উন্নয়ন, ভূমিকা পালনের পরিবেশ সৃষ্টি। তাদের অধিকার প্রতিষ্ঠা ইত্যাদির জন্য যাবতীয় কর্ম প্রণালি হলো নারী কল্যাণ।
২৩। ধর্ম কী?
উত্তর: মানবজীবনকে সত্য ও কল্যাণের পথে যা সংযোগ করে তাই ধৰ্ম ।
২৪। সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কী?
উত্তর: সমাজকর্ম গবেষণা, সমাজকল্যাণ প্রশাসন এবং সামাজিক কার্যক্রম।
২৫। 'Social Diagnosis' গ্রন্থের রচয়িতা ক?
উত্তর: ম্যারি রিচমন্ড।
২৬। ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর: হাজী শরিয়তউল্লাহ।
২৭। শহর সমাজসেবা কী?
উত্তর: শহরের অনুন্নত, অসহায় ও দরিদ্র শ্রেণির লোকদের আর্থসামাজিক, মনো-দৈহিক, সাংস্কৃতিক ইত্যাদির উন্নয়নের লক্ষ্যে একটি সমষ্টি উন্নয়নমূলক কর্মসূচি হলো শহর সমাজসেবা।
২৮। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর নাম লিখ।
উত্তর: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্ম ।
২৯। 'সমাজকর্ম' কী?
উত্তর: সমাজকর্ম হলো এমন একটি পেশা যা কতকগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা করে ।
৩০। সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে
দিয়েছেন?
উত্তর: W.A. Friedlander.
৩১। ‘মনোবিজ্ঞান' কী?
উত্তর: মনোবিজ্ঞান হলো আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত অনুধ্যান এবং মানুষের সমস্যায় যে জ্ঞানের প্রয়োগ ঘটায় ।
৩২। বিভারিজ রিপোর্টের ‘পঞ্চদৈত্য' কী?
উত্তর: বিভারিজ রিপোর্টের ‘পঞ্চদৈত্য' অভাব, অজ্ঞতা, অসুস্থতা, অলসতা ও মলিনতা ।
৩৩। বাংলার বাঘ বলা হয় কাকে ?
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হককে বাংলার বাঘ বলা হয়।
৩৪। ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।
৩৫। 'Rapport' শব্দের অর্থ কী?
উত্তর: পেশাগত সম্পর্ক স্থাপন ।
৩৬। ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদান ৫টি।
৩৭। কল্যাণ রাষ্ট্রের জনক কে?
উত্তর: এডাম স্মিথ।
৩৮। গ্রামীণ সমাজসেবা কত সালে শুরু হয়েছিল?
উত্তর: ১৯৭৭ সালে ।
৩৯। ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে?
উত্তর: ম্যারি রিচমন্ড ।
৪০। UNDP এর পূর্ণরূপ লিখ।
উত্তর: United Nation Development Programme.
৪১। 'ইকোনোমিক্স' শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: Economics শব্দটি গ্রিক শব্দ Oikonomia থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ 'গার্হস্থ্য' পরিচালনা।
৪২। ইংল্যান্ডে কখন এলিজাবেথীয় দরিদ্র আইন প্রবর্তন করা হয়?
উত্তর: এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ সালে প্রবর্তন করা হয়।
৪৩। স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম কী?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলন হলো- 'আলীগড় আন্দোলন'।
৪৪। পেশাদার সমাজকর্ম প্রথম কোন দেশে বিকাশ লাভ করে?
উত্তর: পেশাদার সমাজকর্ম বিকাশ লাভ করে ‘আমেরিকায়’।
৪৫। বৃত্তি কী?
উত্তর: জীবিকা নির্বাহের জন্য মানুষ যে কাজ করে তাকে বৃত্তি (Occupation) বলে।
৪৬। প্যারোল কী?
উত্তর: অপরাধীর শাস্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বেইকারগার থেকে বিশেষ শর্তাধীচনে মুক্তি দেওয়াকে প্যারোল বলে।
৪৭। সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম লিখ।
উত্তর: 'সমাজকল্যাণ প্রশাসন হলো সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতি।