সমাজকর্ম পরিচিতি (অনুষঙ্গী কোর্স)। অনার্স প্রথম বর্ষ ক' বিভাগ প্রশ্ন।

সমাজকর্ম পরিচিতি (অনুষঙ্গী কোর্স)।

জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা সমাজকর্ম পরিচিতি (অনুষঙ্গী কোর্স) ক' বিভাগ সাজেশন। বিষয়: সমাজকর্ম পরিচিতি (অনুষঙ্গী কোর্স)। বিষয় কোড:।

সমাজকর্ম পরিচিতি (অনুষঙ্গী কোর্স)। অনার্স প্রথম বর্ষ ক' বিভাগ প্রশ্ন।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। 'Introduction to Social Welfare' গ্রন্থের লেখক কে?
উত্তর: 'Introduction to Social Welfare' গ্রন্থের লেখক W. A. Friedlander and R. Z. Apte .

২। সর্ব প্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে?
উত্তর: সর্বপ্রথম ইংল্যান্ডে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে।

৩। C.O.S-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: C.O.S-এর পূর্ণরূপ হলো : Charity Organization Society.

৪। যুক্তরাজ্যে কখন এলিজাবেথীয় দরিদ্র আইন প্রবর্তন করা হয়?
উত্তর: ১৬০১ সালে ।

৫। সমাজকর্মের দুটি দার্শনিক মূল্যবোধের উল্লেখ কর।
উত্তর: ব্যক্তি মর্যাদার স্বীকৃতি ও সামাজিক ন্যায়বিচার।

৬। বেগম রোকেয়া কেন বিখ্যাত?
উত্তর: বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত, একজন সমাজসংস্কারক।

৭। র‍্যাপো কী?
উত্তর: র‍্যাপো হচ্ছে-সমাজকর্মী ও সাহায্যার্থীর মধ্যে পেশাগত সম্পর্ক স্থাপন ।

৮। ঋণ সালিশী বোর্ড কার উদ্যোগে গঠিত হয়েছিল
উত্তর: ঋণ সালিশী বোর্ড এ. কে. ফজলুল হকের উদ্যোগে গঠিত হয়েছিল ।

৯। নারী নির্যাতন অধ্যাদেশ কখন প্রণীত হয়?
উত্তর: নারী নির্যাতন (নির্বতক শাস্তি) অধ্যাদেশ ১৯৮৩ সালে প্রণীত হয় ।

১০। যৌতুক নিরোধ আইন কখন প্রণয়ন করা হয়?
উত্তর: যৌতুক নিরোধ আইন ১৯৮০ সালে প্রণয়ন করা হয়।

১১। ব্যক্তি সমাজকর্মের উপাদান কী কী?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো হলো : ব্যক্তি, সমস্যা, স্থান, পেশাদার প্রতিনিধি ও প্রক্রিয়া ।

১২। RSS-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: RSS-এর পূর্ণরূপ হলো : Rural Social Service.

১৩। সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন?
উত্তর: অ্যানা. এল. ডয়েস।

১৪। ‘সোসাইটি' গ্রন্থের লেখক কে?
উত্তর: ম্যাকাইভার ও পেজ ।

১৫। কোন দেশে প্রথম শিল্পবিপ্লবের সূত্রপাত ঘটে?
উত্তর: প্রথম শিল্পবিপবের সূত্রপাত ঘটে ইংল্যান্ডে।

১৬। 'Problem' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: গ্রিক 'Problema' শব্দ থেকে ইংরেজি 'Problem' শব্দের উৎপত্তি।

১৭। NASW এর পূর্ণরূপ লেখ।
উত্তর: NASW এর পূর্ণরূপ হলো National Association of Social Workers.

১৮। ইংল্যান্ডের দান সংগঠন সমিতি কখন গঠিত হয়?
উত্তর: ইংল্যান্ডে দান সংগঠন সমিতি ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয় ।

১৯। আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা সংঘটিত হয়?
উত্তর: ১৮৭৩ সালে ।

২০। বেগম রোকেয়া কোন সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর, রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে ৷

২১। বিভারিজ কে ছিলেন?
উত্তর: বিভারিজ ছিলেন অর্থনীতিবিদ ও আইনজ্ঞ।

২২। নারী কল্যাণ কী?
উত্তর: নারীদের সার্বিক বিকাশ, উন্নয়ন, ভূমিকা পালনের পরিবেশ সৃষ্টি। তাদের অধিকার প্রতিষ্ঠা ইত্যাদির জন্য যাবতীয় কর্ম প্রণালি হলো নারী কল্যাণ।

২৩। ধর্ম কী?
উত্তর: মানবজীবনকে সত্য ও কল্যাণের পথে যা সংযোগ করে তাই ধৰ্ম ।

২৪। সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কী?
উত্তর: সমাজকর্ম গবেষণা, সমাজকল্যাণ প্রশাসন এবং সামাজিক কার্যক্রম।

২৫। 'Social Diagnosis' গ্রন্থের রচয়িতা ক?
উত্তর: ম্যারি রিচমন্ড।

২৬। ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর: হাজী শরিয়তউল্লাহ।

২৭। শহর সমাজসেবা কী?
উত্তর: শহরের অনুন্নত, অসহায় ও দরিদ্র শ্রেণির লোকদের আর্থসামাজিক, মনো-দৈহিক, সাংস্কৃতিক ইত্যাদির উন্নয়নের লক্ষ্যে একটি সমষ্টি উন্নয়নমূলক কর্মসূচি হলো শহর সমাজসেবা।

২৮। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর নাম লিখ।
উত্তর: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্ম ।

২৯। 'সমাজকর্ম' কী?
উত্তর: সমাজকর্ম হলো এমন একটি পেশা যা কতকগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা করে ।

৩০। সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে
দিয়েছেন?
উত্তর: W.A. Friedlander.

৩১। ‘মনোবিজ্ঞান' কী?
উত্তর: মনোবিজ্ঞান হলো আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত অনুধ্যান এবং মানুষের সমস্যায় যে জ্ঞানের প্রয়োগ ঘটায় ।

৩২। বিভারিজ রিপোর্টের ‘পঞ্চদৈত্য' কী?
উত্তর: বিভারিজ রিপোর্টের ‘পঞ্চদৈত্য' অভাব, অজ্ঞতা, অসুস্থতা, অলসতা ও মলিনতা ।

৩৩। বাংলার বাঘ বলা হয় কাকে ?
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হককে বাংলার বাঘ বলা হয়।

৩৪। ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।

৩৫। 'Rapport' শব্দের অর্থ কী?
উত্তর: পেশাগত সম্পর্ক স্থাপন ।

৩৬। ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদান ৫টি।

৩৭। কল্যাণ রাষ্ট্রের জনক কে?
উত্তর: এডাম স্মিথ।

৩৮। গ্রামীণ সমাজসেবা কত সালে শুরু হয়েছিল?
উত্তর: ১৯৭৭ সালে ।

৩৯। ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে?
উত্তর: ম্যারি রিচমন্ড ।

৪০। UNDP এর পূর্ণরূপ লিখ।
উত্তর: United Nation Development Programme.

৪১। 'ইকোনোমিক্স' শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: Economics শব্দটি গ্রিক শব্দ Oikonomia থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ 'গার্হস্থ্য' পরিচালনা।

৪২। ইংল্যান্ডে কখন এলিজাবেথীয় দরিদ্র আইন প্রবর্তন করা হয়?
উত্তর: এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ সালে প্রবর্তন করা হয়।

৪৩। স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম কী?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলন হলো- 'আলীগড় আন্দোলন'।

৪৪। পেশাদার সমাজকর্ম প্রথম কোন দেশে বিকাশ লাভ করে?
উত্তর: পেশাদার সমাজকর্ম বিকাশ লাভ করে ‘আমেরিকায়’।

৪৫। বৃত্তি কী?
উত্তর: জীবিকা নির্বাহের জন্য মানুষ যে কাজ করে তাকে বৃত্তি (Occupation) বলে।

৪৬। প্যারোল কী?
উত্তর: অপরাধীর শাস্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বেইকারগার থেকে বিশেষ শর্তাধীচনে মুক্তি দেওয়াকে প্যারোল বলে।

৪৭। সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম লিখ।
উত্তর: 'সমাজকল্যাণ প্রশাসন হলো সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন