বাংলা কবিতা-১। অনার্স প্রথম বর্ষ ক' বিভাগ।

বাংলা কবিতা ১।  

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা বাংলা কবিতা-১ ক' বিভাগ সাজেশন। বিষয়: বাংলা কবিতা ১। বিষয় কোড:। 

বাংলা কবিতা ১। অনার্স প্রথম বর্ষ ক' বিভাগ।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। 'মেঘনাদবধ কাব্য' কত সালে প্রকাশিত হয়?
উত্তর: মেঘনাদ বধ কাব্য ১৯৬১ সালে প্রকাশিত হয়।

২। 'মেঘনাদবধ কাব্য'-এর তৃতীয় সর্গের নাম কী?
উত্তর: তৃতীয় সর্গের নাম সমাগম।

৩। বীরবাহুর মায়ের নাম কী?
উত্তর: বীরবাহুর মায়ের নাম চিত্রাঙ্গদা দেবী।

৪। ‘মেঘনাদবধ কাব্য'-এর কোন সর্গের ঘটনা রামায়ণ বহির্ভূত ?
উত্তর: চতুর্থ সর্গ ‘অশোকবন’।

৫। নিষা কে?
উত্তর: সুমালী রাক্ষসের কণ্যা ও মহর্ষি বিশ্রবের স্ত্রী। এর গর্ভে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ ও শূর্পনখা জন্মগ্রহণ করে।

৬। ঘৃতাচী-পুত্র কে?
উত্তর: ঘৃতাচী পুত্র মহাবীর দ্রোণ। সে স্বর্গ বেশ্যা।

৭। “জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়।”- কোন কবিতার অংশ?
উত্তর: ‘সাম্যবাদী' কাব্যের 'মানুষ' কবিতার অংশ।

৮। সাম্যবাদী কাব্যগ্রন্থে কয়টি কবিতা স্থান পেয়েছে?
উত্তর: সাম্যবাদী কাব্যগ্রন্থে ১১টি কবিতা স্থান
পেয়েছে।

৯। 'চক্রবাক' কোন ধরনের কাব্য?
উত্তর: 'চক্রবাক' প্রেমের কাব্য ।

১০। সাজুকে গাঁয়ের সবাই কেমন মেয়ে বলে ?
উত্তর: সাজুকে গাঁয়ের সবাই লক্ষ্মী মেয়ে বলে।

১১। জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থের নাম রাখালী (১৯২৭)।

১২। ‘কবর” কবিতায় বৃদ্ধ দাদুর কজন আত্মীয় বিয়োগের হদিস মেলে?
উত্তর : পাঁচ জনের। স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতনি ও মেয়ে।

১৩। ‘অগ্নিবীণা' কাব্যটি কবি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছেন?
উত্তর: শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে।

১৪। কবি কার হাতের কঠোর কুঠার?
উত্তর: পরশুরামের।

১৫। কাজী নজরুল ইসলামের সাম্যবাদের প্রধান ভিত্তি কী?
উত্তর: মানবতাবাদ।

১৬। 'মুক্তি' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়।
উত্তর: “বঙ্গীয় মুসলিম সাহিত্য' পত্রিকা।

১৭। ‘সাম্যবাদী' কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়।
উত্তর: ১৯২৫৷

১৮। 'নারী' কবিতায় কবি কাদের জয়গান গেয়েছেন৷
উত্তর: নারী ও পুরুষ উভয়ের জয়গান গেয়েছেন ।

১৯। ‘রূপসী বাংলা' কাব্যগ্রন্থ অবলম্বনে দুটি নদীর নাম লিখ।
উত্তর: ধানসিঁড়ি, ধলেশ্বরী।

২০। বাংলার সবুজ ডাঙা কীসে ভরা?
উত্তর: মধুকূপী ঘাসে ভরা।

২১। ‘এ পৃথিবীতে এক স্থান আছে-সবচেয়ে সুন্দর করুন'-সে স্থানের নাম কী?
উত্তর : বাংলা।

২২। নৈলা গান কী?
উত্তর: বৃষ্টির জন্য চাষিরা যে গান করে তার নাম নৈলা গান।

২৩। ‘নকসী কাঁথার মাঠ' কাব্যে কোন বিলের উল্লেখ আছে?
উত্তর: জলীর বিল।

২৪। সাজু নকসী কাঁথার উপর কী কী চিত্র এঁকেছিল?
উত্তর: বিয়ের বাসর, রূপার বাড়ি এঁকেছিল।

২৫। ‘অগ্নিবীণা’ কাব্য কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২২ খ্রিস্টাব্দে।

২৬। কামাল পাশা কোন দেশের অধিবাসী?
উত্তর: তুরস্কের অধিবাসী।

২৭। বিদ্রোহী ভৃণ্ডু কী করেছিলেন?
উত্তর: ভগবানের বুকে পদাঘাত করেছিলেন।

২৮। “এ দুনিয়া পাপশালা ধর্মাগাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য ছালা।” -চরণটি কোন কবিতার অংশ?
উত্তর: পাপ কবিতার।

২৯। ‘মানুষ' কবিতায় উচ্চারিত মহামানবদের নাম লেখ। 
উত্তর: হযরত আদম (আ), হযরত দাউদ (আ) হযরত ইশা (আ), হযরত মুসা (আ), হযরত ইব্রাহিম (আ), হযরত মুহাম্মদ (স), শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, গুরু নানক, দাতা হরিশচন্দ্র।

৩০। নজরুল বারাঙ্গনাদের কী বলে সম্বোধন করেছেন?
উত্তর: মা বলে সম্বোধন করেছেন।

৩১। ‘সেইদিন এই মাঠ' কবিতায় কোন কোন সভ্যতার কথা বলা হয়েছে?
উত্তর: এশিরিয় ও বেবিলন।

৩২। বেহুলা কোন নদীতে তার ভেলা ভাসিয়েছিল?
উত্তর: গাঙুর নদীতে।

৩৩। “চাল ধোয়া স্নিগ্ধ হাত, ধান মাখা চুল, হাতে তার শাড়িটির কস্তাপাড়;” -কবি এখানে কার কথা বলেছেন?
উত্তর: বাঙালি নারীর কথা বলেছেন।

৩৪। 'নক্সী কাঁথার মাঠ' কাব্যের ইংরেজি অনুবাদ কে করেছিলেন?
উত্তর: মিসেস ই এম মিলফোর্ড।

৩৫। নক্সী কাঁথার মাঠে বর্ণিত বিলের নাম কী?
উত্তর: জলীর বিল। 

৩৬। কোন মাসে রূপার মা মারা গেলেন?
উত্তর: রূপার মা আষাঢ় মাসে জ্বরে মারা যায়।

৩৭। ‘বিদ্রোহী' কবিতায় বিদ্রোহী কার হাতের বাঁশরি?
উত্তর: অর্ফিয়াসের এবং শ্যামের হাতের বাঁশরি।

৩৮। বৃষ্টির জন্য চাষিরা যে গান করে তার নাম কী?
উত্তর: নৈলা গান।

৩৯। ‘অগ্নিবীণা' কাব্য থেকে ইসলামি ঐতিহ্য বিষয়ক দুটো কবিতার নাম উল্লেখ কর।
উত্তর: খেয়াপারের তরণী, কোরবানী।

৪০। ‘শাত-ইল-আরব' কী?
উত্তর: আরব দেশ ইরানের একটি নদীর নাম শাত-ইল-আরব।

৪১। ‘মানুষ' কবিতা থেকে দু'জন মহামানবের নাম উল্লেখ কর।
উত্তর: হযরত আদম (আ), হযরত মুসা (আ)।

৪২। ‘খেয়াপারের তরণী' কবিতায় কাণ্ডারি কে?
উত্তর: কাণ্ডারি আহম্মদকে বলা হয়েছে।

৪৩। 'রূপসী বাংলা' কাব্যের কোন কবিতায় কবি রূপসী বাংলা শব্দটি ব্যবহার করেছেন?
উত্তর: ‘তোমার বুকের থেকে' কবিতায়।

৪৪। ‘রূপসী বাংলা' কাব্য থেকে দুটো নদীর নাম উল্লেখ কর।
উত্তর: জল সিঁড়ি, ধলেশ্বরী।

৪৫। 'চলে যাবো' কবিতায় কবি কোথায় চলে যেতে চান?
উত্তর: জামরুল, হিজলের বনে।

৪৬। 'নকশী কাঁথার মাঠ' কাব্যে হলদে পাখির ছা কে?
উত্তর: সাজু।

৪৭। 'নক্সী কাঁথার মাঠ' কোন জাতীয় কাব্য?
উত্তর: নক্সী কাঁথার মাঠ হলো কাহিনি কাব্য।

৪৮। সাজু ও রূপার বিয়ের ঘটক কে?
উত্তর: দুখাই মিঞা।

৪৯। ‘অগ্নিবীণা” কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কী?
উত্তর: ‘প্রলয়োল্লাস'।

৫০। ‘খেয়াপারের তরণী' কবিতায় শেষ পর্যন্ত কারা খেয়া পার হয়?
উত্তর: পুণ্যপথের যাত্রীরা।

৫১।  ‘খেয়াপারের তরণী' কবিতায় 'জান্নাত' হতে রাশ রাশ
ফুল ফেলে কারা?
উত্তর: ‘খেয়াপারের তরণী' কবিতায় হুরীরা রাশ রাশ ফুলফেলে।

৫২। 'দুলদুল' কী?
উত্তর: ইমাম হোসেনের ঘোড়ার নাম দুলদুল।

৫৩। ‘মানুষ’ কবিতায় সাত দিন ক্ষুধার্ত ছিল কে?
উত্তর: ‘মানুষ' কবিতায় সাতদিন ক্ষুধার্ত ছিল ভিখারি।

৫৪। 'পাপ' কবিতায় কবি জগতের সকল পাপী-তাপীকে কী বলে সম্বোধন করেছেন?
উত্তর: ভাই-বোন বলে সম্বোধন করেছেন।

৫৫। 'সেই দিন এই মাঠ' কবিতায় শিশিরের জলে কোন ফুল ভিজবে না?
উত্তর: চালতা ফুল।

৫৬। কবি ভোরের কাক হয়ে কোন দেশে ফিরে আসতে চান?
উত্তর: কবি বাংলায় ফিরে আসতে চান।

৫৭। ‘বাতাসে ধানের শব্দ' কবিতায় সজনে ফুল চুপে চুপে কোথায় ঝরে পড়ে?
উত্তর: ‘বাতাসে ধানের শব্দ' কবিতায় সজনে ফুল চুপে চুপে মৃদু ঘাসে ঝরে পড়ে।

৫৮। সাজু রূপাইদের গাঁয়ে কেন এসেছিল?
উত্তর: বদনা বিয়ের গান গাইতে এবং মাগন সংগ্রহ করতে এসেছিল।

৫৯। “লক্ষ্মীরে দেই বউ বানায়ে অমন জামাই পেলে”-উক্তিটি কার?
উত্তর: সাজু-রূপার বিয়ের ঘটক দুখাই মিঞার উক্তি।

৬০। রূপাই এর মা কোন মাসে মারা যায়?
উত্তর: জ্বরে পড়ে, আষাঢ় মাসে মারা যায়।

৬১। কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: বিজলী পত্রিকায় ২২ পৌষ, ১৩২৮/৬ জানুয়ারি ১৯২২ খ্রিষ্টাব্দে।

৬২। ‘ধূমকেতু’ কাকে বিষধূম নিক্ষেপ করে?
উত্তর: বিষ-ধূম-বাণ নিক্ষেপ করে ভগবান অভিমন্যুকে লক্ষ্য করে।

৬৩। ‘আতাতুর্ক’ শব্দের অর্থ কী?
উত্তর: তুর্কি জনতার পিতা।

৬৪। 'সাম্যবাদী' কবিতার শেষ চরণ কোনটি?
উত্তর: মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির, কাবা নাই।

৬৫। “বারাঙ্গনা' কবিতায় মহাবীর দ্রোণ কে?
উত্তর: বারাঙ্গনা ঘৃতচীর পুত্র।

৬৬। 'নারী' কবিতাটি কোন ছন্দে রচিত?.
উত্তর: মাত্রাবৃত্ত ছন্দ।

৬৭। 'রূপসী বাংলা' কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৫৭ সালে।

৬৮। বেহুলা কখন বাংলার রূপ দেখেছিল?
উত্তর: বেহুলা কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্নায় গাঙুড়ের জলে যখন ভেলা ভাসিয়েছিল তখন বাংলার রূপ দেখেছিল।

৬৯। ধানসিঁড়ি কী?
উত্তর: একটি নদী।

৭০। 'নক্সী কাঁথার মাঠ' কাব্যের ভূমিকা কে লিখেছেন?
উত্তর: শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর।

৭১। ‘নক্সী কাঁথার মাঠ' কাব্যের কোন অধ্যায়ে মহররমের জারি সংযোজন করা হয়েছে?
উত্তর: এগারোতম অধ্যায়ে।

৭২। কবি জসীম উদ্দীন কখন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন?
উত্তর: ১৯৭৬ সালে।

৭৩। ‘অগ্নিবীণা' কাব্য থেকে ইসলামি ঐতিহ্যভিত্তিক দুটোকবিতার নাম লেখ।
উত্তর: ‘খেয়াপারের তরণী’, ‘কোরবানী’, ‘মোহম’,
‘কামাল পাশা' এবং ‘আনোয়ার’।

৭৪। 'বিদ্রোহী' কবিতায় মহাপ্রলয়ের নটরাজ কে?
উত্তর: নৃত্যকলার উদ্ভাবক বলে মহাদেবের আরেক নাম নটরাজ। এঁর বিশ্ব ধ্বংসের সময়কার নৃত্যকে তাণ্ডব নৃত্য বলা হয়। গজাসুর ও কালাসুর নিধন করেও মহাদেব তাণ্ডব নৃত্যে রত হয়েছিলেন। অন্যমতে উত্তেজক দ্রব্য পানের পর ইনি স্ত্রীর সঙ্গে তাণ্ডব নৃত্যে রত হন।

৭৫। ‘এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় বিশালাক্ষী কাকে বর দিয়েছিল?
উত্তর: শঙ্খমালাকে।

৭৬। ‘মানুষ' কবিতায় ‘ক্ষুধার ঠাকুর' বলা হয়েছে কাকে?
উত্তর: ক্ষুধার্ত ভিখারিকে।

৭৭। ‘কুলি মজুর' কোন শ্রেণির কবিতা?
উত্তর: শ্রেণি সংগ্রামের কবিতা।

৭৮। ‘পাপ' কবিতায় কবি জগতের পাপী-তাপীকে কী বলে সম্বোধন করেছেন?
উত্তর: ভাই বোন।

৭৯। 'রূপসী বাংলা' কাব্যের কোন কবিতায় 'রূপসী বাংলা' কথাটির উল্লেখ পাওয়া যায়?
উত্তর: 'তোমার বুকের মধ্যে'।

৮০। 'সেই দিন এই মাঠ' কবিতায় কোন কোন সভ্যতার উল্লেখ রয়েছে?
উত্তর: এশিরিয় ব্যাবিলনীয়।

৮১। ‘এখানে ঘুঘুর ডাকে' কবিতায় পৌরাণিক কোন নারীর কথা বলা হয়েছে?
উত্তর: ‘এখানে ঘুঘুর ডাকে' কবিতায় পৌরাণিক রাই
নারীর কথা বলা হয়েছে।

৮২। 'আবার আসিব ফিরে' কবিতায় সন্ধ্যার বাতাসে কীওড়ে?
উত্তর: সুদর্শন।

৮৩। 'নক্সী কাঁথার মাঠ' কোন জাতীয় রচনা?
উত্তর: 'নকশিকাঁথার মাঠ' কাহিনি কাব্য।

৮৪। রূপার মা রূপার বিয়েতে কত টাকা পণ দিয়েছিল?
উত্তর: আড়াই কুড়ি টাকা পণ দিয়েছিল।

৮৫। ‘বিদ্রোহী” কবিতায় কবি কার 'কঠোর কুঠার' বলে নিজেকে দাবি করেছেন?
উত্তর: পরশুরামের।

৮৬। ভারতীয় পুরাণে 'মহাকাল' ও 'রুদ্র' কার নামান্তর?
উত্তর: শিবের।

৮৭। ‘আতাতুর্ক' শব্দের অর্থ কী?
উত্তর: তুর্ক জনগণের পিতা।

৮৮। ‘প্রলয়োল্লাস' কবিতায় দিগম্বরের জটায় কে লুটিয়ে পড়ে?
উত্তর: শিশু চাঁদের কর।

৮৯। 'অগ্নিবীণা' কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২২ খ্রিষ্টাব্দে ।

৯০। তাজমহলের অন্তরে মোমতাজ, বাহিরে কে?
উত্তর: শাহজাহান।

৯১। সাঁওতাল, ভীল, গারো-এই উপজাতিসমূহের উল্লেখ নজরুলের কোন কবিতায় পাওয়া যায়?
উত্তর: সাম্যবাদী কবিতায়।

৯২। ইন্দ্রের সভায় ছিন্ন খঞ্জনার মতো নেচেছিল কে?
উত্তর: বেহুলা।

৯৩। বাংলার সবুজ ডাঙা কীসে ভরা?
উত্তর: মধুকূপী ঘাসে ভরা।

৯৪। শালিকের ডানার রং কী ছিল?
উত্তর: ধূসর।

৯৫। “অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব।”-পক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
উত্তর: নারী কবিতা থেকে নেওয়া হয়েছে।

৯৬। 'নক্সী কাঁথার মাঠ' কাব্যে রুপাইর চাচার নাম কী?
উত্তর: রূপার চাচার নাম অছিমদ্দী।

৯৭। জসীমউদ্দীন-এর ছদ্মনাম কী?
উত্তর: তুজম্বর আলী।

৯৮। 'সাম্যবাদী' কবিতায় কোথায় তাজা ফুল ফোটে?
উত্তর: পথে ফোটে তাজা ফুল।
উত্তর: ‘বিজলী' পত্রিকায় ২২ পৌষ, ১৩২৮/ ৬ জানুয়ারি ১৯২২ খ্রিষ্টাব্দে।

৯৯। 'মর্সিয়া' শব্দের অর্থ কী?
উত্তর: ‘মর্সিয়া' শব্দের অর্থ শোকগাঁথা।

১০০। ‘ঈশ্বর' কবিতায় সিন্ধু-কূলে কে রত্ন বেচাকেনা করে?
উত্তর: “ঈশ্বর' কবিতায় সিন্ধু-কূলে বণিক রত্ন বেচাকেনা করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন