কনফেডারেশনের যুগ বলতে কী বুঝ?

কনফেডারেশনের যুগ বলতে কী বোঝায়? | Confederation Period

খ' বিভাগ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ।

অজকের আলোচনা, কনফেডারেশনের  যুগ বলতে কী বুঝায়?

কনফেডারেশনের  যুগ বলতে কী বুঝ?
কনফেডারেশনের  যুগ।


প্রশ্ন : কনফেডারেশনের  যুগ বলতে কী বুঝ? 

 উত্তর:   ভূমিকা: আমেরিকার স্বাধীনতাকামী ১৩টি উপনিবেশের সম্মিলিত সঙ্ঘকে কনফেডারেশন বলা হয়। এই কনফেডারেশনের উপর ভিত্তি করেই আমেরিকায় প্রথম কেন্দ্ৰীয় সরকার গড়ে উঠে। ১৭৮১ খ্রিস্টাব্দের ১ মার্চ ম্যারিল্যান্ডে আর্টিকেলস অব কনফেডারেশন অনুমোদনের সময় এই কনফেডারেশনের নামকরণ করা হয় `The United States of America'। 
কনফেডারেশনের যুগ: ১৭৮১ খ্রিস্টাব্দ থেকে ১৭৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কনফেডারেশনের যুগ বলা হয়। আমেরিকান বিপ্লবের পর ১৭৮০ এর দশকে এবং আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নের পূর্বে ১৭৮১ খ্রিস্টাব্দে আর্টিকেলস অব কনফেডারেশন সংশোধন করা হয়। ১৭৮৭ খ্রি. ফিলাডেলফিয়া সম্মেলনে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয়। ১৭৮৯ খ্রিস্টাব্দে কনফেডারেশনের যুগ শেষ হয় বেশ কিছু সাংবিধানিক সংশোধনের মাধ্যমে যা যুক্তরাষ্ট্রে একটি নতুন, শক্তিশালী ও জাতীয় সরকার প্রতিষ্ঠা করে। ১৭৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত যুক্তরাষ্ট্র একটি কনফেডারেশন হিসাবে ছিল । 
কনফেডারেশন গঠনের পটভূমি: কনফেডারেশন গঠনের অন্যতম একটি কারণ হলো উপনিবেশগুলোর বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কঠোর নীতি। তাছাড়া আমেরিকার উচ্চ পদস্থ কর্মচারিদের নিয়োগের ক্ষমতা ইংল্যান্ডের রাজার হাতে ন্যস্তকরণ কনফেডারেশন গঠনের অন্যতম আরেকটি কারণ । আমেরিকানদের উপর বৃটেনের স্বৈরাচারী মনোভাবের কারণে ১৭৭৪ খ্রিস্টাব্দের ৫ সেপ্টেম্বর প্রথম ফিলাডেলফিয়া সম্মেলনের মাধ্যমে কনফেডারেশন গঠণ প্রক্রিয়া শুরু হয়। -এ সম্মেলনে জর্জিয়া ছাড়া সকল উপানিবেশ হতে মোট ৫৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। ১৭৭৫ খ্রিস্টাব্দের ১০ মে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ফিলাডেলফিয়া সম্মেলন। - জর্জিয়া এ সম্মেলনে অংশগ্রহণ করে।
উপসংহার : পরিশেষে বলা যায় য,  আমেরিকা কনফেডারেশন  গঠিত হওয়ার পর আর্টিকেলস অফ কনফেডারেশন এর মাধ্যমে তা পরিচালনা করা যে স্বপ্ন আমেরিকার নেতৃবৃন্দ দেখেছিলেেন তা বেশিদূর অগ্রসর হয়নি। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন