প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস।
জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স ৪র্থ বর্ষ। আজকের আলোচনা প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস ক' বিভাগ সাজেশন। বিষয়: প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস (নির্বাচিত বিষয়সমূহ)। অনার্স । বিষয় কোড:।
ক' বিভাগ
১। Movement' শব্দের অর্থ কী?
উত্তর:
২। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কতসালে প্রণীত হয়?
উত্তর:
৩। ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম গণবিদ্রোহ কোনটি?
উত্তর:
৪। ভবানী পাঠক কে?
উত্তর:
৫। বাংলাদেশের বৃহত্তম ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ কোনটি?
উত্তর:
৬। ‘ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা কতসালে সংঘটিত হয়েছিল?
উত্তর:
৭। পাগলাপন্থি বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
উত্তর:
৮। তিতুমীরের প্রকৃত নাম কী?
উত্তর:
৯। ‘দুদু মিয়া'র নামটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত?
উত্তর:
১০। ‘সিধু' কে?
উত্তর:
১১। 'নীলদর্পণ' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:
১২। ‘ইলা মিত্র’ কে?
উত্তর:
১৩। 'Subaltern' এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: নিম্নবর্গ।
১৪। ফকির-সন্ন্যাসী বিদ্রোহ কী?
উত্তর: অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে ফকির ও সন্নাসীদের বিদ্রোহ।
১৫। 'Why Man Rebelled' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: টেড গার ।
১৬। নূরল-দীন কে ছিলেন?
উত্তর: নূরুল দীন ছিলেন রংপুরের কৃষক বিদ্রোহের নেতৃত্বদানকারী স্বাধীনতাকামী একজন কৃষক এবং ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ।
১৭। চাকমা বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: চাকমা বিদ্রোহের নেতা বলতে প্রধান ৩ জন ব্যক্তিকেই বোঝায়। এরা হলেন, ১. শের দৌলতখান, ২. রান খাঁন ও গ. জোয়ান বকশ।
১৮। বাংলার প্রথম সশস্ত্র আন্দোলন কোনটি?
উত্তর: ফকির সন্ন্যাসী বিদ্রোহ।
১৯। 'ওহাবি' শব্দের অর্থ কী?
উত্তর: ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ ।
২০। বাংলার কোন অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়?
উত্তর: বাংলার বীরভূম, ভাগলপুর ও মুর্শিদাবাদ জেলায়।
২১। ফরায়েজি আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল?
উত্তর: ফরায়েজি আন্দোলনের কেন্দ্র ছিল ফরিদপুরে।
২২। কত সালে নীল কমিশন গঠিত হয়?
উত্তর: ১৮৬০ সালে।
২৩। তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
উত্তর: নারিকেলবাড়িয়ায় তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন।
২৪। তেভাগা আন্দোলনের স্লোগান কী ছিল?
উত্তর: ফসলের দুই-তৃতীয়াংশ বর্গাচাষিদের প্রদান করা।
২৫। 'Subaltern' শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: 'Subaltern' শব্দটি প্রথম ব্যবহার করেন আন্তোনিও গ্রামশি ।
২৬। ফকির সন্ন্যাসী বিদ্রোহের দুইজন নেতার নাম লিখ?
উত্তর: ফকির সন্ন্যাসী বিদ্রোহের দুইজন নেতার নাম:- ১. মজনু শাহ ও ২. ভবানী পাঠক।
২৭। রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল?
উত্তর: রংপুর বিদ্রোহ ১৭৮৩ সালে হয়েছিল।
২৮। করম শাহ কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর: করম শাহ পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ।
২৯। ইতিহাসে কোন বিদ্রোহ ‘বারাসাত' বিদ্রোহ নামে
পরিচিত?
উত্তর: বাংলার কৃষকদের ওপর জমিদারদের নির্যাতনের বিরুদ্ধে তিতুমীর যে প্রতিরোধ গড়ে তোলে তা ইতিহাসে 'বারাসাত' বিদ্রোহ নামে পরিচিত।
৩০। ‘ফরায়েজী’ আন্দোলনের প্রবক্তা কাকে বলা হয়?
উত্তর: হাজী শরীয়তুল্লাহকে ‘ফরায়েজী’ আন্দোলনের প্রবক্তা বলা হয়।
৩১। কবে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়?
উত্তর: ১৯৪৩ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।
৩২। সাঁওতাল বিদ্রোহের দুইজন নেতার নাম লিখ ।
উত্তর: সাঁওতাল বিদ্রোহের দুইজন নেতার নাম:- ১. সিদু, ২. কানু ।
৩৩। নাচোল বিদ্রোহের প্রদান দাবি কী ছিল?
উত্তর: তেভাগা দাবি।
৩৪। প্রতিরোধ আন্দোলন কী?
উত্তর: কোনো বিষয়ের বিরোধিতা করে পরিচালিত আন্দোলন।
৩৫। নিম্নবর্গ গবেষণার পথিকৃত কাকে বলা হয়?
উত্তর: রণজিৎ গুহ।
৩৬। বালকি শাহ কে ছিলেন?
উত্তর: দক্ষিণ বাংলার ফকির ও কৃষক বিদ্রোহী নেতা ছিলেন।
৩৭। রংপুরের কৃষক বিদ্রোহের প্রধান কারণ কী?
উত্তর: কোম্পানির রাজস্ব নীতি।
৩৮। নীল বিদ্রোহ কী?
উত্তর: নীলবিদ্রোহ বাংলার ইতিহাসে একটি উল্লেখযোগ্য কৃষকবিদ্রোহ।
৩৯। পার্বত্য চট্টগ্রাম ‘জনসংহতি সমিতির' প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কামিনী মোহন দেওয়ান ।
৪০। নীল কমিশন কখন গঠিত হয়?
উত্তর: ১৮৬০ সালে।
৪১। ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
উত্তর: ফকির মজনু শাহ বুরহানা।
৪২। কারা পাগলপন্থী নামে পরিচিত ছিল?
উত্তর: যারা প্রধানত ইংরেজ শাসন শোষণে অতিষ্ঠ হয়ে বিদ্রোহের পন্থা বেছে নেয়।
৪৩৷ সাঁওতালদের প্রধান পেশা কী ছিল?
উত্তর: প্রধানত সাঁওতালরা ছিল কৃষি শ্রমিক, নতুবা দরিদ্র চাষি।
৪৪। ফরায়েজি আন্দোলনের দুইজন নেতার নাম লিখ।
উত্তর: হাজী শরীয়তুল্লাহ এবং দুদু মিয়া।
৪৫। চাকমা বিদ্রোহে নেতৃত্বদানকারী চাকমা রাজার নাম লিখ।
উত্তর: রাজা শের দৌলত।
৪৬। ওয়াহাবি আন্দোলন কী?
উত্তর: ওয়াহাবি আন্দোলনের মূল কথা হচ্ছে ইসলাম ধর্মকে সকল প্রকার কুসংস্কার থেকে মুক্ত করা।
৪৭। নাচোলের কৃষক বিদ্রোহ কখন সংঘটিত হয়?
উত্তর: ১৯৪৯ সালে।
৪৮। হাজী শরীয়তউল্লাহ বিখ্যাত কেন?
উত্তর: ফরায়েজি আন্দোলনের জনক হিসেবে।