১৮১২ সালের ইঙ্গ-মার্কিন যুদ্ধের গ্ররুত্ব লেখ।

১৮১২ সালের ইঙ্গ-মার্কিন যুদ্ধের গুরুত্ব | War of 1812

খ' বিভাগ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ।

অজকের আলোচনা, ১৮১২ সালের ইঙ্গ-মার্কিন যুদ্ধের গ্ররুত্ব।

১৮১২ সালের ইঙ্গ-মার্কিন যুদ্ধের গ্ররুত্ব লেখ।
১৮১২ সালের ইঙ্গ-মার্কিন।


প্রশ্ন: ১৮১২ সালের ইঙ্গ-মার্কিন যুদ্ধের গ্ররুত্ব লেখ।

 উত্তর:  ভূমিকা: ১৮১২ সালে ঈঙ্গ মার্কিন যুদ্ধের ক্ষেত্র ছিল উত্তর আমেরিকা ও সমুদ্রপথ। মূলত বাণিজ্যিক স্বার্থই ছিল এ সংঘর্ষের মূল কারণ। ঊনবিংশ শতকের শুরুতে সমুদ্রপথে বাণিজ্যিক কর্মকান্ডকে কেন্দ্র করে ইংল্যান্ড ও আমেরিকার মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের পর আমেরিকায় নতুন জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল । 
ঈঙ্গ-মার্কিন যুদ্ধের গুরুত্ব: ১৮১২ সালের ঈঙ্গ-মার্কিন যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন জাতীয়তাবাদ এর জন্ম হয়। নিম্নে ঈঙ্গ-মার্কিন যুদ্ধের গুরুত্ব বর্ণনা করা হলো। 
১। নতুন নতুন রাজ্যের অন্তর্ভুক্তি: ঈঙ্গ-মার্কিন যুদ্ধের ফলে আমেরিকার রাজ্য বড় হতে থাকে। নতুন নতুন অঙ্গরাজ্যসূমহ আমেরিকার সাথে যুক্ত হয়। এসব রাজ্যগুলোর মধ্যে অন্যতম হলো ভার্মন্ট, কেন্টুকি, টেনেসি, ওহায়ো, লুজিয়ানা, ইন্ডিয়ানা, মেসিসিপি ইত্যাদি। 
২। পশ্চিমাঞ্চলে  নতুন বসতি স্থাপন: ঈঙ্গ-মার্কিন যুদ্ধের ফলে আমেরিকার পশ্চিমাঞ্চলে এক চমকপ্রদ পরিবর্তন লক্ষ্য করা যায়। এ্যাপোলিশিয়ান  পর্বতমালার পশ্চিম দিকে হাজার হাজার লোক পাড়ি জমায় ও বসতি স্থাপন করে। 
৩। অর্থনৈতিক সমৃদ্ধি: ফেডারেল সরকারের প্রয়োজনে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য  একটি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। যা আমেরিকার অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি আনয়ন করে। 
৪। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন: আমেরিকান যুদ্ধের পর পশ্চিমমুখী অভিযানের কারণে এসব এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্র ব্যাপক উন্নয়ন সাধিত হয়।পশ্চিমাঞ্চলে ব্যবসা বাণিজ্যের সুবিধায় পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর পূর্ব পশ্চিম সংযোগ স্থাপন শুরু হয়। 
উপসংহার: পরিশেষে বলা যায় যে, ব্রিটেন কর্তৃক আমেরিকার নাবিক অপহরণ, আমেরিকা সীমান্তে  ব্রিটেন কর্তৃক বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি কারণ দেখিয়ে ১৮১২ সালে ১৮ই জুন ঈঙ্গ-মার্কিন যুদ্ধ সংঘটিত হয় । এ যুদ্ধে আমেরিকার অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হলেও মূলত এ যুদ্ধই ছিল আমেরিকার জনগণের ব্রিটিশ প্রভাব থেকে মুক্তি হওয়ার প্রতিচ্ছবি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন