নিউজার্সি পরিকল্পনা ব্যাখ্যা কর।

খ' বিভাগ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ।

নিউজার্সি পরিকল্পনা ব্যাখ্যা কর।

নিউজার্সি পরিকল্পনা ব্যাখ্যা কর।
নিউজার্সি পরিকল্পনা


প্রশ্নঃ নিউজার্সি পরিকল্পনা ব্যাখ্যা কর। 

 উত্তর ভূমিকা: আমেরিকার ইতিহাসে নিউজার্সি পরিকল্পনা অনেক গুরুত্বপূর্ণ। উইলিয়াম পিটারসন ফিলাডেলফিয়া সম্মেলনে ১৫ জুন এই পরিকল্পনা উত্থাপন করেন। এ প্রস্তাব ছিল ভার্জিনিয়া প্রস্তাবের বিরোধী প্রস্তাব। পরবর্তীতে এ পরিকল্পনা সংবিধান প্রণয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিউজার্সি পরিকল্পনাঃ নিম্নে নিউজার্সি পরিকল্পনা সংক্ষেপে ব্যাখ্যা করা হল:-
১। পরিচিতিঃ ভার্জিনিয়া পরিকল্পনার পর উইলিয়াম পিটারসন নিউজার্সি রাজ্যে একটি পরিকল্পনা গ্রহণ করেন যা নিউজার্সি পরিকল্পনা নামে পরিচিত। 
২। সময়কালঃ ১৭৮৭ সালের ১৫ জুন উইলিয়াম পিটারসন নিউজার্সি পরিকল্পনা উত্থাপন করেন। এটি ভার্জিনিয়া পরিকল্পনার পাল্টা প্রস্তাব। এ পরিকল্পনা পরবর্তীতে আমেরিকার শাসনতন্ত্র প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
৩। নিউজার্সি পরিকল্পনার উল্লেখযোগ্য বিষয়সমূহঃ নিম্নে নিউজার্সি পরিকল্পনার উল্লেখযোগ্য বিষয়সমূহ উল্লেখ্য করা হল।
ক) এক কক্ষবিশিষ্ট কংগ্রেস নির্বাচন হবে। এবং এতে প্রতিটি রাজ্যের একটি করে ভোট থাকবে।
খ) বর্তমান কংগ্রেস বহাল থাকবে এবং কংগ্রেসকে আরও ক্ষমতা প্রদান করা হবে। 
গ) যুক্তরাষ্ট্রের আইনগত অধিকারের স্বাক্ষরিত অনুমদিত সন্ধিসমূহ নিজ নিজ রাজ্যের চূরান্ত আইন বলে গণ্য হবে।
ঘ) কোনো রাজ্যের আইনে যদি অসংগতি বা বৈপরীত্য লক্ষ করা যায় তাহলে ঐ রাজ্যের বিচারকগন পূর্বোক্ত আইন মানতে বাধ্য থাকবেন। 
ঙ) শাসনতন্ত্র রাষ্ট্রের চূড়ান্ত বিধানের বিপরিতে সব আইন অচল এবং একমাত্র আদালতই হচ্ছে একে কার্যকর করার যোগ্য প্রতিনিধি। 
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, আমেরিকার ইতিহাসে নিউজার্সি পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। কারণ এ পরিকল্পনার ওপর ভিত্তি করে পরবর্তীতে আমেরিকার শাসনতন্ত্র গড়ে ওঠে। আর তাতে রাজ্যের অসন্তোষ দূর হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন