খ' বিভাগ
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ।
অজকের আলোচনা, প্যারিস শান্তি চুক্তির (১৭৮৩) শর্ত।
প্যারিস শান্তি চুক্তির শর্ত। |
প্রশ্ন : প্যারিস শান্তি চুক্তির (১৭৮৩) শর্তগুলো লেখ।
উত্তর: ভূমিকা: পৃথিবীর ইতিহাসে যতগুলো শান্তি চুক্তি সম্পাদিত হয় প্যারিস শান্তি চুক্তি তার মধ্যে অন্যতম। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে ১৭৮৩ সালের প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে। কারণ এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে আর তেমন কোন লড়াই সংঘটিত হয়নি।
প্যারিস শান্তি চুক্তির শর্তাবলী : ১৭৮৩ সালে ৩রা সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রসাদে চূড়ান্তভাবে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। নিম্নে প্যারিস শান্তি চুক্তির শর্তাবলী উল্লেখ করা হল।
১। সম্ভব কলোনি হতে সকল সৈন্য প্রত্যাহার করতে হবে।
২। আমেরিকার সীমানা হবে উত্তরে গ্রেটকেল ও কানাডা, দক্ষিণে ফ্লোরিডা রাজ্যের উত্তরের ৩১ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এবং পশ্চিমে মিসিসিপি নদ পর্যন্ত।
৩। মিসিসিপি নৌপথ উভয়ের জন্য উন্মুক্ত হবে এবং আমেরিকার নিউ ফন্ডল্যান্ডের নদী ও কানাডিয়ান উপকূলে মাছ ধরার অধিকার পাবে ।
৪। সপ্তবর্ষীবাপী যুদ্ধ শেষে ১৭৬৩ সালে ব্রিটেন কর্তৃক স্পেনের নিকট হতে দখলকৃত ফ্লোরিডা ও মনির্কা একটি পৃথক চুক্তির মাধ্যমে স্পেনকে ফেরত দেবে এবং টোবাগো ও সেনেগালের উপর ফ্রান্সের কর্তৃত্ব স্বীকার করবে।
৫। ব্রিটিশ ব্যবসায়ীদের নিকট আমেরিকার যে ঋণ ছিল তা আমেরিকা পরিষদ করবে।
১। সম্ভব কলোনি হতে সকল সৈন্য প্রত্যাহার করতে হবে।
২। আমেরিকার সীমানা হবে উত্তরে গ্রেটকেল ও কানাডা, দক্ষিণে ফ্লোরিডা রাজ্যের উত্তরের ৩১ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এবং পশ্চিমে মিসিসিপি নদ পর্যন্ত।
৩। মিসিসিপি নৌপথ উভয়ের জন্য উন্মুক্ত হবে এবং আমেরিকার নিউ ফন্ডল্যান্ডের নদী ও কানাডিয়ান উপকূলে মাছ ধরার অধিকার পাবে ।
৪। সপ্তবর্ষীবাপী যুদ্ধ শেষে ১৭৬৩ সালে ব্রিটেন কর্তৃক স্পেনের নিকট হতে দখলকৃত ফ্লোরিডা ও মনির্কা একটি পৃথক চুক্তির মাধ্যমে স্পেনকে ফেরত দেবে এবং টোবাগো ও সেনেগালের উপর ফ্রান্সের কর্তৃত্ব স্বীকার করবে।
৫। ব্রিটিশ ব্যবসায়ীদের নিকট আমেরিকার যে ঋণ ছিল তা আমেরিকা পরিষদ করবে।
উপসংহার : উপর্যুক্ত শর্তাবলির আলোকে স্বাক্ষরিত প্যারিস শান্তি চুক্তি ছিল আমেরিকানদের কূটনৈতিক মেধা, যোগ্যতা ও দক্ষতার পরিচয় । যার মাধ্যমে পৃথিবীর অন্যতম সেরা সাম্রাজ্যবাদী শক্তির ব্রিটেনকে যেমন মাথা নত করতে বাধ্য করেছিল তেমন ফ্রাঞ্চের প্রতি প্রভাব বিস্তার করতেও সক্ষম হয়েছিল।