অর্থনীতির মৌলনীতি (অনুষঙ্গী কোর্স)। অনার্স প্রথম বর্ষ ক' বিভাগ।

অর্থনীতির মৌলনীতি (অনুষঙ্গী কোর্স)।  

জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা অর্থনীতির মৌলনীতি (অনুষঙ্গী কোর্স) ক' বিভাগ সাজেশন। বিষয়: অর্থনীতির মৌলনীতি (অনুষঙ্গী কোর্স)। বিষয় কোড:। 

অর্থনীতির মৌলনীতি (অনুষঙ্গী কোর্স)। অনার্স প্রথম বর্ষ ক' বিভাগ।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। অর্থনীতির মৌলিক সমস্যাসমূহ কী কী?
উত্তর: অর্থনীতির মৌলিক সমস্যাসমূহ হলো – ১.কি উৎপাদন করতে হবে,  ২.কিভাবে উৎপাদন করতে হবে ও  ৩.কার জন্য উৎপাদন করতে হবে।

২। সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝ?
উত্তর: সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা হলো সে পরিস্থিতি যখন ব্যক্তি যে পরিমাণ দ্রব্য পেতে চাই কিন্তু তা উৎপাদন করার জন্য সম্পদ অপর্যাপ্ত পাওয়া যায়। এখানে সম্পদ বলতে অর্থনৈতিক সম্পদকে বুঝায়।

৩। উৎপাদন সম্ভবনা রেখা কি?
উত্তর: এটি এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে বিদ্যমান প্রযুক্তি ও সীমিত সম্পদ দিয়ে দুটি দ্রব্যের কি পরিমাণ উৎপাদন করা যায় তার সম্ভাব্য সংমিশ্রণ প্রকাশ পায়।

৪. বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা উল্লেখ কর।
উত্তর: বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নিম্নরূপ : ১. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, ৩.
মিশ্র অর্থব্যবস্থা, ৪. ইসলামি অর্থব্যবস্থা।

৫. সুযোগ ব্যয় কী?
উত্তর: কোন একটি দ্রব্য উৎপাদনের বিনিময়ে অন্য দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ত্যাগ করতে হয় তাই হলো প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয়।

৬. অর্থনীতির জনক কে?
উত্তর: অর্থনীতির জনক এ্যাডাম স্মিথ।

৭। TFC কী?
উত্তর: উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন যে ধরনের ব্যয়ের কোন পরিবর্তন হয় না তাকে TFC বলে।

৮। AFC বা গড় স্থির খরচ রেখাটি অংকন কর।
উত্তর:

৯। মিশ্র অর্থব্যবস্থা কী?
উত্তর: যে অর্থব্যবস্থায় উৎপাদন ও ভোগকার্য সংঘটিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে সে অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা।

১০. মুদ্রার পরিমাণের সাথে দামস্তরের সম্পর্ক কিরূপ?
উত্তর: বিপরীত।

১১। চাহিদা অপেক্ষক বলতে কী বুঝায়?
উত্তর: দাম ও চাহিদার পরিমাণের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক বুঝায়।

১২। দামের সাথে যোগানের সম্পর্ক কিরূপ?
উত্তর: দামের সাথে যোগানের সম্পর্ক হলো : দাম বাড়লে যোগান বাড়ে আবার দাম কমলে যোগান কমে ।

১৩। মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগের মান কত?
উত্তর: মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ এর মান শূন্য ।

১৪. চাহিদার নির্ধারকগুলো কি কি?
উত্তর: চাহিদার নির্ধারকগুলো নিম্নরূপ : ১.দাম,  ২.ক্রেতার আয়,  ৩.রুচি ও অভ্যাসের পরিবর্তন,  ৪.ঋতুর পরিবর্তন,  ৫.জনসংখ্যা ও  ৬.বিকল্প ও পরিপূরক দ্রব্যের দাম ।

১৫। পরিবর্তক দ্রব্য কাকে বলে?
উত্তর: যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায় তাহলে তাদেরকে একে অপরের পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলে ।

১৬। চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ।
উত্তর: 

১৭। দামের সাথে চাহিদার সম্পর্ক কিরূপ?
উত্তর: দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে ।

১৮। চাহিদা বিধিটি লিখ ।
উত্তর: অন্যান্য অবস্থা স্থির থেকে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে।

১৯। চা ও চিনি কোন ধরনের দ্রব্য?
উত্তর: চা ও চিনি পরিপূরক দ্রব্য।

২০। আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র লিখ ।
উত্তর:

২১। কোনো দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখার কেমন স্থানান্তর হয়?
উত্তর: ডানদিকে ঊর্ধ্বগামী হয়।

২২। দুটি পরিবর্তক দ্রব্যের নাম লেখ ৷
উত্তর: বিকল্প দ্রব্যের উদাহরণ চা ও কফি।

২৩। যোগানের স্থিতিস্থাপকতার সূত্র লিখ।
উত্তর: 

২৪। গিফেন দ্রব্য কী?
উত্তর: কোন দ্রব্যের দাম বাড়লে যদি তার ভোগ বা চাহিদা বেড়ে যায় এবং দাম কমলে ভোগ বা চাহিদা কমে যায় তবে সে দ্রব্যকে গিফেন দ্রব্য বলে।

২৫। ভোক্তার উদ্বৃত্ত কি?
উত্তর: একজন ভোক্তা কোন পণ্যের জন্য যে দাম দিতে রাজি থাকে এবং প্রকৃতপক্ষে যে দাম দিয়ে দ্রব্যটি ক্রয়
করে এ দুয়ের পার্থক্যকে ভোক্তার উদ্বৃত্ত বলা হয়।

২৬। MRTS কি নির্দেশ করে?
উত্তর: সমউৎপাদন রেখার ঢাল দেখায় ।

২৭। সমপ্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী ভোক্তার ভারসাম্যের শর্ত কী?
উত্তর: সমপ্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী ভোক্তার ভারসাম্যের শর্তসমূহ নিম্নরূপ :
i. MU > p ভোক্তার দ্রব্য ক্রয় বৃদ্ধি পাবে।
ii. MU = p ভোক্তার ভারসাম্য লাভ করবে ।
iii. MU < p ভোক্তার দ্রব্য ক্রয় হ্রাস পাবে ।

২৮। প্রান্তিক উপযোগ যখন শূন্য তখন মোট উপযোগের মান কত?
উত্তর: সর্বোচ্চ হয় ।

২৯। মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগের মান কত ?
উত্তর: মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়।

৩০। মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ কত?
উত্তর: মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ শূন্য ।

৩১। MRS কী নির্দেশ করে ?
উত্তর: নিরপেক্ষ রেখার ঢাল দেখায়।

৩২। প্রান্তিক পরিবর্তনের হার (MRS) কি দেখায়?
উত্তর: নিরপেক্ষ রেখার ঢাল দেখায়।

৩৩। প্রান্তিক উপযোগ কী?
উত্তর: দ্রব্যের অতিরিক্ত একক হতে প্রাপ্ত উপযোগই হচ্ছে প্রান্তিক উপযোগ ।

৩৪। নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য অর্জনের ১ম শর্তকে কি বলা হয়?
উত্তর: প্রয়োজনীয় শর্ত ।

৩৫। নিরপেক্ষ রেখার সংজ্ঞা দাও।
উত্তর: নিরপেক্ষ রেখা দুটি দ্রব্যের সংমিশ্রণসূচক কতকগুলো বিন্দুর সঞ্চার পথ যার প্রতিটি বিন্দু ভোক্তার নিকট সমান উপযোগসম্পন্ন এবং বিন্দুগুলোর প্রতি ভোক্তা নিরপেক্ষ থাকে।

৩৬। একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক লিখ ।
উত্তর: দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক : Q = f (L, K) এখানে, Q দুটি পরিবর্তনশীল উপাদান শ্রম ও মূলধন।

৩৭। উৎপাদনের উপকরণ কয়টি?
উত্তর: চারটি।

৩৮। প্রান্তিক ব্যয় কি?
উত্তর: অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের ফলে মোট ব্যয়ের সাথে যে অতিরিক্ত ব্যয় সংযোজিত হয় তাকে প্রান্তিক ব্যয় বলে ।

৩৯। মাত্রাগত উৎপাদন কি?
উত্তর: উৎপাদন ক্ষেত্রে উপকরণের পরিবর্তনের ফলে উৎপাদনের পরিবর্তনের হারকে মাত্রাগত উৎপাদন বলে।

৪০। উৎপাদনের উপকরণগুলো কি কি?
উত্তর: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন।

৪১। শ্রম (L) ও মূলধন (K) দুটি উপকরণের ক্ষেত্রে উৎপাদন অপেক্ষকটি লিখ।
উত্তর: Q = f(L, K ).

৪২। গড় উৎপাদন কী?
উত্তর: মোট উৎপাদনের পরিমাণকে উৎপাদনের উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করলে যে উৎপাদন পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে।

৪৩। উৎপাদন অপেক্ষক আসলে কি দেখায়?
উত্তর: উপাদান ও উৎপাদনের মধ্যে প্রযুক্তিগত সম্পর্ক দেখায়।

৪৪। বাজার ভারসাম্যের শর্ত কী?
উত্তর: বাজার ভারসাম্যের শর্ত নিম্নরূপ : প্রাথমিক শর্ত:- MR = MC এবং চূড়ান্ত শর্ত : MC > MR.

৪৫। একচেটিয়া বাজারে ক্রেতার সংখ্যা কত?
উত্তর: একচেটিয়া বাজারে ক্রেতার সংখ্যা অসংখ্য ।

৪৬। AVC ও MC কখন সমান হয়?
উত্তর: গড় পরিবর্তনীয় খরচ (AVC) সর্বনিম্ন অবস্থায় MC ও AVC পরস্পর সমান হয়। অর্থাৎ যখন AVC সর্বনিম্ন তখন MC = AVC হয়।

৪৭। ডুয়োপলি বাজারে কয়জন বিক্রেতা থাকে?
উত্তর: ডুয়োপলি বাজারে মাত্র দুইজন বিক্রেতা থাকে।

৪৮। একচেটিয়া বাজারে কয়জন বিক্রেতা থাকে?
উত্তর: একজন ।

৪৯। Break-even- Point কী?
উত্তর: যখন মোট আয় ও মোট ভোগ ব্যয় সমান হয় তখন সেই অবস্থাকে Break-even-Point বলে।

৫০। কোন বাজারকে Prize taker বলা হয়?
উত্তর: একচেটিয়া বাজারকে।

৫১। AC রেখার সর্বনিম্ন বিন্দুতে MC ও AC এর সম্পর্ক কিরূপ?
উত্তর: MC = AC

৫২। কোন বাজারে AR = MR = P হয়?
উত্তর: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P = AR = MR হয়।

৫৩। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্তটি কি?
উত্তর: প্রয়োজনীয় শর্তটি হচ্ছে-প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে।

৫৪। পূর্ণ প্রতিযোগিতার বাজার কী?
উত্তর: যে বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয়বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযাগিতামূলক বাজার বলে ।

৫৫। একচেটিয়া কারবার কী?
উত্তর: যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা একটি মাত্র ফার্ম পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে তাকে
একচেটিয়া বাজার বলে।

৫৬। আমদানি ও রপ্তানি সমান হলে GNP ও GDP এর সম্পর্ক কিরূপ হয়?
উত্তর: আমদানি ও রপ্তানি সমান হলে GNP ও GDP পরস্পর সমান হবে।

৫৭। মাথাপিছু আয় কী?
উত্তর: মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই মাথাপিছু আয় ।

৫৮। বাজার মূল্যে জাতীয় আয় বলতে কি বুঝ?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ কর্তৃক উৎপাদিত সর্বমোট চূড়ান্ত দ্রব্য ও সেবার পরিমাণকে চলতি বাজার দাম দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাকে বাজার দামে জাতীয় আয়/ GNP বলা হয়।

৫৯। একটি LAC রেখা অঙ্কন কর।
উত্তর:

৬০। ব্যয়যোগ্য আয় কী?
উত্তর: ব্যক্তিগত আয় থেকে কর পরিশোধের পর ভোগ ও সঞ্চয়ের ক্ষেত্রে ব্যবহারের জন্য অবশিষ্ট যে অংশ
থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে।

৬১। প্রকৃত GNP কাকে বলে?
উত্তর: কোন নির্দিষ্ট সময়ে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার পরিমাণকে যখন পূর্ববর্তী কোন নির্দিষ্ট সময়ের দামে মূল্যায়িত করা হয় তখন প্রাপ্ত মোট আর্থিক মূল্যকে প্রকৃত G.NP বলে ।

৬২। জাতীয় আয় পরিমাপের দুটি সমস্যা লিখ ।
উত্তর: ১. সঠিক তথ্যের অভাব, ২. অনুসৃত বাজার।

৬৩। G.D.P বলতে কি বুঝ ?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবার আর্থিক মূল্যকে G.D.P. বলে।

৬৪। জিএনপি ব্যবধান বলতে কী বুঝায় ?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোন দেশে উৎপাদনের সকল উপকরণ উৎপাদন কার্যে নিয়োজিত হয়ে যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বাস্তব বা প্রকৃত GNP বলে ।

৬৫। GNP বলতে কী বুঝায় ?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত ১ বছরে) কোনো দেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকে GNP বলে।

৬৬। দ্বৈত গণনা সমস্যা কী?
উত্তর: দ্বৈত গণনার সমস্যা হচ্ছে এমন একটি সমস্যা, যে সমস্যায় কোনো কিছুর পরিমাপে অসাবধানতাবশত একই উপাদানকে দু'বার গণনা করা হয়। কোনো দেশের জাতীয় আয় গণনার ক্ষেত্রে এ সমস্যা দেখা দেয় ।

৬৭। আন্তর্জাতিক বাণিজ্যের একটি তত্ত্বের নাম লিখ।
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্যের একটি তত্ত্বের নাম হলো চরম ব্যয় সুবিধা।

৬৮। সংরক্ষণ বাণিজ্য কী?
উত্তর: দেশীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতায় হাত থেকে রক্ষা করার নীতিকে সংরক্ষণ বাণিজ্য বলে।

৬৯। সংরক্ষণ কী?
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্য যখন সরকারি হস্তক্ষেপের দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ‘বাণিজ্য সংরক্ষণ বা সংরক্ষিত বাণিজ্য' বলা হয়।

৭০। মাথাপিছু আয় কী?
উত্তর: কোনো দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে ।

৭১। লেনদেনের ভারসাম্য কাকে বলে?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে এক দেশের জনসাধারণের সাথে অন্য দেশের জনগণের যাবতীয় অর্থনৈতিকলেনদেনের হিসাবকে লেনদেন ভারসাম্য বলা হয়।

৭২। আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ডেভিড রিকার্ডো।

৭৩। 'NEW' এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Net Economic welfare.

৭৪। ADP কী?
উত্তর: ADP এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে Annual Development Programme. এর অর্থ হলো বার্ষিক
উন্নয়ন কর্মসূচি।

৭৫। অর্থনৈতিক প্রবৃদ্ধি কি?
উত্তর: অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো অবকাঠামোগত পরিবর্তন ছাড়াই দেশের মোট জাতীয় উৎপাদনের বার্ষিক বৃদ্ধির হার।

৭৬। অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বুঝায়?
উত্তর: অর্থনৈতিক উন্নয়ন হলো দীর্ঘমেয়াদে অবকাঠামোগত পরিবর্তনসহ প্রকৃত জাতীয় ও মাথাপিছু আয়ের বৃদ্ধির সাথে সাথে জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন। 

৭৭। 'দারিদ্র্যের দুষ্টচক্র' ধারণাটি কে প্রবর্তন করেন?
উত্তর: 'দারিদ্র্যের দুষ্টচক্র' ধারণাটি প্রফেসর রাগনার নার্কস প্রবর্তন করেন।

৭৮। মুদ্রা সংকোচন দূর করার দুটি উপায় লিখ।
উত্তর: মুদ্রা সংকোচন দূর করার দুটি উপায় হলো আর্থিক নীতি ও রাজস্বনীতি ।

৭৯। অর্থের সংজ্ঞা দাও।
উত্তর: কোন অর্থনীতিতে সরকার কর্তৃক স্বীকৃত যা কিছু বিনিময়ের মাধ্যম এবং আপরাপর লেনদেনের উপায় হিসেবে সর্ব সাধারণ বিনা প্রশ্নে গ্রহণ করতে বাধ্য।

৮০। মুদ্রাসংকোচন কী?
উত্তর: ক্রমাগত দামস্তর হ্রাস পাওয়ার প্রবণতাকে মুদ্রা সংকোচন বলে ।

৮১। শক্তিশালী মুদ্রা কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট প্রচলিত মুদ্রা (Currency) এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে বলা হয় শক্তিশালী মুদ্রা বা উচ্চক্ষমতা সম্পন্ন মুদ্রা।

৮২। সংকীর্ণ অর্থ কি?
উত্তর: জনগণের হাতে নগদ অর্থ এবং ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে সংকীর্ণ অর্থ বলা হয় ।

৮৩। বিহিত অর্থ বলতে কি বুঝ?
উত্তর: যে অর্থ সরকারের আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে সর্বসাধারণ
আইনগত বাধ্য থাকে তাকে বিহিত অর্থ বলে ।

৮৪। অর্থের মূল্য বলতে কি বুঝ ?
উত্তর: অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বুঝায় ।

৮৫। ফিশারের পরিমাণ তত্ত্বের সমীকরণটি লেখ?
উত্তর: Mv = ptm²

৮৬। প্রত্যক্ষ কর কী?
উত্তর: যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে। যথা : আয়কর, মৃত্যু কর, সম্পত্তি কর, দান কর, ভূমিকর ইত্যাদি ।

৮৭। দু'ধরনের অ-কর রাজস্বের নাম লিখ।
উত্তর: দু'ধরনের অ-কর রাজস্বের নাম হলো : ১. জরিমানা ও বাজেয়াপ্তকরণ এবং ২. লাইসেন্স ও ফি।

৮৮। উদ্বৃত্ত বাজেট কী?
উত্তর: যে বাজেটে সরকারের ব্যয় অপেক্ষা আয় বেশি দেখানো হয় তাকে উদ্বৃত্ত বাজেট বলে ।

৮৯। হস্তান্তর পাওনা কী?
উত্তর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ভাতা, বেকার ভাতা, উদ্বাস্তুদের জন্য সরকারি সাহায্য বয়স্ক ভাতা প্রভৃতি হলো হস্তান্তর পাওনা ।

৯০। ভারসাম্য বাজেট কী?
উত্তর: বাজেট রাজস্ব খাতে আয় ও ব্যয় সমান হলে তাকে ভারসাম্য বা সুষম বাজেট বলে।

৯১। ব্যক্তিগত দ্রব্য বলতে কী বুঝায়?
উত্তর: যে সব দ্রব্য ব্যক্তি ক্রয় বিক্রেয়ের মাধ্যমে অবাধে উৎপাদন ও ভোগ করতে পারে সেগুলোকে ব্যক্তিগত দ্রব্য বলে।

৯২। আয়কর কী?
উত্তর: দেশের বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের আয়ের উপর অর্পিত কর হচ্ছে আয়কর।

৯৩। ঘাটতি বাজেট কী?
উত্তর: কোন নির্দিষ্ট আর্থিক বছরে সরকারের রাজস্ব আয় অপেক্ষা ব্যয় অধিক হলে তাকে ঘাটতি বাজেট বলে ।

৯৪। গণদ্রব্য কি?
উত্তর: যেসব দ্রব্য রাষ্ট্রকর্তৃক উৎপাদিত হয়, কিন্তু দেশের জনগণ সকলে সমানভাবে ভোগ করার অধিকার রাখে তাকে গণদ্রব্য বলে।

৯৫। বাজার ব্যর্থতা কি?
উত্তর: দাম প্রক্রিয়া যখন সম্পদের কাম্য বণ্টন, উৎপাদন ও ভোগ নিশ্চিত করতে ব্যর্থ হয় তখন সেই অবস্থাকেবাজার ব্যর্থতা বলে ।

৯৬। কর কী?
উত্তর: সরকার দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য জনগণের নিকট থেকে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে তাকে কর বলে ।

৯৭। VAT এর পূর্ণ রূপ কি?
উত্তর: VAT এর পূর্ণ রূপ Value Added Tax.

৯৮। একচেটিয়া ক্ষমতা কী?
উত্তর: অপূর্ণপ্রতিযোগিতার উৎপাদক বা বিক্রেতা উৎপাদিত দ্রব্যের প্রান্তিক ব্যয় এর তুলনায় বেশি দাম আদায় করার যে ক্ষমতা রাখে তাকে একচেটিয়া ক্ষমতা বলা হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন