জর্জ ওয়াশিংটনের পরিচয় দাও।

জর্জ ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট

খ' বিভাগ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ।

অজকের আলোচনা, জর্জ ওয়াশিংটনের পরিচয়। 

জর্জ ওয়াশিংটনের পরিচয় দাও।
জর্জ ওয়াশিংটনের পরিচয়


প্রশ্ন : জর্জ ওয়াশিংটনের পরিচয় দাও। 

 উত্তর:   ভূমিকা : জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একজন গৌরবোউজ্জ্বল অধ্যায় হিসাবে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট এবং আমেরিকার স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক। তিনি পরপর দুবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আহরণ করেন। 
জর্জ ওয়াশিংটনের পরিচয় সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো :
১. জর্জ ওয়াশিংটনের জন্ম ও শিক্ষা : জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ১৭৩২ খ্রিস্টাব্দের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অগাস্টিন ওয়াশিংটন এবং মায়ের নাম ম্যারি  ওয়াশিংটন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা  সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না।

২.আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জর্জ ওয়াশিংটনের অবদান: আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জর্জ ওয়াশিংটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জর্জ ওয়াশিংটন ১৭৭৬ খ্রিস্টাব্দে ব্রিটিশদের বোস্টন থেকে বিতাড়িত হতে বাধ্য করেন। কিন্তু পরের বছর তিনি ব্রিটিশদের কাছে পরাজিত হন। কিন্তু আবার পরবর্তীতে তিনি বোস্টনের যুদ্ধে ব্রিটিশদের পরাজিত করেন এবং নিউজার্সি পূর্ণ দখল করেন। 
৩. প্রেসিডেন্ট হিসেবে জর্জ ওয়াশিংটন: ১৭৮৭ খ্রিস্টাব্দে তিনি ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত সাংবিধানিক সভাপতিত্ব  করেন। এ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন সরকার ব্যবস্থা প্রণয়ন করে। এবং তিনি দুই মেয়াদে  যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি থাকার পর অবসরে যান। 
৪. আমেরিকানদের নিকট ওয়াশিংটন: আমেরিকানদের নিকট জর্জ ওয়াশিংটন চির স্মরণীয় হয়ে আছেন । জর্জ ওয়াশিংটনের মৃত্যুর পর ভার্জিনিয়ার তৃতীয় হেনরি লিও  ওয়াশিংটনের প্রশংসা করে বলেন। " যুদ্ধে প্রথম, শান্তিতে প্রথম এবং জনগণের হৃদয়ে প্রথম" তিনি জীবিত অবস্থায় এবং মৃত্যুর পর ও পরম পূজনীয়।   
উপসংহার : উপর্যক্ত আলোচনা থেকে বলা যায় যে জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কন্টিনেন্টাল  আর্মির  সর্বাধিনায়কের  দায়িত্ব পালন করেন। এখনো তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন