খ' বিভাগ
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ।
অজকের আলোচনা, 'Midnight Judges' কাদের বলা হতো?
'Midnight Judges' কাদের বলা হতো? |
প্রশ্ন : 'Midnight Judges' কাদের বলা হতো?
উত্তর: ভূমিকা: ফেডারেলিস্টরা তাদের ক্ষমতা হারানোর ভয়ে তাদের সুবিধার্থে ১৮০১ সালে একটি জুডিশিয়াল অ্যাক্ট পাস করে। আর এই জুডিশিয়াল একটি ছিল 'Midnight Judges' অ্যাক্ট। টমাস জেফারসন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে উদার ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান। এবং তিনি 'Midnight Judges act' ১৮০১ এর সংস্কার করেন।
Midnight Judges act এর উৎপত্তি: ফেডারেলিস্টরা তাদের ক্ষমতা হারানোর নিশ্চিত দেখে ১৮০১ সালের গোড়ার দিকে নতুন একটি জুডিশিয়াল অ্যাক্ট পাস করে। তারা এ জুডিশিয়াল অ্যাক্ট অনুযায়ী অনেক ফেডারেলিস্ট বিচারক নিযুক্ত করে। এরাই হলো 'Midnight Judges' বা মধ্যরাত্রির বিচারক।
Midnight Judges: ১৮০১ সালের দিকে ফেডারেলিস্টরা একটি আইন পাস করেন যার অধীনে জজ মার্সাল, ডিসট্রিক অ্যাটর্নি এবং আদালতের পেয়াদা পদের সৃষ্টি হয়। এরাই ইতিহাসে 'Midnight Judges' নামে পরিচিত। এই আদালতের কার্য মূলত মধ্যরাতে সম্পাদিত হতো। কিন্তু টমাস জেফারসন প্রেসিডেন্ট হবার পর ফেডারেলিস্টদের এই বিধ্বংসী পদক্ষেপ গ্রহণ দেখে আইন বিভাগের কিছু সংস্কারের পদক্ষেপ নেন। তিনি জুডিশিয়ারি অ্যাক্টকে বাতিল করেন এবং অসদ আচরণের জন্য দুজন ফেডারেল জজকে অপসারণ করেন ।এর পাশাপাশি তিনি কোর্টের বিচারপতির আসন সংখ্যা ৬ থেকে কমিয়ে ৫ এ নিয়ে আসেন।
উপসংহার : পরিশেষে বলা যায়, 'Midnight Judges' ছিল মূলত ফেডারেলিস্টদের স্বার্থরক্ষার একটি কৌশল। জেফারসন তাদের এই বিধ্বংসী পদক্ষেপের কৌশল অনুধাবন করতে পেরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাতে সংস্কারের হাত দেন। আর এভাবে তিনি বিচার বিভাগের ভারসাম্য পুনরুদ্ধারের সক্ষম হন।