বাংলাদেশ: জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য।
জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স চতুর্থ বর্ষ। আজকের আলোচনা বাংলাদেশ: জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য ক' বিভাগ সাজেশন। বিষয়: বাংলাদেশ: জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য। বিষয় কোড:।
ক' বিভাগ
১। কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায়?
উত্তর: ঐতেরেয় আরণ্যক গ্রন্থে ।
২। কোন বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন?
উত্তর: অতীশ দীপঙ্কর।
৩। চর্যাপদ কী?
উত্তর: গানের সংকলন ।
৪। বাংলার প্রাচীন নদীবন্দরটির নাম কী?
উত্তর: তাম্রলিপ্তি।
৫। বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: গৌড়, পশ্চিমবঙ্গ।
৬। 'The Spirit of Islam' গ্রন্থের লেখক কে?
উত্তর: সৈয়দ আমীর আলী ।
৭। ‘এশিয়াটিক সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: 'এশিয়াটিক সোসাইটি' স্যার উইলিয়াম
জোন্স প্রতিষ্ঠা করেন।
৮। টেরাকোটা কী?
উত্তর: মাটির ফলক।
৯। ‘নবান্ন উৎসব' কখন উদযাপিত হয়?
উত্তর: অগ্রহায়ণ মাসে।
১০। নীল কমিশন কত সালে গঠিত হয়?
উত্তর: ১৮৬০ সালে ।
১১। বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেন কে?
উত্তর: লর্ড টমাস ব্যাবিংটন মেকলে।
১২। বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কী?উত্তর: দৈনিক সংবাদ প্রভাকর (১৮৩৯)।
১৩। 'হেরিটেজ' শব্দের অর্থ কী?
উত্তর: ‘হেরিটেজ' শব্দের অর্থ ঐতিহ্য।
১৪। 'Primitive Culture' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: E. B. Tylor.
১৫। জৈন ধর্মের প্রবর্তক কে?
উত্তর: জৈন ধর্মের প্রবর্তক মহাবীর।
১৬। হিউয়েন সাঙ কে ছিলেন?
উত্তর: হিউয়েন সাঙ চীনা পরিব্রাজক ছিলেন।
১৭। বৌদ্ধধর্মের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: বৌদ্ধধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ।
১৮। ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত।
১৯। ব্রাহ্মী লিপি কোথায় আবিষ্কৃত হয়?
উত্তর: বগুড়ার মহাস্থানগড়ে
২০। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী?
উত্তর: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ।
২১। অর্থশাস্ত্রের রচয়িতা কে?
উত্তর: অর্থশাস্ত্র প্রণেতার নাম চাণক্য ।
২২। পালরা কোন ধর্মের অনুসারী ছিলেন?
উত্তর: পালরা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।
২৩। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়।
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কমিশনের মাধ্যমে প্রতিষ্ঠিত,হয়?
উত্তর: নাথান কমিশনের মাধ্যমে।
২৫। সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তর: নওগাঁ জেলার পাহাড়পুরে।
২৬। ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর: তিন ভাগে ভাগ করা হয়েছে।
২৭। মিনহাজ উদ্দীন সিরাজ রচিত গ্রন্থের নাম কী?
উত্তর: তবাকাত-ই-নাসিরী।
২৮। কে বাংলাকে ‘দোজখে-পুর-আনিয়ামত' বলেছিলেন?
উত্তর: ইবনে বতুতা ।
২৯। বাংলার দু'জন সুফি সাধকের নাম লিখ।
উত্তর: হযরত শাহজালাল (রহ.) ও হযরত
খানজাহান আলী (রহ.)।
৩০। ইউসুফ-জুলেখা গ্রন্থের লেখক কে?
উত্তর: শাহ মুহাম্মদ সগীর।
৩১। বাংলা নববর্ষ কে প্রবর্তন করেন?
উত্তর: সম্রাট আকবর।
৩২। আধুনিক চিন্তাধারা বিস্তারে কোন কলেজের অবদান বেশি ছিল?
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজের।
৩৩। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২১ সালে।