অর্থনীতির মৌলনীতি সাজেশন–২০২৫ অনার্স প্রথম বর্ষ।

অর্থনীতির মৌলনীতি।  

 অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত ২০২৪।

১০০% কমন উপযোগী প্রশ্নের সাজেশন। 

ক' বিভাগ 
ক' বিভাগের  সকল প্রশ্ন ও উত্তর পেতে নিচের বাটনে ক্লিক করুন। 

খ' বিভাগ
১। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। 
২। উৎপাদন সম্ভাবনা রেখা কী?
অথবা, উৎপাদন সম্ভাবনা রেখা ধারণাটি ব্যাখ্যা কর। 
৩। চাহিদা অপেক্ষক বলতে কী বুঝ?
৪। চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কী বুঝ?
৫। প্রান্তিক উপযোগ ও দামের সম্পর্ক ব্যাখ্যা কর। 
অথবা, চিত্রসহ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও।
৬। দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে এনভেলাপ রেখা বলা হয় কেন?
অথবা, দীর্ঘকালীন গড় খরচ কে স্বল্পকালীন গড় খরচ রেখার Envelop বলা হয় কেন?  
৭। একচেটিয়া কারবারের সংজ্ঞা দাও।
অথবা, একচেটিয়া বাজারে ধারণা দাও। 
৮। দ্বৈত গণনার সমস্যা বলতে কী বুঝ?
অথবা, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা কী?  
৯। জাতীয় আয় পরিমাপের দ্বৈত গণনা সমস্যা কিভাবে সমাধান করা যায়। 
অথবা, দ্বৈতগণনা সমস্যা সমাধানের উপায়সমূহ বর্ণনা কর। 
১০। আর্থিক GNP ও প্রকৃত GNP এর মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, GNP ব্যবধান চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১১। অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য কী?
অথবা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য কী?
১২। দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটি ব্যাখ্যা কর। 
১৩। অর্থের M1 M2 ও M3 ধারণা ব্যাখ্যা কর।
১৪। সরকারি অর্থব্যবস্থা বলতে কি বুঝ? 
অথবা, সরকারি অর্থ ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদগণের সংজ্ঞা প্রদান কর।


গ' বিভাগ
১।  অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর। 
অথবা, আধুনিক সমাজে অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা কর।
২। অর্থনীতির মৌলিক সমস্যাসমূহ কী? কিভাবে এ সমস্যার সমাধান করা যেতে পারে?
অথবা, যে কোন অর্থনীতিতে মূল সমস্যা কী কী? বৈকল্পিক অর্থনৈতিক ব্যবস্থায় এ সমস্যাগুলোর সমাধান কিভাবে করা হয়ে থাকে। 
৩। চাহিদার সংকোচন, সম্প্রসারণ ও চাহিদার হ্রাসবৃদ্ধি বলতে কি বুঝ?
৪। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আলোচনা কর। 
অথবা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা কর। 
৫। গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক আলোচনা কর। 
অথবা, প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ কর। 
৬। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য আলোচনা কর। 
অথবা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শর্তাবলী কী কী?
৭। কি কি কারণে একচেটিয়া বাজারের উৎপত্তি ঘটে।
অথবা, একচেটি কারবার উদ্ভবের কারণসমূহ আলোচনা কর। 
৮। একচেটিয়া কারবারির স্বল্পকালীন ভারসাম্য অবস্থা বিশ্লেষণ কর।
৯। সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর । 
অথবা, সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্যসমূহ চিহ্নিত কর।  
১০। জাতীয় আয় পাঠের গুরুত্ব আলোচনা কর। 
অথবা, জাতীয় আয় পরিমাপের গুরুত্ব আলোচনা কর। 
১১। মোট দেশজ উৎপাদন (GDP) এবং মোট জাতীয় উৎপাদনের (GNP) মধ্যে পার্থক্য নির্দেশ কর। 
১২। অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ কর। 
১৩। অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধীকতা বা সমস্যাসমূহ আলোচনা কর।
১৪। মুদ্রাস্ফীতির কারণসমূহ আলোচনা কর। 
অথবা, মুদ্রাস্ফীতির কারণ কি কি?  
১৫। বাংলাদেশে সরকারের আয়ের উৎসগুলো বর্ণনা কর। 
অথবা বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোর বিবরণ দাও। 
১৬। সরকারি ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় কর। 

একটি মন্তব্য পোস্ট করুন