আফ্রিকার ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।

আফ্রিকার ইতিহাস (ঔপনিবেশিক কাল হতে)

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স ৩য় বর্ষ। আজকের আলোচনা আফ্রিকার ইতিহস ক' বিভাগ সাজেশন। বিষয়: আফ্রিকার ইতিহাস। বিষয় কোড: ২৩১৫১১।

আফ্রিকার ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।  

ক' বিভাগ

১। সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর:
সেনেগাল ফ্রান্সের উপনিবেশ ছিল। 

২। আফ্রিকান এসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 
উত্তর:
১৮৭৬ সালে। 

৩। 'Imperialism : A study (1902)' বইটির লেখক কে? 
উত্তর:
জে. এ. হবসন।

৪। নাইজেরিয়া কবে স্বাধীনতা অর্জন করে? 
উত্তর:
১৯৬০ সালে। 

৫। ANC এর সামরিক শাখার নাম কি?
উত্তর:
Um Khon to we seizure বা Spear of the Nation.

৬। বার্লিন সম্মেলনে কে সভাপতিত্ব করেন? 
উত্তর:
জার্মান চ্যান্সেলর বিসমার্ক। 

৭। ব্রিটিশ সাউথ আফ্রিকান কোম্পানি কে প্রতিষ্ঠা করেন? 
উত্তর:
সেসিল রোডস। 

৮। মালি কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর:
ফ্রান্সের। 

৯। আফ্রিকা মহাদেশের মোট আয়াতন কত?
উত্তর:
৩০,২২১,৫৩২ বর্গ কিলোমিটার। 

১০। আফ্রিকার সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্রের নাম কি?
উত্তর:
সিসিলিস।

১১। স্ক্র্যাস্বল ফর আফ্রিকা কী?
উত্তর: উনিশ শতকের শেষে ইউরোপীয়দের মধ্যে আফ্রিকা মহাদেশের বিভাজন হয়ে যাওয়াকে 'স্ক্র্যাম্বল ফর আফ্রিকা' নামে অভিহিত করা হয়। 

১২। দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? 
উত্তর:
দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। 

১৩। বর্তমানে আফ্রিকার মোট জনসংখ্যা কত? 

১৪। কোন মহাদেশের প্রাকৃতিক সীমারেখা নেই? 
উত্তর:
আফ্রিকা। 

১৫। নেলসন ম্যান্ডেল কী জন্য স্বরণীয়?
উত্তর:
বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য।

১৬। 'Imperialism the highest stage of Capitalism' গ্রন্থটির রচয়িতা কে? 
উত্তর: 'Imperialism, the highest stage of Capitalism' গ্রন্থটির লেখক ভ্লাদিমির ইলিচ লেনিন।

১৭। সেসিল রোডস কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ব্রিটিশ দক্ষিণ আফ্রিকান কোম্পানির প্রতিষ্ঠাতা।

১৮। ইউরুবা ও ইবো গোত্রদ্বয় আফ্রিকা মহাদেশের কোন দেশে বাস করে?
উত্তর: নাইজেরিয়া।

১৯। সর্বপ্রথম আফ্রিকার কোন দেশ স্বাধীনতা লাভ করে? 
উত্তর: ঘানা। 

২০। কোন সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন (AU) গঠনের পরিকল্পনা গৃহীত হয়?
উত্তর: লুকাসা সম্মেলনে।

২১। ম্যাকোকো কচুক্তি কত সালে হয়?
উত্তর: ম্যাকোকো চুক্তি ১৮৮২ সালে স্বাক্ষরিত হয়। 

২২। বান্টুস্থান কি? 
উত্তর: আফ্রিকার বৃহত্তর জনগোষ্ঠীর আবাসস্থানকে বান্টুস্থান বলা হয়।  

২৩। ডুবয় কে ছিলেন? 
উত্তর: প্যান আফ্রিকান আন্দোলনের নেতা ও সামরিক তত্ত্বের প্রবক্তা ছিলেন।   

২৪। বার্লিন সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 
উত্তর: ১৮৮৪ সালে।    

২৫। 'The Pan African Movement' গ্রন্থের লেখক কে? 
উত্তর: 'The Pan African Movement' গ্রন্থের লেখক ইমানুয়েল গেইস। 

২৬। নেলসন ম্যান্ডেলা কত বছর কারাগারে ছিলেন? 
উত্তর: ২৭ বছর। 

২৭। মিশরের সুয়েজখাল জাতীয়করণ হয় কত সালে? 
উত্তর: ১৯৫৬ সালে। 

২৮। কোন আইন অনুসারে কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার হারায়? 
উত্তর: ১৯৫১ সালে পাসকৃত Separate Registration of Voters Act  অনুসারে। 

২৯। NAM এর পূর্ণরূপ কি? 
উত্তর: NAM-এর পূর্ণরূপ হলো—Non Aligned movement.

৩০। ভূপ্রকৃতি অনুসারে আফ্রিকা মহাদেশ কে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর: চারভাগে ভাগ করা যায়।

৩১। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? 
উত্তর: কিলিমাঞ্জার।

৩২। ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত? 
উত্তর: পূর্ব আফ্রিকায়।

৩৩। আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপনকারী দেশের নাম কি? 
উত্তর: আফ্রিকার প্রথম উপনিবেশ স্থাপনকারী দেশের নাম ফ্রান্স।

৩৪। তিউনিসিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: ফ্রান্সের। 

৩৫। জাম্বিয়ার পূর্ব নাম কি?
উত্তর: জাম্বিয়ার পূর্ব নাম উত্তর রোডেশিয়া।

৩৬। 'আফ্রিকা' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: আফ্রিকা শব্দটি এসেছে গ্রিক শব্দ Aphrike থেকে।

৩৭। আফ্রিকায় মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত? 
উত্তর: ৫৩ টি। 

৩৮। আফ্রিকার অধিকাংশ জনগণের ভাষা কি? 
উত্তর: সোহালি। 

৩৯। 'কেইপ অব গুড হোপ' এর অপর নাম কি?  
উত্তর: উত্তমাশা অন্তরীপ। 

৪০। 'African Nationalism' গ্রন্থের লেখক কে?
উত্তর: সিথোলে। 

৪১। নেলসন ম্যান্ডেলার বাল্য নাম কি? 
উত্তর: নেলসন ম্যান্ডেলার বাল্য নাম রলিলাল দালিভুংগা ম্যান্ডেলা।

৪২। স্বাধীনতার পূর্বে ঘানার নাম কি ছিল। 
উত্তর: স্বাধীনতার পূর্বে ঘানার নাম ছিল গোল্ডকোস্ট।  

৪৩। নক্রুমার রাজনৈতিক দলের নাম কি ছিল?
উত্তর: নক্রুমার রাজনৈতিক দলের নাম ছিল  People's Party (CPP) । 

৪৪। 'হুতু' এবং 'তুতসী' উপজাতি আফ্রিকা মহাদেশের কোন দেশে বাস করে? 
উত্তর: 'হুতু' এবং 'তুতসী' উপজাতি আফ্রিকার রুয়ান্ডা ও বুরুন্ডিতে বাস করে।

৪৫। আহমদ সেকাতুরে কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? 
উত্তর: গিনির।

৪৬। OAU এর পূর্ণরূপ কি? 
উত্তর: OAU-এর পূর্ণরূপ হল—Organisation of African Unity. 

৪৭। আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রের নাম কি? 
উত্তর: আলজেরিয়া। 

৪৮। আফ্রিকার কোন দেশকে স্বর্ণের দেশ বলা হয়? 
উত্তর: ঘনাকে। 

৪৯। কত সালে 'রয়্যাল নাইজার কোম্পানি' প্রতিষ্ঠিত'হয়? 
উত্তর: ১৮৯৯ সালে। 

৫০। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
উত্তর: ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।

৫১। আফ্রিকার মধ্যভাগ দিয়ে কোন রেখা চলে গেছে? 
উত্তর: আফ্রিকা মহাদেশের মধ্য বরাবর বিষব রেখা অতিক্রম করেছে।

৫২। কাকে আফ্রিকান জাতীয়তাবাদের জনক বলা হয়? 
উত্তর: ডা. কাওয়ামে নক্রুমাকে আফ্রিকার জাতীয়তাবাদের জনক বলা হয়।

৫৩। 'ফিরে চলো আফ্রিকা' আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর: 'ফিরে চলো আফ্রিকা' আন্দোলনের প্রবক্তা হলেন পল কাফি। 

৫৪। আফ্রিকন ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 
উত্তর: ১৯১৩ সালে। 

৫৫। নয়া উপনিবেশবাদ কী?
উত্তর: নয়া উপনিবেশবাদ হল এমন একটি প্রক্রিয়া যা পোষণ ও অধিপত্য বিস্তারকারী পাশ্চাত্যে ধনী দেশগুলো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোকে অর্থনৈতিক ক্ষেত্রেই শুধু প্রয়োগ করে না বরং রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক এবং আদর্শগত ক্ষেত্রেও তা প্রয়োগ করে। 

৫৬। বর্ণবাদ কী?
উত্তর: সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিক ও অর্থনীতিসহ জীবনের সকল ক্ষেত্রে কৃষ্ণাঙ্গদেরকে শ্বেতাঙ্গদের থেকে পৃথক করার পদ্ধতিকে বর্ণবাদ বলে। 

৫৭। আফ্রিকার প্রথম সামরিক অভ্যুত্থান ঘটে কোথায়? 
উত্তর: পশ্চিম আফ্রিকার রাষ্ট্র টোগাতে।

৫৮। নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? 
উত্তর: নেলসন ম্যান্ডেলা ১৯৯৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।  


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন