বাংলার ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।

বাংলার ইতিহাস

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স ৩য় বর্ষ। আজকের আলোচনা বাংলার ইতিহস ক' বিভাগ সাজেশন। বিষয়: বাংলার ইতিহাস। বিষয় কোড: ২৩১৫০১।

বাংলার ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। 'দেওয়ানী' শব্দের অর্থ কি?
উত্তর:
 রাজস্ব শাসন।

২। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড রবার্ট ক্লাইভ।  

৩। বাংলা কত সালে ছিয়াত্তরের  মন্বন্তর সংঘটিত হয়?
উত্তর:
 ১৭৭৬ বঙ্গাব্দে। 

৪। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 
উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৫। বাংলার কোন অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল?
উত্তর: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর  জেলায়।

৬। 'চিরস্থায়ী বন্দোবস্ত' আইন কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিস। 

৭। 'সীতাদাহ প্রথা' কখন বাতিল করা হয়?
উত্তর:
 ১৮২৯ সালে। 

৮। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তর:
 পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেন লর্ড উইলিয়াম বেন্টিং।

৯। ডিরোজিও কে ছিলেন?
উত্তর:
 ইংরেজ শাসনামলে বাংলার ইয়ং বেঙ্গল মুভমেন্টের জনক ছিলেন ডিরোজিও।

১০। 'মোহামেডান লিটারেরি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:
 নবাব আব্দুল লতিফ। 

১১। 'স্পিরিট অব ইসলাম' এর রচয়িতা কে?
উত্তর:
 স্যার সৈয়দ আমির আলী। 

১২। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়?
উত্তর:
 ১৮৬০ সালে।

১৩। '১৭৬৫ সাল' বাংলার ইতিহাসে কেন বিখ্যাত? 
উত্তর: দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের কারণে।

১৪। রেগুলেটিং এ্যাক্ট কবে প্রণীত হয়?
উত্তর:
 রেগুলেটিং এ্যাক্ট প্রণীত হয় ১৭৭৩ সালে।

১৫। ফকির–সন্ন্যাসী বিদ্রোহের দু'জন নেতার নাম লেখ?
উত্তর: ফকির–সন্ন্যাসী বিদ্রোহের দু'জন নেতা হলেন ফকির মজনু শাহ্ ও ফকির বলাকী শাহ্।

১৬। বলাকি শাহ কে ছিলেন?
উত্তর:
 বলাকি শাহ ফকির–সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম একজন নেতা ছিলেন।

১৭। 'এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:
 স্যার উইলিয়াম জোন্স।

১৮। ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
 রাজা রামমোহন রায়।

১৯। তিতুমীরের প্রকৃত নাম কি?
উত্তর:
 সৈয়দ মীর নিসার আলী। 

২০। 'অমৃত বাজার' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:
 শিশির কুমার ঘোষ।

২১। দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে প্রবর্তিত হয়?
উত্তর: দ্বৈত শাসন ব্যবস্থা ১৭৬৫ সালে প্রবর্তিত হয়।

২২। কার প্রচেষ্টায় হিন্দু বিধবা বিবাহ আইন চালু হয়?
উত্তর:
 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

২৩। জমিদার সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
 ১৮৩৭ সালে।

২৪। বঙ্গভঙ্গের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর:
 বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন বাংলার গভর্নর জেনারেল ছিলেন।

২৫। কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন?
উত্তর: মূঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম।

২৬। ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
উত্তর: গভর্নর কার্টিয়ার। 

২৭। ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? 
উত্তর: হেনরি ভিভিয়ান ডিরোজিও। 

২৮। বঙ্গভঙ্গ কখন হয়? 
উত্তর: ১৯০৫ সালে।

২৯। 'নিজামত' কী?
উত্তর: সামরিক ও আইন-শৃঙ্খলা বজায় রাখার শাসন ক্ষমতা কে নিজামত নামে অভিহিত করা হয়। 

৩০। কার্টিয়ার কে ছিলেন? 
উত্তর: রবার্ট ক্লাইভের পরবর্তী ইংরেজ গভর্নর।

৩১। রাজস্ব বোর্ডের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ওয়ারেন হেস্টিংস। 

৩২। পাশ্চাত্য শিক্ষা বলতে কী বোঝো? 
উত্তর: পাশ্চাত্য শিক্ষা হলো পশ্চিমা বিশ্বের শিক্ষাব্যবস্থা। ব্রিটিশ শাসনামলে এ শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু হয়। 

৩৩। 'বেঙ্গল স্পেকটেটর' কি ছিল? 
উত্তর: ঊনবিংশ শতকে প্রকাশিত  একটি বাংলা পত্রিকা।

৩৪। কত সালে নীল কমিশন গঠিত হয়? 
উত্তর: ১৮৬০ সালে।    

৩৫। ওয়ারেন হেস্টিংস কে ছিলেন? 
উত্তর: ভারতের প্রথম গভর্নর জেনারেল।

৩৬। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? 
উত্তর: অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিলেন লর্ড ওয়েলেসলি। 

৩৭। 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 

৩৮। বাংলার কোন অঞ্চলে পাগলাপন্থী আন্দোলন শুরু হয়? 
উত্তর: শেরপুর ও জামালপুর অঞ্চলে। 

৩৯। 'নীলদর্পণ' গ্রন্থটির রচয়িতা কে? 
উত্তর: দিনবন্ধু মিত্র। 

৪০। তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল।
উত্তর: কলকাতার নিকটবর্তী নারিকেল বাড়িয়ায়।

৪১। মেকলে কে ছিলেন। 
উত্তর: মেকলে ভারতের ইংরেজি শিক্ষা বিস্তারে একজন দিক নির্দেশক ছিলেন।

৪২। লর্ড ক্লাইভ কে ছিলেন? 
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন।  

৪৩। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর: কলকাতায় অবস্থিত।

৪৪। চিরস্থায়ী বন্দোবস্ত আইন কবে প্রবর্তিত হয়?
উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে।

৪৫। বঙ্গভঙ্গের প্রবর্তক কে ছিলেন? 
উত্তর: লর্ড কার্জন। 

৪৬। দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? 
উত্তর: লর্ড রবার্ট ক্লাইভ।

৪৭। তিতুমীর কে ছিলেন? 
উত্তর: একজন সমাজ সংস্কারক ও বিপ্লবী নেতা ছিলেন।   
৪৮। হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন? 
উত্তর: ফরায়েজী আন্দোলনের জনক।

৪৯। বাংলায় পাশ্চাত্য শিক্ষা কোন ভাষার শিক্ষা ছিল? 
উত্তর: ইংরেজি।

৫০। নীল বিদ্রোহ কি? 
উত্তর: নীল বিদ্রোহ ছিল অত্যাচারী ইংরেজ ও অন্যান্য ইউরোপীয় নীলকরদের বিরুদ্ধে বাংলার সাধারণ কৃষক সম্প্রদায়ের একটি স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আন্দোলন। 

৫১। নবাব আব্দুল লতিফ কে ছিলেন? 
উত্তর: পাশ্চাত্য শিক্ষা প্রসারের অগ্রনায়ক। 

৫২। কত সালে কোন চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দেওয়ানি লাভ করে? 
উত্তর: ১৭৬৫ সালে এলাহাবাদ চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দেওয়ানি লাভ করে।

৫৩। ছিয়াত্তরের মন্বন্তর কত সালে সংঘটিত হয় এবং এতে কত মানুষ মৃত্যুমুখে পতিত হয়?
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সালে বা ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে সংঘটিত হয় এতে প্রায়ই বাংলার এক কোটি মানুষ মৃত্যুমুখে পতিত হয়। 

৫৪। বাংলার শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। 
উত্তর: বাংলা শেষ গভর্নর ও বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস।

৫৫। রংপুর বিদ্রোহ কি? 
উত্তর: ১৭৮৩ সালের রংপুর অঞ্চলে যে কৃষক বিদ্রোহ সংঘটিত হয় তা রংপুর বিদ্রোহ নামে পরিচিত।

৫৬। স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন? 
উত্তর: স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি।

৫৭। ১৯০৫ সালে কোন কোন অঞ্চল নিয়ে পূর্ববঙ্গ আসাম রাজ্য গঠিত হয়েছিল।
উত্তর: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসাম প্রদেশ নিয়ে পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন