ইংল্যান্ডের ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।

ইংল্যান্ডের ইতিহাস 

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স ৩য় বর্ষ। আজকের আলোচনা ইংল্যান্ডের ইতিহস ক' বিভাগ সাজেশন। বিষয়: ইংল্যান্ডের ইতিহাস। বিষয় কোড: ২৩১৫০৯।

ইংল্যান্ডের ইতিহাস। অনার্স চতুর্থ বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।
ক' বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 

ক' বিভাগ

১। প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রতিষ্ঠাতা মার্টিন লুথার। 

২। 'স্প্যানিশ আর্মাডা' কি? 
উত্তর: স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ ১৫৮৮ সালে ইংল্যান্ড দখল করার জন্য বিশাল যে নৌবাহিনী গঠন করে তাই হল  'স্প্যানিশ আর্মাডা'।

৩। 'শ্রেষ্ঠ পন্ডিত মূর্খ' নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: 'শ্রেষ্ঠ পন্ডিত মূর্খ' নামে পরিচিত ছিলেন রাজা প্রথম জেমস।

৪। এ্যাক্ট অব এ্যানেস্ট কী?
উত্তর: রাজা অষ্টম হেনরীর শাসনামলে Reformation Parliament  কর্তৃক ইংল্যান্ডের ওপর পোপের কর্তৃত হ্রাস করার লক্ষ্যে যেসব আইন প্রণীত হয়েছিল তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ১৫৩২ সালের এ্যাক্ট অব এ্যানেস্ট। 

৫। ইংল্যান্ডের কোন রাজাকে শিরচ্ছেদ করা হয়? 
উত্তর: প্রথম চার্লস কে। 

৬। ডিজারেলী কতবার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। উত্তর: দুইবার। 

৭। গোলাপের যুদ্ধ কত খ্রিস্টাব্দে শেষ হয়? 
উত্তর: ১৪৮৫ খ্রিস্টাব্দে। 

৮। ফেইরী কুইন কে রচনা করেন।
উত্তর: ফেইরী কুইন গ্রন্থ ইংরেজ সাহিত্যিক স্পেনসার রচনা করেন।  

৯। ১৬৮৮ সাল  বিখ্যাত কেন?
উত্তর: ইংল্যান্ডে ১৬৮৮ সালে গৌরবময় বিপ্লব সংঘটিত হয় এ জন্যই ১৬৮৮ সাল বিখ্যাত। 

১০। ইনকুইজিশন কি? 
উত্তর: ইনকুজিশন হল ধর্মসংক্রান্ত বিচারালয়। 

১১। নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন।?
উত্তর: ফরাসি সম্রাট ছিলেন।

১২। রাজা সপ্তম হেনরির পূর্ব  নাম কী?
উত্তর: রাজা সপ্তম হেনরির পূর্ব নাম হেনরি টিউডর।  

১৩। ফ্রান্সিস বেকন কে ছিলেন? 
উত্তর: একজন ইংরেজ দার্শনিক ও প্রবন্ধকার ছিলেন। 

১৪। মার্টিন লুথার কে ছিলেন? 
উত্তর: জার্মান ধর্মতত্ত্ববিদ ও প্রটেস্টান্ট ধর্মমতের প্রবর্তক। 

১৫। নিউ টেস্টামেন্ট এর রচিয়তা কে? 
উত্তর: নিউ টেস্টামেন্ট এর রচয়িতা পন্ডিত ইরাসমাস। 

১৬। সামন্ত প্রভুদের দমনের জন্য প্রতিষ্ঠিত বিশেষ আদালতের নাম কী ছিল। 
উত্তর: সামন্তপ্রভুদের দমনের জন্য গঠিত আদালতের নাম ছিল স্টার চেম্বার আদালত। 

১৭। ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?
উত্তর: ১৬১৮ সালে ত্রিশ  বর্সব্যাপী যুদ্ধ  আরম্ভ হয়েছিল। 

১৮। গ্লাডস্টোন কে ছিলেন? 
উত্তর: গ্লাডস্টোন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। 

১৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কখন?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল ১৯৪৫ সালে।

২০। লিভারী কী?
উত্তর: রিটেইনাররা তাদের স্ব-স্ব প্রভুর বিশিষ্ট প্রতীকের যে পোশাক পরিধান করতো তাকে লিভারি বলা হত। 

২১। এ্যাক্ট অব সুপ্রেম্যাসী কী?
উত্তর: 

২২। রেস্টোরেশনের ফল কী ছিল?
উত্তর: রেস্টোরেশনের ফলে রাজতন্ত্রের প্রতি ঘৃণার স্থলে রাজার প্রতি আন্তরিক অনুগত্য পুনঃপ্রতিষ্ঠিত হয়।

২৩। গ্রেট ব্রিটেন বলতে কি বুঝ? 
উত্তর: ইংল্যান্ড, ওয়েলস, উত্তর আড়াইল্যান্ড ও  স্কটল্যান্ডকে সম্মিলিতভাবে গ্রেট ব্রিটেন বলা হয়। 

২৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত তারিখে শুরু হয়? 
উত্তর: ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর। 

২৫। ফ্রান্সিস বেকন কে ছিলেন? 
উত্তর: একজন ইংরেজ দার্শনিক ও প্রবন্ধকার ছিলেন। 

২৬। প্রিভিউ কাউন্সিল কি? 
উত্তর: সপ্তম হেনরীর সময়ে ব্রিটেনের উচ্চতম আদালত হল প্রিভিউ কাউন্সিল। 

২৭। 'Act of Annates' দ্বারা রাজার কোন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়।
উত্তর:

২৮। স্টুয়ার্ট রাজবংশ কত সালে প্রতিষ্ঠিত হয়? 
উত্তর: স্টুয়ার্ট রাজবংশ ১৬৬০ সালে প্রতিষ্ঠিত হয়।

২৯। 'পিলগ্রিম ফাদার্স' বলতে কি বুঝ? 
উত্তর: ফ্রান্সের অত্যাচারে যেসব পিউরিটানরা দেশ  ত্যাগ করে আমেরিকায় গমন করে ধর্ম রক্ষার জন্য তাদেরকে পিলগ্রিম ফাদার্স বলে। 

৩০। বেয়ারবোন পার্লামেন্ট কী?
উত্তর: রাম্প পার্লামেন্ট ভেঙ্গে যাওয়ার পর ক্রোমওয়েল তার মনোনীত ১৪০ জন গণ্যমান্য পিউনিটানদে একটি সভা ১৬৫৩ সালের জুলাই মাসে আহবান করেন। উক্ত সদস্যদের মধ্যে একজনের নাম ছিল বেয়ারবোন তার নামানুসারে এই পার্লামেন্টের নামকরণ করা হয় বেয়ারবোন পার্লামেন্ট। 

৩১। টিউডর বংশ কত সালে প্রতিষ্ঠিত হয়? 
উত্তর: টিউডর রাজবংশ ১৪৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। 

৩২। টমাস উলসী কে ছিলেন? 
উত্তর: ইংল্যান্ডের শেষ যাজক, রাজনীতিক, প্রথম কূটনৈতিক এবং হেনরীর প্রধান উপদেষ্টা ছিলেন।

৩৩। ভার্জিন কুইন কাকে বলা হয়? 
উত্তর: প্রথম এলিজাবেথকে। 
 
৩৩। কোর্ট অব হাইকমিশন কী?
উত্তর: ধর্মীয় বিষয় সম্পর্কিত বিচারালকের কোর্ট অব হাইকমিশন বলে।

৩৪। স্টুয়ার্ট বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: প্রথম জেমস ছিলেন স্টুয়ার্ট বংশের প্রতিষ্ঠাতা।

৩৫। ইম্পিচমেন্ট কি?
উত্তর:

৩৬। ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী কে? 
উত্তর: ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী স্যার রবার্ট ওয়ালপোল। 

৩৭। দীর্ঘ পার্লামেন্ট কত বছর স্থায়ী হয়েছিল? 
উত্তর: দীর্ঘ পার্লামেন্ট ২০ বছরব্যাপী স্থায়ী হয়েছিল। 

৩৮। ইংল্যান্ডের শ্রমিক আন্দোলন কি আন্দোলন নামে খ্যাত। 
উত্তর: চাটিস্ট আন্দোলন নামে খ্যাত।

৩৯। লয়েড জর্জ কে ছিলেন?
উত্তর: ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন।  

৪০। গোলাপের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 
উত্তর: গোলাপের যুদ্ধ ১৪৫৫ খ্রিস্টাব্দে সংগঠিত হয়। 

৪১। টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: টিউটর রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা সপ্তম হেনরি।

৪২। 'এ্যাট অব সুপ্রিম্যাসি' দ্বারা রাজার কোন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়।
উত্তর: 'এ্যাট অব সুপ্রিম্যাসি' দ্বারা চার্জের উপর রাজার সরময় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।  

৪৩। 'ইউটোপিয়া' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ইউটোপিয়া গ্রন্থের রচয়িতা টমাস ম্যূর।

৪৪। অষ্টম হেনরির মঠ উচ্ছেদের প্রধান সহায়ক কে ছিলেন?
উত্তর: অষ্টম হেনরির মঠ উচ্ছেদের প্রধান সহায়ক ছিলেন টমাস ক্রোমওয়েল।  

৪৫। সামন্ত প্রভুদের দমনের জন্য প্রতিষ্ঠিত বিশেষ আদালতের নাম কি ছিল? 
উত্তর: স্টার চেম্বার আদালত।  

৪৬। বয় ব্যাচেলর নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: টমাস উলসি।    

৪৭। রেস্টোরেশন কী?
উত্তর:  

৪৮। আমেরিকায় ইংল্যান্ডের কতটি উপনিবেশ ছিল? 
উত্তর: ১৩ টি। 

৪৯। ১৮৩২ সালের সংস্কার আইন কার নেতৃত্বে পাশ হয়। 
উত্তর: ১৮৩২ সালের সংস্কার আইন পাস হয় লর্ড গ্রের নেতৃত্বে।

৫০।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন। 
উত্তর: উইনস্টন চার্চিল। 

৫১। ইংল্যান্ডে গোলাপের যুদ্ধে অংশগ্রহণকারী দুইটি বংশের নাম লেখ।
উত্তর: ১. ল্যাস্কাষ্টার ও ২. ইয়র্ক বংশ । 

৫২। স্টার চেম্বার কোর্ট কে প্রবর্তন করেন?
উত্তর: স্টার চেম্বার কোর্ট রাজা সপ্তম হেনরি প্রবর্তন করেন। 

৫৩। কে ইংল্যান্ডের শক্তি সাম্য নীতি প্রবর্তন করেন? 
উত্তর: টমাস উলসি।

৫৪। 'Act of Supremacy' কে চালু করেন? 
উত্তর: রাজা অষ্টম হেনরি। 

৫৫। প্রিভিউ কাউন্সিল কী?
উত্তর: সপ্তম হেনরির সময়ে ব্রিটেনের উচ্চতম আদালত। 
৫৬। রাজা প্রথম জেমস এর প্রতিষ্ঠিত রাজবংশ কি নামে পরিচিত। 
উত্তর: স্টুয়ার্ট বংশ। 

৫৭। 'The Long Parliament' বলতে কি বুঝ? 
উত্তর: চার্লস অর্থ  সংকট নিরসনের জন্য ১৬৪০ সালের নভেম্বর মাসে যে পার্লামেন্ট আহ্বান করেন তা ১৬৬০ সাল পর্যন্ত স্থায়ী হয় যা The Long Parliament নামে পরিচিত। 

৫৮। স্পেনিশ আর্মডা কী?
উত্তর: স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ ১৫৮৮ সালে ইংল্যান্ড দখল করার জন্য যে শক্তিশালী নৌবাহিনী গঠন করেন তার নাম হল স্পেনিশ আর্মডা। 

৫৯। গৌরবময় বিপ্লব কত সালে সংঘটিত হয়? 
উত্তর: ১৬৮৮ সালে। 

৬০। ইংল্যান্ডে কেবিনেট প্রথার সূচনা করেন কে?
উত্তর: প্রথম জর্জেট শাসনামলে ইংল্যান্ডে কেবিনেট প্রথার প্রচলন শুরু হয়।  

৬১। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের রাজা কে ছিলেন। 
উত্তর: রাজা পঞ্চম জর্জ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন