ইউরোপের ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।

ইউরোপের ইতিহাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অনার্স ৩য় বর্ষ। আজকের আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহস ক' বিভাগ সাজেশন। বিষয়: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। বিষয় কোড: ২৩১৫১৩।
ক' বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 


ক' বিভাগ

১। কত সালে কনস্টান্টিনোপলের পতন হয়?
উত্তর: কনস্টান্টিনোপলের পতন হয় ১৪৫৩ সালে।

২। রেনেসাঁ যুগের মানবতাবাদের জনক কাকে বলা হয়?
উত্তর: রেনেসাঁ যুগের মানবতাবাদের জনক বলা হয় পেত্রার্ককে।

৩। কত সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়?
উত্তর: ১৪৫৩ সালে।

৪। জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে ছিলেন? 
উত্তর: মার্টিন লুথার। 

৫। সনেটের জনক কে?
উত্তর: পেত্রার্ক।

৬। রেনেসাঁর জনক কে?
উত্তর: রেনেসাঁর জনক পেত্রার্ক।

৭। 'Edict of Nantes' জারি করেন কে?
উত্ত: চতুর্থ হেনরি। 

৮। কত শতকে ইউরোপে আধুনিক যুগের সূচনা হয়? 
উত্তর: পঞ্চদশ শতকে।

৯। ওয়ার্মসের সভা আহ্বান করেন কে?
উত্তর: ওয়ার্মসের সভা আহ্বান করেন রোমান সম্রাট পঞ্চম চার্লস। 

১০। University of France কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: University of France নেপোলিয়ন প্রতিষ্ঠা করেন।

১১। 'The Prince' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ম্যাকিয়াভেলি।

১২। কোন চুক্তি ক্যাথলিক ও প্রটেষ্টান্টদের মধ্যে ধর্মীয় সংঘাতের অবসান করেছিল?
উত্তর: অগরার্গের চুক্তির মাধ্যমে। 

১৩। টেইলি কি?
উত্তর: সম্পত্তির উপর ধার্যকৃত কর।

১৪। কত সালে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়?
উত্তর: ৪৭৬ সালে।

১৫। 'রেনেসাঁ' শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: রেনেসাঁ শব্দের উৎপত্তি ফরাসি শব্দ Renaissant থকে।

১৬। The Last Judgment -এর শিল্পী কে?
উত্তর: মাইকেল এ্যাঞ্জেলা।

১৭। 'ইনডালজেন্স' কি?
উত্তর: পাপ মুক্তির সনদ।

১৮। মার্টিন লুথার কে ছিলেন?
উত্তর: জার্মান ধর্মতত্ত্ববিদ ছিলেন। 

১৯। ওয়েস্টফেলিয়ার চুক্তি কত সালে সাক্ষরিত হয়?
উত্তর: ১৬৪৮ সালে।

২০। দ্বিতীয় ক্যাথারিন কোন দেশের সম্রাজ্ঞী ছিলেন।
উত্তর: রাশিয়ার।

২১। Lettre de Cachet কি?
উত্তর: ফ্রান্সের রাজা কর্তৃক পেরিত চিঠি। 

২২। মারিয়া থেরেসা কোন দেশের রানী ছিলেন?
উত্তর: মারিয়া থেরেসা অস্টিয়ার রানী ছিলেন।

২৩। চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর: কোলবেয়ার।

২৪। ওয়াটারলু যুদ্ধে পরাজিত হবারপর নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল?
উত্তর: সেন্ট হেলেনা দ্বীপে।

২৫। আধুনিক যুগ কখন শুরু হয়? 
উত্তর: ১৪৫৩ সাল থেকে। 

২৬। ম্যাকিয়াভেলি কে ছিলেন? 
উত্তর: রেনেস যুগের একজন ঐতিহাসিক ও আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক ছিলেন। 

২৭। ভাস্কো-দা-গামা কোন দেশে নাবিক ছিলেন?
উত্তর: ভাস্কো-দা-গামা পর্তুগালের নাবিক ছিলেন।

২৮। কে 'জেসুইট সংঘ' প্রতিষ্ঠা করেন?   
উত্তর: ইগ্নেশিয়াস লায়লা। 

২৯। মহান পিটারের বৈদেশিক নীতি কি নামে পরিচিত? 
উত্তর: উষ্ণ জল নীতি নামে পরিচিত। 

৩০। ''I am State" কার উক্তি? 
উত্তর: ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের। 

৩১। দ্বিতীয় জোসেফ কোন দেশের রাজা ছিলেন? 
উত্তর: অস্ট্রিয়ার রাজা ছিলেন। 

৩২। ফ্রান্সের বুরবো  বংশের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: চতুর্থ হেনরি।

৩৩। কোন দেশকে ইউরোপীয় সভ্যতার সর্বকনিষ্ঠ সন্তান বলা হয়? 
উত্তর: রাশিয়াকে।  

৩৪। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? 
উত্তর: ষোড়শ লুই। 

৩৫। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? 
উত্তর: পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল ছিল। 

৩৬। মধ্যযুগে ইউরোপে রাজাকে নিয়ন্ত্রণ করতে কোন প্রতিষ্ঠান?
উত্তর: চার্চ বা গির্জা।  

৩৭। 'Praise of Fally' গ্রন্থটি রচিয়তা কে? 
উত্তর: ইরেসমাস।

৩৮। মার্টিন লুথার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? 
উত্তর: মার্টিন লুথার উটেনবার্গ  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। 

৩৯। 'মোনালিসার' শিল্পী কে ছিলেন। 
উত্তর: 'মোনালিসার' শিল্পী ছিলেন নিওাসর্দ দ্যা ভিঞ্চি। 

৪০। অগসবার্গ সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 
উত্তর: ১৫৫৫ সালে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন