তৃতীয় বর্ষ, আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস।

আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অনার্স তৃতীয় বর্ষ। আজকের আলোচনা মার্কিন আধুনিক দূরপ্রাচ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহস ক' বিভাগ সাজেশন। বিষয়: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। বিষয় কোড: ২৩১৫১৫।

তৃতীয় বর্ষ, আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস।
ক' বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 

ক' বিভাগ

১। অধিকাংশ চীনা অধিবাসীর উৎপত্তি কোন জাতি থেকে? 
উত্তর: মঙ্গল জাতি থেকে। 

২। প্রাক-আধুনিক যুগে প্রধান পেশা কি ছিল? 
উত্তর: কৃষি। 

৩। প্রাক-আধুনিক চীনে কারা 'Mandarin' নামে পরিচিত ছিল?
উত্তর: চীনের সরকারি কর্মচারীরা 'Mandarin' নামে পরিচিত ছিল।

৪। প্রাক আধুনিক চীনে সরকারি কর্মচারীদের কি বলা হতো?  
উত্তর: প্রাক-আধুনিক চীনে সরকারি কর্মচারীদের মান্ডারিন বলা হতো। 

৫। প্রথম আফিম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 
অথবা, আফিম যুদ্ধ কবে সংঘটিত হয়? 
উত্তর: প্রথম আফিম যুদ্ধ ১৮৩৯ খ্রিস্টাব্দে সংঘটিত হয়। 

৬। আফিম যুদ্ধ কোন দেশসমূহের মধ্যে সংঘটিত হয়? 
অথবা আফিম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? 
উত্তর: ব্রিটেন ও চীনের মধ্যে। 

৭। বোগোর সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? 
উত্তর: চীন ও ব্রিটিশদের মধ্যে।

৮। দূর প্রাচ্যের দু'টি দেশের নাম লিখ?
উত্তর: ১.চীন ও ২.জাপান। 

৯। চীনের মহাপ্রাচীর কোন সম্রাটের শাসনামলে তৈরি হয়? 
উত্তর: সম্রাট শিহুয়াংতির সময়ে। 

১০। বার্মা কোন দেশের উপনিবেশ ছিল? 
উত্তর: ব্রিটেনের। 

১১। বার্মা কত সালে স্বাধীন হয়? 
উত্তর: ১৯৪৮ সালে। 

১২। 'নজরানা প্রথা' কোন দেশে প্রচলিত ছিল? 
উত্তর: চীনে। 

১৩। কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১ম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটে? 
উত্তর: ১৮৪২ সালের নানকিং চুক্তির মাধ্যমে সমাপ্তি ঘটে। 

১৪। ক্যান্টন বন্দর চীনের কোন প্রদেশে অবস্থিত? 
উত্তর: কোয়াংসি প্রদেশে। 

১৫। 'Country  Trade' কি?
উত্তর: দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃব্যবসায়িক সংস্থা।

১৬। পাশ্চাত্য বণিকদের কাছে একমাত্র উন্মুক্ত বন্দর ছিল কোনটি? 
উত্তর: ক্যান্টন বন্দর।  

১৭। 'তাইপিং' শব্দের অর্থ কি?
উত্তর: তাইপিং শব্দের অর্থ শান্তি।

১৮। চীনে দ্রুত শিল্পায়নের জন্য মাও সেতুং মৃত গৃহীত নীতির নাম কি?
উত্তর: সমাজতন্ত্র। 

১৯। ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র কোন পক্ষের ছিল? 
উত্তর: দক্ষিণ ভিয়েতনামের পক্ষে ছিল। 

২০। 'দ্য টাইগার অফ বাইসাইকেল' বলা হয় কোন দেশকে? 
উত্তর: ভিয়েতনামকে। 

২১। ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? 
উত্তর: ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা ছিলেন হো চি মিন।

২২। 'May Fourth Incident' কি?
উত্তর: ১৯১৮ সালের ৪ মে চীনের ছাত্রদের ৩ বহিদেশীয় শত্রুর বিরুদ্ধে আন্দোলন।

২৩। চীনের কোন সম্রাট 'শত দিবসের সংস্কার কর্মসূচি' ঘোষণা করেছিলেন?
উত্তর: সম্রাট কুয়াংশুর।   

২৪। চীনে প্রতিষ্ঠিত প্রথম আধুনিক ব্যাংকের নাম কি? 
উত্তর: Imperial Bank of China. 

২৫। জাপানের পূর্ব নাম কি? 
উত্তর: জাপানের পূর্ব নাম নিপ্পন। 

২৬। 'শোগুন' শব্দের অর্থ কি?
উত্তর: শোগুন শব্দের অর্থ প্রধান সেনানায়ক।

২৭। 'জাপানের সেক্সপিয়র' কাকে বলা হয়?
উত্তর: চিকা মাৎসু মোনজিয়েমনকে।

২৮। মেইজি শব্দের অর্থ কি? 
উত্তর: মেইজি শব্দের অর্থ সভ্যতা বা জ্ঞানদীপ্ত।

২৯। জাপানের কোন যুগকে 'Age of Isolation' বলা হয়?
উত্তর: ১৬৩৯ থেকে ১৮৫৩ সাল পর্যন্ত।   

৩০। 'Land of Rising Sun' বলা হয় কোন দেশকে? 
উত্তর: Land of Rising Sunবলা হয় জাপানকে। 

৩১। 'সামুরাই' কারা?
উত্তর: প্রাক-আধুনিক জাপানের পেশাদার যোদ্ধা শ্রেণী।

৩২। 'KTM'-এর পূর্ণরূপ লিখো? 
উত্তর: KTN-এর পূর্ণর Kuomintang.

৩৩। কানাগাওয়া চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: কানাগাওয়া চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৫৪ সালে।  

৩৪। প্রথম চীন–জাপান যুদ্ধ কত সালে হয়েছিল? 
অথবা, প্রথম চীন–জাপান যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 
উত্তর: ১৮৯৪—১৮৯৫ সালে। 

৩৫। জাপান কত সালে মাঞ্জুরিয়া আক্রমণ করেছিল? 
অথবা, জাপান কবে মাঞ্জুরিয়া আক্রমণ করেছিল? 
উত্তর: ১৯৩১ সালের ১৮ সেপ্টেম্বর। 

৩৬। দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশ 'মুক্তভূমি, নামে পরিচিত?
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড 'ভুক্তভূমি' নামে পরিচিত।

৩৭। আধুনিক বিশ্বে দক্ষিণ-পূর্ব এশিয়া নামটি কবে থেকে ব্যবহৃত হয়?
উত্তর: ১৮৩৯ সাল থেকে। 

৩৮। দক্ষিণ-পূর্ব এশিয়ায় কতটি দেশ আছে? 
উত্তর: ১০টি।  

৩৯। দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি দেশের নাম লিখ? 
উত্তর: ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। 

৪০। ইন্দোনেশীয় জাতীয়তাবাদী আন্দোলনের মূল ভূমিকা পালন করেন কে?
অথবা, ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা কে ছিলেন?  
উত্তর: ড. আহম্মেদ সুকর্ণ।

৪১। বর্তমান ইন্দোনেশিয়ার পূর্ব নাম কি ছিল? 
উত্তর: বর্তমান ইন্দোনেশিয়ার পূর্ব নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিজ। 

৪২। ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা কে করেন? 
অথবা, ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন কে? 
উত্তর: ড. আহম্মেদ সুকর্ণ।

৪৩। ASEAN-এর পূর্ণরূপ কি? 
উত্তর: Association of South East Asian Nation.

৪৪। আসিয়ান কত সালে গঠিত হয়? 
উত্তর: ১৯৬৭ সালে।  

৪৫। আধুনিক দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশ 'Emerging Tiger' নামে খ্যাত? 
অথবা, পূর্ব এশিয়ার কোন দেশকে 'Emerging Tiger' বলা হয়? 
উত্তর: মালয়েশিয়াকে। 

৪৬। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? 
উত্তর: ব্রিটেনের। 

৪৭। মালাক্কা প্রণালী কোন দেশে অবস্থিত? 
উত্তর: ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। 

৪৮। দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি দেশের রাজধানীর নাম লিখ? 
উত্তর: মালয়েশিয়া—কুয়ালালামপুর, ইন্দোনেশিয়া—জাকার্তা। 

৪৯। মালয়েশিয়া কবে স্বাধীনতা লাভ করে? 
অথবা, মালয়েশিয়া কখন স্বাধীনতা লাভ করে?
উত্তর: ১৯৫৭ সালে আগস্ট মাসে।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন