মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ, ক 'বিভাগ।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অনার্স ৩য় বর্ষ। আজকের আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহস ক' বিভাগ সাজেশন। বিষয়: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। বিষয় কোড: ২৩১৫০৭।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ ক' বিভাগ প্রশ্ন।
ক' বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন।

ক' বিভাগ

১। কে প্রথম আমেরিকা আবিষ্কার করেন?
উত্তর: কলম্বাস (১৪৯২ সালে) প্রথম আমেরিকা আবিষ্কার করেন। 

২। প্রথম ভার্সাই চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 
উত্তর: ১৭৮৩ সালে। 

৩। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র কে রচনা করেন? 
উত্তর: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন টমাস জেফারসন। 

৪। আমেরিকায় ব্রিটেনের কয়টি উপনিবেশ ছিল? 
উত্তর: ১৩ টি। 

৫। ব্রিটেন কত সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে? 
উত্তর: ১৭৮৩ সালে। 

৬। যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয় কোন সালে?  
উত্তর: ১৭৮৯ সালে।  

৭। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? 
উত্তর: যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। 

৮। কোন প্রেসিডেন্টের সময় আমেরিকায় গণতান্ত্রি যুগের সূচনা হয়? 
উত্তর: টমাস  জেফারসন। 

৯। Bill of rights কী?
উত্তর: যুক্তরাষ্ট্রে ১৭৯১ সালে  গৃহীত  দশটি সংশোধনীর নাম। 

১০। কোন যুদ্ধকে আমেরিকার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলা হয়। 
উত্তর: ১৮১২ সালে ব্রিটেন ও আমেরিকার যুদ্ধকে। 

১১। টমাস জেফারসন কে ছিলেন? 
উত্তর: আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন। 

১২। কোয়াটারিং অ্যাক্ট কী?   
উত্তর: ঔপনিবেশিকগণের নিরাপত্তা বিধানের জন্য যেখানে  ব্রিটেনের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল।মোতায়েনকৃত সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর জর্জ গ্রেনভিল ১৭৬৫ সালে যে আইন পাস করেন তাই কোয়াটারিং আইন। 

১৩। কোন স্থানে ইংরেজরা প্রথম বসতি স্থাপন করেছিল? 
উত্তর: আমেরিকা জেমস টাউনে ইংরেজিতে প্রথম বসতি স্থাপন করেছিল। 

১৪। আমেরিকার আদিবাসীদের কি নামে ডাকা হয়? 
উত্তর: আমেরিকার আদিবাসীদের রেড ইন্ডিয়ান নামে ডাকা হয়।  

১৫। আমেরিকায় কতটি রাষ্ট্র আছে? 
উত্তর: আমেরিকায় মোট ৫০ টি রাষ্ট্র আছে। 

১৬। আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 
উত্তর: জর্জ ওয়াশিংটন। 

১৭। 'বোস্টন হত্যাকাণ্ড' কবে সংঘটিত হয়?
উত্তর: বস্টন হত্যাকাণ্ড ১৭৭০ সালের ৫ ই মার্চ সংগঠিত হয়েছিল।  

১৮। 'Letter from a farmer ' কি? 
উত্তর: জন ডিককিনসনের রচনাবলী।

১৯। কোন চুক্তিতে বৃটেন আমেরিকার স্বাধীনতা মেনে নেয়?  
উত্তর: ভার্সাই চুক্তিতে বৃটেন আমেরিকার স্বাধীনতা মেনে নেয়। 

২০। আমেরিকার প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লিখ? 
উত্তর: ১. ডেমোক্রেটিক পার্টি  ২. রিপাবলিকান পার্টি।

২১। 'Uncle Tom's Cabin'  এর রচয়িতা কে?
উত্তর: 'Uncle Tom's Cabin'  গ্রন্থটির রচয়িতা হলেন হ্যারিয়েট বিচার স্টুয়ে। 

২২। ক্লার্ক ও লুইস কে ছিলেন? 
উত্তর: ক্লার্ক ও লুইস ইউরোপীয় পর্যটক ছিলেন।

২৩। 'মনরো মতবাদ' কোন নীতির সঙ্গে সম্পৃক্ত?
উত্তর: 'মনরো মতবাদ' পররাষ্ট্রনীতির সঙ্গে সম্পৃক্ত।  

২৪। 'ইলেক্টোরাল ভোট' কি?  
উত্তর: যুক্তরাষ্ট্রের নির্বাচনে নির্বাচকমন্ডলীকে 'ইলেক্টোরাল ভোট' বলে। 

২৫। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন? 
উত্তর: জর্জ ওয়াশিংটন। 

২৬। যুক্তরাষ্ট্রের প্রথম রাজস্ব সচিবের নাম কি? 
উত্তর: আলেকজান্ডার হ্যামিলটন। 

২৭। টমাস জেফারসন কে ছিলেন? 
উত্তর: আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন। 

২৮। আমেরিকায় কবে থেকে পশ্চিমামুখী অভিযান শুরু হয়? 
উত্তর: ১৮১২ সালে। 

২৯। 'মনরো মতবাদ' কখন ঘোষিত হয়েছিল? 
উত্তর: ১৮২৩ সালের ২ ডিসেম্বর। 

৩০। স্যামুয়েল এ্যাডামস্ কে ছিলেন?
উত্তর: স্যামুয়েল এ্যাডামস্ একজন আমেরিকান রাষ্ট্রনায়ক, রাজনৈতিক, দার্শনিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা পিতাদের একজন ছিলেন।  

৩১। আমেরিকার প্রথম বিচারপতি কে? 
উত্তর: আমেরিকার প্রথম বিচারপতি ছিলেন জেমস মেডিসন। 

৩২। স্ট্যাম্প এ্যাক্ট কি? 
উত্তর: উপনিবেশগুলোকে রক্ষার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রেনভিল আমেরিকায় ১০ হাজার সৈন্যের একটি স্থায়ী সৈন্যদল রেখে তাদের ব্যায়ভারের কিয়দাংশ ও সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ঘটিত জাতীয় ঋণের অর্ধাংশ আদায় করার জন্য ১৭৬৫ সালে যে আইন করেন তাই স্ট্যাম্প  এ্যাক্ট।

৩৩। 'বোস্টন টি পার্টি' কেন বিখ্যাত? 
উত্তর: ১৭৭৩ সালে ১৩ ডিসেম্বর ম্যাসাচুসেটস উপনিবেশের বোস্টন বন্দরে কতিপয় বোস্টনবাসী রেড ইন্ডিয়ানদের ছদ্মবেশে ব্রিটিশ জাহাজে উঠে জাহাজের চায়ের সমস্ত পোর্ট সমুদ্রে ফেলে দেয়। এ কারণে বোস্টন টি পার্টি বিখ্যাত।

৩৪। জেফারসনীয় গণতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর: টমাস জেফারসন।

৩৫। কোথায় কনফেডারেশনের বিধানসমূহ অনুমোদন করা হয়েছিল? 
উত্তর: কংগ্রেসে।

৩৬। মেক্সিকো-আমেরিকা যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: জেমস কে. পোক । 

৩৭। এ্যান্ড্রু জ্যাকসন কে ছিলেন? 
উত্তর: আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট এবং গণতান্ত্রিক আন্দোলনের নায়ক। 

৩৮। 'পকেট ভেটো' কি?
উত্তর: আমেরিকার কংগ্রেসে যদি দশ দিনের মেয়াদ মূলতবি করে বিল প্রবর্তন করে এবং রাষ্ট্রপতি যদি সেই বিলে স্বাক্ষর না করেন তাকে পকেট ভেটো বলা হয়।

৩৯। কারেন্সি অ্যাক্টের মাধ্যমে উপনিবেশে কিসের ব্যবহার নিষিদ্ধ করা হয়? 
উত্তর: কাগজের নোটের ব্যবহার নিষিদ্ধ করা হয়। 

৪০। স্বাধীনতার সন্তান কাদের বলা হয়? 
উত্তর: আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যেসব সংগঠন অবদান রেখেছিল তাদেরকে স্বাধীনতার সন্তান বলা হয়।

৪১। আমেরিকা নামকরণ করা হয় কার নামানুসারে? 
উত্তর: আমেরিকা নামকরণ করা হয় বিখ্যাত নাবিক ও দেশ আবিষ্কারক আমেরিগো ডেসপুসির নাম অনুসারে। 

৪২। উপনিবেশগুলো কত সালের কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করে? 
উত্তর: উপনিবেশগুলো ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা ঘোষণা করে।

৪৩। হুইস্কি বিদ্রোহ সংঘটিত হয় কোন প্রেসিডেন্টের সময়? 
উত্তর: হুইস্কি বিদ্রোহ সংঘটিত হয় জর্জ ওয়াশিংটনের আমলে। 

৪৪। মেক্সিকো-আমেরিকা যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে পরিসমাপ্তি ঘটে? 
উত্তর: মেক্সিকো-আমেরিকা যুদ্ধ গুয়াদালুপে হিদালগো চুক্তির  মাধ্যমে (১৮৪৮ সালে ২ ফেব্রুয়ারি) পরিসমাপ্তি ঘটে।   

৪৫। 'টাউনসেন্ড এ্যাক্ট' এর পরিচয় দাও? 
উত্তর: ১৭৬৭ সালের নতুন ব্রিটিশ মন্ত্রিসভা ইংল্যান্ডে জমির খাজনার পরিমাণ হ্রাস করার প্রতিশ্রুতি দেন। এরই পরিপ্রেক্ষিতে রাজস্ব সচিব চার্লস টাউনসেন্ড আমেরিকায় আমদানিকৃত কয়েকটি দ্রব্যের উপর শুল্ক ধার্য করে যে আইন তৈরি করেন তাই টাউনসেন্ড আইন নামে পরিচিত। 

৪৬। বেঞ্জামিন জোন্ডি কে ছিলেন? 
উত্তর: আমেরিকার দাসপ্রথা বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা। 

খ' বিভাগ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন