পশ্চিম এশিয়ার ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।

পশ্চিম এশিয়ার ইতিহাস

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স ৩য় বর্ষ। আজকের আলোচনা পশ্চিম এশিয়ার ইতিহাস ক' বিভাগ সাজেশন। বিষয়: পশ্চিম এশিয়ার ইতিহাস। বিষয় কোড: ২৩১৫০

পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০—১৯১৪)। অনার্স তৃতীয় বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।
ক' বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 

ক' বিভাগ

১। অটোমান তুর্কি কার? 
উত্তর: ওসমানীয় বংশের প্রথম সুলতান ওসমানের বংশধররাই ওসমানীয় বা অটোমান তুর্কি নামে পরিচিত। 

২। কুচুক-কায়নারজির সন্ধি কখন স্বাক্ষরিত হয়? 
উত্তর: কচুক-কায়নাজির সন্ধি ১৭৪৪ সালে ২১ জুলাই স্বাক্ষরিত হয়। 

৩। সুকোল্লী কে ছিলেন? 
উত্তর: সুলতান দ্বিতীয় সেলিমের প্রধান উজির। 

৪। সম্রাট আলেকজান্ডার কখন মিশর দখল করেন? 
উত্তর: খ্রিস্টপূর্ব ৩৩২ সালে।

৫। ''Saleim the Short" উপাধি কাকে দেওয়া হয়েছিল? 
উত্তর: অটোমান সুলতান দ্বিতীয় সেলিমের 'Saleim the Short' উপাধি দেওয়া হয়েছিল। 

৬। তাকভীম-ই-ভিখারী কী?
উত্তর: একটি সংবাদপত্র।

৭। ক্যাপিচুলেশন কী?
উত্তর: বিদেশি নাগরিকদের স্বার্থ রক্ষার্থে তাদের জানমাল রক্ষার দায়িত্ব গ্রহণ করে তুরস্কর সুলতান যে চুক্তি সম্পাদন করেন তাকে ক্যাপিচুলেশন প্রথা বলে।  

৮। "ওয়াকফ"শব্দের অর্থ কী?
উত্তর: পুণ্যের উদ্দেশ্যে প্রদত্ত দান। 

৯। সুয়েজ খাল কোথায় অবস্থিত? 
উত্তর: মিশরে। 

১০। মিশরের প্রথম খেদিভ কে ছিলেন?
উত্তর: ইসমাইল পাশা। 

১১। মিল্লাত ব্যবস্থা কী?
উত্তর: ওসমানীয় সাম্রাজ্যে মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষদের উসমানীয় সুলতানগন ধর্মীয় সম্প্রদায় হিসেবে আলাদাভাবে সরকারি স্বীকৃতি প্রদান করেছিল। আর  তাদেরকে ভিন্ন জাতিসত্তা হিসেবে স্বীকৃতি প্রধানকে মিলাদ প্রথা বা ব্যবস্থা বলে। 

১২। ইরানের কাজার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: ইরানের কাজার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আগা মুহাম্মদ খান।

১৩। অটোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উত্তর: কনস্টান্টিনোপাল।  

১৪। ঐতিহাসিক 'লেপান্টোর' যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ঐতিহাসিক 'লেপান্টোর যুদ্ধ' সংঘটিত হয় ১৫৭১ সালে।

১৫। তুঘরল কে ছিলেন?
উত্তর: তুঘরল ছিলেন অটোমান সুলতান ওসমানের পিতা।

১৬। "কাপিকুলি" কী?
উত্তর: তুরস্কের বেতনভোগী সৈন্যদের 'কাপিকুলি' বলা হতো।

১৭। জেনিসারী কী?
উত্তর: অটোমান সাম্রাজ্যের নিয়মিত বাহিনী, যা ওসমানীয় সুলতান অরখান কর্তৃক প্রতিষ্ঠিত স্বতন্ত্র সেনাবাহিনী। 

১৮। মামলুক শব্দের অর্থ কী?
উত্তর: মামলুক শব্দের অর্থ হলো দাস।  

১৯। "তানজিমাত" শব্দের অর্থ কী?
উত্তর: সংস্কার বা পুনর্গঠন।

২০। দিওয়ান আল-ইরাদাত কী?
উত্তর: অর্থ ও কোষাগার বিভাগকে দিওয়ান আল-ইরাত বলা হত।

২১। কনভেনশন অব লন্ডন কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৮২৭ সালে কনভেনশন অব লন্ডন স্বাক্ষরিত হয়।

২২। "শায়ক আল-বালাদ" কার উপাধি ছিল?
উত্তর: 'শায়খ আল-বালাদ' হচ্ছে মধ্যযুগে তুর্কি শাসনামলে শহরের মেয়ররে উপাধি বা পদবী।

২৩। নেপোলিয়ন কত তারিখে মিশর ত্যাগ করেন?
উত্তর: নেপোলিয়ন ১৭৯৯ সালের ১৮ আগস্ট মিশর ত্যাগ করেন। 

২৪। টলেমি রাজবংশের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: টলেমি রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন টলেমি।

২৫। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান ওসমান।

২৬। মহান সোলায়মান কে ছিলেন?
উত্তর: অটোমান শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন।

২৭। দ্বিতীয় সেলিমের উজির কে ছিলেন? 
উত্তর: সুকোল্লি।

২৮। "খেদিভ" অর্থ কী?
উত্তর: 'খেদিভ' অর্থ হল স্বাধীন সুলতান।

২৯। পাশা শব্দের অর্থ কী?
উত্তর: পাশা শব্দের অর্থ জেলা প্রশাসক।

৩০। মধ্যযুগের আলেকজান্ডার কাকে বলা হত?
উত্তর: মুরাদকে মধ্যযুগের আলেকজান্ডার বলা হত।

৩১। অটোমান সাম্রাজ্যের পিটার দ্য গ্রেট কে?  
  বা তুরস্কের পিটার দি গ্রেট বলা হয় কাকে?  
উত্তর: তুরস্কের পিটার দি গ্রেট বলা হয় সুলতান দ্বিতীয় মাহমুদকে।

৩২। প্যান-ইসলামী আন্দোলন কে শুরু করেন?
উত্তর: সৈয়দ জামাল উদ্দিন আফগানী।  

৩৩। লর্ড ক্রোমার কে ছিলেন?
উত্তর: লর্ড ক্রোমার মিশরে ব্রিটিশ কনসাল জেনারেল ছিলেন। 

৩৪। আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? 
উত্তর: আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা বলা হয় মিশরের মুহাম্মদ  আলী পাশাকে।

৩৫। ইরানের পাহলভি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। 
উত্তর: রেজা শাহ পাহলভি।

৩৬। সর্বশ্রেষ্ঠ অটোমান সুলতান কে ছিলেন?
উত্তর: সুলতান সুলাইমান ।

৩৭। কোন দেশকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয়? 
উত্তর: তুরস্ককে। 

৩৮। সম্রাট নেপোলিয়ন কখন মিশর জয় করেন? 
উত্তর: ১৭৯৮ সালে।

৩৯। রোজাটা পাথরে উৎকীর্ণ শিলালিপি কে পাঠোদ্ধার করেন?
উত্তর: হামাস ইয়ং ও জাঁ ফ্রাসোয়া। 

৪০। মিশরে কোন শাসককে অসহিষ্ণু ইউরোপীয় বণিকবাদী বলে অভিহিত করা হয়?
উত্তর: খেদিভ ইসমাইল পাসাকে।

৪১। ওরাবী আন্দোলনের দাবি কি ছিল? 
উত্তর: ওরাবী আন্দোলনে দাবি ছিল সামরিক অফিসারদের জন্য কিছু অধিকার আদায় যা পরবর্তীকালে সকল মানুষের অধিকার হিসেবে গণ্য হয়। 

৪২। সুলাইমান কে ছিলেন? 
উত্তর: অটোমান শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন।

৪৩। 'মাতাল সেলিম' কার উপাধি ছিল?
উত্তর: অটোমান সুলতান সুলতান দ্বিতীয় সেলিমের। 

৪৪। ইরাদ-ই-জাদিদ কি?
উত্তর: তৃতীয় সেলিম প্রতিষ্ঠিত কেন্দ্রীয় কোষাগ। 

৪৫। 'শায়খ আল-বালাদ' কে ছিলেন?
উত্তর: ওসমানীয় সাম্রাজ্যের অধীনে মিশরের শাসনকর্তা ছিলেন।

৪৬। সেলজুকদের রাজধানী কোথায় ছিল?
উত্তর: সেলজুকদের রাজধানী কেনিয়ায় ছিল।

৪৭। সুলতান দ্বিতীয় সেলিমের পিতার নাম কি?
উত্তর: সুলতান দ্বিতীয় সেলিমের পিতার নাম সোলায়মান। 

৪৯। ওলুজ পাশা কে ছিলেন?
উত্তর: সুলতান দ্বিতীয় সেলিমের সময় তিউনিস বিজয়ের সেনাপতি ছিলেন। 

৫০। নেপোলিয়ন কোন দেশের মানুষ ছিলেন?
উত্তর: ফ্রান্স।  

৫১। মাহদী কে ছিলেন?
উত্তর: মাহদী ছিলেন সুদানের বিদ্রোহী নেতা। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন