দক্ষিণ এশিয়ার ইতিহাস। অনার্স চতুর্থ বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।

দক্ষিণ এশিয়ার ইতিহাস

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স ৪র্থ বর্ষ। আজকের আলোচনা দক্ষিণ এশিয়ার ইতিহাস ক' বিভাগ সাজেশন। বিষয়: দক্ষিণ এশিয়ার  ইতিহাস। বিষয় কোড: ২৪১৫০১।

দক্ষিণ এশিয়ার ইতিহাস। অনার্স চতুর্থ বর্ষ, ক' বিভাগ প্রশ্ন।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। ভারতের কোম্পানি শাসনের অবসান হয় কত সালে? 
উত্তর:
১৮৫৭ সালে। 

২। আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর:
স্যার সৈয়দ আহমদ খান। 

৩। মুসলিম লীগ কোথায় গঠিত হয়? 
উত্তর:
ঢাকায়। 

৪। কত সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেওয়া হয়? 
উত্তর:
১৯১১ সালে। 

৫। অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন? 
উত্তর:
মহাত্মা গান্ধী।

৬। ১৯৩০—৩২ সালে লন্ডনে কতটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? 
উত্তর:
তিনটি।

৭। ১৯৩৫ সালের ভারত শাসন আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 
উত্তর:
লর্ড ইউলিংডন।

৮। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 
উত্তর:
১৯৩৭ সালে।

৯। কৃষক প্রজা পার্টি কত সালে গঠিত হয়? 
উত্তর:
১৯৩৬ সালে এপ্রিল মাসে কৃষক পোজা পার্টি গঠিত হয়। 

১০। লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর:
শেরে বাংলা এ কে ফজলুল হক । 

১১। মন্ত্রীমিশনে সদস্য সংখ্যা কতজন ছিল?
উত্তর:
তিন জন। 

১২। ভারত স্বাধীনতা আইন কখন পাশ হয়? 
উত্তর:
১৯৪৭ সালের ১৮ই জুলাই।

১৩। মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন? 
উত্তর:
দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 

১৪। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? 
উত্তর:
লর্ড ক্যানিং।  

১৫। মোহামেডান এংলো-ওয়ারেন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:
স্যার সৈয়দ আহমদ খান।    

১৬। এনাল অক্টোভিয়ান হিউম কে ছিলেন? 
উত্তর: ব্রিটিশ আইসিএস কর্মকর্তা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার উদ্যোক্তা।

১৭। ইলবার্ট বিল কে প্রবর্তন করেন? 
উত্তর:
লর্ড রিপন। 

১৮। কোন আইনের সর্বপ্রথম ভারতে প্রতিনিধিত্বশীল অবস্থা স্বীকার করা হয়? 
উত্তর:
১৯০৯ সালের মরলে-মিন্টো সংস্কার আইনে?

১৯। বঙ্গভঙ্গের পর বাংলা ও আসামের রাজধানী কোথায় ছিল? 
উত্তর:
ঢাকায়।

২০। কখন দ্বৈতশাসন ব্যবস্থার বিলোপ ঘটে?
 উত্তর:
১৭৭২ সালে।

২১। কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয়?
উত্তর:
১৯১১ সালে।

২২। বেঙ্গল প্যাক্ট কি?
উত্তর: 
১৯২৩ সালের বেঙ্গল প্যাক্ট ছিল হিন্দু মুসলিম চুক্তি।  

২৩। কাকে সীমান্ত  গান্ধী বলা হয়? 
উত্তর:
ওয়ালি খান।

২৪। দ্বি-জাতি তত্ত্বের প্রবর্তক কে? 
উত্তর:
মুহাম্মদ আলী জিন্নাহ। 

২৫। ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটি? 
উত্তর: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন। 

২৬। ভারতীয় জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়? 
উত্তর:
১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 

২৭। বঙ্গভঙ্গ রদের ঘোষণা কে দিয়েছিলেন? 
উত্তর:
লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিয়েছিলেন।

২৮। ১৯১৬ সাল ভারতের ইতিহাস বিখ্যাত কেন? 
উত্তর:
লক্ষৌ চুক্তির জন্য ১৯১৬ সাল ভারতের ইতিহাসে বিখ্যাত। 

২৯। অমৃতসর কোথায়? 
উত্তর:
অমৃতসর ভারতের পাঞ্জাবে অবস্থিত। 

৩০। ঢাকা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়? 
উত্তর: ১৯২১ সালের ১ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 

৩১। মহাত্মা গান্ধীর পূর্ণ নাম কি? 
উত্তর:
মহাত্মা গান্ধী পূর্ণ নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। 

৩২। বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? 
উত্তর:
শের-ই-বাংলা একে ফজলুল হক। 

৩৩। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় কোন ইংরেজ সিভিলিয়ান প্রধান ভূমিকা পালন করেন?
উত্তর: অ্যালান অক্টোভিয়ান হিউম। 

৩৪। লর্ড কার্জন কে ছিলেন? 
উত্তর: ব্রিটিশ ভারতের নিযুক্ত একজন ভাইসরয় ছিলেন। 

৩৫। কোন আইনে ভারতীয়দের সর্বপ্রথম আইন পরিষদের সদস্য করা হয়।
উত্তর: ১৮৬১ সালের কাউন্সিল আইনে।

৩৬। বঙ্গভঙ্গ এর মাধ্যমে গঠিত দুটি প্রদেশের নাম কি? 
উত্তর: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসাম প্রদেশ নিয়ে পূর্ববঙ্গ এবং বাংলা, বিহর ও উড়িষ্যা নিয়ে পশ্চিমবঙ্গ গঠিত হয়। 

৩৭। মরলে-মিন্টো সংস্কার আইন কখন পাশ হয়?
উত্তর: ১৯০৯ সালে। 

৩৮। 'ভারত ছাড়' আন্দোলন কখন শুরু হয়? 
উত্তর: ১৯৪২ সালে। 

৩৯। ব্রিটিশ ভারতের সর্ব শেষ ভাইসরয় কে? 
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন। 

৪০। লর্ড লিটন কে ছিলেন? 
উত্তর: ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন। 

৪১। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: নবাব স্যার সলিমুল্লাহ। 

৪২। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? 
উত্তর: আগা খান। 

৪৩। 'ভার্নাকুলার প্রেস অ্যাক্ট' কে জারি করেন? 
উত্তর: লর্ড ক্যানিং। 

৪৪। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 
উত্তর: ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 

৪৫। গান্ধীকে 'মহাত্মা' উপাধিতে ভূষিত করেন কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।  

৪৬। কখন ভারতের কোম্পানি শাসনের অবসান হয়? 
উত্তর: ১৯৫৮ সালে। 

৪৭। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের উদ্দেশ্য কি ছিল? 
উত্তর: ভারতে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রদান করা। 

৪৮। ১৯৪০ সাল ভারত ইতিহাসে বিখ্যাত কেন? 
উত্তর: লাহোর প্রস্তাবের জন্য। 

৪৯। খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন? 
উত্তর: খিলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী এবং মাওলানা আবুল কালাম আজাদ।

৫০। ১৯২৩ সাল ভারতের ইতিহাসে কেন বিখ্যাত? 
উত্তর: বেঙ্গল প্যাক্টের কারণে। 

৫১। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? 
উত্তর: ১৯৩৯ সালে।  

৫২। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? 
উত্তর: লর্ড ক্যানিং। 

৫৩। ভারতবাসীর প্রথম গৌরবময় বিদ্রোহ কোনটি?
উত্তর: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ।  

৫৪। বঙ্গভঙ্গ কখন হয়? 
উত্তর: ১৯০৫ সালে। 

৫৫। গোলটেবিল বৈঠক (১৯৩০-৩২) কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 
উত্তর: লন্ডনে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন