স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ অনার্স ১ম বর্ষ। আজকের আলোচনা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ক' বিভাগ সাজেশন। বিষয়: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। বিষয় কোড: ২১১৫০১।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। |
ক' বিভাগ
১। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? × ২০২৩
উত্তর: চর্যাপদ।
২। 'দ্বিজাতি' তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ।
৩। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর: স্যার ফ্রেডারিক চামারর্সবোর্ন।
৪। ভাষা আন্দোলনের দু'জন শহীদের নাম লিখ।
উত্তর: সালাম, রফিক।
৫। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেন?
উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ২১ দফা ঘোষণা করেন।
৬। পূর্ব বাংলা কখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত লাভ করে।
উত্তর: পুর্ব বাংলা ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে।
৭। পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন?
উত্তর: ১৯৫৮ সালে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন।
৮। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন?
উত্তর: মৌলিক গণতন্ত্র আধ্যাদেশ জারি করেন জেনারেল আইয়ুব খান।
৯। কোন কর্মসূচি বাঙালি 'ম্যাগনাকার্টা' নামে পরিচিত?
উত্তর: ৬ দফা কর্মসূচি বাঙালি 'ম্যাগনাকার্টা' নামে পরিচিত।
১০। L.F.O এর পূর্ণরূপ কি? × ২০২৩
উত্তর: Legal Framework Order.
১১। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দিন আহমেদ।
১২। বাকশাল এর পূর্ণরূপ কি?
উত্তর: বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ।
১৩। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
উত্তর: ড. সুনিতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব।
১৪। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
উত্তর: বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন আ.স.ম আব্দুর রব।
১৫। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
১৬। মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটের অধিকার ছিল?
উত্তর: মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল ৮০,০০০ জনের।
১৭। ২৫ শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?
উত্তর: 'অপারেশন সার্চলাইট'।
১৮। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর: সেনেগাল।
১৯। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকরী করা হয়।
উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।
২০। কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।
উত্তর: বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।
২১। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় ঢাকা ২ নং সেক্টরে ছিল।
২২। অখন্ড বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? × ২০২৩
উত্তর: এ. কে. ফজলুল হক।
২৩। কত সালে বাংলাদেশ জাতীয় সংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
২৪। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শরৎচন্দ্র বসু।
২৫। ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়?
উত্তর: ১৯৪৭ সালে।
২৬। 'বঙ্গভঙ্গ' কত সালে হয়?
উত্তর: 'বঙ্গভঙ্গ' ১৯০৫ সালে হয়।
২৭। বঙ্গভঙ্গের পর পুর্ব বাংলার গভর্নর হয় কে?
উত্তর: বাম্পফিল্ড ফুলার।
২৮। কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?
উত্তর: ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়।
২৯। ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' উত্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৯৪৯ সালের ২৩ মার্চ।
৩০। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
৩১। অখন্ড বাংলা আন্দোলনের উদ্যোক্তা কে?
অথবা, অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? × ২০২৩
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
৩২। কখন পাকিস্তান স্বাধীন হয়?
উত্তর: ১৯৪৭ সালের ১৪ আগস্ট।
৩৩। বঙ্গ নামের উল্লেখ সর্বপ্রথম কোন গ্রন্থে পাওয়া যায়?
উত্তর: 'ঐতরেয় অরণ্যক' গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়।
৩৪। বাংলাদেশের সবচেয়ে উচু পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর: তাজিং ডং (বিজয়)।
৩৫। পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? × ২০২৩
উত্তর: পদ্মা নদী চাঁদপুরের নিকট মেঘনা নদীর সাথে মিশেছে।
৩৬। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর: মেঘনা।
৩৭। ভূ-প্রকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর: ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ- ১. পাহাড়ি অঞ্চল, ২. সোপান অঞ্চল, ৩. সমভূমি বা প্লাবন ভূমি।
৩৮। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগলিক রেখা অতিক্রম করেছে?
উত্তর: কর্কটক্রান্তি রেখা।
৩৯। বাঙালি জাতি গঠনে কোন জাতিগোষ্ঠীর ভূমিকা বেশি?
উত্তর: বাঙালি জাতি গঠনে অস্ট্রিক জাতিগোষ্ঠীর ভূমিকা বেশি।
৪০। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
অথবা, বাংলা ভাষার আদি নিদর্শন এর নাম লিখ?
অথবা, বাংলা সাহিত্যের আদি নিদর্শন এর নাম কী?
উত্তর: বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম চর্যাপদ।
৪১। আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয়?
উত্তর: আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় ১৯৪৯ সালে ২৩ জুন।
৪২। আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারি কে ছিলেন?
উত্তর: আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারি ছিলেন শামসুল হক।
৪৩। কার নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়? × ২০২৩
উত্তর: বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তমুদ্দিন মজলিস গঠিত হয়।
৪৪। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তর: রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি।
৪৫। কত সালের সংবিধানে বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে?
উত্তর: ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে।
৪৬। কোন তারিখে 'গণহত্যা' দিবস পালিত হয়? × ২০২৩
উত্তর: ২৫ মার্চ 'গণহত্যা' দিবস পালিত হয়।
৪৭। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতী কি ছিল?
উত্তর: ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রান্ডে নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
৪৮। যুক্তফ্রন্টে কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল? × ২০২৩
উত্তর: ৪টি। যথাঃ- ১. পুর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ , ২. কৃষক শ্রমিক পার্টি, ৩. নেজামে ইসলামী ও ৪. গণতন্ত্রী দল।
৪৯। পাকিস্তানের প্রথম সামরিক আইন কত সালে জারি করা হয়?
অথবা, পাকিস্তানের প্রথম কবে সামরিক শাসন জারি করা হয়?
উত্তর: ১৯৫৮ সালের ৭ই অক্টোবর।
৫০। PODO-এর পূর্ণরূপ কি?
উত্তর: PODO-এর পূর্ণরূপ হল Public Officer Disqualification Order.
৫১। EBDO-এর পূর্ণরূপ কী?
উত্তর: EBDO-এর পূর্ণরূপ হলো Elective Bodies Disqualification Order.
৫২। 'মৌলিক গণতন্ত্র আদেশ' কবে জারি করা হয়?
উত্তর: মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয় ১৯৬২ সালের ৩০ মার্চ।
৫৩। ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন?
অথবা, ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?
উত্তর: ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান।
৫৪। কোথায় ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয়?
উত্তর: লাহোর।
৫৫। ঐতিহাসিক ছয় দফা দাবি কবে, কোথায় পেশ করা হয়?
উত্তর: ১৯৬৬ সালে লাহোরে পেশ করা হয়।
৫৬। আগরতলা মামলার আসামি ছিলেন কতজন?
অথবা আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল?
উত্তর: ৩৫ জন।
৫৭। শেখ মুজিবুর রহমানকে কবে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারিতে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়।
৫৮। ১৯৬৯ সালের গণঅভ্যুথানে দু'জন শহীদের নাম লিখ?
উত্তর: আসাদ ও অধ্যাপক শামসুজ্জোহা।
৫৯। ড. শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।
৬০। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? × ২০২৩
উত্তর: ১১ টি।
৬১। মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?
উত্তর: মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায়।
৬২। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কে পরিচালনা করেন?
উত্তর: অধ্যাপক এম. ইউসুফ আলী।
৬৩। ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬৪। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
৬৫। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর: ১১ টি।
৬৬৷ বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? × ২০২৩
উত্তর: ১৯৭১ সালে ৬ ডিসেম্বর প্রথম ভুটান এবং দ্বিতীয় ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
৬৭। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?
উত্তর: বীরশ্রেষ্ঠ।
৬৮। মুক্তিযুদ্ধে উপাধি প্রাপ্ত দুজন মহিলা বীর প্রতীকের নাম লিখ?
উত্তর: ডা. সেতারা বেগম ও তারামন বিবি।
৬৯। মুক্তিযুদ্ধের কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন?
উত্তর: ৭ জন।
৭০। কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশে প্রবর্তন করেন?
উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২।
৭১। ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' কে উত্থাপন করেন? × ২০২৩
উত্তর:
৭২। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়?
উত্তর: ২রা মার্চ ১৯৭১ সালে।
৭৩। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ব্যাপক সাফল্য কিসের ভিত্তিতে হয়?
উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ব্যাপক সাফল্যে ২১ দফার ভিত্তিতে হয়।
৭৪। বাংলাদেশের সাংবিধানিক নাম কী? × ২০২৩
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
এখান থেকে পরিক্ষায় আসবে
উত্তরমুছুন