স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।অনার্স ১ম বর্ষ, ক'বিভাগ।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের সাজেশন ২০২৫

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ অনার্স ১ম বর্ষ। আজকের আলোচনা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস  ক' বিভাগ সাজেশন। বিষয়: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। বিষয় কোড: ২১১৫০১।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। অনার্স প্রথম বর্ষ, ক' বিভাগ।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 

ক' বিভাগ

১। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? × ২০২৩
উত্তর: চর্যাপদ।

২। 'দ্বিজাতি' তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ। 

৩। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? 
উত্তর: স্যার ফ্রেডারিক চামারর্সবোর্ন।

৪। ভাষা আন্দোলনের দু'জন শহীদের নাম লিখ।
উত্তর: সালাম, রফিক। 

৫। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেন? 
উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ২১ দফা ঘোষণা করেন। 

৬। পূর্ব বাংলা কখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত লাভ করে। 
উত্তর: পুর্ব বাংলা ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে। 

৭। পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন?
উত্তর: ১৯৫৮ সালে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন।

৮। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? 
উত্তর: মৌলিক গণতন্ত্র আধ্যাদেশ জারি করেন জেনারেল আইয়ুব খান। 

৯। কোন কর্মসূচি বাঙালি 'ম্যাগনাকার্টা' নামে পরিচিত?
উত্তর: ৬ দফা কর্মসূচি বাঙালি 'ম্যাগনাকার্টা' নামে পরিচিত।   

১০। L.F.O এর পূর্ণরূপ কি? × ২০২৩
উত্তর: Legal Framework Order.

১১। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? 
উত্তর: তাজউদ্দিন আহমেদ।

১২। বাকশাল এর পূর্ণরূপ কি?
উত্তর: বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। 

১৩। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
উত্তর: ড. সুনিতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব।

১৪। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
উত্তর: বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন আ.স.ম আব্দুর রব। 

১৫। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? 
উত্তর: আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

১৬। মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটের অধিকার ছিল? 
উত্তর: মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল ৮০,০০০ জনের।

১৭। ২৫ শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?
উত্তর: 'অপারেশন সার্চলাইট'।

১৮। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? 
উত্তর: সেনেগাল।

১৯। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকরী করা হয়। 
উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।

২০। কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন। 
উত্তর: বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।

২১। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 
উত্তর: মুক্তিযুদ্ধের সময় ঢাকা ২ নং সেক্টরে ছিল। 

২২। অখন্ড বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? × ২০২৩
উত্তর: এ. কে. ফজলুল হক।

২৩। কত সালে বাংলাদেশ জাতীয় সংঘের সদস্যপদ লাভ করে?  
উত্তর: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

২৪। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? 
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শরৎচন্দ্র বসু। 

২৫। ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়? 
উত্তর: ১৯৪৭ সালে।

২৬। 'বঙ্গভঙ্গ' কত সালে হয়?
উত্তর: 'বঙ্গভঙ্গ' ১৯০৫ সালে হয়।

২৭। বঙ্গভঙ্গের পর পুর্ব বাংলার গভর্নর হয় কে?
উত্তর: বাম্পফিল্ড ফুলার।

২৮। কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 
উত্তর: ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়। 

২৯। ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' উত্থাপিত হয় কত সালে? 
উত্তর: ১৯৪৯ সালের ২৩ মার্চ। 

৩০। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? 
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 

৩১। অখন্ড বাংলা আন্দোলনের উদ্যোক্তা কে? 
অথবা, অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? × ২০২৩
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 

৩২। কখন পাকিস্তান স্বাধীন হয়? 
উত্তর: ১৯৪৭ সালের ১৪ আগস্ট।

৩৩। বঙ্গ নামের উল্লেখ সর্বপ্রথম কোন গ্রন্থে পাওয়া যায়? 
উত্তর: 'ঐতরেয় অরণ্যক' গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। 

৩৪। বাংলাদেশের সবচেয়ে উচু পর্বত শৃঙ্গের নাম কি? 
উত্তর: তাজিং ডং (বিজয়)। 

৩৫। পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? × ২০২৩
উত্তর: পদ্মা নদী চাঁদপুরের নিকট মেঘনা নদীর সাথে মিশেছে। 

৩৬। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? 
উত্তর: মেঘনা।

৩৭। ভূ-প্রকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর: ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ- ১. পাহাড়ি অঞ্চল,  ২. সোপান অঞ্চল,  ৩. সমভূমি বা প্লাবন ভূমি। 

৩৮। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগলিক রেখা অতিক্রম করেছে? 
উত্তর: কর্কটক্রান্তি রেখা।  

৩৯। বাঙালি জাতি গঠনে কোন জাতিগোষ্ঠীর ভূমিকা বেশি? 
উত্তর: বাঙালি জাতি গঠনে অস্ট্রিক জাতিগোষ্ঠীর ভূমিকা বেশি।

৪০। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? 
অথবা, বাংলা ভাষার আদি নিদর্শন এর নাম লিখ?
অথবা, বাংলা সাহিত্যের আদি নিদর্শন এর নাম কী?
উত্তর: বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম চর্যাপদ। 

৪১। আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয়? 
উত্তর: আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় ১৯৪৯ সালে ২৩ জুন। 

৪২। আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারি কে ছিলেন? 
উত্তর: আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারি ছিলেন শামসুল হক।

৪৩। কার নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়? × ২০২৩
উত্তর: বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তমুদ্দিন মজলিস গঠিত হয়।

৪৪। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তর: রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি।

৪৫। কত সালের সংবিধানে বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে? 
উত্তর: ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। 

৪৬। কোন তারিখে 'গণহত্যা' দিবস পালিত হয়? × ২০২৩
উত্তর: ২৫ মার্চ  'গণহত্যা' দিবস পালিত হয়।

৪৭। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতী কি ছিল? 
উত্তর: ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রান্ডে নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

৪৮। যুক্তফ্রন্টে কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল? × ২০২৩
উত্তর: ৪টি। যথাঃ- ১. পুর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ,  ২. কৃষক শ্রমিক পার্টি,  ৩. নেজামে ইসলামী ও  ৪. গণতন্ত্রী দল। 

৪৯। পাকিস্তানের প্রথম সামরিক আইন কত সালে জারি করা হয়? 
অথবা, পাকিস্তানের প্রথম কবে সামরিক শাসন জারি করা হয়? 
উত্তর: ১৯৫৮ সালের ৭ই অক্টোবর। 

৫০। PODO-এর পূর্ণরূপ কি?
উত্তর: PODO-এর পূর্ণরূপ হল Public Officer Disqualification Order.

৫১। EBDO-এর পূর্ণরূপ কী?
উত্তর:  EBDO-এর পূর্ণরূপ হলো Elective Bodies Disqualification Order.

৫২। 'মৌলিক গণতন্ত্র আদেশ' কবে জারি করা হয়?
উত্তর: মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয় ১৯৬২ সালের ৩০ মার্চ।

৫৩। ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন? 
অথবা, ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?
উত্তর: ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান।  

৫৪। কোথায় ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয়? 
উত্তর: লাহোর। 

৫৫। ঐতিহাসিক ছয় দফা দাবি কবে, কোথায় পেশ করা হয়? 
উত্তর: ১৯৬৬ সালে লাহোরে পেশ করা হয়। 

৫৬। আগরতলা মামলার আসামি ছিলেন কতজন? 
অথবা আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? 
উত্তর: ৩৫ জন।

৫৭। শেখ মুজিবুর রহমানকে কবে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়? 
উত্তর: শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারিতে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়।

৫৮। ১৯৬৯ সালের গণঅভ্যুথানে দু'জন শহীদের নাম লিখ? 
উত্তর: আসাদ ও অধ্যাপক শামসুজ্জোহা। 

৫৯। ড. শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? 
উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। 

৬০। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? × ২০২৩
উত্তর: ১১ টি। 

৬১। মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল? 
উত্তর: মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায়।

৬২। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কে পরিচালনা করেন? 
উত্তর: অধ্যাপক এম. ইউসুফ আলী। 

৬৩। ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? 
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৬৪। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? 
উত্তর: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।

৬৫। মুক্তিযুদ্ধের  সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 
উত্তর: ১১ টি। 

৬৬৷ বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? × ২০২৩
উত্তর: ১৯৭১ সালে ৬ ডিসেম্বর প্রথম ভুটান এবং দ্বিতীয় ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 

৬৭। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?
উত্তর: বীরশ্রেষ্ঠ। 

৬৮। মুক্তিযুদ্ধে উপাধি প্রাপ্ত দুজন মহিলা বীর প্রতীকের নাম লিখ? 
উত্তর: ডা. সেতারা বেগম ও তারামন বিবি।

৬৯। মুক্তিযুদ্ধের কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন? 
উত্তর: ৭ জন।

৭০। কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশে প্রবর্তন করেন? 
উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২।

৭১। ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' কে উত্থাপন করেন? × ২০২৩
উত্তর: 

৭২। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়?
উত্তর: ২রা মার্চ ১৯৭১ সালে। 

৭৩। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ব্যাপক সাফল্য কিসের ভিত্তিতে হয়? 
উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ব্যাপক সাফল্যে ২১ দফার ভিত্তিতে হয়।

৭৪। বাংলাদেশের সাংবিধানিক নাম কী? × ২০২৩
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন