বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা।অনার্স ১ম বর্ষ ক'বিভাগ।

বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা ক' বিভাগ সাজেশন। বিষয়: বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা। বিষয় কোড:। 

বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা।অনার্স ১ম বর্ষ ক'বিভাগ।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।



ক' বিভাগ

১। মূল ইন্দো-ইয়োরোপীয় ভাষার প্রথম বিভাগ কী?
উত্তর: কেন্ত্তম।

২। কেন্ত্তম শাখা কয়ভাগে বিভক্ত?
উত্তর: ২ টি। যথা: ১.হিত্তীভাষা  ২.তুখারীয় ভাষা।

৩। প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক কালসীমা উল্লেখ কর? 
উত্তর: খ্রিষ্টপূর্ব ১২০০ অব্দ থেকে খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দ পর্যন্ত। 

৪। আর্যদের প্রাচীনতম সাহিত্য রচনার সংকলন কোনটি?
উত্তর: আর্যদের প্রাচীনতম সাহিত্য রচনার সংকলন ঋগ্বেদ সংহিতা।

৫। ভারতীয় আর্য ভাষার কোন স্তরে নব্য ভারতীয় আর্য ভাষাগুলো অবস্থিত। 
উত্তর: তৃতীয় উপস্তরে।

৬। 'প্রাকৃত ভাষা' কী?
উত্তর: মধ্যভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরে জনসাধারণ যে ভাষায় কথা বলত সেই ভাষা হলো প্রাকৃত ভাষা। অর্থাৎ প্রাকৃত কথাটির তাৎপর্য হলো প্রকৃতির অর্থাৎ জনগনের কথা ও বোধ্য ভাষা।

৭। বাংলা ভাষা ইন্দো-ইয়োরোপীয়  ভাষার কোন শাখা থেকে জন্মলাভ করেছে? 
উত্তর: শতম শাখা/সংস্কৃত ভাষা।

৮। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রকাশিত হয়? 
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত বাংলা বানানের নিয়ম ১৯৩৬ সালে প্রকাশিত হয়।

৯। O.D.B.L এর পূর্ণ রূপ কি? 
উত্তর: Orgin and Development of Bengali Language. 

১০। বাংলা ভাষার আদি স্তরটি কী?
উত্তর: বাংলা ভাষার আদি স্তরটি হলো ইন্দো-ইয়োরোপীয়। 

১১। বৈদিক ভাষা ক? 
উত্তর: আর্যগণ যে ভাষায় তাদের ধর্মগ্রন্থ বেদ রচণা করেন তাই বৈদিক ভাষা। 

১২। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম উপস্তরের সময়সীমা লেখ?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দ থেকে খ্রিষ্টপূর্ব ১০০ অব্দ পর্যন্ত।

১৩। ব্যাকরণবিদ মার্কণ্ডেয়'র মতে অপভ্রংশ কয়টি? 
উত্তর: ব্যাকরণবিদ মার্কণ্ডেয়'র মতে অপভ্রংশ ২৭ টি।

১৪। 'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থটির রচয়িতা কে? 
উত্তর: ড. মুহাম্মদ শহীদুল্লাহ্। 

১৫। 'তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান' গ্রন্থের লেখক কে?
উত্তর: 'তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান' গ্রন্থের লেখক হলেন ড. হুমায়ূন আজাদ। 

১৬। গৌড় অপভ্রংশের পূর্ববর্তী ভাষার নাম কী?
উত্তর: গৌড়ীয় প্রাকৃত।

১৭। বাংলা লিপির উৎস কী?
উত্তর: বাংলা লিপির উৎস ব্রাহ্মীলিপি।

১৮। ভাষার ইতিহাসে পাণিনি খ্যাতিমান কেন?
উত্তর: ভাষার ইতিহাসে পাণিনি খ্যাতিমান কারণ তিনি বিশ্ববিখ্যাত ভাষাতত্ত্ববিদ।

১৯। পাণিনির ব্যাকরণ গ্রন্থের নাম কী?
উত্তর: পাণিনির ব্যাকরণ গ্রন্থের নাম 'অষ্টাধ্যায়ী'।

২০। 'ভব নঈ গহণ গম্ভীর বাহী' –এই কবিতাংশটি কোন স্তরের বাংলা ভাষার উদাহরণ? 
উত্তর: আদিম স্তরে।

২১। পালি ভাষায় কারা ধর্মগ্রন্থ রচনা করেন? 
উত্তর: পালি ভাষায় বৌদ্ধোরা ধর্মগ্রন্থ রচনা করেন।

২২। অপভ্রংশ কী?
উত্তর: অপভ্রংশ হচ্ছে প্রাকৃত ভাষার বির্বিত অংশ। 

২৩। ইন্দো-ইরানীয় শাখার ভাষা গোষ্ঠীর আনুমানিক সময়কাল কত?
উত্তর: ইন্দো-ইরানীয় শাখার ভাষা গোষ্ঠীর আনুমানিক সময়কাল ৫০০০ বছর।

২৪। মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান কত? 
উত্তর: মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার অবস্থান ৭ম।

২৫। ভাষার মূল একক কী?
উত্তর: ভাষার মূল একক ধ্বনি।

২৬। 'বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের মধ্য দিয়ে উৎপন্ন'– এ মত কার?
উত্তর: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের। 

২৭। আর্যদের প্রাচীনতম সাহিত্য রচনার সংকলন কোনটি?
উত্তর: বেদ।

২৮। ODBL গ্রন্থের রচয়িতা কে? 
উত্তর: ODBL গ্রন্থের রচয়িতা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

২৯। বাংলা লিপির উৎস কী?
উত্তর: ব্রাহ্ম লিপি।

৩০। পতঞ্জলি রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কী? 
উত্তর: পতঞ্জলি রচিত ব্যাকরণ গ্রন্থের নাম 'মহাভাষ্য'।

৩১। আদিতে অপভ্রাংশ কোন সমাজে ব্যবহৃত হতো?
উত্তর: বৌদ্ধ ও জৈন সমাজে ব্যবহৃত হতো।

৩২। মাগধী প্রাকৃতে তিনটি উষ্মবর্ণ স্থানে কোন শ/ষ/স ব্যবহৃত হয়?
উত্তর: 'শ' ব্যবহৃত হয়। 

৩৩। নব্য ভারতীয় আর্য ভাষার আধুনিক পর্বের দুটি ভাষার নাম লেখ?
উত্তর: নব্য ভারতীয় আর্য ভাষার আধুনিক পর্বের দুটি ভাষার নাম হলো : হিন্দি,  মারাঠি। 

৩৪। গৌড়ী অপভ্রংশের পূর্ববর্তী ভাষাকে কী বলে? ×
উত্তর: গৌড়ী প্রকৃতের পরবর্তী স্তর ছিল গৌড়ী অপভ্রংশ। 

৩৫। মধ্যভারতীয় আর্যভাষার দ্বিতীয় উপস্তরের নাম কী? 
উত্তর: মধ্য প্রাকৃত ভাষা। 

৩৬। মূল 'রামায়ণ' কোন ভাষায় রচিত?
উত্তর: মূল 'রামায়ণ' সংস্কৃত ভাষায় রচিত।

৩৭। শতম শাখার প্রধান ভাষা কয়টি?
উত্তর: শতম শাখার প্রধান ভাষা আর্মেনিক, বাল্টোশ্লাভিনিক এবং আর্য। 

৩৮। ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? 
উত্তর: ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। 

৩৯। ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে কী বলে?
উত্তর: ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে বর্ণ বলে।

৪০। উচ্চারণরীতি অনুসারে 'ঙ' কোন ধরণের বর্ণ?
উত্তর: উচ্চারণরীতি অনুসারে 'ঙ' নাসিক্য ব্যঞ্জনবর্ণ।

৪১। মহাপ্রাণ ধ্বনি ষ, ধ, ভ স্থানে গ, দ, ব উচ্চারিত হয় কোন ভাষা?
উত্তর: বরেন্দ্র উপভাষা। 

৪২। দুটি ঘোষ ধ্বনির উদাহরণ দাও।
উত্তর: গ, জ।

৪৩। 'খাঁটি গরুর দুধ' শুদ্ধ কী হবে?
উত্তর: 'খাঁটি গরুর দুধ' শুদ্ধ 'গরুর খাঁটি দুধ'।

৪৪। সন্ধির সংজ্ঞা দাও? 
উত্তর: সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন— বিদ্যা+আলয়=বিদ্যালয়।

৪৫। একটি বাক্যের কয়টি অংশ থাকে?
উত্তর: একটি বাক্যের ২টি অংশ থাকে। যথা: ১.উদ্দেশ্য এবং  ২. বিধেয়।

৪৬। 'গালিচ' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
উত্তর: ফারসি।

৪৭। বাংলা বর্ণমালায় নেই অথচ মৌলিক স্বরবর্ণ হিসেবে ব্যবহৃত হয় এরূপ বর্ণটির নাম কী? 
উত্তর: বাংলা বর্ণমালায় নেই অথচ মৌলিক স্বরবর্ণ হিসেবে ব্যবহৃত হয় এরূপ বর্ণটির নাম 'এ্যা'।

৪৮। ( ; )  বিরাম চিন্হের নাম লেখ?
উত্তর: ( ; )  বিরাম চিন্হের নাম সেমিকোলন। 

৪৯। প্রমিত বাংলা বানানরীতি কী?
উত্তর: বাংলা একাডেমি কতৃর্ক প্রবর্তিত বাংলা বানানের নিয়মই হলো প্রমিত বাংলা বানান রীতি।

৫০। 'দারোগা' কোন ভাষার শব্দ?
উত্তর: তুর্কি ভাষার শব্দ।

৫১। 'IDIOM' শব্দটির পারিভাষিক রূপ লেখ?
উত্তর: 'IDIOM' শব্দটির পারিভাষিক রূপ বাগধারা।

৫২। বাংলা ভাষায় যুক্তাক্ষরের সংখ্যা কয়টি?
উত্তর: ২৫০ টি।

৫৩। প্রমিত বাংলা বানানের নিয়ম কখন প্রবর্তিত হয়?
উত্তর: ১৯৯২ সালে।

৫৪। 'অহোরাত্রি' শব্দটির অপপ্রয়োগ ভুলের শুদ্ধরূপ লেখ?
উত্তর: অহোরাত্র।

৫৫। বাংলা ভাষার প্রথম ব্যকরণ গ্রন্থ কে রচণা করেন?
উত্তর: রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যকরণ। 

৫৬। বিরামচিহ্নের প্রথম সার্থক প্রয়োগ করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৫৭। ফলা কাকে বলে? 
উত্তর: ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।

৫৮। সার্থক বাক্যের গুণ কয়টি ও কী কী?
উত্তর: সার্থক বাক্যের গুণ ৩টি। যথা- ১.আকাঙ্ক্ষা,  ২.আসত্তি এবং  ৩.যোগ্যতা। 

৫৯। 'হ্য' যুক্তবর্ণটির বিশিষ্ট রূপ লেখ?
উত্তর: 'হ্য' যুক্তবর্ণটির বিশিষ্ট রূপ হলো:- হ+য্।

৬০। 'তীক্ষ্ণ' শব্দের যুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ আছে?
উত্তর: ক+ষ+ন।

৬১। সম্বোধন পদ বাক্যের কোথায় বসে?
উত্তর: সম্বোধন পদ বাক্যের প্রথমে বসে।

৬২। প্রতিবেদন শব্দের অর্থ কী? 
উত্তর: প্রতিবেদন শব্দের অর্থ বিবরণী।

৬৩। প্রতিবেদনের সাধারণত কয়টি অংশ থাকে এবং কী কী? 
উত্তর: প্রতিবেদনের সাধারণত ৩টি অংশ থাকে। প্রারম্ভিক অংশ, প্রধান অংশ, পরিশিষ্ট। 

৬৪। নিপাতনে সিদ্ধ সন্ধি কী?
উত্তর: নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে নিয়ম বহির্ভূত সন্ধি।

৬৫। IPA বলতে কী বুঝায়?
উত্তর: International Phonetic Alphabet. 

৬৬। দুই বা ততোধিক শব্দ যুক্ত করার ক্ষত্রে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়? 
উত্তর: হাইফেন (—) ব্যবহৃত হয়। 

৬৭। 'রেস্তোরাঁ' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? 
উত্তর: ফরাসি ভাষা থেকে। 

৬৮। সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলি কী কী? 
উত্তর: সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলি হচ্ছে - ১.আকাঙ্ক্ষা,  ২.আসক্তি,  ৩.যোগ্যতা। 

৬৯। বাংলা গদ্য চলিতরীতির প্রবর্তক কে?
উত্তর: বাংলা গদ্য চলিতরীতির প্রবর্তক প্রমধ চৌধুরী। 

৭০। 'জানালা' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? 
উত্তর: পর্তুগিজ ভাষা থেকে। 

৭১। সমাসবদ্ধ পদে চিহ্ন হিসেবে কোন বিরতি চিহ্ন ব্যবহৃত হয়? 
উত্তর: সমাসবদ্ধ পদে চিহ্ন হিসেবে হাইফেন (–) বিরতি চিহ্ন ব্যবহৃত হয়।

৭২। 'অধীনস্থ' শব্দটির অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধরূপ লেখ?
উত্তর: 'অধীনস্থ' শব্দটির অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধরূপ হলো 'অধীন'।

৭৩। 'উপর্যুক্ত' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কর?
উত্তর: 'উপর্যুক্ত' শব্দটির সন্ধি-বিচ্ছেদ হলো উপরি+উক্ত। 

৭৪। 'জ্ঞান' শব্দে ব্যবহৃত যুক্তবর্ণ গুলোর পরিচয় দাও?
উত্তর: জ+ঞ।

৭৫। 'ঞ্জ' যুক্তাক্ষরটির বর্ণগুলো কী কী?
উত্তর: ঞ+জ।

৭৬। 'আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত' বাক্যটির শুদ্ধ প্রয়োগ দেখাও?
উত্তর: আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।

৭৭। প্রতিবেদনে একটি উদ্দেশ্য লেখ?
উত্তর: প্রতিবেদনে একটি উদ্দেশ্য নিরপেক্ষ ভাবে বক্তব্য উপস্থাপন। 

৭৮। একই ব্যঞ্জন ছাড়াও অন্য কোন উপায়ে ধ্বনি দ্বিত্ব হয়?
উত্তর: 'ব' ফলা যুক্ত হয়ে। যেমন: বিশ্ব (বিশশো)।

বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি। অনার্স ১ম বর্ষ ক' বিভাগ প্রশ্নের সাজেশন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন