বাংলার ইতিহাস। অনার্স প্রথম বর্ষ, ক' বিভাগ।

বাংলার ইতিহাস

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা বাংলার ইতিহাস ক' বিভাগ সাজেশন। বিষয়: বাংলার ইতিহাস। বিষয় কোড:। 

বাংলার ইতিহাস। অনার্স প্রথম বর্ষ, ক' বিভাগ।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। বাংলাকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় কেন? 
উত্তর: নদী বাহিত মাটি দ্বারা সৃষ্ট হওয়ায় বাংলাকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয়।

২। বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় সর্বপ্রথম কোন গ্রন্থে? × ২০২২
উত্তর: বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় সর্বপ্রথম ঐতরেয় আরণ্যক গ্রন্থে।

৩। পুণ্ড্র নগর কোথায় অবস্থিত? 
উত্তর: পুণ্ড্র নগর বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত।

৪। পাণ্ডু রাজার ঢিবি কোথায় অবস্থিত? 
উত্তর: পাণ্ডু রাজার ঢিবি ভারতের পশ্চিমবাংলার বর্ধমান জেলায় অবস্থিত।

৫। সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝায়?
উত্তর: সমতট বলতে বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অংশকে বুঝায়?

৬। সোমপুর বিহার কোথায় অবস্থিত? 
উত্তর: সোমপুর বিহার নঁওগা জেলায় অবস্থিত।

৭। হর্ষচরিত কে রচনা করেন?
উত্তর: হর্ষচরিত বানভট্ট রচনা করেন।

৮। প্রাচীন বাংলার প্রাচীনতম লিপি কোনটি? × ২০২২
উত্তর: ব্রাহ্মী লিপি।

৯। 'মহাস্থান ব্রাহ্মীলিপি' কোন রাজবংশের শাসনের সাক্ষ্য বহন করে?
উত্তর: 'মহাস্থান ব্রাহ্মীলিপি' পুণ্ড্র রাজবংশের শাসনের সাক্ষ্য বহন করে।

১০। 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর ' গ্রন্থের রচয়িতা কে? 
উত্তর: বল্লাল সেন।

১১। 'ওয়ারী বটেশ্বর' কোন জেলায় অবস্থিত? × ২০২২
উত্তর: 'ওয়ারী বটেশ্বর' নরসিংদী জেলায় অবস্থিত।

১২। সন্ধ্যাকরনন্দী রচিত ঐতিহাসিক গ্রন্থটির নাম কি? 
উত্তর: সন্ধ্যাকরনন্দী রচিত ঐতিহাসিক গ্রন্থটির নাম রামরচিত।

১৩। হিউয়েন সাং কখন বাংলায় আগমন করে? × ২০২২
উত্তর: চীনা পর্যটক হিউয়েন সাং ৬২৯ সালে বাংলায় আগমন করে।

১৪। ফা-হিয়েন কে ছিলেন? 
উত্তর: চীনা পর্যটক ছিলেন। 

১৫। উদয় সুন্দরীর রচয়িতা কে? 
উত্তর: কবি সোডঢল।

১৬। কোন গণিতশাস্ত্রবিদ '০' আবিষ্কার করেন?
উত্তর: আর্যভট্ট।

১৭। মৌর্য সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মৌর্য সম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য।

১৮। গুপ্তদের আদি নিবাস কোথায় ছিল? 
উত্তর: গুপ্তদের আদি নিবাস বাংলায় ছিল।

১৯। গুপ্ত যুগে প্রদেশকে কি বলা হতো?
উত্তর: গুপ্ত যুগে প্রদেশকে ভুক্তি বলা হতো।

২০। ভুক্তি কী? × ২০২২
উত্তর: গুপ্ত শাসনামলে প্রশাসনিক সুবিধার্থে সাম্রাজ্যকে কতগুলো ভাগে ভাগ করা হতো। সর্ববৃহৎ বিভাগটির নাম ছিল 'ভুক্তি'। 

২১। গুপ্তযুগে শ্রেষ্ঠ গণিত শাস্তবিদের নাম কী?
উত্তর: আর্যভট্ট।

২২। হিয়েন সাং কোন সময়ে বাংলায় আগমন করে? × ২০২২
উত্তর: সপ্তম শতকে।

২৩। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
উত্তর: সুমদ্রগুপ্তের সভাপতি হরিসেন।

২৪। শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল?
উত্তর: শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ। 

২৫। প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম রাজা কে?
উত্তর: প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম রাজা হলেন শশাংক।

২৬। "শ্রী মহাসামন্ত শশাংক" এই নামটি কোথায় খোদিত হয়েছে? 
উত্তর: "শ্রী মহাসামন্ত শশাংক" এই নামটি প্রাচীন রোহিতেশ্বর গিরিগাত্রের একটি সিলে খোদিত হয়েছে।

২৭। খালিমপুর তাম্রশাসন কার সময় কালের?
উত্তর: খালিমপুর তাম্রশাসন ধর্ম পালের সময় কালের।

২৮। বাংলার পাল শাসনের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর: বাংলার পাল শাসনের প্রতিষ্ঠাতার নাম গোপাল।

২৯। মাৎস্যন্যায় শব্দের অর্থ কী?
উত্তর: মাৎস্যন্যায় শব্দের অর্থ আইন বিবর্জিত রাষ্ট্র। 

৩০। দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন?
উত্তর: লক্ষণ সেনের মন্ত্রী উমাপতিধর।

৩১। উত্থরাপথ স্বামী বলা হয় কাকে?
উত্তর: ধর্ম পালকে উত্থরাপথ স্বামী বলা হয়।

৩২। পাল সম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উত্তর: পাল সম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে।

৩৩। 'সোমপুর বিহার' কে প্রতিষ্ঠা করেন? × ২০২২
উত্তর: ধর্মপাল।

৩৪। সন্ধ্যাকর নন্দী কোন গ্রন্থ রচনা করেন? × ২০২২
উত্তর: সন্ধ্যাকর নন্দী 'রামরচিত' গ্রন্থ রচনা করেন।

৩৫। বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে?
উত্তর: বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিব্য।

৩৬। কৈবর্ত অর্থ কী? × ২০২২
উত্তর: জেলে বা মৎস্যজীবী।

৩৭। চন্দ্রবংশের প্রতিষ্টাতা কে?
উত্তর: চন্দ্রবংশের প্রতিষ্টাতা হলেন পূর্ণচন্দ্র। 

৩৮। চন্দ্র বংশের রাজারা বাংলার কোন অঞ্চল শাসন করতেন?
উত্তর: চন্দ্র বংশের রাজারা বাংলার দক্ষিণ ও পূর্ব  অঞ্চল মাসন করতেন।

৩৯। সেনদের আদি নিবাস কোথায় ছিল? × ২০২২
উত্তর: সেনদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্নাট দেশে।

৪০। সেন রাজবংশের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে?
অথবা, সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সেন রাজবংশের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হেমন্ত সেন।

৪১। বখতিয়ার খলজী কোন পথে নদীয়া আক্রমন করেন?
উত্তর: বখতিয়ার খলজী ঝাড়খণ্ডের অরণ্যময় অঞ্চল দিয়ে নদীয়া আক্রমন করেন।

৪২। গৌড়ের রাজধানীর নাম কী ছিল?
উত্তর: গৌড়ের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ।

৪৩। গঙ্গরিডই জাতি কারা?
উত্তর: প্রাচীন বাংলার এক পরাক্রম জাতি।

৪৪। মেঘনা পূর্ববর্তী অঞ্চল কোন নামে পরিচিত ছিল?
উত্তর: মেঘনা পূর্ববর্তী অঞ্চল সমতট নামে পরিচিত ছিল।

৪৫। প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি?
উত্তর: প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর তাম্রলিপ্ত।

৪৬। হরিকেলের রাজধানীর নাম কি ছিল?
উত্তর: হরিকেলের রাজধানীর নাম ছিল চট্টগ্রাম/চৈত্যগ্রাম।

৪৭। চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কী?
উত্তর: পাটলীপুত্র।

৪৮। ইন্ডিকা কি?
উত্তর: ইন্ডিকা হলো মৌর্যযুগের এক অমর গ্রন্থ।

৪৯। তাম্রলিপি কী?
উত্তর: প্রাচীন বাংলার ইতিহাসের উৎস। 

৫০। 'তাবাকাৎ-ই-নাসিরী' গ্রন্থের রচয়িতা কে? 
উত্তর: মিনহাজ উস-সিরাজ।

৫১। মৌর্য শাসনাধীন বাংলার রাজধানী কোথায় ছিল? 
উত্তর: মহাস্থানগড়।

৫২। অর্থশাস্ত্র গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর: কৌটিল্য। 

৫৩। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 
উত্তর: গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী গুপ্ত।

৫৪। ভারতীয় নেপোলিয়ন বলা হয় কাকে? 
উত্তর: সুমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলা হয়।

৫৫। 'রঘু বংশ' কাব্যের রচিয়তা কে? 
উত্তর: 'রঘু বংশ' কাব্যের রচিয়তা কালিদাস। 

৫৬। কোন গুপ্ত শাসকশকারী উপাধি গ্রহণ করেন?
উত্তর: দ্বতীয় চন্দ্রগুপ্ত।

৫৭। বানভাট্ট রচিত ঐতিহাসিক গ্রন্থটির নাম কী?
উত্তর: বানভাট্ট রচিত ঐতিহাসিক গ্রন্থ হল হর্ষচরিত।

৫৮। পাল বংশের শেষ 'মুকুট মণি' কে?
উত্তর: পাল বংশের শেষ 'মুকুট মণি' রাম পাল।

৫৯। কোন কোন রাজবংশের মধ্যে 'ত্রিপক্ষীয় সংঘর্ষ' সংঘটিত হয় তাদের নাম লিখ?
উত্তর: গুর্জর প্রতীহার বংশ, রাষ্ট্র কৃট বংশ ও পাল বংশ।

৬০। পাল বংশের শেষ রাজা কে?
উত্তর: গোবিন্দ পাল।

৬১। পালদের পিতৃভূমি কোন অঞ্চলে ছিল?
উত্তর: বরেন্দ্র অঞ্চলে।

৬২। দেব বংশের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: শ্রী শান্তিদেব।

৬৩। শ্রী চন্দ্র কে ছিলেন?
উত্তর: ত্রৈলোক্য চন্দ্রের পুত্র ছিলেন।

৬৪। কোন মুসলিম বিজেতা নদীয়া আক্রমন করেন?
উত্তর: বখতিয়ার খলজী।

৬৫। সেন বংশের শেষ শাসক কে ছিলেন?
উত্তর: সেন বংশের শেষ শাসক ছিলেন লক্ষ্মণ সেন। 

৬৬। বখতিয়ার খলজী কত সালে নমীয়া আক্রমণ করেন?
উত্তর: ১২০৪ সালে।

৬৭। জয়দেব কে ছিলেন? 
উত্তর: জয়দেব ছিলেন লক্ষ্মণ সেনের বিশিষ্ট সভাকবি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন