রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ
জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ ক' বিভাগ সাজেশন। বিষয়: রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ। বিষয় কোড: ২১১৯০১।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। |
ক' বিভাগ
১। Polis শব্দের অর্থ কি?
উত্তর: নগর বা নগররাষ্ট্র।
২। রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: ম্যাকিয়াভেলি।
৩। "Man is born free but everywhere he is in chain"–উক্তিটি কার? × ২০২২
উত্তর: "Man is born free but everywhere he is in chain"–উক্তিটি করেছেন জ্যাঁ জ্যাক রুশো।
৪। রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তর: রাষ্ট্রের উপাদান চারটি।
৫। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? ×
উত্তর: সার্বভৌমত্ব।
৬। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাদের নাম লিখ?
উত্তর: সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাদের নাম হচ্ছে জন লক, টমাস হবস এবং জ্যাঁ জ্যাক রুশো।
৭। "শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি" মন্তব্যটি কার? × ২০২২
উত্তর: টি. এইচ. গ্রিনের।
৮। 'The Social Contract' নামক গ্রন্থের রচিতা কে? × ২০২২
উত্তর: 'The Social Contract' নামক গ্রন্থের রচিতা রুশো।
৯। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি?
অথবা, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উত্তর: ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
১০। আইনের তিনটি উৎসের নাম লিখ?
উত্তর: ১. প্রথা, ২. ধর্ম এবং ৩. বিচারকের রায়।
১১। ভোটাধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? × ২০২২
উত্তর: রাজনৈতিক অধিকার।
১২। 'A Grammer of Politics' গ্রন্থটির রচয়িতা কে? × ২০২২
উত্তর: অধ্যাপক লাস্কির।
১৩। জাতীয়তাবাদের জনক বলা হয় কাকে? × ২০২২
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলিকে।
১৪। "Constitution is the way of life the state has chosen for itself." উক্তিটি করেছেন কে?
উত্তর: এরিস্টট্ল।
১৫। "Democracy is a government of the people by the people and for the people" –উক্তিটি কার?
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের।
১৬। আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর: আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক হলেন জন লক।
১৭। টেকনোক্র্যাট মন্ত্রী কার? × ২০২২
উত্তর: সংসদ সদস্য ব্যতীত মন্ত্রী পরিষদের সদস্যদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলে।
১৮। সরকারের অঙ্গ কয়টি?
উত্তর: সরকারের অঙ্গ তিনটি। যথা: ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ, ৩. বিচার বিভাগ।
১৯। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।
২০। "The Spirit of the Laws" গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর: "The Spirit of the Laws" গ্রন্থটির রচিয়তা মন্টেস্কু।
২১। আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: আমলাতন্ত্রের জনক হলেন ম্যাক্সওয়েবার।
২২। "Essays on Sociology"–গ্রন্থটির রচিতা কে?
উত্তর: "Essays on Sociology"–গ্রন্থটির রচিতা হলেন ম্যাক্স ওয়েবার।
২৩। " The Ruling Class" নামক গ্রন্থটি কার লেখা?
উত্তর: গ্যাটানো মস্কার লেখা।
২৫। জনমতে তিনটি বাহনের নাম লিখ? × ২০২২
উত্তর: জনমতে তিনটি বাহনের নাম হল: ১. সংবাদপত্র, ২.সভা-সমিতি, ৩. রাজনৈতিক দল।
২৬। "Public opinion is neither public nor opinion" উক্তিটি কার?
উত্তর: অধ্যাপক গেটেল-এর।
২৭। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।
২৮। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।
২৯। "Political Science কে Master of Science কে বলেছে।
উত্তর: এরিস্টোটল।
৩০। এরিস্টোটল কোন পদ্ধতিতে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করেছেন?
উত্তর: আরোহ পদ্ধতি।
৩১। The Politics গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: এরিস্টটল।
৩২। রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হল জনগণের নিরাপত্তা বিধান করা।
৩৩। কল্যাণমূলক রাষ্ট্রের দুইটি বৈশিষ্ট্য লেখ?
উত্তর: কল্যাণমূলক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য হল–১.জনকল্যাণ সাধন করা, ২.মৌলিক অধিকার সংরক্ষণ করা।
৩৪। "The prince" গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: "The prince" গ্রন্থটির রচয়িতা ম্যাকিয়াভেলি।
৩৫। "Voice of the people is the voice of gold" কে বলেছেন?
উত্তর: জ্যাঁ জ্যাক রুশো।
৩৬। "শাসককে সিংহের মতো বলবান এবং শৃগালের মতো ধূর্ত হতে হবে" –কে বলেছেন?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।
৩৭। কে রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করেছেন?
উত্তর: ম্যাকিয়াভেলি।
৩৮। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
উত্তর: হবস, লোক ও রুশো।
৩৯। সামাজিক চুক্তি মতবাদের একজন প্রবক্তার নাম লিখ?
উত্তর: সামাজিক চুক্তি মতবাদের একজন প্রবক্তার নাম হলো টমাস হবস।
৪০। টমস হবসের বিখ্যাত বইটির নাম লিখ?
উত্তর: টমস হবসের বিখ্যাত বইটির নাম হচ্ছে লেভিয়াথান।
৪১। "Tow Treatises On Civil Government" –গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর: "Tow Treatises On Civil Government" –গ্রন্থটির রচিয়তা হলো জন লক।
৪২। "Will not force is the basis of the state" কার উক্তি?
উত্তর: টি. এইচ. গ্রিনের।
৪৩। সামাজিক চুক্তি মতবাদের প্রধান সমর্থক কারা?
উত্তর: সামাজিক চুক্তি মতবাদের প্রধান সমর্থক হলেন হবস, লক ও রুশো।
৪৪। "The Leviathan" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: "The Leviathan" গ্রন্থের রচয়িতা হলেন টমাস হবস।
৪৫। Superanus শব্দের অর্থ কি?
উত্তর: Superme বা সর্বশ্রেষ্ঠ।
৪৬। জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?
উত্তর: Lectures on Jurisprudence নামক গ্রন্থে।
৪৭। সর্বভৌমত্বের বহুত্ববাদী মতবাদের প্রবক্তা কারা?
উত্তর: লাস্কি, হবস, বার্কার, ম্যাকিয়াভেলি প্রমুখ।
৪৮। "রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা হচ্ছে সর্বভৌমত্ব।"–উক্তিটি কার?
উত্তর: অধ্যাপক ইউলোবীর।
৪৯। আইনের "স্কুল অব থট" কয়টি?
উত্তর: ৪টি?
৫০। আইনকে পক্ষপাতহীন যুক্তি বলে অভিহিত করেছেন কে?
উত্তর: এরিস্টটল।
৫১। "Law is the Professionless Reason" কে বলেছেন?
উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটল।
৫২। ইংরেজি "Liberty" বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: ইংরেজি "Liberty" বাংলা প্রতিশব্দ হলো স্বাধীনতা।
৫৩। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয় ভাগে বিভক্ত ও কি কি?
উত্তর: সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি চার ভাগে বিভক্ত। যথা: ১.অনুমোদন বা আদেশের মাধ্যমে, ২.বিবর্তন, ৩ বিপ্লব এবং ৪.সংবিধানিক পরিষদ।
৫৪। উত্তম সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ কর?
উত্তর: উত্তম সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে–সুস্পষ্টতা, সংক্ষিপ্ততা, জনমতে প্রাধান্য, সুনির্দিষ্টতা, মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি, বিচার বিভাগের প্রাধান্য প্রভৃতি।
৫৫। ব্রিটেনের সংবিধান কোন ধরনের?
উত্তর: ব্রিটেনের সংবিধান অলিখিত।
৫৬। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি?
উত্তর: সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি চারটি।
৫৭। "সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।"–কে বলেছেন?
উত্তর: এরিস্টটল।
৫৮। এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার ব্যবস্থা কোনটি?
উত্তর: এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার ব্যবস্থা পলিটি বা মধ্যতন্ত্র।
৫৯। Demos এবং Kratia শব্দের অর্থ কী?
উত্তর: Demos শব্দের অর্থ জনগণ এবং Kratia শব্দের অর্থ ক্ষমতা বা শাসন।
৬০। সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন তিনটি রাষ্ট্রের নাম লিখ?
উত্তর: ১.বাংলাদেশ, ২.ভারত ও ৩.পাকিস্তান।
৬১। সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর: জন লক।
৬২। অধ্যাদেশ কী?
উত্তর: রাষ্ট্রপতি বিশেষ পরিস্থিতিতে যে আইন প্রণয়ন করে তাকে অধ্যাদেশ বলে।
৬৩। সংসদীয় সরকার পদ্ধতিতে সরকার প্রধান কে?
উত্তর: সংসদীয় সরকার পদ্ধতিতে সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
৬৪। কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে?
উত্তর: সংসদীয় সরকার ব্যবস্থায়।
৬৫। কোন ধরনের শাসন ব্যবস্থায় 'আইনের চোখে সকলে সমান'?
উত্তর: গণতান্ত্রিক শাসনব্যবস্থায়।
৬৬। K. C. Wheare-এর বিখ্যাত বইটির নাম কী?
উত্তর: Federal Government.
৬৭। আইনসভার প্রধান তিনটি কার্যাবলী কী কী?
উত্তর: আইনসভার প্রধান তিনটি কার্যাবলী হচ্ছে - ১.আইন প্রণয়ন করা, ২.শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা ও ৩.সংবিধান রচনা ও সংশোধন করা।
৬৮। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু আছে এমন দুটি দেশের নাম লিখ?
উত্তর: দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু আছে এমন দুইটি দেশের নাম হল – যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
৬৯। সংসদীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখ? × ২০২২
উত্তর: ইংল্যান্ড ও বাংলাদেশ।
৭০। হস্তান্তরিত আইন কী?
উত্তর: সাধারণত আইন বিভাগ আইন প্রণয়ন করে। কিন্তু বিভিন্ন দেশে দেখা যায়, আইন বিভাগ বৈধ ক্ষমতা বলেই আইন প্রণয়ন ক্ষমতা অন্য কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে প্রদান করতে পারে। এ প্রদত্ত ক্ষমতাবলে ব্যক্তি বা কর্তৃপক্ষ যে আইন প্রণয়ন করে তাকে হস্তান্তরিত আইন বলে।
৭১। বিচারপতিদের নিয়োগের তিনটি পদ্ধতি উল্লেখ কর?
উত্তর: বিচারপতিদের নিয়োগের তিনটি পদ্ধতি নিম্নরূপ: ১.জনগণ কর্তৃক ২.আইনসভা কর্তৃক ও ৩.সরকার কর্তৃক নিয়োগ।
৭২। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা কে?
উত্তর: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা হলেন মন্টেস্কু।
৭৩। "The Sprite of the Laws'' গ্রন্থের মূল দর্শন কি ছিল?
উত্তর: "The Sprite of the Laws'' গ্রন্থের মূল দর্শন ছিল আইন।
৭৪। মন্টেস্কুর একটি বইয়ের নাম লিখ?
উত্তর: The Sprite of the Laws.
৭৫। "নির্বাচকমন্ডলী সরকারি চতুর্থ অঙ্গ"–উক্তিটি কার?
উত্তর: উক্তিটি W. F. Willoughby-এর।
৭৬। নির্বাচকমন্ডলী কারা?
উত্তর: নির্বাচক মন্ডলী বলতে এমন এক ধরনের মধ্যবর্তী কমিটিকে নির্দেশ করে যারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি হিসেবে জনপ্রতিনি নির্বাচন করেন তাদেরকে বুঝায়। যেমন– বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং তারা রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের প্রতিনিধি হিসেবে ভোট প্রদান করেন এখানে সংসদ সদস্যরা হলেন নির্বাচক মন্ডলী।
৭৭। Natio বা Natus শব্দের অর্থ কি?
উত্তর: Natio বা Natus শব্দের অর্থ জন্ম বা বংশ।
৭৮। নারীদের সর্বপ্রথম কবে কোন দেশ ভোটাধিকার প্রদান করে?
উত্তর: নারীদের সর্বপ্রথম ১৯২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভোটাধিকার প্রদান করে।
৭৯। নারীদের ভোটাধিকার কোন দেশে প্রথম স্বীকৃত হয়?
উত্তর: নিউজিল্যান্ডে (১৮৯৩ সালে)।
৮০। রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ কর?
উত্তর: রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ হল–১.একদলীয় ব্যবস্থা, ২.দ্বিদলীয় ব্যবস্থা ও ৩.বহুদলীয় ব্যবস্থা।
৮১। দ্বিদলীয় ব্যবস্থা কোন কোন দেশে আছে?
উত্তর: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দ্বিদলীয় ব্যবস্থা আছে।
৮২। এলিট মতবাদীদের নাম লিখ?
উত্তর: এলিট মতবাদীদের নাম হচ্ছে ভিলফ্রেডো প্যারেটো, জি. মস্কা, বেন্হাম, সি. রাইট মিলস প্রমুখ।
৮৩। "The mind and Society'' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ইতালির সমাজবিজ্ঞানী ভিলফ্রেডো প্যারেটো।
৮৪। 'Voice of the people is the voice of god'-উক্তিটি কার?
উত্তর: উক্তিটি জ্যাঁ জ্যাক রুশোর।
সবগুলোর সাজেশন দেয়া নাই
উত্তরমুছুন