রাজনৈতিক সমাজবিজ্ঞান। অনার্স প্রথম বর্ষ, ক' বিভাগ।

রাজনৈতিক সমাজবিজ্ঞান 

জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা রাজনৈতিক সমাজবিজ্ঞান ক' বিভাগ সাজেশন। বিষয়: রাজনৈতিক সমাজবিজ্ঞান। বিষয় কোড: ২১২০০৫।

রাজনৈতিক সমাজবিজ্ঞান। অনার্স প্রথম বর্ষ, ক 'বিভাগ।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।

ক' বিভাগ

১। 'রাজনৈতিক সমাজতত্ত্ব হচ্ছে সমাজ ও রাজনীতির মধ্যে আন্তঃসম্পর্কের অধ্যায়ন"– উক্তিটি কার? 
উত্তর: 'রাজনৈতিক সমাজতত্ত্ব হচ্ছে সমাজ ও রাজনীতির মধ্যে আন্তঃসম্পর্কের অধ্যায়ন"– উক্তিটি ম্যাক্স ওয়েবারের। 

২। "রাজনৈতিক সমাজবিজ্ঞান সমাজ ও রাজনীতি, সমাজ কাঠামো ও রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে"– উক্তিটি কার?
উত্তর: এম এম লিপমেটের।

৩। "রাজনৈতিক সমাজবিজ্ঞান হল রাজনৈতিক ক্ষমতা এবং শ্রেণি কাঠামোর পারস্পরিক সম্পর্ক অধ্যায়ন"– উক্তিটি কার? × ২০২২
উত্তর: "রাজনৈতিক সমাজবিজ্ঞান হল রাজনৈতিক ক্ষমতা এবং শ্রেণি কাঠামোর পারস্পরিক সম্পর্ক অধ্যায়ন" – উক্তিটি সমাজবিজ্ঞানী ক্যাপলাউ এর।

৪। "রাজনৈতিক সমাজবিজ্ঞানে সামাজিক প্রেক্ষাপটে ক্ষমতার আলোচনা করা হয়" – উক্তিটি কার? 
উত্তর: "রাজনৈতিক সমাজবিজ্ঞানে সামাজিক প্রেক্ষাপটে ক্ষমতার আলোচনা করা হয়" – উক্তিটি T.B. Bottomore এর।

৫। রাজনৈতিক সমাজবিজ্ঞান বিশ্লেষণে তিনটি দৃষ্টিভঙ্গির নাম লিখ।
উত্তর: রাজনৈতিক সমাজবিজ্ঞান বিশ্লেষণে তিনটি দৃষ্টিভঙ্গির নাম হলো:- ১. আচরণবাদী দৃষ্টিভঙ্গি,  ২. ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি এবং  ৩. কাঠামো-কার্যগত দৃষ্টিভঙ্গি। 

৬। রাজনৈতিক সমাজবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গি প্রবক্তা কে? × ২০২২
উত্তর: রাজনৈতিক সমাজবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা আর্থার বেন্টলী ও গ্রাহাম ওয়ালাস।

৭। 'Comparative Political System' গ্রন্থের রচয়িতা কে? 
উত্তর: 'Comparative Political System' গ্রন্থের রচয়িতা হলেন- Barbara Mclennan.

৮। "প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি" – এর প্রবক্তা কে? 
উত্তর: "প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি" – এর প্রবক্তা হলেন ডেভিড ইস্টন।

৯। আচরণবাদী দৃষ্টিভঙ্গির পর্ব কয়টি? 
উত্তর: আচরণবাদী দৃষ্টিভঙ্গির পর্ব সংখ্যা তিনটি।  

১০। 'Utopia' বইটি কার লেখা? 
উত্তর: Jhomas More এর।

১১। রাজনৈতিক সংস্কৃতি কি? 
উত্তর: রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, অনুভূতি ও মূল্যবোধ এবং আদর্শের সমষ্টি। 

১২। রাজনৈতিক সংস্কৃতির উপাদান কয়টি ও কি কি? × ২০২২
উত্তর: তিনটি। যথা:-  ১. অভিজ্ঞতাভিত্তিক বিশ্বাস,  ২. মূল্যবোধ ভিত্তিক অগ্রধিকার এবং  ৩. সংবেদনশীল মনোভাব। 

১৩। রাজনৈতিক সংস্কৃতির মৌলিক উপাদান উল্লেখ কর? 
উত্তর: রাজনৈতিক সংস্কৃতিক মৌলিক উপাদান হল অভিজ্ঞতাভিত্তিক বিশ্বাস।

১৪। রাজনৈতিক সামাজিকীকরণে তিনটি মুখ্যবাহনের নাম লিখ?
উত্তর: ১. পরিবার,   ২. শিক্ষাপ্রতিষ্ঠান   ৩. ধর্মীয় আদর্শ। 
১৫। রাজনৈতিক মেরুকরণ কি? 
উত্তর: রাজনৈতিক মেরুকরণ বলতে রাজনৈতিক শক্তিগুলোর দু'টি প্রান্ত কেন্দ্রীভূত হাওয়াকে বুঝাই।

১৬। 'Political Elites in Bangladesh' গ্রন্থের রচিয়তা কে? 
উত্তর: গ্রন্থটি রচয়িতা ড. রঙ্গলাল সেন।

১৭। 'Society and Politics' গ্রন্থের রচয়িতা কে? 
উত্তর: 'Society and Politics' গ্রন্থের রচয়িতা হলেন সি. এল. রাই।

১৮। রাজনৈতিক সামাজিকীকরণের সুতিকারাগার বলা হয় কোন সংগঠনকে?
উত্তর: রাজনৈতিক সামাজিকীকরণের সুতিকারাগার হলো পরিবার। 

১৯। কাঠামোগত ক্রিয়াবাদী মতবাদের দুইজন রাজনৈতিক সমাজবিজ্ঞানী নাম লেখ?
উত্তর: কাঠামোগত ক্রিয়াবাদী মতবাদের দুইজন রাজনৈতিক সমাজবিজ্ঞানী নাম হলো আলমন্ড ও লুসিয়ান পাই।

২০। রাজনৈতিক উন্নয়ন কী?
উত্তর: রাজনৈতিক উন্নয়ন বলতে রাজনৈতিক জীবন, কাঠামো, কার্যাবলী ও প্রক্রিয়ার পরিবর্তনকে বুঝায়। 

২১। "আসাবিয়া" প্রত্যয়টির প্রবক্তা কে? 
উত্তর: "আসাবিয়া" প্রত্যয়টির প্রবক্তা হলেন সমাজবিজ্ঞানী ইবনে খালদুন। 

২২। "The Origin of the State" গ্রন্থের রচয়িতা কে? × ২০২২
উত্তর: "The Origin of the State" গ্রন্থের রচয়িতা হলেন ই. বি. টেইলর।

২৩। 'Civic culture' গ্রন্থের প্রণেতা কে? 
উত্তর: 'Civic culture' গ্রন্থের প্রণেতা হলেন Almobd and varva.

২৪। আদিম মাতৃসূত্রিয় সামাজিক সংগঠন কে কি বলে?
উত্তর: আদিম মাতৃসূত্রিয় সামাজিক সংগঠনকে গোত্র বা clan বলে। 

২৫। আদিম পিতৃসূত্রিয় সামাজিক সংগঠনকে কি বলে? 
উত্তর: আদিম পিতৃসূত্রিয় সামাজিক সংগঠনকে গোত্র বা GEN বলে।

২৬। মর্গান রাজনৈতিক সমাজকে কি বলে আখ্যায়িত করেছেন?
উত্তর: মর্গান রাজনৈতিক সমাজকে সিভিটাস (Civitas) বলে আখ্যায়িত করেছেন। 

২৭। 'সিভিটাস' কী?
উত্তর: নাগরিক।

২৮। কৌম বা গোত্রের সংজ্ঞা দাও? 
উত্তর: রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদি মাতৃসূত্রীয় সামাজিক সংগঠনের নাম হলো গোত্র বা কৌম। 

২৯। ড. গার্নারের মতে, রাষ্ট্রের উপাদান গুলো কি? 
উত্তর:  ড. গার্নারের মতে, রাষ্ট্রের উপাদানগুলি হলো- ১. জনসমষ্টি,  ২. নির্দিষ্ট ভূখণ্ড,  ৩. সরকার এবং  ৪. সার্বভৌমত্ব। 

৩০। আইনের দুটি উৎস উল্লেখ কর। 
উত্তর: ১. চিরাচরিত প্রথা,   ২. ধর্ম। 

৩১। ধর্ম কি? 
উত্তর: ধর্ম হচ্ছে অতি প্রাকৃতিক শক্তিতে বিশ্বাস করা। 

৩২। আইন কি? 
উত্তর: আইন হচ্ছে এমন সব বিধিবিধান সকল ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। 

৩৩। সরকার কাকে বলে? 
উত্তর: সরকার বলতে রাষ্ট্রের কাজে নিয়োজিত শাসন, আইন ও বিচার বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বুঝায়।

৩৪। নির্বাচকমণ্ডলী কারা?
উত্তর: আইন অনুযায়ী রাষ্ট্রের যেসব নাগরিক ভোটাধিকার প্রাপ্ত হয়, তাদের সমষ্টিগত রূপই হলো নির্বাচকমণ্ডলী।

৩৫। প্যারেটোর বিখ্যাত তত্ত্বটির নাম লিখ?
উত্তর: প্যারেটোর বিখ্যাত তত্ত্বটির নাম হলো 'এলিট চক্রাকার আবর্তন তত্ত্ব'। 

৩৬। সম্মোহনী নেতৃত্ব কী?
উত্তর: কখনো কখনো নেতার গুণাবলি ও ব্যক্তিত্ব জনগোষ্ঠীকে বিশেষভাবে সম্মোহিত করে নেতার প্রতি আকৃষ্ট করে। এ ধরনের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলে।

৩৭। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা?
উত্তর: সমদৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তির সমষ্টিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে। 

৩৮। 'Ancient Society' এর রচিয়তা কে?
উত্তর: 'Ancient Society' এর রচিয়তা হলেন L.H. Morgan.

৩৯। কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? 
উত্তর: ১৪ জুলাই, ১৭৮৯ সালে।

৪০। গণভোট কি?
উত্তর: গণভোট হচ্ছে আইনের প্রস্তাবে জনসম্পত্তি গ্রহণ। 

৪১। নেতৃত্ব প্রধানত কত প্রকার ও কি কি?
উত্তর: নেতৃত্ব প্রধানত ২ প্রকার। যথা: ১. গণতান্ত্রিক নেতৃত্ব, ও ২. প্রভুত্বব্যঞ্জক নেতৃত্ব। 

৪২। এলিট চক্রাকার মতবাদের প্রবর্তক কে?×
উত্তর: এলিট চক্রাকার মতবাদের প্রবর্তক হরেন ইতালির অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী ভেলফ্রিজে প্যারোটো।

৪৩। গুণগত যোগ্যতার ভিত্তিতে প্লেটো কয়টি শ্রেণীর কথা বলেছেন?
উত্তর: ৩টি। যথা: ১. দার্শনিক শ্রেণী,  ২. যোদ্ধা শ্রেণী, ও  ৩. উৎপাদন শ্রেণী।

৪৪। "সাম্রাজ্যবাদ জীবনের শাশ্বত এবং অপরিবর্তনীয় আইন।" –উক্তটি কার?
উত্তর: বেনিটো মুসোনী।

৪৫। "কোন নির্দিষ্ট ভূখন্ডে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে।" –উক্তটি কার?
উত্তর: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসনের।

৪৬। মার্চেন্ট গিল্ড কী?
উত্তর: ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য মধ্যযুগে ইউরোপের ব্যবসায়ীরা যে বণিক সংগঠন গড়ে তোলে তাকে মার্চেন্ট গিল্ড বরে।

৪৭। আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ: ১. আদেশ পালন ও  ২. প্রশাসনিক সিদ্ধান্ত। 

৪৮। ফরাসি বিপ্লবের শ্লোগান কী ছিল?
উত্তর: ফরাসি বিপ্লবের শ্লোগান হলো "স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব "।

৪৯। যৌক্তিক আমলাতন্ত্র সম্পর্কে কে সর্বপ্রথম আলোচনা সূত্রপাত করেন?
উত্তর: যৌক্তিক আমলাতন্ত্র সম্পর্কে সর্বপ্রথম আলোচনা সূত্রপাত করেন ম্যাক্স ওয়েবার।

৫০। প্রলেতারিয়েত কাকে বলে? 
উত্তর: যে ব্যক্তি তার শ্রম শক্তি বিক্রি করে জীবনযাপন করে তাকে প্রলেতারিয়েত বলে।

৫১। সম্মোহনী নেতৃত্বের একটি উদাহরণ দাও।
উত্তর: সম্মোহনী নেতৃত্বের একটি উদাহরণ হলো– হযরত মুহাম্মদ (স)।

৫২। রুশ বিপ্লব কত সালে সংগঠিত হয়? 
উত্তর: ১৭৮৯ সালে।

৫৩। সাম্যবাদের মূল বক্তব্য কি?
উত্তর: সম্যবাদের মূল বক্তব্য হলো প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী শ্রম দিবে এবং প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী জীবনধারণের উপকরণ পাবে।

৫৪। রক্ষণশীল মতবাদের প্রবক্তা কে? 
উত্তর: রক্ষণশীল মতবাদের প্রবক্তা এডমন্ড বার্ক।

৫৫। ফ্যাসিবাদের জনক কে?
উত্তর: ফ্যাসিবাদের জনক বেনিটো মুসোলিনী।

৫৬। " শ্রেণীসংগ্রাম ও উদ্বৃত্ত মূল্যতত্ত্বের" প্রবক্তা কে? 
উত্তর: কার্ল মার্কস। 

৫৭। জেন্ডার কি?
উত্তর: জেন্ডার হলো নারী-পুরুষের নমাজ বিনির্মিত পার্থক্য। 

৫৮। GAD এর পূর্ণ রূপ কি? 
উত্তর: GAD এর পূর্ণ রূপ হলো Genser and Development. 

৫৯। WID এর পূর্ণ রূপ কি?
উত্তর: WID এর পূর্ণ রূপ হলো Wemen in Development. 

৬০। কাল্পনিক সমাজতন্ত্রের তিনজন প্রবক্তার নাম লিখ। উত্তর: কাল্পনিক সমাজতন্ত্রের তিনজন প্রবক্তার নাম হলো: ১. টমাস ম্যূর, ২. সেন্ট সিমন এবং ৩. জেমস হ্যারিংটন।

৬১। সংখ্যালঘু বলতে কী বুঝ? 
উত্তর: সংখ্যালঘু হচ্ছে মানুষের একটি ক্ষুদ্র নরগোষ্ঠী যারা ধর্মীয়, ভাষাগত প্রভৃতি ক্ষেত্রে অন্য মানব গোষ্ঠী থেকে আলাদা। 

৬২। শ্রেণী সচেতনতা কী?
উত্তর: কোন শ্রেণীর সদস্যদের নিজের ও অন্যন্য দলের প্রতি নিজস্ব অনুভূতিই হচ্ছে শ্রেণী সচেতনতা।

৬৩। কর্তৃত্ব কী?
উত্তর: ক্ষমতার যুক্তিসঙ্গত প্রয়োগ হলো কর্তৃত্ব।

৬৪। শ্রেণীসংগ্রাম তত্ত্বের জনক কে?
উত্তর: শ্রেণীসংগ্রাম তত্ত্বের জনক কার্ল মার্কস। 

৬৫। সুশীল সমাজ প্রত্যয়টির উদ্ভব কোন শতকে এবং কার লেখায়?
উত্তর: সপ্তম শতকে বিখ্যাত দার্শনিক হবস তার লেখায় প্রথম সুশীল সমাজের বিষয়টি আনেন।

৬৬। সুশীল সমাজের আরেক নাম কি? 
উত্তর: সুশীল সমাজের আরেক নাম গণতান্ত্রিক সমাজ।

৬৭। বাংলাদেশে গনতান্ত্রিক মূল্যবোধ বিকাশের প্রধান দুটি অন্তরায় চিহ্নিত কর।
উত্তর: বাংলাদেশে গনতান্ত্রিক মূল্যবোধ বিকাশের প্রধান দুটি অন্তরায় হলো: ১. যোগ্য নেতৃত্বের অভাব, ২. শিক্ষার অভাব ও ৩. নৈতিকতার অভাব। 

৬৮। ক্ষমতার দুটি উৎস উল্লেখ কর।
উত্তর: ক্ষমতার দুটি উৎস হলো: ১. কর্তৃত্ব ও ২. মর্যাদা। 

৬৯। 'রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি' উক্তিটি কার?
উত্তর: 'রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি' –উক্তিটি সেন্ট টমাস একুইনাসের।

৭০। বিশ্বে সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল কোথায়? 
উত্তর: প্রাচীন গ্রিক ও এথেন্সে।

৭১। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা সর্বপ্রথম কোন দেশে হয়েছিল? 
উত্তর: উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা সর্বপ্রথম ইংল্যান্ডে হয়েছিল।

৭২। গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? 
উত্তর: গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ঐতিহাসিক খুকিডাইডিস।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন