সামাজিক সমস্যাসমূহ। অনার্স প্রথম বর্ষ, ক' বিভাগ।

সামাজিক সমস্যাসমূহ 

জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। আজকের আলোচনা সামাজিক সমস্যাসমূহ ক' বিভাগ সাজেশন। বিষয়: সামাজিক সমস্যাসমূহ। বিষয় কোড:। 

সামাজিক সমস্যাসমূহ। অনার্স প্রথম বর্ষ, ক' বিভাগ।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। 'Contemporary Social Problems' -গ্রন্থের রচয়িতা কে? 
উত্তর: 'Contemporary Social Problems' -গ্রন্থের রচয়িতা হলেন সমাজবিজ্ঞানী  H.A. Phelps.

২। Cultural lag তত্ত্বের প্রবক্তা কে? ×
উত্তর: Cultural lag তত্ত্বের প্রবক্তা, W.F. Ogburn.

৩। প্রচ্ছন্ন বেকারত্ব কি?
উত্তর: প্রচ্ছন্ন বেকারত্ব হলো এক বিশেষ ধরনের বেকারত্ব। এ ধরনের লোকেরা বিভিন্ন ধরনের কর্মে নিয়োজিত থাকলেও তাদের উৎপাদনশীলতা শূন্য। 

৪। "বিশ্ব ধরিত্রী সম্মেলন" প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? 
উত্তর: ১৯৯২ সালে ব্রাজিলের রিওডিজেনিরোতে।

৫। কাম্য জনসংখ্যা কী?
উত্তর: কাম্য জনসংখ্যা হলো সর্বোত্তমভাবে উপযুক্ত, কাঙ্ক্ষিত জনসংখ্যা। 

৬। গ্রিনহাউস ইফেক্ট কি?
উত্তর: গ্রিনহাউস গ্যাসগুলোর প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে অধিক তাপ জমে যাওয়ার মধ্য দিয়ে বিশ্ব উষ্ণায়ন সংগঠিত হওয়া। 

৭। জনসংখ্যা বৃদ্ধির জ্যামিতিক হার কী? ×
উত্তর: জনসংখ্যা বৃদ্ধি দ্বিগুণ আকারে বৃদ্ধি পাওয়াকে জ্যামিতিক হর বলে।

৮। "Urbanism" শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 
উত্তর: Prof. Louis Worth.

৯। কে সর্বপ্রথম Urbanization শব্দটি ব্যবহার করেন? 
উত্তর: Prof. Louis Worth সর্বপ্রথম Urbanization শব্দটি ব্যবহার করেন।

১০। লিঙ্গ বৈষম্য কী?
উত্তর: সমাজ বিনির্মিত নারী পুরুষের মধ্যে যে পার্থক্য তাকে লিঙ্গ বৈষম্য বলে।

১১। মাদকাসক্তি বলতে কী বুঝ?
উত্তর: মাদকাসক্তি হলো মাদক দ্রব্য গ্রহণের জন্য অভ্যস্ততা থেকে সৃষ্ট আর্কষণ যা ব্যক্তিকে ক্রমাগত গ্রহণে তাড়িত করে।

১২। HIV-এর পূর্ণাঙ্গ অর্থ কি?
উত্তর: HIV-এর পূর্ণাঙ্গ অর্থ হলো: Human Immunodeficiency Virus.

১৩। SDT এর পূর্ণাঙ্গ অর্থ কি?
উত্তর: SDT এর পূর্ণাঙ্গ অর্থ হলো Sexually Transmetted Disease.

১৪। Cyber crime কী?
উত্তর: সাইবার ক্রাইম হচ্ছে এক ধরনের প্রযুক্তিগত অপরাধ। যেখানে অপরাধ সংঘটনে প্রযুক্তি ব্যবহার করা হয়। 

১৫। সহিংস অপরাধ কি?
উত্তর: সহিংস অপরাধ সমাজকে বিপন্ন করে তোলে।  খুন, ধর্ষণ, ডাকাতি, আঘাত ইত্যাদি। 

১৬। অপরাধের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে? 
উত্তর: অপরাধের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন Lombroso.

১৭। কিশোর অপরাধ কী? 
উত্তর: কিশোর বয়সী কর্তৃক সংগঠিত সামাজিক মূল্যবোধ বিরোধী কাজকেই কিশোর অপরাধ বলে। 

১৮। পর্নোগ্রাফি কী?
উত্তর: যে চিত্রকর্ম বা সাহিত্য কুরুচিপূর্ণ, নগ্ন ও অশ্লীল এবং যেগুলোর দ্বারা মানুষের বিবেচনা ও নৈতিকতা লোপ পায় সেগুলো পর্নোগ্রাফি।

১৯। Pornography কাকে বলে?
উত্তর: Pornography হলো ঐ সকল সাহিত্যকর্ম চলচিত্র ও পেইন্টিংকে বুঝায় ঙা তীব্র যৌন কামনা উদ্রেক করে।

২০। IPCC -এর পূর্ণ রূপ কি? 
উত্তর: IPCC -এর পূর্ণ রূপ হলো Inter Governmental Plant on Climate Change.

২১। সিডোর কত সালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে?
উত্তর: সিডোর ২০০৭ সালে ১৫ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে।

২২। সামাজিক-সাংস্কৃতিক কারণে সৃষ্টি হয় এমন দুটি সামাজিক সমস্যার নাম উল্লেখ কর? 
উত্তর: সামাজিক-সাংস্কৃতিক কারণে সৃষ্টি হয় এমন দুটি সামাজিক সমস্যার হলো–১. যৌতুক ও ২. দুর্নীতি। 

২৩। 'Social Problems: The Contemporary Debates' গ্রন্থের রচয়িতা কে? 
উত্তর: 'Social Problems: The Contemporary Debates' গ্রন্থের রচয়িতা হলেন নিসবেট ও মার্টিন। 

২৪। 'প্রতীকী মিথস্ক্রিয়াবাদ' তত্ত্বের প্রবক্তা কে? 
উত্তর: 'প্রতীকী মিথস্ক্রিয়াবাদ' তত্ত্বের প্রবক্তা জর্জ হার্বার্ট মিড এবং হার্বার্ট ব্লুমার।

২৫। সামাজিক সমস্যা বিশ্লেষণ দ্বান্দ্বিক মতবাদের প্রবক্তা কে? 
উত্তর: সামাজিক সমস্যা বিশ্লেষণ দ্বান্দ্বিক মতবাদের প্রবক্তা হলেন কার্ল মার্কস। 

২৬। জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের গ্রন্থের নাম কি? 
উত্তর: জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের গ্রন্থের নাম হরো–"An Essay on the Principal of Population. 

২৭। পরিবর্তনশীল জনসংখ্যা বলতে কি বুঝায়?
উত্তর: প্রজননশীলতা, মরণশীলতা, স্থানান্তর, অভিবাসন প্রভৃত কারণে জনসংখ্যা হ্রাস, বৃদ্ধি ঘটলে তাকে পরিবর্তনশীল জনসংখ্যা বলে।

২৮। জীববৈচিত্র্য কাকে বলে? 
উত্তর: পৃথিবীতে মানুষসহ যেকোন উদ্ভিদ প্রাণীকুলের মধ্যে যে বৈচিত্র্য বিদ্যমান তাকে জীববৈচিত্র্য বলে। 

২৯। বস্তি কাকে বলে? 
উত্তর: শহরে পরিত্যক্ত স্থানে নোংরা, সিঞ্জি পরিবেশ এবং ভাঙা ঘরে বসতি স্থাপনকে বস্তি বলে।

৩০। সামাজিক বনায়ন কী?
উত্তর: পরিবেশ সংরক্ষণে এশিয়া উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বন অধিদপ্তরের একটি কার্যক্রম। 

৩১। 'জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে' উক্তিটি কার?
উত্তর: 'জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে' উক্তিটি করেন টমাস রবার্ট ম্যালথাস।

৩২। দ্রুত নগরায়ন কী? 
উত্তর: দ্রুত নগরায়ন হচ্ছে শহরের জনসংখ্যা বৃদ্ধি (স্বাভাবিক বৃদ্ধি), বিদ্যমান নগরের কাঠামোর আয়তনবৃদ্ধি এবং গ্রাম থেকে জনগোষ্ঠী শহরে স্থানান্তর।

৩৩। বৃত্তকলা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: বৃত্তকলা তত্ত্বের প্রবক্তা হলেন–Homer S. Hoyt.

৩৪। অতি নগরায়ন কী? 
উত্তর: নগরীর অধিক সুযোগ-সুবিধা, কর্মক্ষেত্রে প্রাচুর্যতা, গ্রামে কর্মক্ষেত্রের অভাব, খাদ্যসহ মানবিক মৌল প্রয়োজন মিটানোর তাগিদে নগরীর বাইরের জনসংখ্যার আগমন, জীবনযাপন ও বর্ধিত জনসংখ্যার চাপে নগরীর বৃদ্ধিকে অতি নগরায়ন বলে।

৩৫। Pull factor কি?
উত্তর: নগরের সুবিধা মানুষকে নগরের দিকে টানে, আর একেই Pull factor বলে।

৩৬। মেগাসিটি কাকে বলে? 
উত্তর: কোন শহরে ১কোটি বা তদূর্ধ্ব জনগোষ্ঠী থাকলে তাকে মেগাসিটি বলে।

৩৭। বস্তগত সংস্কৃতির একটি উদাহরণ দাও? 
উত্তর: বস্তগত সংস্কৃতির একটি উদাহরণ হলো পোশাক।

৩৮। অবস্তুগত সংস্কৃতি বলতে কী বুঝায়?
উত্তর: মানব সংস্কৃতিক অন্তর্গত চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, আকার-আকরন, মূল্যবোধ প্রভৃতি অবস্তুগত উপাদনকে অবস্তুগত সংস্কৃতি বলে।

৩৯। আকাশ সংস্কৃতি বলতে কী বোঝায়?
উত্তর: টেলিভিশন, ইন্টারনেট, ডিশ ইত্যাদি মাধ্যমে যে সব বৈশিক সামাজিক চিত্র এক দেশ থেকে অন্য দেশে সহজেই বিস্তার লাভ করে তাকে আকাশ সংস্কৃতি বলে।

৪০। সাম্রাজ্যবাদ কি?
উত্তর: একটি দেশের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনাশ বা সংকুচিত করে তার উপর নিজের প্রভুত্ব ও কর্তৃত্ব স্থাপন করার চেষ্টাই হলো সাম্রাজ্যবাদ।

৪১। আদিবাসী সংস্কৃতি কী?
উত্তর: আদিবাসী সংস্কৃতি বলতে বুঝায়, যারা একটি গোষ্ঠীর সদস্য ও যার সদস্যরা নিজস্ব সাধারণ বৈশিষ্ট্য দ্বারা পৃথক এবং তাদের নিজস্ব ভাষা, শিল্প, সংস্কৃতি রয়েছে। তারা অন্যদের তুলনায় নিজেদেরকে পৃথক মনে করে।

৪২। শ্রেণী কী?
উত্তর: সামাজিক শ্রেণী বিভাজনকে শ্রেণী বলে।

৪৩। শ্রেণী বৈষম্যের মৌল উপাদান কি কি?
উত্তর: শ্রেণী বৈষম্যের মৌল উপাদানগলো হচ্ছে ১. পেশা ২. শিক্ষা এবং যোগ্যতা ৩. আয় (ব্যক্তিগত এবং পারিবারিক) ৪. সম্পত্তির মালিকানা ৫. পারিবারিক মর্যাদা ও অনুপ্রেরণা। 

৪৪। বার্ধক্য কারা?
উত্তর: মানব জীবন চক্র অনুসারে কোন মনুষ যখন ৬০-৬৫ বছরের বেমি বয়সে উপনিত হয় তখন তার শারীরিক অবস্থাকে বার্ধক্য বলে।

৪৫। Minority group প্রত্যয়টি কে প্রথম ব্যবহার করেন? 
উত্তর: Minority group প্রত্যয়টি Louis Wirth প্রথম ব্যবহার করেন —১৯৪৫ সালে।

৪৬। Health কি?
উত্তর: Health হলো সম্পূর্ণ দৈহিক, মানসিক এবং সামাজিক সুস্থতা। 

৪৭। "বিশ্ব এইডস দিবস" প্রতিবছর কত তারিখে পালিত হয়?
উত্তর: "বিশ্ব এইডস দিবস" প্রতিবছর ১ ডিসেম্বর তারিখে পালিত হয়।

৪৮। যক্ষ্মারোগ প্রতিরোধে টিকার নাম কি? 
উত্তর: যক্ষ্মারোগ প্রতিরোধে টিকার নাম BCG বা Bacille Calmette Guirin.

৪৯। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তর: Vitamin–A.

৫০। লাইফস্টাইল ডিজিজ কী?
উত্তর: জীবনযাপনের ধরনের কারণে তথা মাদক গ্রহণ, মাদকাসক্তি, ধূমপান, শারীরিক ব্যায়াম ও অস্বাস্থ্যকর খাবারের কারণে যেসব রোগ হয় সেগুলোকে জীবনযাপনের ধরনজনিত রোগ বা লাইফস্টাইল ডিজিজ বলে।

৫১। ল্যাটিন শব্দ Educare এর অর্থ কি? 
উত্তর: ল্যাটিন শব্দ Educare এর অর্থ কর্ষণ করা,  পরিচর্য করা, বিকাশ ঘটানো প্রভৃতি।

৫২। বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 
উত্তর: বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় ১৯৭৪ সালে।

৫৩। কার নেতৃত্বে বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়? 
উত্তর: ড. কুদরত-এ-খুদার নেতৃত্বে বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়।

৫৪। Peer-group কারা?
উত্তর: যারা দলগত বা যুগলভাবে কাজ করে তাদেরকে Peer-group বলে।

৫৫। অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে?
উত্তর: অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন অপরাধ  বিজ্ঞানী লমব্রোসো।

৫৬। সামাজিক সমস্যা অধ্যয়নের লেবেলিং তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: সামাজিক সমস্যা অধ্যয়নের লেবেলিং তত্ত্বের প্রবক্তা হলেন H. S. Berker.

৫৭। কিশোর কারা? 
উত্তর: বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর অনুযায়ী ০ থেকে ৮ বছর বয়সের ছেলেরা হচ্ছে কিশোর। 

৫৮। পতিতাবৃত্তি কাকে বলে?
উত্তর: পতিতাবৃত্তির অপর নাম হলো বেশ্যাবৃত্তি বা গণিকাবৃত্তি।

৫৯। একটি যৌনবাহিত রোগের নাম লিখ?
উত্তর: AIDS.

৬০। পরিবেশ দূষণ কী?
উত্তর: পরিবেশে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বস্তুর উপস্থিতি হলে তাকে পরিবেশ দূষণ বলে।

৬১। যেকোনো একটি গ্রিনহাউজ গ্যাসের নাম লিখ?
উত্তর: একটি গ্রিন হাউজ গ্যাসের নাম হল কার্বন-ডাই-অক্সাইড। 

৬২। দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কী কী?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনা ধাপ তিনটি। যথা: ১. দুর্যোগ পূর্বকালীন, ২. দুর্যোগ কালীন, ৩. দুর্যোগ পরবর্তীকালীন।

৬৩। বায়ু দূষণ কী?
উত্তর: বায়ুতে উপস্থিত বস্তুসমূহের যে ঘনত্ব মানুষ ও তার পরিবেশের উপর বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করে তাকেই বায়ু দূষণ বলে।

৬৪। বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ডের মতবাদের নাম কী?
উত্তর: বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ডের মতবাদের নাম হলো ভদ্রবেশী অপরাধ।

৬৫। HIV কিভাবে ছড়ায়? 
উত্তর: মূলত অরক্ষিত যৌনসঙ্গমের মাধ্যমে HIV ভাইরাস ছড়ায়। এছাড়াও HIV আক্রান্ত  ব্যক্তির রক্ত গ্রহণ বা একই সিরিজ ব্যবহারে HIV ছড়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন