প্রারম্ভিক সমাজবিজ্ঞান
জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ অনার্স ১ম বর্ষ। আজকের আলোচনা প্রারম্ভিক সমাজ বিজ্ঞান ক' বিভাগ সাজেশন। বিষয়: প্রারম্ভিক সমাজ বিজ্ঞান । বিষয় কোড: ।
ক' বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। |
ক' বিভাগ
১। 'Eassy in Sociology' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: 'Eassy in Sociology' গ্রন্থটির রচয়িতা Max Weber.
২। 'সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।' – উক্তিটি কার?
উত্তর: 'সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।' – উক্তিটি সমাজবিজ্ঞানী ডুর্খেইম এর।
৩। 'Das Capital' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: 'Das Capital' গ্রন্থটির রচয়িতা কার্ল মার্কস।
৪। 'সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যায়ন করে' – উক্তিটি কার?
উত্তর: 'সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যায়ন করে' – উক্তিটি সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ এর।
৫। দৃষ্টবাদের প্রবক্তা কে?
উত্তর: দৃষ্টবাদের প্রবক্তা হলেন Auguste Comte।
৬। বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এ কে নাজমুল করিম।
৭। 'আদর্শ নমুনা' প্রত্যয়টি কার?
উত্তর: 'আদর্শ নমুনা' প্রত্যয়টি Max Weber এর।
৮। সমাজতাত্ত্বিক গবেষণার প্রথম পর্যায় কোনটি?
উত্তর: সমাজতাত্ত্বিক গবেষণার প্রথম পর্যায় হলো গবেষণা সমস্যা নির্বাচন বা চিহ্নিত করা।
৯। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
উত্তর: বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ হলো সমস্যা নির্বাচন।
১০। সংস্কৃতির ভিত্তি কী?
উত্তর: প্রত্যেক সংস্কৃতির ভিত্তি হচ্ছে ভাষা।
১১। মূল্যবোধ কী? × ২০২২
উত্তর: সত্যমিথ্যা, ঠিকবেঠিক, ভালোমন্দ, কাঙ্ক্ষিত, অকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের ধারণার নামই মূল্যবোধ।
১২। 'সাংস্কৃতিক ব্যবধান' তত্ত্বের প্রবক্তা কে? × ২০২২
উত্তর: William F. Ogburn.
১৩। 'The Communist Manifesto' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: 'The Communist Manifesto' গ্রন্থটির রচয়িতা হলেন মার্কস ও এঙ্গেলস।
১৪। সরোরেট কি? × ২০২২
উত্তর: সরোরেট হলো কোন স্বামীর স্ত্রী মারা গেলে স্ত্রীর বোনের সাথে তার বিবাহকে সরোরেট বিবাহ বলে।
১৫। লেভিরেট কি?
উত্তর: লেভিরেট হলো ভ্রাতৃ বিধবাবিবাহ রীতি।
১৬। 'আমলাতন্ত্রের' জনক কে? × ২০২২
উত্তর: 'আমলাতন্ত্রের' জনক ম্যাক্স ওয়েবার।
১৭। অনুভূমিক গতিশীলতা কাকে বলে?
উত্তর: একই সামাজিক স্তরের মধ্যে সমমর্যাদাসম্পন্ন একটি পদ পরিবর্তন করে আর একটি পদে যাওয়াকে অনুভূমিক গতিশীলতা বলে।
১৮। বিচ্যুতি কি? × ২০২২
উত্তর: সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি আচারণই বিচ্যুতি।
১৯। বিভিন্নমুখী মেলামেশা তত্বের প্রবক্তা কে?
অথবা, অপরাধ সম্পর্কিত 'বিভিন্নমুখী মেলামেশা তত্ব' কে প্রদান করে?
উত্তর: বিভিন্নমুখী মেলামেশা তত্বের প্রবক্তা হলেন ই. এইচ. সাদারল্যান্ড।
২০। লেবেলিং তত্বের প্রবক্তা কে?
উত্তর: লেবেলিং তত্বের প্রবক্তা Howard Becker.
২১। দুর্যোগ ব্যবস্থাপনা পর্যায় কয়টি?
উত্তর: ৩টি। যথা – ১. দুর্যোগ পূর্ব, ২. দুর্যোগকালীন, ৩. দুর্যোগ পরবর্তী।
২২। AIDS এর পূর্ণ নাম কি?
উত্তর: AIDS এর পূর্ণ নাম হলো Acquired Immune Deficiency Syndrome.
২৩। HIV এর পূর্ণ রূপ কি? × ২০২২
উত্তর: HIV এর পূর্ণ রূপ Human Immune Deficiency Virus.
২৪। বিশ্বব্যবস্থা তত্বের মূল প্রবক্তা কে?
উত্তর: বিশ্বব্যবস্থা তত্বের মূল প্রবক্তা হলেন ইম্যানুয়েল ওয়ালার স্টাইন।
২৫। নির্ভরশীলতা তত্ত্বের একজন তাত্বিকের নাম লিখ।
উত্তর: A.G Frank Samir Ameen.
২৬। 'সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান।' – উক্তিটি কার?
উত্তর: 'সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান।' – উক্তিটি সামনার ও ফ্রাঙ্কওয়ার্ড এর।
২৭। Sociology শব্দটির উৎপত্তি কোথা থেকে?
অথবা, 'Sociology' শব্দটি কি কি শব্দ দ্বারা গঠিত?
উত্তর: ইংরেজি Sociology শব্দটি ল্যাটিন শব্দ 'Socious' এবং গ্রিক 'Logos' শব্দ দুটির সমাহারে সৃষ্টি।
২৮। 'Principles of Sociology' গ্রন্থটি কার লেখা?
উত্তর: 'Principles of Sociology' গ্রন্থটির লেখক এফ. এইচ. গিডিংস।
২৯। 'The Suicide' গ্রন্থটি কার লেখা?
উত্তর: 'The Suicide' গ্রন্থটি লিখেছেন ফরাসি সমাজবিজ্ঞানী এলিম ডুর্খেইম।
৩০। পদ্ধতি কী?
উত্তর: কোন কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে পথে এগুতে হয় তাই হচ্ছে পদ্ধতি।
৩১। বৈজ্ঞানিক পদ্ধতি কি?
উত্তর: যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলি বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে গবেষণা বা বিজ্ঞানিগণ সাধারণ তত্ব প্রতিষ্ঠা করেন তাকেই সাধারণভাবে বৈজ্ঞানিক পদ্ধতি বলে।
৩২। অনুকল্প কি?
উত্তর: গবেষণা সমস্যার মধ্যকার ধারণাগুলো পারস্পরিক সম্পর্ক নির্ধারণ মাধ্যমে গবেষণা সমস্যার সম্ভাব্য সমাধানের একটি আনুমানিক বিবৃতিই হলো অনুকল্প।
৩৩। পরীক্ষণ পদ্ধতি কি?
উত্তর: একটি সুনিয়ন্ত্রিত ব্যবস্থাধীনে দুই বা ততোধিক সামাজিক ঘটনা বা প্রপঞ্চের মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার পদ্ধতিকে পরীক্ষণ পদ্ধতি বলে।
৩৪। সংস্কৃতি শব্দটির ব্যুৎপত্তি অর্থ কি?
উত্তর: সংস্কৃতির ইংরেজি Culture শব্দটির উৎপত্তি হয়েছে Latin শব্দ Colere থেকে, এর অর্থ হলো কর্ষণ বা চাষ।
৩৫। অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও।
উত্তর: ভাষা হচ্ছে অবস্তুগত সংস্কৃতির একটি অন্যতম উদাহরণ।
৩৬। আরোপিত মর্যাদা কী?
উত্তর: যে মর্যাদাগুলো ব্যক্তির অনৈচ্ছিক এবং তা গোষ্ঠী সদস্যপদ থেকে উদ্ভুত হয় তাকে আরোপিত মর্যাদা বলে।
৩৭। প্রাথমিক দলের প্রধান বৈশিষ্ট্যসমূহ কি?
উত্তর: অন্তরঙ্গ সম্পর্ক।
৩৮। উইলিয়াম সামনার-এর মতানুযায়ী গোষ্ঠী কত প্রকার ও কি কি?
উত্তর: দুই প্রকার। যথা: – ১. ভিতরের দল বা অন্তর্গোষ্ঠী ও ২. বাহিরের দল বা বহির্গোষ্ঠী।
৩৯। 'সমাজ কাঠামো' প্রত্যয়টি সমাজবিজ্ঞনে প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: হার্বার্ট স্পেন্সার।
৪০। অনুলোম বিবাহ কী?
উত্তর: উচ্চ বংশের পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্ন বংশের কন্যার বিবাহকে অনুলোম বিবাহ বলে।
৪১। পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় পরিবারের ভিত্তি কী?
উত্তর: পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় পরিবারের ভিত্তি হলো উত্তরাধিকার সূত্র।
৪২। আমলাতন্ত্রের আদর্শ নমুনা তৈরি করেন কে?
উত্তর: আমলাতন্ত্রের আদর্শ নমুনা তৈরি করেন Max Weber.
৪৩। সামাজিক স্তরবিন্যাস কাকে বলে?
উত্তর: সামাজিক স্তরবিন্যাস বলতে সমাজে ব্যক্তি, গোষ্ঠী এবং শ্রেণীর অসম অবস্থান বা অসম মর্যাদার বিন্যাস বুঝায়।
৪৪। উল্লম্বী গতিশীলতা কাকে বলে?
উত্তর: কোন ব্যক্তির একটি সামাজিক স্কর থেকে অন্য সামাজিক স্তরে পরিবর্তন হওয়াকে উল্লম্বী গতিশীলতা বলে।
৪৫। সামাজিক নিয়ন্ত্রণ কি?
উত্তর: সামাজিক নিয়ন্ত্রণ কতগুলো পদ্ধতি, প্রক্রিয়া, প্রস্তাবনা ও অনুকরণ নীতি যার মাধ্যমে সমাজস্থ মানুষের সমাজ স্বীকৃত আচরণ পদ্ধতিতে সামঞ্জস্য বজায় থাকে।
৪৬। Sub-Culture Theory কাকে বলে?
উত্তর: সামাজিক বিচ্যুতির জন্য উপসংস্কৃতিকে দায়ী মনে করে বিচ্যুতি সংক্রান্ত যে তত্ত্ব প্রদান করা হয় তাকে Sub-Culture Theory বলে।
৪৭। প্যারোল ব্যবস্থা কি?
উত্তর: প্যারোল হচ্ছে সংশোধনের পদ্ধতি যা দণ্ডপ্রাপ্ত অপরাধীদের আংশিক দন্ডভোগ করার পর শর্তসাপেক্ষে মুক্তিপ্রদানের ব্যবস্থা করা হয়।
৪৮। পর্ণোচিত্র কি?
উত্তর: পর্ণোচিত্র হলো অশ্লীল ও নগ্ন সাহিত্য কর্ম।
৪৯। দারিদ্র কি?
উত্তর: দারিদ্র্য প্রত্যয়টি নেতিবাচক অর্থনৈতিক অবস্থা বুঝায়।
৫০। STD এর পূর্ণরুপ কী?
উত্তর: STD এর পূর্ণরুপ হলো – Sexually Transmitted Disease.
৫১। HIV কোন রোগের সৃষ্টি করে?
উত্তর: HIV এইডস রোগের সৃষ্টি করে।
৫২। AIDS প্রথম কোথায় দেখা দেয়?
উত্তর: AIDS প্রথম দেখা দেয় আফ্রিকা মহাদেশে।
৫৩। 'ZPG' এর পূর্ণ রূপ কি?
উত্তর: 'ZPG' এর পূর্ণ রূপ হলো Zero Population Groth.
৫৪। Horticulture কী?
উত্তর: Horticulture অর্থ হলো উদ্যান চাষ বা পশুপালন ও কৃষিভিত্তিক সমাজের পূর্বাবস্থা।
৫৫। কোন সমাজকে আদিম গোষ্ঠীগত সমাজ বলা হয়?
উত্তর: শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাকে মূলত আদিম গোষ্ঠীগত সমাজ বলা হয়ে থাকে।
৫৬। সামন্ত সমাজের মুখ্য শ্রেণী কি কি?
উত্তর: সামন্ত সমাজের মুখ্য শ্রেণী ১. উৎপাদন যন্ত্র ২. অর্থনীতি।
৫৭। সামাজিক পরিবর্তন বলতে কি বুঝায়?
উত্তর: সামাজিক পরিবর্তন বলতে সমাজকাঠামোর পূর্ণগঠন বা রুপান্তরকে বুঝায়।
৫৮। বিশ্বায়ন কি?
উত্তর: বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সারা বিশ্ব একীভূত হয়।