সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা। অনার্স প্রথম বর্ষ, ক 'বিভাগ।

সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা

জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ অনার্স ১ম বর্ষ। আজকের আলোচনা সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক' বিভাগ সাজেশন। বিষয়: সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা। বিষয় কোড: ।

সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা। অনার্স প্রথম বর্ষ, ক 'বিভাগ।
ক' বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন।

ক' বিভাগ

১। 'সামাজিক ইতিহাস হচ্ছে কোন জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস।' – উক্তিটি কার?
উত্তর: 'সামাজিক ইতিহাস হচ্ছে কোর জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস।' – উক্তিটি জি. এম. ট্রিভেলিওন প্রদান করেছেন।

২। ইতিহাসের জনক কে? × ২০২২
উত্তর: ইতিহাসের জনক হলো হেরোডোটাস।

৩। কে প্রথম 'Neolithic' শব্দটি ব্যবহার করেন?
উত্তর: প্রথম 'Neolithic' শব্দটি ব্যবহার করেন ভি. গর্ডন চাউল্ড।

৪। 'The New Science' গ্রন্থটি কার লেখা? × ২০২২
উত্তর: 'The New Science' গ্রন্থটি Vico এর লেখা।

৫। মানুষ আগুন আবিষ্কার করেছিল কোন যুগে?
উত্তর: আগুন আবিষ্কার হয় পুরাতন প্রস্তর যুগে।

৬। 'মেগালিথ' কী? × ২০২২
উত্তর: নব্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য স্থাপত্যেকে মেগালিথ বলে।

৭। কোথায় সর্বপ্রথম কৃষিকাজের সূচনা হয়েছিল?
উত্তর: চীন ও রোম সাম্রাজ্যে।

৮। ইবনে খালদুন সভ্যতার উত্থান-পতনের সময়কালকে কয়টি পর্বে ভাগ করেছেন।
উত্তর: ইবনে খালদুন সভ্যতার উত্থান-পতনের সময়কালকে ৫টি পর্বে ভাগ করেছেন।

৯। আজটেক সভ্যতা কোথায়?
উত্তর: আজটেক সভ্যতা মেক্সিকো উপত্যকায়। 

১০। 'মায়া' সভ্যতার উদ্ভব হয়েছিল কোথায়? 
উত্তর: মেক্সিকো।

১১। চীন সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠে?
অথবা, চৈনিক সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: হোয়াংহো নদীর উপত্যকায় চীন সভ্যতা গড়ে উঠে। 

১২। স্ফিংকস কী?
উত্তর: পৃথিবীর সবচেয়ে বড় পিড়ামিডের গায়ে যে মূর্তি আছে তাকে স্ফিংকস বলা হয়।

১৩। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়?
উত্তর: হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়।

১৪। হায়রোগ্লিফিক কি? × ২০২২
উত্তর: হায়রোগ্লিফিক মিশরীয় লিপি বা লিখন পদ্ধতির নাম।

১৫। প্রাচীন মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি?
উত্তর: হায়রোগ্লিফিক।

১৬। 'হোমেজ' কাকে বলে? × ২০২২
উত্তর: যে অনুষ্ঠানে মাধ্যমে লর্ড তার অনুগত ভ্যাসেলের কাছে জমি দান করে তাকে হোমেজ বলে।

১৭। Manor মূলত কি?
উত্তর: Manor মূলত একটি অর্থনৈতিক একক।

১৮। শিল্পবিপ্লব সংঘটিত হয়েছিল কোথায়?
উত্তর: শিল্পবিপ্লব ইংল্যান্ডে সংঘটিত হয়েছিল। 

১৯। কখন শিল্প বিপ্লব সংঘটিত হয়?
উত্তর: শিল্প বিপ্লব সংঘটিত হয় ১৭৬০ সালে।

২০। মার্কসের মতে, পুঁজিবাদী সমাজের শ্রেণী দুটি কি কি? 
উত্তর: মার্কসের মতে, পুঁজিবাদী সমাজের শ্রেণী দুটি হলো– ১. পুঁজিপতি শ্রেণী ও ২. প্রলেতারিয়েত শ্রেণী। 

২১। কোথায় ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা   হয়? × ২০২২
উত্তর: লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান ছয় দফা প্রস্তাব উত্থাপন করে ব্যর্থ হওয়ায় সাংবাদিক সম্মেলন করে ১৯৬৬ সালের ১৩ ফেব্রুয়ারী ছয় দফা ঘোষণা করে।

২২। সামাজিক ইতিহাস কাকে বলে?
উত্তর: সামাজিক ইতিহাস হলো পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক, সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিকাশ এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তন ধারা সম্পর্কিত আলোচনা। 

২৩। 'What Happened in History' গ্রন্থটির রচয়িতা কে? 
উত্তর: Gordon Childe.

২৪। 'Historia' শব্দের অর্থ কি? 
উত্তর: 'Historia' শব্দের অর্থ হলো – সত্য প্রকাশ করার নিমিত্তে পরিকল্পিত অনুসন্ধান। 

২৫। "কিতাবুল হিন্দ" – গ্রন্থটির রচয়িতা কে? 
উত্তর: "কিতাবুল হিন্দ" – গ্রন্থটির রচয়িতা হলেন ইবনে খালদুন।

২৬। কার্ল মার্কের মতে সামাজিক ইতিহাসের স্তর কয়টি?
উত্তর: কার্ল মার্কের মতে সামাজিক ইতিহাসের স্তর ৫টি।

২৭। কে নব্য প্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেন? 
উত্তর: ভি. গর্ডন চাইল্ড নব্য প্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেন।

২৮। প্রত্নতত্ত্ব কী?
উত্তর: খনন কাজ থেকে উদ্ধারকৃত হাতিয়ার, তীর, ধনুক, স্থাপত্য, আসবাবপত্র ইত্যাদি পরীক্ষা, নিরীক্ষা করে প্রাগৈতিহাসিক যুগের মানবসমাজ সম্পর্কে গবেষণার বিষয়ই হচ্ছে প্রত্নতত্ত্ব। 

২৯। 'আমরা যা তাই সংস্কৃতি, আমাদের যা আছে তা সভ্যতা।' – উক্তিটি কে করেছেন?
উত্তর: 'আমরা যা তাই সংস্কৃতি, আমাদের যা আছে তা সভ্যতা।' – উক্তিটি করেছেন ম্যাকাইভার।

৩০। "Life was either a feast or fast." – উক্তিটি কে করেছেন? 
উত্তর: "Life was either a feast or fast." – উক্তিটি করেছেন ভারতীয় নৃ-বিজ্ঞানী মিনু মাসানী।

৩১। হার্বাট স্পেন্সার সমাজকে কোন চারটি শ্রেণীতে ভাগ করেছে?
উত্তর: হার্বাট স্পেন্সার সমাজকে নিম্নোক্ত চারটি শ্রেণীতে ভাগ করেছে। যথা:– ১. সরল সমাজ,  ২. জটিল সমাজ, ৩. দ্বৈত জটিল সমাজ, ৪. ত্রীয় জটিল সমাজ।

৩২। ইবনে খালদুন সভ্যতার উত্থান-পতনের সময়কালকে কয়টি ভাগে ভাগ করেছেন? 
উত্তর: ইবনে খালদুন সভ্যতার উত্থান-পতনের সময়কালকে ৫টি ভাগে ভাগ করেছেন।

৩৩। 'সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত প্রতিকূলতা ও প্রতিক্রিয়া' তত্ত্ব কে প্রদান করেন? 
উত্তর: 'সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত প্রতিকূলতা ও প্রতিক্রিয়া' তত্ত্ব প্রদান করেন আর্নল্ড টয়েনবি।

৩৪। 'মহেঞ্জোদারো' অর্থ কী?
উত্তর: 'মহেঞ্জোদারো' অর্থ হলো – মৃতের নগরী।

৩৫। প্রাচীন মিশরীয় সম্রাটকে কি বলা হতো?
উত্তর: প্রচীন মিশরীয় সম্রাটকে বলা হতো 'ফারাও'।

৩৬। কারা ল্যাটিন নামে পরিচিত? 
উত্তর: ইন্দো-ইউরোপীয় জাতিগোষ্ঠ ল্যাটিন নামে পরিচিত।

৩৭। Patrician কারা?
উত্তর: প্রাচীন গোষ্ঠীপতিদের বংশধর, অভিজাত ও ভূস্বামীরা এই শ্রেণীভুক্ত। 

৩৮। 'কিউনির্ফম' কী?
উত্তর: এক ধরনের লিপি যার দ্বারা গিলগামেশ মহাকাব্য লেখা হয়।

৩৯। Iliad ও Odyssey মহাকাব্য দুটির লেখক কে?
উত্তর: Iliad ও Odyssey মহাকাব্য দুটির লেখক হোমার।

৪০। গিল্ড কী?
উত্তর: বণিক সংগঠনকে গিল্ড বলা হয়।

৪১। "ইউরোপীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিয়েছিল, কিন্তু ভারতীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিতে ব্যর্থ হয়েছিল" – উক্তিটি কার?
উত্তর: Karl Marx.

৪২। রেনেসাঁর সূচনা হয় কোথায়? 
উত্তর: তেরো শতকে ইউরোপে প্রথম রেনেসাঁ বিকশিত হয়।

৪৩। Manor মূলত কি?
উত্তর: Manor মূলত একটি অর্থনৈতিক একক। 

৪৪। 'Fief' কী?
উত্তর: লর্ড বা সামন্তপ্রভু কর্তৃক শর্তাধীনে দানকৃত জমির পরিমানকে 'Fief' বলে।

৪৫। পুঁজিবাদের স্তর কয়টি ও কি কি?
উত্তর: পুঁজিবাদের স্তর ৩টি। যথা:- ১. বণিক পুঁজিবাদ,  ২. শিল্প পুঁজিবাদ ও  ৩. অর্থনৈতিক পুঁজিবাদ। 

৪৬। রেনেসাঁ বলতে কি বুঝ?
উত্তর: রেনেসাঁ হল পুনর্জাগরণ। 

৪৭। ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তর: ১৭৮৯ সালের ১৪ জুলাই।

৪৮। রেনেসাঁর সূচনা হয় কোথায়? 
উত্তর: ইতালিতে। 

৪৯। 'প্রিবেন্ডালাইজেশন' প্রত্যয়টির প্রবক্তা কে?
উত্তর: Max Weber. 

৫০৷ কার্ল মার্কসের ধারণা অনুযায়ী মানবসমাজে প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম কি?
উত্তর: দাস সমাজ।

৫১। কখন বাংলাদেশের বিপ্লবী সরকার গঠন করা হয়? 
অথবা, কোন তারিখে মুজিব নগর সরকার গঠন করা হয়।
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন