সোভিয়েত ইউনিয়নের ইতিহাস। অনার্স চতুর্থ বর্ষ ক' বিভাগ।

সোভিয়েত ইউনিয়নের ইতিহাস

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স চতুর্থ বর্ষ। আজকের আলোচনা সোভিয়েত ইউনিয়নের ইতিহাস। ক' বিভাগ সাজেশন। বিষয়: সোভিয়েত ইউনিয়নের ইতিহাস। বিষয় কোড: ২৪১৫০৯।

সোভিয়েত ইউনিয়নের ইতিহাস। অনার্স চতুর্থ বর্ষ ক' বিভাগ।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন।


ক' বিভাগ

১। রাশিয়ায় কে ভূমিদাস মুক্তি আইন পাস করেন?
উত্তর: জার দ্বতীয় আলেকজান্ডার। 

২। স্টোলিপিন কে ছিলেন? 
উত্তর: জার দ্বতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী ছিলেন।

৩। রাশিয়ায় ফেব্রুয়ারি বিপ্লবের পর কে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হন?
উত্তর: কেরেনস্কি।

৪। লেনিন কখন বিখ্যাত 'এপ্রিল থিসিস' ঘোষণা করেন? 
উত্তর: ১৯৭১ সালের ৪ এপ্রিল। 

৫। রাশিয়ায় কখন 'মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব' সংগঠিত হয়?
উত্তর: ১৯১৭ সালের অক্টোবর মাসে।

৬। কত সালে সোভিয়েত ইউনিয়নের 'নতুন অর্থনৈতিক নীতি' গৃহীত হয়েছিল?
উত্তর: ১৯২১ সালে।

৭। সার্ফ প্রথা কে বিলোপ করেন?
উত্তর: দ্বিতীয় আলেকজান্ডার। 

৮। ক্রিমিয়ার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? 
উত্তর: তুরস্ক ও রাশিয়া। 

৯। 'মীর কী?
উত্তর: গ্রামীন সমবায় সমিতি। 

১০। 'ইসক্রা' শব্দের অর্থ কী?
উত্তর: স্ফুলিঙ্গ।

১১। কোন বিপ্লব রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটায়? 
উত্তর: ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে।

১২। রাশিয়াতে কবে 'সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি' প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৯৮ সালের মার্চ মাসে।

১৩। NEP এর পূর্ণরূপ কী?
উত্তর: New Economic Policy.

১৪। রাশিয়ার শেষ রাজবংশের নাম কী?
উত্তর: রাশিয়া শেষ রাজবংশের নাম রোমানভ।

১৫। 'নিহিলিজম' শব্দটির অর্থ কী?
উত্তর: 'নিহিলিজম' শব্দটির অর্থ উচ্ছেদবাদ বা ধ্বংসবাদ।

১৬। 'ডিসেমব্রিস্ট' আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তর: ২৬ ডিসেম্বর ১৮২৫ সালে ডিসেম্বর আন্দোলন হয়েছিল।

১৭। রাশিয়ায় বলশেভিক পার্টি কখন গঠিত হয়?
উত্তর: ১৯০৫ সালে রাশিয়ায় বলশেভিক পার্টি গঠিত হয়।

১৮। 'মেনশেভিক' শব্দটির অর্থ লিখ?
উত্তর: 'মেনশেভিক' শব্দটির অর্থ সংখ্যালঘু।

১৯। রাসপুটিন কে ছিলেন?
উত্তর: রাসপুটিন ছিলেন জার দ্বিতীয় নিকোলাসের সময়কার একজন যাজক।

২০। প্লেখানভ কে ছিলেন?
উত্তর: প্লেখানভ ছিলেন নারদিক মতবাদে বিশ্বাসী একজন চিন্তাবিদ।

২১। সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর: কার্ল মার্কস।

২২। রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন?
উত্তর: জার দ্বিতীয় নিকোলাস। 

২৩। কখন রুশ-জাপান যুদ্ধ শুরু হয়েছিল?
উত্তর: ১৯০৪–০৫ সালে।

২৪। চার্লস ওয়েন কে ছিলেন?
উত্তর: সমাজ সংস্কারক।

২৫। পোর্টস মাউথের সন্ধি কবে সম্পাদিত হয়?
উত্তর: ১৯০৫ সালের ২৩ আগস্ট।

২৬। কত সালে 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' প্রকাশিত হয়েছিল?
উত্তর: ১৮৪৮ সালে।

২৭। 'বলশেভিক' শব্দটির অর্থ লিখ?
উত্তর: 'বলশেভিক' শব্দটির অর্থ সংখ্যাগুরু।

২৮। লেনিনের পুরো নাম কী?
উত্তর: ভ্লাদিসির ইলিচ উলিয়ানভ লেনিন।

২৯। 'সোভিয়েত' শব্দের অর্থ কী?
উত্তর: স্বশাসিত পরিষদ।

৩০। রাশিয়ার ইতিহাসে কুলাক নামে কারা পরিচিত?
উত্তর: জোতদার শ্রেণী।

৩১। লাল ফৌজ কী?
উত্তর: কমিউনিস্ট আর্মি। 

৩২। 'দ্বন্দ্বমূলক বস্তুবাদ' তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: কার্ল মার্কস।

৩৩। কাকে 'মুক্তিদাতা জার' বলা হয়?
উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডারকে।

৩৪। ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়? 
উত্তর: ১৮৫৪ সালে।

৩৫। রাশিয়ার ইতিহাসে 'রক্তাক্ত রবিবারের' ঘটনা কখন ঘটে?
উত্তর: ১৯০৫ সালের ৯ জানুয়ারি।

৩৫। RSDLP এর পূর্ণরূপ কী?
উত্তর: RSDLP এর পূর্ণরূপ হল Russian Social Democratic Labour Party.

৩৬। বলশেভিক দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ভ্লাদিসির ইলিচ উলিয়ানভ লেনিন।

৩৭। কোন বিপ্লবকে 'প্রভাতী তারা' বলা হয়?
উত্তর: ফেব্রুয়ারি বিপ্লবকে।

৩৮। রাশিয়ায় ফেব্রুয়ারি বিপ্লবের পর কেওয়াইস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হন?
উত্তর: কেরেনস্কি।

৩৯। USSR এর পূর্ণরূপ কী?
উত্তর: USSR এর পূর্ণরূপ Union of Soviet Socialist Republics.

৪০। দেশপ্রেমিক মহাযুদ্ধ কত দিন স্থায়ী হয়েছিল?
উত্তর: ১৯৪১–১৯৪৫ সাল পর্যন্ত। 

৪১। 'The Big Three' কাদের বলা হয়?
উত্তর: সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ও আমেরিকাকে একত্রে The Big Three বলা হয়।

৪২। অপারেশন বারবারোসা কী?
উত্তর: 'অপারেশন বারবারোসা' হলো হিটলার কর্তৃক সোভিয়েত ইউনিয়ন আক্রমণের অভিযানের নাম।

৪৩। আধুনিক রাশিয়ার জনক বলা হয় কাকে?
উত্তর: জার পিটারকে আধুনিক রাশিয়া জনক বলা হয়।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন