যুক্তরাষ্ট্রের ইতিহাস
জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স চতুর্থ বর্ষ। আজকের আলোচনা যুক্তরাষ্ট্রের ইতিহাস ক' বিভাগ সাজেশন। বিষয়: যুক্তরাষ্ট্রের ইতিহাস। বিষয় কোড: ২৪১৫১১।
ক' বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। |
ক' বিভাগ
১। আমেরিকার দক্ষিণ অঞ্চল কি নামে পরিচিত ছিল?
উত্তর: কটন কিংডম।
২। ১৮৬১ সালে দক্ষিণের কয়টি রাজ্য নিয়ে কনফেডারেল স্টেট অব আমেরিকা গঠিত হয়েছিল?
উত্তর: ৭টি রাজ্য।
৩। আমেরিকায় বঞ্চিত শ্রমিকদের স্বার্থে গঠিত প্রথম শ্রমিক সংগঠনের নাম কী?
উত্তর: জাতীয় শ্রমিক ফেডারেশন।
৪। থিওডোর রুজভেল্টের পররাষ্ট্রনীতিকে কী বলে আখ্যায়িত করা যায়?
উত্তর: Big Stick Policy নামে।
৫। "Laissez-Faire" নীতি বলতে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বুঝায়?
উত্তর: মুক্তবাজার অর্থনীতি।
৬। দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে আমেরিকা কোন নীতি অনুসরণ করে?
উত্তর: নিরপেক্ষতামূলক নীতি।
৭। "Sold down the River" কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত?
উত্তর: গভীর বিশ্বাসঘাতকতা।
৮। "Impending crisis of the South" কার লেখা?
উত্তর: হিন্টন রোবান হেলপের।
৯। আমেরিকার সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে দাস প্রথার বিলুপ্তি ঘটানো হয়?
উত্তর: ১৩ তম।
১০। 'দাস মুক্তির ঘোষণাপত্র' কত সালে প্রচার করা হয়?
উত্তর: ১৮৬৫ সালে।
১১। কোন জোটের মাধ্যমে আমেরিকায় 'পপুলিস্ট পার্টির' উত্থান ঘটে?
উত্তর: কৃষকদের মধ্যে সৃষ্ট জোটের মাধ্যমে।
১২। "কমবাইন" যন্ত্রের মাধ্যমে কৃষি ক্ষেত্রে একসঙ্গে কয়টি এবং কী কাজ করা হতো?
উত্তর: চারটি। ফসল কাঁটা, শস্য মাড়াই, পরিষ্কার এবং বস্তাবন্দী করা হতো।
১৩। 'নোবেল অর্ডার অব দি নাইটস অব লেবার' কাদের সঙ্গ ছিল?
উত্তর: শ্রমিকদের।
১৪। লিবারেটর নামক সংবাদপত্রটির প্রকাশক কে ছিলেন?
উত্তর: উইলিয়াম লয়েড গ্যারিসন।
১৫। দি কোয়াটার্স কি?
উত্তর: দাসদের বাসস্থান।
১৬। AFL এর পূর্ণরূপ লিখ?
উত্তর: The American Federation of Labour.
১৭। গুয়াম কি?
উত্তর: একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাটি।
১৮। "স্লেইভ কোড" কবে কার্যকর করা হয়?
উত্তর: ১৭০৫ সালে।
১৯। স্পেন-আমেরিকা যুদ্ধের অবসান ঘটে কোন চুক্তির মাধ্যমে?
উত্তর: প্যারিস সন্ধির মাধ্যমে।
২০। "পর্ল হারবার" কী?
উত্তর: আমেরিকার নৌঘাঁটি।
২১। উইলিয়াম টুকার কে ছিলেন?
উত্তর: আমেরিকায় জন্মগ্রহণকারী প্রথম দাস সন্তান।
২২। 'কনফেটারেল স্টেটস অব আমেরিকা' এর সদস্য সংখ্যা কত ছিল।
উত্তর: ৭টি।
২৩। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৮৯৮ সাল গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: স্পেন আমেরিকা যুদ্ধে আমেরিকার জয় লাভের জন্য।
২৪। আমেরিকার সংবিধান কততম সংশোধনীর মাধ্যমে নারীরা ভোটের অধিকার লাভ করে?
উত্তর: ১৯ তম সংশোধনীর মাধ্যমে।
২৫। 'ক্লু ক্লাক্স ক্লান' কী?
উত্তর: একটি শ্বেতাঙ্গ গুপ্ত সংগঠন।
২৬। রেডিক্যাল পুনর্গঠনের প্রবর্তক কে?
উত্তর: প্রেসিডেন্ট লিংকন।
২৭। কাদের মধ্যে আমেরিকার গৃহযুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ফেডারেল সরকার এবং ফেডারেল সরকার হতে বিচ্ছিন্ন হওয়া ১১টি রাজ্যের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়।
২৮। আমেরিকায় কে সেলাই মেশিন আবিষ্কার করেন?
উত্তর: এলিস হোয়ে।
২৯। "Big Stick Policy" কোন রাষ্ট্রপতির পররাষ্ট্রনীতি ছিল?
উত্তর: থিওডর রুজভেল্ট।
৩০। ১৮৬২ সালে স্থাপিত আমেরিকান কৃষি বিভাগের নাম কী?
উত্তর: আইজ্যাক নিউটন।
৩১। '১৪ দফা' কে ঘোষণা করেন?
উত্তর: উড্রোউইলসন।
৩২। প্যান-আমেরিকান সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়।
উত্তর:
৩৩। জাপান কত সালে আমেরিকার পার্ল হারবার নৌঘাঁটি আক্রমণ করে?
উত্তর: ১৯৪১ সালের ৭ ডিসেম্বর।
৩৪। 'কটন কিংডম' অঞ্চলকে বলা হয়?
উত্তর: 'কটন কিংডম' নামে আমেরিকা দক্ষিণ অঞ্চলকে অভিহিত করা হয়।
৩৫। কত সালে আমেরিকায় দাস প্রথার অবসান করা হয়?
উত্তর: ১৮৬৫ সালের ৬ ডিসেম্বর সংবিধানের ১৩ তম সংশোধনীর মাধ্যমে ।
৩৬। 'ব্ল্যাক কোডস' কী?
উত্তর: পুনর্গঠনের সময়কালে নিগ্রোদের নানা সমস্যা সমাধানের জন্য দক্ষিণের রাষ্ট্রগুলো কয়েকটি আইন পাকা করে। এগুলোকে একত্রে ব্ল্যাক কোটস বা কৃষ্ণ নীতিমালা বলা হয়।
৩৭। "Uncle Tom's Cabin' গ্রন্থের লেখক কে?
উত্তর: হ্যারিয়েট বীটার স্টোয়ে।
৩৮। "রক্তাক্ত কানসাস" কী?
উত্তর: ১৮৬১ সালে কানসাসে সংঘটিত সংঘাত হল 'রক্তাক্ত কানসাস'।
৩৯। কোন যুদ্ধকে আমেরিকার দ্বিতীয় বিপ্লব বলা হয়?
উত্তর: ১৮৬১—১৮৬৫ সালের গৃহ যুদ্ধকে।
৪০। প্রগ্রেসিভ পার্টির অপর নাম কী?
উত্তর: বুল মুজ পার্টি।
৪১। 'NIRA' এর পূর্ণরূপ লিখ।
উত্তর: National Industrial Recovery Act.
৪২। পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?
উত্তর: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
৪৩। আমেরিকায় সর্বপ্রথম দাস নিয়ে আসা হয় কখন?
উত্তর: আমেরিকার সর্বপ্রথম দাস নিয়ে আসা হয় ১৬১৯ সালে।
৪৪। 'স্লেইভ কোড' কবে কার্যকর করা হয়?
উত্তর: 'স্লেইভ কোড' ১৭০৫ সালে কার্যকর করা হয়।
৪৫। আমেরিকার গৃহযুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল?
উত্তর:
৪৬। মিসৌরি আপসরফা কত সালে হয়?
উত্তর: মিসৌরি আপসরফা ১৮২০ সালে হয়।
৪৭। "ফার্মার অ্যান্ড লেবার ইউনিয়ন অব আমেরিকা" কী?
উত্তর: একটি শ্রমিক সংগঠন।
৪৮। কটন জিন কে আবিষ্কার করেন?
উত্তর: এলি উইটনি কটন জিন কে আবিষ্কার করেন।
৪৯। কোন আন্দোলনকে "Efficiency Movement" নামে অভিহিত করা যায়?
উত্তর: প্রগতিশীল আন্দোলনকে "Efficiency Movement" নামে অভিহিত করা যায়।
৫০। Sherman Act কী?
উত্তর: ট্রাস্ট বিরোধী একটি আইন।
৫১। রুশ-জাপান যুদ্ধ কবে শুরু হয়?
উত্তর: রুশ-জাপান যুদ্ধ ১৯০৪ সালে শুরু হয়।
৫২। 'নিউ ডিল' সংস্কার কর্মসূচি কে প্রবর্তন করেন?
উত্তর: প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
৫৩। মহামন্দা চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: মহামন্দা চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন হার্বার্ট হুভার।
৫৪। NATO এর পূর্ণরূপ কী?
উত্তর: NATO এর পূর্ণরূপ– North Atlantic Treaty Organisation.