আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস
জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স চতুর্থ বর্ষ। আজকের আলোচনা আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস ক' বিভাগ সাজেশন।বিষয়: আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস। বিষয় কোড: ২৪১৫০৭।
ক' বিভাগ
১। উইড্রো উইলসনের চৌদ্দ দফার প্রথম দফাটি কী ছিল?
উত্তর: গোপন কূটনীতির স্থলে খোলামেলাভাবে শান্তি চুক্তির শর্তসমূহ আলোচনা করা হবে। কোন গোপন চুক্তিকে সন্ধির শর্ত হিসেবে গ্রহণ করা যাবে না।
২। শরীফ-ম্যাকমোহন পত্রালাপের সময়কাল কত?
উত্তর: ১৯১৫ সালের জুলাই থেকে ১৯১৬ সালের মার্চ পর্যন্ত।
৩। প্রথম বিশ্বযুদ্ধের পর সিরিয়ায় কোন দেশের ম্যান্ডেটরি শাসন ছিল?
উত্তর: ফরাসি ম্যান্ডেটরি শাসন।
৪। প্রথম বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর: ১৯১৪ সালে।
৫। তুরস্কের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: মোস্তফা কামাল পাশা।
৬। বিশ্বের তেল মজুদের কত ভাগ পশ্চিম এশিয়ায় রয়েছে?
উত্তর: ৬০ ভাগ।
৭। নেপোলিয়ন কে ছিলেন?
উত্তর: ফ্রান্সের সম্রাট।
৮। আরব জাতীয়তাবাদের জনক কে?
উত্তর: জামাল উদ্দিন আফগানী।
৯। সিরিয়ায় কত সালে ফরাসি ম্যান্ডেটরি শুরু হয়?
উত্তর: ১৯২০ সালে।
১০। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর: ১ সেপ্টেম্বর ১৯৩৯ থেকে ২ সেপ্টেম্বর ১৯৪৫ পর্যন্ত।
১১। সাইকোস-পিকো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯১৬ সালের ১৬ মে।
১২। পশ্চিম এশিয়ার প্রধান তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: সৌদি আরব।
১৩। ব্যালফুর ঘোষণা দেওয়া হয়?
উত্তর: ১৯১৭ সালের ২ নভেম্বর।
১৪। ইরানের প্রাচীন নাম কি?
উত্তর: পারস্য।
১৫। কত সালে তুরস্কের নারীরা ভোটাধিকার লাভ করে?
উত্তর: ১৯৩৪ সালে।
১৬। লুজান চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯২৩ সালে।
১৭। আরব লীগের সদর দপ্তর কোথায়?
উত্তর: কায়রো, মিশর।
১৮। আরব জাতীয়তাবাদী আন্দোলনের সুতিকারাগার কোন দেশকে বলা হয়?
উত্তর: মিশরকে।
১৯। কত সালে তুরস্কে নারীরা জাতীয় নির্বাচনে প্রার্থী হবার অধিকার লাভ করে?
উত্তর: ১৯৩৪ সালে।
২০। সিরিয়া-লেবাননে কোন দেশের ম্যানিটারি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ফ্রান্সের।
২১। পশ্চিম এশিয়ায় কতটি দেশ আছে?
উত্তর: পশ্চিম এশিয়ায় ২১ টি দেশ আছে।
২২। আরব জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আরব জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী পাশা।
২৩। সুয়েজ খাল কোথায় অবস্থিত?
উত্তর: সুয়েজ খাল মিশরে অবস্থিত।
২৪। ওয়াফদ পার্টি কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯১৮ সালে গঠিত হয়।
২৫। স্বাধীন সিরিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: স্বাধীন সিরিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম নাজিম আল কুদসী।
২৬। আল ফাও কী?
উত্তর: আল ফাও হল ইরাকি বন্দর।
২৭। কোন সালে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়?
উত্তর: ১৯২৩ সালে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
২৮। পশ্চিম এশিয়ার প্রধান ভাষা কী?
উত্তর: আরবি।
২৯। আধুনিক মিশরের জনক কাকে বলা হয়?
উত্তর: আধুনিক মিশরে জনক বলা হয় মোহাম্মদ আলী পাশাকে।
৩০। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
উত্তর: ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে।
৩১। কামাল আতাতুর্ক কে ছিলেন?
উত্তর: তুর্কি জাতির পিতা।
৩২। সেভার্স চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯২০ সালের ১০ আগস্ট।
৩৩। পাহলভী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রেজা শাহ পাহলভী।
৩৪। ইরানের রাষ্ট্রীয় নাম কী?
উত্তর: ইসলামিক রিপাবলিক অব ইরান।
৩৫। ইহুদীবাদ কী?
উত্তর: ইহুদীবাদ হচ্ছে ইহুদিদের পুনঃপ্রতিষ্ঠা, উন্নয়ন এবং রক্ষার আন্দোলন।
৩৬। 'The Land of Loard' বা পবিত্র ভূমি বলা হয় কাকে?
উত্তর: ফিলিস্তিনকে।
৩৭। PLO এর পূর্ণরূপ কি?
উত্তর: Palestine Liberation Organisations.
৩৮। সৌদি আরব রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাদশা আব্দুল আজিজ ইবনে সউদ।
৩৯। কোন সন্ধি বা চুক্তির মাধ্যমে আরব লীগ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: আলেকজান্দ্রিয়া সন্ধি।
৪০। Fertile Crescent কী?
উত্তর: উর্বর অর্ধচন্দ্রিকা।
৪১। UAR এর পূর্ণরূপ লেখ?
উত্তর: United Arab Republic.
৪২। পাশা শব্দের অর্থ কী?
উত্তর: গভর্নর বা শাসনকর্তা।
৪৩। নেপোলিয়ন কত সালে মিশর জয় করেন?
উত্তর: ১৮০১ সালে।
৪৪। আধুনিক ইরানের স্থপতি কে ছিলেন?
উত্তর: রেজা শাহ পাহলভী।
৪৫। OPEC এর সম্প্রসারিত রূপ কী?
উত্তর: Organisation of Petroleum Exporting Countries.
৪৬। ইসরাইল রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৮ সালে।
৪৭। স্বাধীন সিরিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: সুকুর আল কোয়াতলি।
৪৮। 'দি ডেজার্ট কিং' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: Olivia Gates.
৪৯। লেবানন কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তর: ১৯৪৩ সালে।
৫০। আরব লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৫ সালের ২২ মার্চ।
যুক্তরাষ্ট্রের ইতিহাস। অনার্স চতুর্থ বর্ষ ক' বিভাগ প্রশ্নের সাজেশন।