খ' বিভাগ
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস ইতিহাস। অনার্স তৃতীয় বর্ষ।
অজকের আলোচনা, আমেরিকার ইতিহাসে X, Y, Z কাহিনি বলতে কী বোঝায়?
X, Y, Z কাহিনি। |
প্রশ্নঃ আমেরিকার ইতিহাসে X, Y, Z কাহিনি বলতে কী বোঝায়?
উত্তর: ভূমিকা: আমেরিকার ইতিহাসে X, Y, Z কাহিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ফ্রান্স যখন আমেরিকার বৈদেশিক নীতি নিয়ে উদ্বিগ্ন তখন আমেরিকা ফ্রান্সের আগ্রাসন থেকে রক্ষা পেতে সমঝোতার জন্য একটি প্রতিনিধি দল পাঠায়। এর ফলে একটি চুক্তির মাধ্যমে তা সমাধান হয়।
X, Y, Z কাহিনির প্রেক্ষাপটঃ ১৭৯৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফেডারেলিস্ট প্রার্থী জন এডামস বিজয়ী হন। তাতে ফরাসিরা ক্ষুব্ধ হয় এবং আমেরিকার বাণিজ্য জাহাজে বেশি করে হামলা চালাতে থাকে। ফরাসিরা পরিকল্পনা করে যে, আমেরিকার চারিদিকে তারা ভূখণ্ড তৈরি করে আমেরিকাকে ঘেরাও করবে। এ লক্ষ্যে তারা কানাডা দখল করে এবং শক্তির মাধ্যমে ফ্লোরিডা ও লুইজিনিয়া ফ্রান্সের হাতে ছেড়ে দিতে স্পেনকে চাপ দেয়। এমন পরিস্থিতিতে ১৭৯৭ সালে আমেরিকার প্রেসিডেন্ট জন এডামস ফ্রান্সের সাথে সম্পর্কের উন্নতির জন্য সি.সি পিকনি, জন মার্শাল ও এলব্রিজ গেরি নামের তিন সদস্যের একটি কূটনৈতিক মিশনকে ফ্রান্সে পাঠায়। তবে ফ্রান্স সরকারিভাবে তাদের প্রতি তেমন কোন গুরুত্ব দেয় না।
কিন্তু পরবর্তীতে ফরাসি মন্ত্রী ট্যালিরা বেসরকারিভাবে আমেরিকান মিশনের কাছে তিনজন অপরিচিত লোক পাঠান। যারা ঐ প্রতিনিধির কাছে সন্ধির শর্ত হিসাবে ঘুষ দাবি করে। ইতিহাসের এ ঘটনা X, Y, Z কাহিনি নামে পরিচিত।
X, Y, Z ঘটনার প্রভাবঃ X, Y, Z ঘটনার কারণে আমেরিকায় ব্যাপক ক্ষোভ দেখা দেয়। যা উভয় দেশকে যুদ্ধের দিকে ধাবিত করে। কিন্তু একটি চুক্তির মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি বন্ধ হলেও উভয় দেশের মধ্যে শত্রুরভাবাপন্ন অবস্থার সৃষ্টি হয়।
উপসংহারঃ পরিশেষে বলা যায়, এ ঘটনা আমেরিকায় ব্যাপক প্রভাব ফেলে। আমেরিকা তার বৈদেশিক নীতি পরিহার করে এবং এ ঘটনার জন্য যুদ্ধের প্রস্তুতি নেয়। কিন্তু পরবর্তীতে একটি চুক্তির মাধ্যমে তা বন্ধ হয়।
X, Y, Z কাহিনির প্রেক্ষাপটঃ ১৭৯৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফেডারেলিস্ট প্রার্থী জন এডামস বিজয়ী হন। তাতে ফরাসিরা ক্ষুব্ধ হয় এবং আমেরিকার বাণিজ্য জাহাজে বেশি করে হামলা চালাতে থাকে। ফরাসিরা পরিকল্পনা করে যে, আমেরিকার চারিদিকে তারা ভূখণ্ড তৈরি করে আমেরিকাকে ঘেরাও করবে। এ লক্ষ্যে তারা কানাডা দখল করে এবং শক্তির মাধ্যমে ফ্লোরিডা ও লুইজিনিয়া ফ্রান্সের হাতে ছেড়ে দিতে স্পেনকে চাপ দেয়। এমন পরিস্থিতিতে ১৭৯৭ সালে আমেরিকার প্রেসিডেন্ট জন এডামস ফ্রান্সের সাথে সম্পর্কের উন্নতির জন্য সি.সি পিকনি, জন মার্শাল ও এলব্রিজ গেরি নামের তিন সদস্যের একটি কূটনৈতিক মিশনকে ফ্রান্সে পাঠায়। তবে ফ্রান্স সরকারিভাবে তাদের প্রতি তেমন কোন গুরুত্ব দেয় না।
X, Y, Z ঘটনার প্রভাবঃ X, Y, Z ঘটনার কারণে আমেরিকায় ব্যাপক ক্ষোভ দেখা দেয়। যা উভয় দেশকে যুদ্ধের দিকে ধাবিত করে। কিন্তু একটি চুক্তির মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি বন্ধ হলেও উভয় দেশের মধ্যে শত্রুরভাবাপন্ন অবস্থার সৃষ্টি হয়।
উপসংহারঃ পরিশেষে বলা যায়, এ ঘটনা আমেরিকায় ব্যাপক প্রভাব ফেলে। আমেরিকা তার বৈদেশিক নীতি পরিহার করে এবং এ ঘটনার জন্য যুদ্ধের প্রস্তুতি নেয়। কিন্তু পরবর্তীতে একটি চুক্তির মাধ্যমে তা বন্ধ হয়।